KhosbasBarta

KhosbasBarta It doesn’t matter in which part of the world you are now! Leave it to us to reach you with the mos
(2)

আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষে 'অবিরাম সত্য ও ন্যায়ের পথে' এই স্লোগানটিকে প্রতিপাদ্য করে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে বরুড়া উপজেলার একমাত্র অনলাইন পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে খোশবাস বার্তা'র।

আমাদের চিন্তাজগত ঘিরে তখন একটা ভাবনায় ছিল 'নিজের ঘর আলোকিত হলে, এই আলো একদিন পুরো দেশে ছড়িয়ে পড়বে' বছরের পর বছর আমি একই কথা বলি।

খোশবাস বার্তা খোশবাস উত্তর ইউনিয়নকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও মা

নবিক মূল্যবোধ দিয়ে আলোকিত করার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করে আসছে।

পাঁচ বছর আগের একদিনে খোশবাস বার্তা যখন অনলাইনে প্রকাশ করেছিলাম, তখন তার একটা কল্পিত চেহারা নিশ্চয় ছিল আমার মনে। খোশবাস বার্তা সেই চেহারা নিয়েছে তা হয়ত নয়। কিন্তু তার জন্যে কোনো খেদ নেই। সন্তান যখন বড় হতে থাকে, তার অবয়ব ও প্রকৃতি যেমন সে সম্পর্কিত পূর্বধারনার সঙ্গে সবটা মেলে না,কিন্তু তাতে তার সমাদরের কিছুমাত্র লাঘব হয় না। অন্যদিকে খোশবাস বার্তা অল্প সময় যে রকম বিস্তার লাভ করেছে তা আমার আশাতীত।কিন্তু এই পত্রিকাটি খোশবাস ইউনিয়নের দরিদ্র মানবগোষ্ঠীর মানবতার কল্যাণে যে ভূমিকা রেখেছে তাতে আমরা সন্তুষ্টচিত্ত, এর স্বীকৃতিতে আমরা অভিভূত।

খোশবাস বার্তার পাঁচ বছরের দীর্ঘপথের ভ্রমণে অনেকেই আনন্দিত হয়ে উঠেছেন এবং আমাদের কে অনুপ্রাণিত ও সহযোগিতা করেছেন তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।

24/11/2023

বরুড়ায় মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা দিয়ে খুশি ছাত্রছাত্রীরা।

24/11/2023

বরুড়া উপজেলাধীন মুন্সি আব্দুর রশিদ - জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ ম শ্রেণি পর্যন্ত মেধাভিত্তিক পরীক্ষা চলছে।

21/11/2023

♦️সরাসরি
নির্মম হত্যাকান্ডের স্বীকার মেহেদি হাসান (ইমন) এর জানাযা প্রাঙ্গণ থেকে

কর্মের সন্ধানে গিয়ে অভাবে সংসারে লাশ হয়ে ফিরলেন শিশু মেহেদি______________________ঘরে বাবা অসুস্থ দীর্ঘদিন ধরে, পরিবারের ...
21/11/2023

কর্মের সন্ধানে গিয়ে অভাবে সংসারে লাশ হয়ে ফিরলেন শিশু মেহেদি
______________________

ঘরে বাবা অসুস্থ দীর্ঘদিন ধরে, পরিবারের ক্ষুদা নিবারণের জন্য ছোট্ট মেহেদি হাসান(১৩) অটোরিকশা চালাতেন বরুড়ার খোশবাস বাজার টু রামমোহন বাজার পর্যন্ত। সেই ছোট্ট শিশু মেহেদির অটোরিকশাটি ছিনতাইয়ের নেশায় মেঁতে উঠলেন মাদকাসক্ত নাজমুল সহ তার সঙ্গীরা।

গত ১৯ নভেম্বর (রবিবার) বরুড়ার খোশবাস বাজার থেকে মেহেদি হাসানের অটোরিকশা নিয়ে কালিবাজার থেকে গাছের চারা আনার কথা বলে খোশবাস ইউনিয়নের ইলাশপুর গ্রামের নার্সারি নজির আহমেদের ছেলে নাজমুল অটোরিকশা সহ মেহেদিকে নিয়ে যায়।

