মো: মোস্তাক ফয়েজী

মো: মোস্তাক ফয়েজী "নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারি"
━━━━━°�°�°━━━━━
"আমি একজন মুসলিম হিসেবে গর্বিত"
(29)

12/09/2024

"ঈদে মিলাদুন নবী " পালন করা কি জায়েজ?
সাইফুল ইসলাম বাবর আল-আজহারী।

12/09/2024
11/09/2024

কিতাব পড়ে আসেন ঈদে মিলাদুন্নবী (সাঃ) পেয়ে যাবেন💖

🗣️নজরুল ইসলাম কাসেমী
(ওনি কওমি অঙ্গনের একজন আলেম)

11/09/2024

লাস্ট ৫ ম্যাচ-

আর্জেন্টিনা =✅⛔✅✅⛔

ব্রাজিল =⛔⛔⛔✅⛔

ব্রাজিলকে শোকদিবস পালন করতে দেন!🐸

06/09/2024

সমগ্র জগৎতের রহমতেকে তোমাদের কাছে পাঠাইলাম, তোমরা কি তাতে খুশি নও?♥️❤️

কাওয়ালী অনুষ্ঠান সময়সূচিঃ১. ৫ই সেপ্টেম্বর,ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার (সন্ধ্যা ৭টা)২. ৬ই সেপ্টেম্বর, রাজশাহী বিশ্ব...
05/09/2024

কাওয়ালী অনুষ্ঠান সময়সূচিঃ

১. ৫ই সেপ্টেম্বর,ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার (সন্ধ্যা ৭টা)

২. ৬ই সেপ্টেম্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
৬ই সেপ্টেম্বর, মুক্তমঞ্চ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(সন্ধ্যা ৭টা)
৬ই সেপ্টেম্বর,সিআরবি, চট্টগ্রাম (বাদ মাগরিব)

৩. ৮ই সেপ্টেম্বর, মুক্তমঞ্চ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সন্ধ্যা ৬টা)

৪. ১২ই সেপ্টেম্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ (সন্ধ্যা ৭টা)

৫. ১৩ই সেপ্টেম্বর, মুক্তমঞ্চ, শাবিপ্রবি (বাদ মাগরিব)

04/09/2024

সকল ঈদের ঈদ, পবিত্র ঈদে মিলাদুন-নবী(স.)।

জানের ''নবী'' (স.)(♥️)- এ-র শুভাগমন উপলক্ষে সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ও "ঈদ মোমারক"!♥️

কেনো এ-তো ভালো লাগে আমার,"নূর নবী'র" নাম,আরো ভালো লাগে নবী'র"দূরুদ ও সালাম"! আল্লাহুম্মা সাল্লি-আলা সাঈ'য়েদিনা মুহাম্মাদ্বীন!♥️💝

01/09/2024

তুমি যেথায় যা-ও, সেথায় চেয়ে থাকি,
আমি তোমার সঙ্গে যাবো!♥️🌺

30/08/2024

No Depression🚫
Listening to Surah Ar-Rahman.✅♥️

Send a message to learn more

28/08/2024

শোকাবহ ২৭ আগস্ট

সুন্নীয়তের অতন্দ্র প্রহরী ,বাতেলের আতঙ্ক,বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব শহীদ আল্লামা শায়খ নুরুল ইসলাম ফারুকী(রহ:).
এর ১০ম শাহাদাৎ বার্ষিকী তে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🖤🥹
আল্লাহ পাক রাব্বুল আলামীন হুজুরকে জান্নাতুল ফেরদৌসের আ'লা মাকাম দান করুক!!🤲🤲

||_ব্যথার সাথে গল্প বলি, তোমায় বলিনা।নিজের সাথে লড়াই করি, সুখটাও দেখিনা।কাছে যদি নাই আসো,ভালো যদি নাই বাসো, ভুলে যেও না....
27/08/2024

||_ব্যথার সাথে গল্প বলি, তোমায় বলিনা।
নিজের সাথে লড়াই করি, সুখটাও দেখিনা।
কাছে যদি নাই আসো,
ভালো যদি নাই বাসো, ভুলে যেও না..
বড় ভালোবাসি ই.. বড়ো ভালোবাসি।
আমি মুখে বলি, মনে মনে বলি।💔🥀

