Cumilla Public News

Cumilla Public News Cumilla Public News প্রতিদিনের প্রতিচ্ছবি Disclosure of true information. Main Objective Policy & Commitment of Real News Platform

Limited Seats AvailableJOIN US TODAYContact: 01709-287305, 01717-518449
29/10/2024

Limited Seats Available
JOIN US TODAY
Contact: 01709-287305, 01717-518449

27/10/2024

It's Really A Sad Moment 🥺😔
আজকের ম'র্মা'ন্তি'ক সড়ক দু'র্ঘ'ট'নার সিসিটিভি ফুটেজ।

লোকেশন: নতুন এয়ারপোর্টের সামনে, ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডে। সময়: ১.৩০ মিনিট।


27/10/2024
Achieve Your Dream IELTS ScoreCUMILLA LANGUAGE CENTERJoin Now Today.
26/10/2024

Achieve Your Dream IELTS Score
CUMILLA LANGUAGE CENTER
Join Now Today.

Cumilla Language CenterA Reliable Way Of Learning IELTS
23/10/2024

Cumilla Language Center
A Reliable Way Of Learning IELTS

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্লাস ০৯ এর ছেলে নাফিজ । সমাজের স্বাভাবিকরীতি ভেঙ্গে ক্লাস নাইনে থাকতেই দিলো ফুড কার্ট । ...
02/10/2024

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্লাস ০৯ এর ছেলে নাফিজ । সমাজের স্বাভাবিকরীতি ভেঙ্গে ক্লাস নাইনে থাকতেই দিলো ফুড কার্ট । যেখানে তার বাসায় বানানো খাবার পরিবেশন করবে এবং এ থেকে আর্থিকভাবে লাভবান হবে ।
নাফিজের এই পদক্ষেপ সমাজের ট্যাবু ভাঙ্গার একটা প্রতীক হয়ে থাকবে । আমেরিকাতে শোনা যায় প্রেসিডেন্টের ছেলে-মেয়েরাও ম্যাকডোনাল্ড বা ডমিনসে জব করে । কিন্তু আমাদের দেশে আমরা একটা ইগো নিয়ে বসে থাকি ।

পড়ালেখার সচেতনতার পাশাপাশি আর্থিক সচেতনতা যতদিন তৈরি না হবে ততদিন দেশ আগাবে না । নাফিজরা এগিয়ে যাও ।

20/09/2024

বায়তুল মোকারাম মসজিদে জুম্মার নামাজের সময় আল্লাহ্ হেদায়েত দান কর।😪😔

10/09/2024

কুমিল্লা শিশু পার্ক এ ঘটে যাওয়া এক দুর্লভ ঘটনা। 😮😮🫡

09/09/2024

বৈষম্য বিরোধী আন্দোলনে কুমিল্লায় ৩পুলিশ সদস্য সহ নিহত ৬জন।
পুলিশ লাইন থেকে ৬৬ অস্ত্র লুট হওয়া মধ্যে ৪১ উদ্ধার হয়েছে।
এডিশনাল এসপি, আশফাকুজ্জান আশফাক।

01/09/2024

I have never seen this kinds of Hack in PUBG.😁😀😮

বন্যা দুর্গত এলাকা ভিত্তিক সকল মোবাইল অপারেটর এর সাময়িক কিছু ফ্রি সুবিধা উপভোগ করুন।
26/08/2024

বন্যা দুর্গত এলাকা ভিত্তিক সকল মোবাইল অপারেটর এর সাময়িক কিছু ফ্রি সুবিধা উপভোগ করুন।

কুমিল্লা ক্যান্টনমেন্ট,  আমতলীর রমনা মরটস (গাড়ির শোরুম ) এ আগুন লাগছে। এলাকার সবাই এগিয়ে আসেন ভাই।
24/08/2024

কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমতলীর রমনা মরটস (গাড়ির শোরুম ) এ আগুন লাগছে। এলাকার সবাই এগিয়ে আসেন ভাই।

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ১০-১২ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়া...
23/08/2024

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ১০-১২ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর, কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর খুবই বিরক্তিকর!