১৯ নভেম্বর অটোরিকশার ড্রাইভার মেহেদি হাসান বাড়ি ফিরে না আসায় তার বাবা মায়ের আহাজারিতে এলাকার কয়েকজন যুবক বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে মেহেদি হাসান কে খুঁজে পাননি, পরবর্তী সময়ে তারা জানতে পারেন খোশবাস বাজার থেকে অটোরিকশা সহ মেহেদি হাসান কে কালিবাজার নিয়ে যান ইলাশপুর গ্রামের নাজমুল। এক বাজারে যখন মেহেদিকে খোঁজাখুঁজি হয় তখন একজন পিকাপ গাড়ির ড্রাইভার মেহেদির এলাকার যুবকদের কে বলেন এমন একটি অটোরিকশা তিনি নিমসার বাজার থেকে দাউদকান্দির গৌরিপুর বাজারে নামিয়ে দিয়ে এসেছেন। পিকাপ ড্রাইভারের দেওয়া ঠিকানা ও তথ্য অনুযায়ী মহেদির এলাকার যুবকেরা গৌরিপুর ছিনতাইকারী নাজমুলের শ্বশুর বাড়িতে গিয়ে উঠেন এবং সেখানে নাজমুল কে খোঁজাখুঁজি করে না পেয়ে নাজমুলের স্ত্রীর ফোন দিয়ে নাজমুল কে ফোন দিয়ে জানতে পারেন নাজমুল গৌরিপুর বাজার অটোরিকশার গ্যারেজে আছেন। মেহেদির এলাকার যুবকেরা গৌরিপুর অটোরিকসার গ্যারেজে গিয়ে হাতেনাতে নাজমুল কে ধরেন এবং সেখানকার গ্যারেজের মালিক স্থানীয় পুলিশ কে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে বরুড়া থানায় বিষয়টি অবহিত করলে বরুড়া থানা পুলিশ নাজমুল কে উদ্ধার করে ২০ নভেম্বর (সোমবার) বরুড়া থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জানতে চায় অটোরিকশার ড্রাইভার মেহেদি কোথায় এবং তার সাথে আর কারা কারা ছিল? পুলিশি জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে বিক্ষুব্ধ এলাকার মানুষ নাজমুলের জবানবন্দিতে যে তিন জনের নাম বলে তাদের দুইজনের অভিভাবক কে ইলাশপুর গ্রামের সাবেক জাকির চেয়ারম্যান এর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আটক করে রাখেন। নাজমুল কে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে নাজমুলের স্বীকারোক্তি অনুযায়ী বরুড়া থানা পুলিশ এবং খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সহ সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামের পাহাড়ের নিচ থেকে অটোরিকশা ড্রাইভার মেহেদি হাসানের (১৪) লাশ উদ্ধার করে।

আজ ২১শে নভেম্বর এলাকার বিক্ষুব্ধ অটোড্রাইবারগণ খুনী নাজমুলের বাড়ি ভাংচুর করে ভেঙ্গে পেলে।নাজমুলের বাড়ি পরিদর্শনের জন্য বরুড়া থানা পুলিশ এখন ঘটনাস্থলে আছেন।

ব্রেকিং নিউজ_____________দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পত্র  কিনলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবে...
19/11/2023

ব্রেকিং নিউজ
_____________
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পত্র কিনলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য রিয়ার এডমিরাল আবু তাহের।

15/11/2023

আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন ৭ জানুয়ারি, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোয়নপত্র প্রত্যাহার ১৭ ডিসেম্বর।

07/11/2023

♦️সরাসরি
মরহুম শাহ আলম ভূঁইয়ার জানাযা নামাজ

এই মাত্র পাওয়া_______________বরুড়ার খোশবাস উত্তর ইউনিয়নের খোশবাস বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরিফপুর গ্রামের মো. শাহ আলম ভূ...
06/11/2023

