Taru's Shoili

Taru's Shoili খাঁটিমানের খাবারের নিশ্চয়তায় এবং ব্লক বাটিকের সেলোয়ার-কামিজ ও বিছানার চাদরের সমারোহ।
(4)

স্বার্থের টানেই যে মানুষগুলো আপনার বন্ধু হয় আসলে সে আপনার বন্ধু নয়। স্বার্থ শেষ হলেই তাদের বন্ধুত্ব শেষ হয়। এই স্বার্...
06/11/2024

স্বার্থের টানেই যে মানুষগুলো আপনার বন্ধু হয় আসলে সে আপনার বন্ধু নয়। স্বার্থ শেষ হলেই তাদের বন্ধুত্ব শেষ হয়। এই স্বার্থপর মানুষগুলোর কাছে হয়তো বা আপনি তাদের উপরে ওঠার একমাত্র সিঁড়ি।

কাজের ক্ষেত্রে জীবনে চলার ক্ষেত্রে দেখবেন একটা মানুষ আপনাকে খুব গুরুত্ব দিচ্ছে। কাজ শেষ হলেই দেখবেন সেই মানুষটার আসল রূপ।

রূপ দেখে তার স্বার্থপর গুনের কথা কিন্তু ভুলে যাবেন না। স্বার্থপর গুণের অধিকারী আসলে সবাই হয় না এটা একটা মহৎ গুণ যাহা শুধুই তাহাদের মধ্যে থাকে। 🤣

দিনশেষ ও আমি এই মানুষগুলোর জন্য দোয়া করি যেন নিচে পড়ার পরে ব্যথাটা একটু কম পায় 😜

অহংকার এর সাথে যেই মানুষগুলো উপরে ওঠে অবলিলায় তাদের অহংকারের পতন হয় এটাই নিয়ম।

কাস্টমাইজ করে নিতে পারবেন ডালার খাবার। সেক্ষেত্রে দামের তারতম্য থাকবেই।

জুম্মা মোবারক। নিজেকে পরিবর্তন না করে অন্যকে কখনই পরিবর্তন করতে পারবেন না । নিজের ভুল গুলো পরিবর্তন করার মাধ্যমেই জীবনে ...
01/11/2024

জুম্মা মোবারক।

নিজেকে পরিবর্তন না করে অন্যকে কখনই পরিবর্তন করতে পারবেন না ।

নিজের ভুল গুলো পরিবর্তন করার মাধ্যমেই জীবনে সফল হতে হয় ।

মাঝে মাঝে নিজেকে পরিবর্তন করতে হয়, জীবন যুদ্ধে টিকে থাকার জন্য ।

নিজেকে এমন ভাবে পরিবর্তন করতে হবে যাতে মানুষ আপনাকে সম্মান করে ঘৃণা নয় ।

অন্যকে দেখে নিজেকে পরিবর্তন করবেন না, নিজের মত করেই নিজেকে পরিবর্তন করতে হবে ।

মানুষ দুইটি কারণে নিজেকে পরিবর্তন করে ফেলে, যখন খুব বেশী কষ্ট পায় এবং যখন খুব বেশী সফল হয়।

বেঁচে থাকা যতটা সহজ, এই দুনিয়াতে ভালো থাকা তার চেয়ে বেশি কঠিন।
31/10/2024

বেঁচে থাকা যতটা সহজ,
এই দুনিয়াতে ভালো থাকা
তার চেয়ে বেশি কঠিন।

🌹সুখ দুঃখ মানুষের জীবনেরই একটা অংশ। কারোটা সময়ে আসে আবার কারোটা অসময়ে।🌹
30/10/2024

🌹সুখ দুঃখ মানুষের জীবনেরই একটা অংশ। কারোটা সময়ে আসে আবার কারোটা অসময়ে।🌹

কাস্টমারের চাহিদা অনুযায়ী রকমারি পাটিসাপটা। কিছু আছে ক্ষীরসা পাটিসাপটা। কিছু আছে নারকেলের পাটিসাপটা। কিছু আছে সুজির পাটি...
29/10/2024

কাস্টমারের চাহিদা অনুযায়ী রকমারি পাটিসাপটা।

কিছু আছে ক্ষীরসা পাটিসাপটা।
কিছু আছে নারকেলের পাটিসাপটা।
কিছু আছে সুজির পাটিসাপটা।
কিছু আছে তালের রসের পুরের পাটিসাপটা।
কিছু আছে তালের গুড়ের পাটিসাপটা।

ঠেলার নাম বাবাজী 😁

ভালো  মন মানসিকতার মানুষ কখনো অন্যকে নিয়ে সমালোচনা করে না ,খোঁচা মেরে কথা বলে না।যার যোগ্যতা যত কম তার মানুষের পেছনে লাগ...
27/10/2024

ভালো মন মানসিকতার মানুষ কখনো অন্যকে নিয়ে সমালোচনা করে না ,খোঁচা মেরে কথা বলে না।
যার যোগ্যতা যত কম তার মানুষের পেছনে লাগার প্রবণতা তত বেশি।

মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা পথটি তৈরি করে দেয়।
25/10/2024

মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা পথটি তৈরি করে দেয়।

যদি সারাক্ষণই ভাবতে থাকেন অন্যেরা কি ভাববে ,তাহলে আপনার জীবনও তো অন্যদের আপনার নিজের না।শুভরাত্রি।
23/10/2024

যদি সারাক্ষণই ভাবতে থাকেন অন্যেরা কি ভাববে ,তাহলে আপনার জীবনও তো অন্যদের আপনার নিজের না।
শুভরাত্রি।

22/10/2024
 #হোম_মেইড_বাকরখানি চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরেও ডেলিভারি দেওয়া হয়।ছবি গুলো আগের।
17/10/2024

#হোম_মেইড_বাকরখানি
চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরেও ডেলিভারি দেওয়া হয়।
ছবি গুলো আগের।

🌹অসাধ্য সাধনে যার নেই অনীহা🌹একজন উদ্যোক্তা অতীত ও বর্তমানের সকল নথি ব্যবহার করে থাকেন মনমতো ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি হিসেবে...
16/10/2024

🌹অসাধ্য সাধনে যার নেই অনীহা🌹

একজন উদ্যোক্তা অতীত ও বর্তমানের সকল নথি ব্যবহার করে থাকেন মনমতো ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি হিসেবে। পূর্বতন সকল স্মারক ও প্রমাণ যদি কোনকিছুকে একদম অসম্ভব বলেও দাবী করতে চায়, একজন উদ্যোক্তা সেগুলোকে বাধা হিসেবে না দেখে অসাধ্য সাধনের কোন না কোন রাস্তা খুঁজে নিতে পারেন। এক্ষেত্রে ধৈর্য্যের অভাব বা সিদ্ধান্তের ঝুঁকি তার কাছে কোন বাধা নয়। কারন যুগান্তকারী পরিবর্তন রাতারাতি ঘটে না, অনেকগুলো ছোট পদক্ষেপ একসময় বড় পরিবর্তনে রূপ নেয়।

শুকরিয়া সবকিছুর জন্য।

শুভ সকাল।

এই পোস্ট করার পর পর কয়েকজন মেসেজ করেছেন পিঠার জন্য।
আরো কিছুদিন পর থেকে কাজ শুরু করবো ইন শা আল্লাহ।

👉সফলতা কি? 👉সফল মানুষ কারা? এইসব প্রশ্ন সবার মনেই ঘুরে। এইসব প্রশ্নের জবাব দেয়া সহজ নয়। ধরেন আপনি কোনো একটা সেক্টরে কো...
15/10/2024

👉সফলতা কি?
👉সফল মানুষ কারা?
এইসব প্রশ্ন সবার মনেই ঘুরে।

এইসব প্রশ্নের জবাব দেয়া সহজ নয়। ধরেন আপনি কোনো একটা সেক্টরে কোনো পদ বা দায়িত্বে নিয়োজিত আছেন। সেখানকার মানুষ আপনাকে মান্য করে চলে। আপনার কথায় উঠে বসে। এইসব চিন্তা করে আপনি নিজেকে সফল ভাবছেন। আপনি ভাবছেন, " এরা আমার কথায় উঠে বসে। আমাকে মেনে চলে। আমি এদের বস। আমি সফল!"

যারা এসব ভাবে তারা আসলেই বোকা। যারা আপনাকে মেনে চলে তারা কি খুশি মনে আপনাকে মানে?
আপনার সাথে আনন্দের সাথে কাজ করে?

না না! তারা ঠেকায় পরে করে। তাদের কোনো উপায় নেই। কারণ আপনার বিরুদ্ধে গেলেই আপনি তাকে কাজ থেকে বের করে দিবেন। সবসময় সবার প্রিয় হয়ে উঠাটাও সহজ নয়। কিছু কিছু মানুষ আপনাকে মেনে নিবে আর কিছু কিছু মানুষ মানবে না।

যাদের কাছে প্রিয় হয়ে উঠেছেন তাদের কাছে সেই সম্মানটুকু বজায় রাখুন। যে পদেই নিয়োগ পেয়েছেন সেই পদের জন্য নিজেকে যোগ্য প্রমাণ করুন। মানুষকে ভালবাসতে শিখুন। তারপর দেখবেন যারা আপনাকে ঐ পদের জন্য যোগ্য ভাবে নি তারাই আপনাকে নতুন ভিন্ন পদে নিয়োগ দিতে চাইবে‌। সফলতার আরেকটি লক্ষণ হলো নিজেকে সম্মানিত পদে যোগ্য প্রমাণ করা।

দিন বদলের সাথে সাথে বদলে যায় আমাদের দেশের ঋতুও। তাই ঋতু বদলের সঙ্গে চাদরটিও বদলে নিতে পারলে খুব ভালো হয়। এছাড়া চাইলে আপন...
13/10/2024