আর যদি যাওয়ার ই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।

মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।
(সংগৃহিত)

চর্থা ফ্রেন্ডস ক্লাব,কুমিল্লার গভীর শোক প্রকাশ। দঃচর্থা নিবাসী সাজ্জাদ হোসেন আজ সন্ধ্যা  ৬.৫০ মিনিটে ইন্তেকাল করেছেন।ইন্...
03/07/2024

চর্থা ফ্রেন্ডস ক্লাব,কুমিল্লার গভীর শোক প্রকাশ।
দঃচর্থা নিবাসী সাজ্জাদ হোসেন আজ সন্ধ্যা ৬.৫০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
জানাজা আগামীকাল বাদ যোহর লুৎফুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।

নিউ ইয়র্কের সাবওয়েতে একজন বেহালাবাদক ৪৫ মিনিট বাজালেন। কয়েকজন মানুষ থামলেন, দু'জন করতালি দিলেন, এবং তিনি প্রায় $৩০ উ...
29/06/2024

নিউ ইয়র্কের সাবওয়েতে একজন বেহালাবাদক ৪৫ মিনিট বাজালেন। কয়েকজন মানুষ থামলেন, দু'জন করতালি দিলেন, এবং তিনি প্রায় $৩০ উপার্জন করলেন।
কেউ জানত না যে এই বেহালাবাদক ছিলেন জোশুয়া বেল, বিশ্বের সেরা সংগীতজ্ঞদের একজন। তিনি সাবওয়েতে একটি বেহালায় বাজাচ্ছিলেন যার মূল্য ৩.৫ মিলিয়ন ডলার, এবং বাজাচ্ছিলেন সবচেয়ে জটিল সুরগুলির একটি।
এর দুই দিন আগে, জোশুয়া বেল বোস্টনের একটি থিয়েটারে বাজিয়েছিলেন, যেখানে টিকিটের গড় মূল্য ছিল প্রায় $১০০।
এই পরীক্ষাটি প্রমাণ করেছে যে সাধারণ পরিবেশে অসাধারণ কিছু উজ্জ্বল হয় না এবং প্রায়ই উপেক্ষিত এবং অবমূল্যায়িত হয়।
বিশ্বে অনেক প্রতিভাবান মানুষ আছেন যারা তাদের প্রাপ্য স্বীকৃতি এবং পুরস্কার পাচ্ছেন না। কিন্তু একবার তারা নিজেদের মূল্য এবং আত্মবিশ্বাস নিয়ে এমন পরিবেশ থেকে সরে আসেন যা তাদের সেবা করছে না, তখন তারা সাফল্য এবং উন্নতি করেন।
আপনার অন্তর আপনাকে কিছু বলছে। যদি এটি আপনাকে বলছে যে যেখানে আপনি আছেন তা যথেষ্ট নয়, তবে তা শুনুন!
যেখানে আপনি প্রশংসিত এবং মূল্যবান, সেখানে যান।

আপনার মূল্য জানুন। ❤️

কপিরাইট - নাজমুল হাসান

বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) :পুরান ঢাকার সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান যেখানে বর্...
13/06/2024

বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) :

পুরান ঢাকার সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান যেখানে বর্তমানে একটি পার্ক স্থাপন করা হয়েছে। এ স্থান বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী।

পার্কটি ডিম্বাকৃতি এবং পার্কটি লোহার রেলিং দিয়ে ঘেরা। এর পূর্ব এবং পশ্চিম পাশে দুটো প্রধান ফটক বা গেট রয়েছে। পার্কটির ভেতরে রেলিং এর পাশ দিয়ে পাকা রাস্তা করা হয়েছে।