এই মাত্র পাওয়া
_______________

বরুড়ার খোশবাস উত্তর ইউনিয়নের খোশবাস বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরিফপুর গ্রামের মো. শাহ আলম ভূঁইয়া কিছুক্ষণ পূর্বে রাজধানীর একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উল্লেখ্য, গত মঙ্গলবার শাহ আলম ভূঁইয়া তার নীজ বাড়িতে স্ট্রোক করেন, পরে রাজধানীর একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।

04/11/2023

আগামীকাল অবরোধের পূর্বে ব্যস্ততম আজকের ঢাকা শহর!

04/11/2023

কুমিল্লার এশিয়া লাইন বাসের হেল্পারদের দৌরাত্ম দেখুন, সেন্টমার্টিন বাসের ড্রাইভার কে মেরে গাড়ির হরণ ভেঙ্গে পেলছে!

23/10/2023

বরুড়ায় ইউপি চেয়ারম্যান এর মিটিং এ উপস্থিত না হলে সরকারি সুযোগ সুবিধা না দেওয়ার হুশিয়ারি!

22/10/2023

জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

21/10/2023

হতদরিদ্র কাঁপনি বেগমের মুখে হাসি ফোটালেন কুমিল্লার প্রবাসীরা ! কমিল্লার বরুড়া উপজেলার কাঁপনি বেগমের অসহায়ত্বের জীবন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে খোশবাস বার্তা ।

সৌদি প্রবাসী কাঁপনি বেগম কে অনুদান দিলেন ১০ হাজার টাকা।_____________________________গত কয়েকদিন পূর্বে খোশবাস বার্তায় রহি...
20/10/2023

সৌদি প্রবাসী কাঁপনি বেগম কে অনুদান দিলেন ১০ হাজার টাকা।
_____________________________

গত কয়েকদিন পূর্বে খোশবাস বার্তায় রহিমপুর গ্রামের কাঁপনি বেগম(সাজু বেগম) এর অসহায়ত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ায় অনেকেই কাঁপনি বেগমের পাশে দাঁড়িয়েছেন, মায়ের মত ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন এই নি:সন্তান বিধবা বৃদ্ধার প্রতি। এইবার কাঁপনি বেগমকে সবচেয়ে বড় অনুদান দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক খোশবাস উত্তর ইউনিয়নের বগাবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী।

তিনি কাঁপনি বেগমের চিকিৎসার জন্য ১০ হাজার টাকার অনুদান পাঠিয়েছেন খোশবাস বার্তার বিকাশ একাউন্টে। আমরা এই প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কাঁপনি বেগমের চিকিৎসার জন্য আমরা আপনাদের কাছে চেয়েছিলাম ১৫ হাজার টাকা,আপনার এই অসহায় বৃদ্ধার অসহায়ত্বকে দূর করার জন্য মোট ২৩ হাজার টাকা পাঠিয়েছেন খোশবাস বার্তা একাউন্টে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি খোশবাস বার্তা'র মানবিক প্রতিবেদন পড়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্য।

19/10/2023

রহিমপুর গ্রামের অসুস্থ কাঁপনি বেগমের জন্য রহিমপুর গ্রামের প্রবাসী বিল্লার হোসেন ২ হাজার টাকা এবং মহেশপুর গ্রামের প্রবাসী মোকারম হোসেন দিলেন ১ হাজার টাকার অনুদান। সর্বমোট ১৩ হাজার সংগ্রহ আর মাত্র ২ হাজার বাকী?