22/08/2024

হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, প্রত্যেক জিনিসেরই একটি রেত রয়েছে, অন্তরের রেত হলো, আল্লাহর যিকির। (মেশকাত) অর্থাৎ গুনাহের কারণে মানুষের অন্তরে মরিচা লাগে, গুনাহ যতো বেশি মরিচাও ততো বেশি লাগে। এই মরিচা দূরীভূত করার পন্থা হলো, আল্লাহর যিকির। অন্য এক হাদীসে এসেছে, শয়তান আদম সন্তানের অন্তরে আধিপত্য বিস্তার করে থাকে। কিন্তু মানুষ যখন আল্লাহকে স্মরণ করে তখন সে সরে যায়, কিন্তু মানুষ যখন যিকির থেকে উদাসীন হয়, তখন শয়তান কু-মন্ত্রনা দেয়।❤️🥰

18/08/2024

বাংলার নারীরা বেশি কিছু চায় না, তাদের চাওয়া খুবই সামান্য, তাদের স্বামী হবে- ক্যাপ্টেন আশিকের মতো ধৈর্যশীল, সারজিস আলমের মতো সমন্বয়ক, ফ্রি মোশনের ফিরোজের মতো মানবদরদী, সাকিবের মতো টাকা পয়সাওয়ালা, কাকরাইল মসজিদের ইমাম, আতিফ আসলামের মতো গায়ক, মানজুর আল মতিনের মতো প্রতিবাদী, গুলশানের আলিশান ফ্লাটের মালিক।। এইতো এতটুকুই!!
©️

02/08/2024

বঙ্গবন্ধুর রেখে যাওয়া মেয়ে, প্রতিবছর এমনভাবে শোকদিবস পালন করতেছে,
একমাত্র কবর থেকে বঙ্গবন্ধু-ই টের পাচ্ছে! থেরাপি কত প্রকার ও কি কি!🥲

10/05/2024

আপনার চুল মারাত্নক সুন্দর! কেউ একজন আইসা বললো 'ওমা! কি সুন্দর চুল রে তোর!'
পরের কয়েকদিন ধরে খেয়াল করলেন আপনার চুল সব পড়ে যাচ্ছে কোনো কারন ছাড়াই!

আপনি ভালোই পড়ালেখা করেন বা পড়া ধুমাইয়া না হলেও পড়ার টেবিলে বসে থাকেন৷ যতোই যাই হোক, পড়া কিছু হলেও হয়। বাসায় একজন বেড়াতে আইসা বললো 'একটা মানুষ এতোক্ষন পড়ার টেবিলে থাকে! দেখতেই ভাল্লাগে!'
তারপর থেকে আপনার আর পড়তে ইচ্ছে করেনা! পড়তে বসলেও পড়া আর মুখস্থ হয়না! পড়ার টেবিলে ১০ মিনিট ও একটানা বসতে পারেন না!

আপনার স্কিনে পিম্পল নাই, উঠেও না খুব একটা। ক্লাসে একজন বললো 'ওমাগো! কি সুন্দর স্কিন তোমার! কোনো দাগ টাগ নাই!'

তারপর থেকে আপনার মুখে পিম্পল উঠে না,এমন কোনো সপ্তাহ আর নাই! উঠেই!

আপনি নিশ্চিত জানেন আপনার একটা 'ভালো' নিউজ আসতেছে সামনে। অতি এক্সাইটেড হয়ে সেটা কাউকে বলে দিলেন!
পরে দেখলেন সেই নিউজ আর আসতেছে না, পিছিয়েই যাচ্ছে,শেষে আর এলো ই না! আপনি কিন্তু নিশ্চিত ছিলেন!

'নজর! নজর!' বদনজর!
কিছু মানুষের 'মুখ' এতো জঘন্য বোন !
সাবধান এইসব মানুষদের থেকে! সবাই আপনার ভালো চায় না!

08/05/2024

বই কেন পড়বেন? বই পড়লে কি হয় আর না পড়লে কি হয়?