পার্কটি ঢাকার অন্যতম প্রধান নৌবন্দর সদরঘাট এলাকায় ঢুকতেই লক্ষ্মীবাজারের ঠিক মাথায় অবস্থিত। পার্কটিকে ঘিরে ৭টি রাস্তা একত্রিত হয়েছে। এর চারপাশে সরকারী গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বেশ কিছু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থাকার কারণে এটি পুরনো ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। পার্কের উত্তর পাশে রয়েছে সেন্ট থমাস চার্চ, উত্তর পাশেই অবস্থিত ঢাকার প্রথম পানি সরবরাহ করার জন্য তৈরি ট্যাংক। উত্তর-পূর্ব কোনে আছে ঢাকার অন্যতম কলেজ কবি নজরুল সরকারি কলেজ এবং ইসলামিয়া হাই স্কুল, পূর্ব পাশে রয়েছে ঢাকার অন্যতম প্রাচীন বিদ্যালয় সরকারি মুসলিম স্কুল, দক্ষিণ-পশ্চিম কোণে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পার্কের ঠিক উত্তর পশ্চিম পাশেই রয়েছে ঢাকার জজ কোর্ট। এছাড়া বাংলা বাজার, ইসলামপুর, শাখারী বাজারের মত ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা থেকে বর্তমান ঢাকার নতুন এলাকায় আসতে এ পার্ক এলাকার রাস্তাটিই প্রধান সড়ক।

আঠারো শতকের শেষের দিকে এখানে ঢাকার আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল। যাকে স্থানীয়রা নাম দিয়েছিল আন্টাঘর। বিলিয়ার্ড বলকে স্থানীয়রা আন্টা নামে অভিহিত করত। সেখান থেকেই এসেছে "আন্টাঘর" কথাটি। ক্লাব ঘরের সাথেই ছিল একটি মাঠ বা ময়দান যা আন্টাঘর ময়দান নামে পরিচিত ছিল। ১৮৫৮ সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর এই ময়দানেই এ সংক্রান্ত একটি ঘোষণা পাঠ করে শোনান ঢাকা বিভাগের কমিশনার। সেই থেকে এই স্থানের নামকরণ হয় "ভিক্টোরিয়া পার্ক"। ১৯৫৭ সালের আগে পর্যন্ত পার্কটি ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকেরা ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহিকে। তারপর জনগণকে ভয় দেখাতে সিপাহিদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানের বিভিন্ন গাছের ডালে। ১৯৫৭ সালে (মতান্তরে ১৯৬১) সিপাহি বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক।। সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনের সমাপ্তি ঘটিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর শাসন পুনরায় আনার জন্য। তাই তার নামানুসারে এর নতুন নামকরণ করা হয় "বাহাদুর শাহ পার্ক"।

উনিশ শতকের প্রথমার্ধে ইংরেজরা এটি কিনে নেয়। তারা এটিকে একটি পার্কের রূপ দেয় এবং এর চারদিকে লোহা দিয়ে ঘিরে দিয়ে এর চার কোণায় চারটি দর্শনীয় কামান স্থাপন করে। অচিরেই স্থানটি জীর্ণ হয়ে গেলে ভেঙ্গে নওয়াব আব্দুল গণির উদ্যোগে একটি ময়দান মত তৈরি করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন] তখনো এর চারপাশে অনেক আর্মেনীয় বাস করত। ১৮৪০ সালেও এটি ছিল কয়েকটি রাস্তার মাঝে এক টুকরো খালি জায়গায় বৃত্তাকার একটি বাগান (জেমস্‌ টেলরের বর্ণনা অনুসারে)।

ক্লাবঘরটির পৃষ্ঠপোষক ছিলেন ঢাকার নবাব আব্দুল গণি ও নবাব আহসান উল্লাহ। ক্লাবটিতে ইংরেজরা বিলিয়ার্ড ছাড়াও টেনিস, ব্যাডমিন্টন খেলতো এবং আড্ডা দিতো। এখানে পার্টি-ফাংশনও আয়োজন করা হত। ঢাকা ক্লাবের ইতিহাস এবং পুরনো নথিপত্র অনুযায়ী আন্টাঘর ময়দানের কাছে ঢাকা ক্লাবের এক একর জমি ছিল (সূত্রপুর মৌজাঃ খতিয়ানঃ ৬১৪, প্লট ৬৬৪-৬৬৫)। পুরোন কর্মচারীদের মতে ঢাকা ক্লাব ১৯৫২ সাল পর্যন্ত এ এলাকার তিন একর জমির জন্য খাজনা প্রদান করতো। বিশ শতকের বিশের দশকে ঢাকার নবাবদের ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তির ভাটা পরলে ক্লাবটির প্রতি তাদের অনুদান কমে যায়। ঢাকায় রেসকোর্স ময়দানে ঘোড়দোড় আয়োজন এবং আরও অন্যান্য প্রয়োজনে ইংরেজরা ঢাকা ক্লাবটিকে শাহবাগ এলাকায় স্থানান্তরিত করে।