18/10/2023

নাম প্রকাশে অনিচ্ছুক মহেশপুর গ্রামের একজন ব্যবসায়ী কাঁপনি বেগমের চিকিৎসার জন্য ৩ হাজার টাকার অনুদান পাঠিয়েছেন।এখন পর্যন্ত তার চিকিৎসা খরচ ১০ হাজার টাকা সংগ্রহ হয়েছে খোশবাস বার্তা'র একাউন্টে।

এই মাত্র পাওয়া_____________২০ মিনিট পূর্বে খোশবাস বার্তায় প্রকাশিত প্রতিবেদন নি:সন্তান বিধবা কাঁপনি বেগমের চিকিৎসার জন্য...
17/10/2023

এই মাত্র পাওয়া
_____________

২০ মিনিট পূর্বে খোশবাস বার্তায় প্রকাশিত প্রতিবেদন নি:সন্তান বিধবা কাঁপনি বেগমের চিকিৎসার জন্য সৌদি প্রবাসী খোশবাস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. শহিদুল ইসলাম পালোয়ান ৫(পাঁচ) হাজার টাকার অনুদান পাঠাবেন বলে খোশবাস বার্তাকে জানিয়েছেন। ধন্যবাদ শহিদুল ইসলাম কে। শহিদুল ইসলামের মত আরো দুইজন হৃদয়বান মানুষ পেলেই কাঁপনি বেগমের চিকিৎসা খরচ হয়ে যাবে ইনশাআল্লাহ।

17/10/2023

নাম প্রকাশে অনিচ্ছুক রহিমপুর গ্রামের বিধবা নি:সন্তান কাঁপনি বেগমের চিকিৎসার জন্য একজন ভদ্রলোক ১(এক) হাজার টাকার অনুদান পাঠিয়েছেন খোশবাস বার্তা'র একাউন্টে। আর মাত্র ১৪ জন মানবিক মানুষ পেলেই হবে।

রহিমপুরের কাঁপনি বিবি ভালো নেই!_______________________স্বামী সন্তানহীন বরুড়ার খোশবাস উত্তর ইউনিয়নের অন্তর্গত রহিমপুর গ্র...
17/10/2023

রহিমপুরের কাঁপনি বিবি ভালো নেই!
_______________________
স্বামী সন্তানহীন বরুড়ার খোশবাস উত্তর ইউনিয়নের অন্তর্গত রহিমপুর গ্রামের বিধবা সাজু বেগম হাত ভেঙ্গে অতি কষ্টে দিন কাটাচ্ছেন।

বিয়ের পরে থেকেই সাজু বেগমের হাত পা কাঁপত, স্বামীর অর্থের অভাবে সাজু বেগমের সুচিকিৎসা সম্ভব হয়ে উঠেনি। নি:সন্তান সাজু বেগম কে তার এলাকার মানুষ ভালোবেসে কাঁপনি বেগম বলে ডাকে। সাজু বেগমের স্বামী মারা যাওয়ার পর মানুষের ঘরে কাজ করে একা একা সংসার চালাতেন। আল্লাহপাক তার ভাগ্যে কোন সন্তান রাখেননি,কিন্তু সাজু বেগমের মনে আক্ষেপ থাকলেও তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন। গত কয়েকদিন পূর্বে পুকুরে গোসল করতে নেমে পিছলা খেয়ে সাজু বেগমের হাত ভেঙ্গে অসহায় ভাবে জীবন যাপন করছেন, অর্থের অভাবে ডাক্তারের শরণাপন্ন হতে পারছেন না, চোখের জলে দিন কাটাচ্ছেন সাজু বেগম। সাজ বেগম খোশবাস বার্তাকে জানিয়েছেন ১৫ হাজার টাকা হলে তিনি তার চিকিৎসার খরচ চালাতে পারতেন। হৃদয়বান কয়েকজন মানুষ এগিয়ে এলে সাজু বেগমের হাতের চিকিৎসা চালাতে সুবিধা হবে। আসুন আমরা একজন মায়ের পাশে দাঁড়াই এবং মানবতার হাত বাড়িয়ে দেই।

যদি কোন হৃদয়বান মানুষ সহযোগিতার হাত বাড়াতে চান তাহলে সাজু বেগমের অভিভাবকের এই নাম্বারে বিকাশ করুণ- বিকাশ নাম্বার- 01827432258

