05/12/2024
আমেরিকার গ্রীন কার্ড সহজ !!
যারা বিভিন্ন কোম্পানিতে ডোর টু ডোর সেলস এ কাজ করেন কিংবা ফুড ডেলিভারি অথবা যেকোনো পার্সেল ডেলিভারি করেন তাদের জন্য পরিবারসহ আমেরিকার গ্রিন কার্ড নেওয়ার সুযোগ রয়েছে ।
EB3 এর আন-স্কিলড ক্যাটাগরিতে আবেদন করা যাবে । আমেরিকাতে নামিদামি বিভিন্ন রেস্টুরেন্টে সহ অন্যান্য ই-কমার্স কোম্পানিগুলোতে ডেলিভারি ম্যান এর খুবই অভাব ।
সাধারণ আমেরিকানরা এই ধরনের কাজ করতে চায় না, নিউইয়র্কের বাহিরে এই ধরনের কর্মী পাওয়া খুবই দুষ্কর ।
এমনও রেকর্ড রয়েছে, ডেলিভারি ম্যান এর অভাবে কোম্পানি বন্ধ হয়ে গেছে ।
এজন্য পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এই সুযোগটি কাজে লাগাচ্ছে ।
প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে EB3 এর আন স্কিলড এ ১০,০০০ এবং স্কিলড এবং প্রফেশনাল ক্যাটাগরি মিলিয়ে ৪০ হাজারেরও বেশি মানুষ আমেরিকাতে গ্রীন কার্ড নিচ্ছে । আমেরিকাতে টোটাল গ্রীন কার্ডের ২৬ ভাগের বেশি দিয়ে থাকে এই EB3 ক্যাটাগরিতে ।
যারা স্টুডেন্ট, ভিসা তে ইউএসএ তে যাবেন তারা ও চাইলে EB3 ক্যাটাগরিতে আবেদন করে রাখতে পারেন ।
শুধু ফুড ডেলিভারি নয়, কেয়ার গিভার ( বয়স্ক মানুষের দেখাশোনা), বাগানের মালি, রেস্টুরেন্টের কিচেন সহকারি, বাবুর্চি, ড্রাইভার, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েটার, শিক্ষক, আইনজীবী, ফার্মাসিস্ট সহ নানা রকমের কাজে EB3 এই ক্যাটাগরিতে আবেদন করা যাবে ।
তেমন কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, যাদের হাই স্কুল ডিপ্লোমা করা আছে অর্থাৎ বাংলাদেশে HSC পাশ তাদের জন্য এটা একটা বেস্ট অপশন । বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে ।
আপনার ডেলিভারি করার কোন এক্সপেরিয়েন্সও প্রয়োজন নেই । Indeed সহ বিভিন্ন সাইটে প্রচুর জব অফার ।
কিভাবে খুব সহজেই আপনি আপনার পরিবার সহ EB3 এর আনস্কিলড ক্যাটাগরিতে আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত আসবে ।
যারা এই পোস্টটি শেয়ার করবেন, পরবর্তী ডিসকাশন ক্লাসে তাদের অগ্রা অধিকার দেওয়া হবে ।
এই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও কোর্স আকারে নিয়ে আসবো, যাতে করে সবাই উপকৃত হতে পারেন। সবাই পেজে আপডেট থাকবেন । ধন্যবাদ ।