মাদকদ্রব্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২
ফারুক আজম।।
কুমিল্লায় মাদকদ্রব্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নগরীর স্টেশন রোড এলাকা থেকে আবাসিক হোটেল সবুজ রেস্ট হাউজ থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ ও মাদকদ্রব্য অধিদপ্তর কুমিল্লার উপ- পরিচালক জাকির হোসেন ও মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কোতয়ালী থানা এলাকার শুকরিয়ার ছেলে মনির ও একই এলাকার আলকাস মিয়ার ছেলে আব্দুল কাদের। আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান স্যারের
বুড়িচংয়ে স্ত্রী ও শাশুড়ীকে জবাই করে হাতে ছুরি নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় লোকমান!
কুমিল্লা বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের হালগাও গ্রামে নিজের ঘরে স্ত্রী ও শাশুড়ী কে জবাই করে হত্যার ঘটনা ঘটছে। মঙ্গলবার বিকেল আনুমানি সারে ৫টায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় হত্যাকারী লোকমান কে আটক করেছে বুড়িচং থানা পুলিশ। অটোরিকশা চালক লোকমান (৩০) হালগাও গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। প্রাথমিক ভাবে হত্যাকান্ডের সঠিক কোন কারন জানা যায়নি।
স্থানীয় প্রতিবেশী ও উপস্থিত পুলিশ সদস্যদের বরাত দিয়ে জানা যায়, প্রায় ৮/৯ বছর আগে সদর উপজেলার কালির বাজার ইউপির বল্লাপপুর গ্রামের শাহ আলমের কন্যা ফারজানার সাথে বিয়ে হয় লোকমানের। ঘটনার দিন বিকেল ৫টায় শাশুড়ী বানু বিবি (৫৫) কে ফোন করে নিজের বাড়িতে আনেন। স্ত্রী ফারজানার (২৫)র বিরুদ্ধে পরোকিয়ার অভিযোগ করে বাকবিতন্ডায় লিপ্ত হয়। স্ত্