ওরাই আপনজন সংগঠনের ৩য় বর্ষপূর্তি উৎসব পালিত___________________________________কুমিল্লার বরুড়ার সামাজিক সংগঠন 'ওরাই আপনজন...
14/10/2023

ওরাই আপনজন সংগঠনের ৩য় বর্ষপূর্তি উৎসব পালিত
___________________________________
কুমিল্লার বরুড়ার সামাজিক সংগঠন 'ওরাই আপনজন' এর ৩য় বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে।
আজ ১৪ অক্টোবর বরুড়ার আলোচিত হোটেল রেড উইং কনভেনশন হলে অর্ধ দিনব্যাপী এ উৎসব পালিত হয়।

ওরাই আপনজনের ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে বরুড়ার সফল প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে বিশেষ সম্মাননা সহ দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্ন সচিব মনীন্দ্র কিশোর মজুমদার।

সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরুড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ জালাল উদ্দীন, সিরাজদিখান উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভূইয়া, খোশবাস বার্তা'র সম্পাদক ইউনুছ খান, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন সহ প্রমুখ

14/10/2023

ওরাই ‍আপনজন সংগঠনের ৩য় বর্ষপূর্তি উৎসবে বক্তব্য রাখছেন, সভাপতি মোঃ ইলিয়াস হোসেন।

14/10/2023

’ওরাই আপনজন’ সংগঠনের ৩য় বর্ষপূর্তি উৎসবে সামাজিক সংগঠনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখছেন, ভলান্টিয়ার এসোসিয়েশন অব বরুড়া (ভাব) এর সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া।

13/10/2023

প্রতিশ্রুতি রক্ষা করলেন, বরুড়ার সংসদ সদস্য !

12/10/2023

ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ জাতীয় ইমাম সমাজের সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল!

09/10/2023

এখন পর্যন্ত ফিলিস্তিনের শান্তিকামী মানুষের পক্ষে দাঁড়িয়েছে পৃথিবীর ৯টি রাষ্ট্র। চীন,ইরান,তুরস্ক,সৌদি আরব,কাতার,পাকিস্তান,
লেবানন,বাংলাদেশ ও আফগানিস্তান।

08/10/2023

ভারত ও আমেরিকাকে বৃদ্ধা আঙুল দেখিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের মুসলিমদের পক্ষ নিলেন।

07/10/2023

১৩৭ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি খেতে এলেন পৃথিবীর ৬টি দেশের রাষ্ট্রদূত!

বরুড়ার শাহ আলম ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন_______________________________ বরুড়ার আগানগর ইউনিয়নের অন্তর্গত নরিন ...
04/10/2023

বরুড়ার শাহ আলম ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন
_______________________________

বরুড়ার আগানগর ইউনিয়নের অন্তর্গত নরিন ভূঁইয়া বাড়ির মো. শাহ আলম ভূঁইয়া রাত ৮.০০ টায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শাহ আলম ভূঁইয়ার মৃত্যের খবরটি নিশ্চিত করেছেন উনার বাগিনা রামমোহন ভূঁইয়া লাইব্রেরি'র পরিচালক মো. হাবিবুন্নবী ভূঁইয়া (মিলন)।

আজ ৪ অক্টোবর (বুধবার) রাত ৮.০০টার সময় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

গতকাল খোশবাস বার্তায় প্রকাশিত খোশবাস উত্তর ইউনিয়নের আরিফপুর গ্রামের শিশু মারিয়া আক্তারের প্রতিবেদনটি অনেকের হৃদয় স্পর্শ ...
30/09/2023

গতকাল খোশবাস বার্তায় প্রকাশিত খোশবাস উত্তর ইউনিয়নের আরিফপুর গ্রামের শিশু মারিয়া আক্তারের প্রতিবেদনটি অনেকের হৃদয় স্পর্শ করেছে। আরিফপুর গ্রামের প্রবাসী মো. ফয়সাল হোসেন ভূঁইয়া মারিয়ার চিকিৎসার জন্য খোশবাস বার্তা'র বিকাশ একাউন্টে ৫ হাজার টাকার অনুদান পাঠিয়েছেন। ফয়সাল হোসেন ভূঁইয়ার মত আরো কিছু হৃদয়বান মানুষ মারিয়ার পাশে দাঁড়ালে এই শিশুটি তার পা হারাবে না।