বই পড়ার ১০টি কারণ যা বই সম্পর্কে আপনার ধারণা বদলে দিবে -

১। মানসিক ব্যায়ামঃ
শরীরকে সুস্থ রাখতে যেমন ব্যায়াম এর বিকল্প নেই তেমনি একইভাবে, আপনার মস্তিষ্ক সচল রাখতে মানসিক ব্যায়াম জরুরি। মানসিক ব্যায়াম না করার ফলে আমাদের চিন্তাশক্তি লোপ পায়।
ধীরে ধীরে মস্তিষ্কের এই ক্ষমতা নষ্ট হতে থাকে। ব্যবহার না করলে এই ক্ষমতা হারিয়ে যাবে। বই পড়া মানসিক ব্যায়াম এর একটি বড় মাধ্যম। আপনার মস্তিষ্ক সচল রাখার জন্য নিয়মিত বই পড়া জরুরি।

২। মানসিক চাপ কমানোঃ
আপনি ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, একাডেমিক কিংবা চাকরিজীবনে যতই মানসিক চাপের মধ্যে থাকেন, এই সকল চাপকে আপনি পাশে সরিয়ে রাখতে পারেন যখন আপনি একটি ভালো বইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেন।
একটি ভালো বই আপনার দুশ্চিন্তা ও অবসাদ্গুলোকে পাশে সরিয়ে আপনাকে একটি অন্য দুনিয়ায় নিয়ে যেতে পারবে, যার মাধ্যমে আপনি মানসিক চাপ থেকে দূরে থাকতে পারবেন।

৩। জ্ঞানঃ
বই পড়লে জ্ঞান বাড়বে - একথা বলাই বাহুল্য। নতুন নতুন তথ্য যা অব্যশই কোন না কোনো দিন আপনার দরকারে আসবে। আপনার জ্ঞানের ভান্ডার যত সমৃদ্ধ হবে, আপনার জীবনের বাধা বিপত্তি গুলো অতিক্রমে আপনি ততটাই শক্তিশালী হবেন।
একটি কথা আমরা সবাই জানি - আপনার চাকরি/ব্যবসায়, আপনার সম্পত্তি, আপনার অর্থবিত্ত, আপনার স্বাস্থ্য - সবই হারিয়ে যেতে পারে, কিন্তু আপনার অর্জিত জ্ঞান সবসময়ই আপনার সাথে থাকবে।

৪। শব্দভান্ডার বৃদ্ধিঃ
আপনি যত পড়বেন, তত নতুন নতুন শব্দ শিখবেন। আর এতেই আপনার শব্দভান্ডার সমৃদ্ধ হবে। পারস্পরিক কমিউনিকেশন বা যোগাযোগ আমাদের শিক্ষাজীবন, ব্যক্তিজীবন বা কর্মজীবনে খুবই গুরুত্বপূর্ণ। কর্মজীবনে তো সুন্দর ভাষা বা ভালো যোগাযোগ দক্ষতার জন্য অনেকে বেশ সমাদৃত হন।
এই দক্ষতা বৃদ্ধিতে আপনাকে সব থেকে সাহায্য করবে, 'বই পড়া'। নতুন শব্দ, এর অর্থ ও প্রয়োগ আপনাকে অনেকের মধ্যে আলাদা করে তুলতে পারে।

৫। স্মৃতিশক্তির উন্নতিঃ
তীক্ষ্ণ স্মৃতিশক্তি আমরা কে না চাই! প্রায়ই আমরা বলে থাকি, স্মৃতিশক্তি কমে যাচ্ছে, অনেক কিছু মনে থাকে না। আবার ভালো স্মৃতিশক্তির মানুষকে আমরা শ্রদ্ধার চোখে দেখি।
আপনি যখন একটি বই পড়েন, আপনাকে বইয়ের চরিত্র ও তাদের ভূমিকা, তাদের পটভূমি, তাদের উচ্চাকাঙ্ক্ষা, তাদের ইতিহাস, সূক্ষ্মতা স্মরণে রাখতে হয়।
আর মজার ব্যাপার হলো, আপনি যখনই আপনার মস্তিষ্কে নতুন একটি স্মৃতি দেন, তা একটি নতুন পথ তৈরি করে আপনার ব্রেইনে এবং আগের স্মৃতিগুলোকেও শক্তিশালী করে তোলে।