এ ময়দান বিশেষ খ্যাতি অর্জন করে ১৮৫৭ সালে। ১৮৫৭ সালের ২২শে নভেম্বর ইংরেজ মেরিন সেনারা ঢাকার লালবাগের কেল্লায় অবস্থিত দেশীয় সেনাদের নিরস্ত্র করার লক্ষ্যে আক্রমণ চালায়। কিন্তু সেপাহীরা বাধাঁ দিলে যুদ্ধ বেধে যায়। যুদ্ধে আহত এবং পালিয়ে যাওয়া সেনাদের ধরে এনে এক সংক্ষিপ্ত কোর্ট মার্শালের মাধ্যমে তাদের দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যুদন্ড দেওয়া হয়। বিচারের পর ১১ জন সিপাই কে আন্টাঘর ময়দানে এনে জন সম্মুখে প্রকাশ্যে ফাঁসি দেয়া হয়। স্থানীয় লোকদের মধ্যে ভীতির সঞ্চার করতে লাশগুলো বহু দিন যাবৎ এখানকার গাছে গাছে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনার পর বহুদিন পর্যন্ত এই ময়দান এর চারপাশ দিয়ে হাঁটতে ঢাকাবাসী ভয় পেত, কারণ এ জায়গা নিয়ে বিভিন্ন ভৌতিক কাহিনী ছড়িয়ে পরেছিল। সিপাহী বিদ্রোহ দমনের পর ইংরেজরা তাদের সেনাদের স্মরণে আন্টাঘর ময়দানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল।

আর্মেনীয় ক্লাব ঘরের চার কোণায় বসানো সীমানা নির্দেশক চারটি ব্রিটিশ কামাণ পরবর্তীকালে তুলে এনে এই পার্কের চারদিকে বসান হয়। এ পার্কের উন্নয়নে নওয়াব আব্দুল গণির ব্যক্তিগত অবদান ছিল। তার নাতি খাজা হাফিজুল্লাহর মৃত্যুর পর তার ইংরেজ বন্ধুরা জনাব হাফিজুল্লাহর স্মৃতি রক্ষার্থে চাঁদা তুলে ১৮৮৪ সালে এখানে একটি স্মৃতিফলক স্থাপন করেছিলো।

১৯৫৭ সালে, সিপাহী বিদ্রোহের ১০০ বছর পূর্তি উপলক্ষে 'ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট'(ডি আই টি)এর উদ্যোগে এই স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।


#পুরানঢাকা #পুরান_ঢাকা #ওল্ড_ঢাকা

18/10/2023

Hello dear fans.

03/10/2023

Our Channel for All Real Life Emotions, Entertainments and Experiences.

দেশের পণ্যের দাম বৃদ্ধি নিয়ে মানুষের কিছু মূল্যবান মতামত।
22/09/2023

দেশের পণ্যের দাম বৃদ্ধি নিয়ে মানুষের কিছু মূল্যবান মতামত।

দেশের পণ্যের দাম বৃদ্ধি নিয়ে মানুষের কিছু মূল্যবান মতামত।

06/09/2023

মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিন।

01/03/2023

৪মার্চ রোজ শনিবার চর্থা ফ্রেন্ডস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।

28/02/2023

"AI Technology" এর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে কিছু মূল্যবান তথ্য।

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Cumilla Public News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cumilla Public News:

Videos

Share