ছোট্ট শিশু মারিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন_______________________৪ বছরের শিশু মারিয়া মোটরসাইকেল  দুর্ঘটনায় আক্রান্ত হয়ে তার ...
29/09/2023

ছোট্ট শিশু মারিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন
_______________________
৪ বছরের শিশু মারিয়া মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্ত হয়ে তার এক পা পঁচে যাচ্ছে সামান্য অর্থের জন্য পা অপারেশন করতে পারছেন না শিশুটির বাবা বিল্লাল হোসেন।

প্রায় এক মাস পূর্বে বরুড়ার খোশবাস উত্তর ইউনিয়নের আরিফপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে মারিয়া আক্তার(০৪) তার বাড়ির এক পাশ থেকে অন্যপাশে যাওয়ার পথে মোটরসাইকেল এসে তার পায়ের উপর উঠে যায়, তাৎক্ষণিক ভাবে ডাক্তারের শরণাপন্ন হয়েও মারিয়াকে পরিপূর্ণ চিকিৎসা করাতে পারেনি মারিয়ার বাবা বিল্লাল হোসেন। মাত্র ২ শতক যায়গার মধ্যে মারিয়ার বাবা থাকেন এক শতক যায়গা ঋণগ্রস্ত হয়ে বিক্রি করে বাকি এক শতক যায়গায় তাদের বসতি। অভাবের সংসারে যেখানে নুন আনতে পান্তা পুরায় সেখানে মারিয়ার পায়ের চিকিৎসা করানো বিল্লাল হোসেন এর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। মারিয়াকে বাঁচাতে তার পিতা মাতা টাকা পয়সার জন্য পাগলের মত দিকবিদিকশুন্য কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এখন পর্যন্ত টাকা পয়সার ব্যবস্থা করতে পারেননি।

ধীরে ধীরে মারিয়ার পায়েও পঁচা ধরে গেছে। ডাক্তার মারিয়ার বাবাকে বলেছেন আগামী এক সাপ্তাহের মধ্যে মারিয়াকে অপারেশন না করাতে পারলে মারিয়া পা কেটে পেলে দিতে হবে। মারিয়ার বাবা বিল্লাল হোসেন খোশবাস বার্তাকে জানিয়েছেন ৫০/৬০ হাজার টাকা হলেই মারিয়ার অপারেশন করানো যাবে।

হৃদয়বান মানুষেরা এই শিশুর পাশে মমতার হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতা করুণ। আপনাদের অল্প অল্প সহযোগিতায় পারে মারিয়াকে প্রতিবন্ধী জীবন থেকে মুক্তি দিতে। আপনারা মারিয়া বাবা বিল্লাল হোসেন এর বিকাশ নাম্বারে সহযোগিতা করুণ।

বিল্লাল হোসেন
বিকাশ নাম্বার- 01852712557

28/09/2023

এই মুহূর্তে আপনারা দেখছেন মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বরুড়ার খোশবাস ইউনিয়ন থেকে কুমিল্লার দ্বিতীয় বৃহত্তম র‍্যালি বের হয়েছে।

কিছুক্ষণ পর কুমিল্লার দ্বিতীয় বৃহত্তম মিলাদুন্নবী (সা.) এর র‍্যালি দেখবেন খোশবাস ইউনিয়ন পরিষদের। খোশবাস বার্তায় চোখ রাখু...
28/09/2023

কিছুক্ষণ পর কুমিল্লার দ্বিতীয় বৃহত্তম মিলাদুন্নবী (সা.) এর র‍্যালি দেখবেন খোশবাস ইউনিয়ন পরিষদের। খোশবাস বার্তায় চোখ রাখুন।