৬। চিন্তাশক্তি দক্ষতা শক্তিশালীঃ
দিন দিন একটি শব্দ অনেক জনপ্রিয় হয়ে উঠছে, Critical Thinking বা জটিল চিন্তাশক্তি। কর্ম বা ব্যক্তিজীবনে এই দক্ষতার কদর বেড়েই চলেছে। আমরা বই পড়ার সময় প্রায়ই জটিল কিছু ঘটনার কথা পড়ি, যেগুলো নিয়ে আমরা সচেতন বা অবচেতনভাবে চিন্তা করি। ঘটনাগুলোকে ধাপে ধাপে সাঁজাতে চেষ্টা করি, সমাধান করার চেষ্টা করি।
অনেক পাঠক তো রীতিমত কাগজ কলম নিয়ে বসে যায় রহস্য গল্প সমাধান করার জন্য। এছাড়াও বই গুলো নিয়ে আমরা অনেকের সাথে আলাপ করি, আমাদের চিন্তা, লেখকের চিন্তা ব্যক্ত করার চেষ্টা করি।
এইসবই কিন্তু আমাদের চিন্তাশক্তিকে বৃদ্ধি করে। এই দক্ষতাকে শক্তিশালী করে তোলে।

৭। একাগ্রতা বৃদ্ধিঃ
আপনি কি খেয়াল করেছেন, ফেসবুকে একসময় আমরা দীর্ঘ বা বড় ভিডিও দেখতাম, কিন্তু সেখান থেকে আমরা ছোট্ট রিলসে অভ্যস্ত হয়ে গিয়েছি? আমরা সারাদিন ফেসবুক ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ মানুষই দিন শেষে বলতে পারবে না, আজকে ফেসবুকে কি কি বিষয় আমরা দেখেছে? শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, প্রযুক্তি আমাদের অনেক কিছু দিয়েছে।
আর আমাদের কাছ থেকে কেঁড়ে নিয়ে গেছে একাগ্রতার মত গুন। যেকোনো কাজে একাগ্রতা অত্যাবশক একটি ব্যাপার। একাগ্রতা দিয়ে অনেক বড় বড় কাজ অতীতে হয়েছে। যা দিন দিন আমাদের থেকে হারিয়ে যাচ্ছে।
যখন আমরা বই পড়ি, তখন আমরা অন্যসব কিছু থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারি, একাগ্রভাবে গল্পের বা বইয়ের মধ্যে ডুবে যেতে পারি। যা আমাদের একাগ্রতা বৃদ্ধিতে সাহায্য করে ব্যাপকভাবে।

৮। ভালো লেখার দক্ষতাঃ
পড়া এবং লেখা একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত। পড়ার মাধ্যমে আমাদের ভাষা ও শব্দের জ্ঞান বাড়ে আর এই জ্ঞান আমাদের লেখনীশক্তিকে বৃদ্ধি করে। এই জন্যই বলে, লেখক হতে গেলে আগে অনেক অনেক পড়তে হবে, এরপর লিখতে হবে।

৯। প্রশান্তিঃ
বর্তমান সময়ে বই পড়ার সবথেকে বড় উপকার যদি চিন্তা করেন, বই পড়ার কারণে আমরা যে মানসিক প্রশান্তি পাই, সেটাই অনেক বড়। বই পড়ার সময়ে আমরা হয়তো ডিজিটাল ডিভাইসের পিছনে সময় নষ্ট করতাম, সেটা না করে আমরা যে ভালো কিছু পড়েছি, কিছু শিখেছি, এই চিন্তা এই প্রশান্তির কি অমূল্য নয়?

১০। বিনোদনঃ
বই পড়ে উপরের সবগুলো উপকার তো আমরা পাচ্ছিই, পাশাপাশি এটা আমাদের একটা বিনোদনের মাধ্যম। সবথেকে সস্তা কিন্তু কার্যকরী মাধ্যম। একটি ভাল গল্প, প্রবন্ধ বা উপন্যাস আমাদের মনকে বিনোদিত করে আর এটা বিনোদনের সর্বোত্তম পথ। নির্মল ও শান্তিময় বিনোদন হলো - বই পড়া।

বিঃদ্রঃ অনূদিত।

এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়ছে তুই ...
06/05/2024

এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়ছে তুই বসে আছিস! অথচ ৮/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।
মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো। আর এখন বাড়ী গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।

সংগৃহীত পোস্ট

06/11/2023

ব্রেকিং নিউজ📢

জাতিসংঘের ১৩৮টি দেশ 🇵🇸ফিলিস্তিনকে🇵🇸 স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে।

Address

Brahmanpara
Cumilla
3526

Alerts

Be the first to know and let us send you an email when মো: মোস্তাক ফয়েজী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মো: মোস্তাক ফয়েজী:

Videos

Share


Other Digital creator in Cumilla

Show All