25/09/2023

আলহামদুলিল্লাহ! আরিফপুর গ্রামের জাহেরা বেগমের ঘর মেরামতের জন্য ১ বান টিন উপহার দিবেন নোয়াপাড়া গ্রামের সৌদি প্রবাসী মো. হাছান। অবশেষে ৪ বান টিনের ব্যবস্থা হয়েছে,সবাইকে ধন্যবাদ নিউজটি শেয়ার করার জন্য

বরুড়ায় ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ_____________________________________আজ ২৫ সেপ্টেম্বর (সোমবার) গোপন সংবাদের ভিত্ত...
25/09/2023

বরুড়ায় ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ
_____________________________________

আজ ২৫ সেপ্টেম্বর (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া উপজেলাধীন ১১নং গালিমপুর ইউনিয়নের ঘোষ্পা গ্রামের সাকিনের হাজী বাড়ীর শামসুল হক প্রঃ সামু এর বসত ঘরে পুরাতন কাঠের তৈরি খাটের নিচে থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।

বিকেল ০৪.১০ মিনিট সময়ে আসামী সামছুল হকের বাড়ী তল্লাশী করিয়া তিনটি বিভিন্ন রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতর রক্ষিত খাকী রংয়ের স্কচ টেপ দ্বারা এবং নীল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো ২২ (বাইশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে বরুড়া থানা পুলিশ জানিয়েছে।

আসামী সামছুল হক প্রঃ সামু(৪৫), ও মোঃ আব্দুল কুদ্দুস(৪১) পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে বরুড়া থানার এসআই/মোঃ জুলহাস উদ্দিন বাদী হয়ে এজাহার দায়ের করেন। বরুড়া থানার এফআইআর নং-১৬।

25/09/2023

জাহেরা বেগমের ঘর মেরামতের জন্য ওমান প্রবাসী কাঁটাখলা গ্রামের তানিম এক বান টিন উপহার দিয়েছেন। মোট ৩ বান টিনের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ! আর মাত্র এক বান টিন বাকি?

25/09/2023

ডেঙ্গু ঝুঁকিতে বরুড়ার খোশবাস কিন্ডারগার্টেন এর শত শত ছাত্রছাত্রী!

গত ২১শে সেপ্টেম্বর খোশবাস বার্তায় প্রকাশিত প্রতিবেদন 'এই বর্ষায় কে মুছে দিবে জাহেরা বেগমের চোখের জল' এই প্রতিবেদনের আলোক...
24/09/2023

গত ২১শে সেপ্টেম্বর খোশবাস বার্তায় প্রকাশিত প্রতিবেদন 'এই বর্ষায় কে মুছে দিবে জাহেরা বেগমের চোখের জল' এই প্রতিবেদনের আলোকে জাহেরা বেগমের ঘর মেরামতের জন্য খোশবাস মুন্সি আব্দুর রশিদ-জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি অস্ট্রেলিয়ার বায়োটেকনোলজিস্ট ড. সুলতানা পারভীন জাহেরা 100$ (১০০ ডলার) অনুদান প্রদান করবেন বলে খোশবাস বার্তাকে জানিয়েছেন।

ড. সুলতানা পারভীন কে অশেষ ধন্যবাদ সুদূর অস্ট্রেলিয়া থেকে জাহেরা বেগমের পাশে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

উল্লেখ্য : গত ২২ সেপ্টেম্বর জাহেরা বেগমের জন্য এক বান টিন উপহার দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আর দুজন মানবিক মানুষ পেলে জাহেরা বেগমের চোখের জল মুছে দিতে পারি,আশা করছি আপনাদের কে পাশে পাব।

Address

Office: KhosbasBarta, Khalek Super Market (2nd Floor), Khosbas Bazar
Comilla
3560

Alerts

Be the first to know and let us send you an email when KhosbasBarta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KhosbasBarta:

Videos

Share

Category

About us

We will be adding the story very soon