দিন বদলের সাথে সাথে বদলে যায় আমাদের দেশের ঋতুও। তাই ঋতু বদলের সঙ্গে চাদরটিও বদলে নিতে পারলে খুব ভালো হয়। এছাড়া চাইলে আপনি বিভিন্ন ঋতুর জন্য বিভিন্ন চাদর নির্বাচন করে রাখতে পারেন, তাহলে আরও সুবিধা হবে। চাদর খুঁজতে গিয়ে অহেতুক সময় নষ্ট হবে না।
যেমনঃ গরমের জন্য বেশ পাতলা ও নরম সুতির চাদর ব্যবহার করা যেতে পারে। এতে গরমে প্রশান্তি মিলবে। চাদরের রংটাও যাতে স্নিগ্ধ হয়, তাহলে চোখেও আরাম লাগবে। এছাড়া বর্ষায় ব্যবহার করতে পারেন একটু মিশ্র টাইপের কাপড়ের চাদর।
যেমনঃ সিল্ক বা জর্জেট এর চাদর। এসব চাদর ধুয়ে দিলেই তাড়াতাড়ি শুকিয়ে যায়, রোদের জন্য অপেক্ষা করতে হবে না।
আর শীতের সময়টা যেহেতু রুক্ষ, সেসময়ে চাইলে গাঢ় রঙের বিছানার চাদর ব্যবহার করা যেতে পারে।
আর উপলক্ষ কে ঘিরে তো আছেই বিভিন্ন রং এর এবং ভিন্ন ভিন্ন ডিজাইনের ব্লকের চাদর।

ছবিতে ৬ ফিট / ৭ ফিট সাইজের খাটের ব্লকের বিছানার চাদর।

13/10/2024

শুভ সকাল

বন্ধুত্বের সম্পর্কগুলি কখনোই স্বার্থপর ব্যক্তিদের জন্য তৈরি করা হয়নি।স্বার্থপরতা, ভালবাসা নয়, মানুষের অন্তরে জমা ঘৃণার...
12/10/2024

বন্ধুত্বের সম্পর্কগুলি কখনোই স্বার্থপর ব্যক্তিদের জন্য তৈরি করা হয়নি।
স্বার্থপরতা, ভালবাসা নয়, মানুষের অন্তরে জমা ঘৃণার বাস্তব প্রকাশ। যা শত্রুদের মানায়, বন্ধুদের নয়।

👉সহযোগিতা যখন প্রতিযোগিতায় রূপ নেয় তখন পদে পদে ভুলটাই চোখে পড়ে। আর লেজকাটা শেয়ালগুলোর টেন্ডেন্সিই থাকে অন্যের লেজটা কেটে...
12/10/2024

👉সহযোগিতা যখন প্রতিযোগিতায় রূপ নেয় তখন পদে পদে ভুলটাই চোখে পড়ে।

আর লেজকাটা শেয়ালগুলোর টেন্ডেন্সিই থাকে অন্যের লেজটা কেটে নিজের দল ভারি করার।

-আরে দোস্ত, তুই কেন বউয়ের কথায় উঠবস করবি,

-আরে দোস্ত, তোর হাজবেন্ড তোকে আইফোন দেয় নি? কি বলিস,আমার জামাই আমেরিকা ট্যুরে নিয়ে যাইতো।

-আরে দোস্ত তুই শিক্ষিত হয়ে জামাইয়ের জন্যে রান্নাবান্না কেনো করবি বল তো? তার হাত পা নাই? সে রান্না করতে পারে না? তুই কি ওর চাকরানি?

-আরে বন্ধু সারাদিন প্যারা খেয়ে বাড়ি যেয়ে বউয়ের খ্যাচখ্যাচ আর ভালো লাগে না। চল ঘুরতে যাই কক্সবাজার। বউয়ের কথা শুনবি কেন, তুই চুড়ি পড়ে বসে থাক শালা।

- দেখ দোস্ত, জোর করে থাকার চেয়ে স্বাধীন হয়ে থাকা ভালো, জীবন ইনজয় করবি, আরে ছেড়ে চলে আয়। তোর কি ভাত কাপড়ের অভাব নাকি? তুই কতো সুন্দর।

-আরে এই মাইয়া গেলে আরো মেয়ে পাবি, ব্যাটা মাইনসের টাকা থাকলে পাখির অভাব নাকি

এরকম অনেক অনেক লেজকাটা শেয়াল টাইপ বুলি আছে যেগুলা একেবারেই বুলশিট, সেসবেও মানুষ এখন ডিভোর্স এর মতো ডিসিশন নেয়।

একজন আরেকজনের সাথে থাকার যে অঙ্গীকার করে সেইটার ভ্যালু আজ অনেকটা বিরোধী দলের অবরোধের মতোই জোরালো।

আজকাল সম্পর্কে এমপ্যাথির বদলে জায়গা দখল করে নিয়েছে ইগো৷

আমি বলে তোর বাপের ঘর করছি, অন্য কেউ আসলে লাথি মেরে চলে যাইতো বলতে বলতে আমাদের মায়েরা হেসেখেলে জীবন পার করে দিলো, ( যারা আসলেই নির্যাতনের স্বীকার তাদের কথা আলাদা)

কিন্তু এখন মানুষ রিলেশনকে মনে করে জাস্ট এনাদার চাকরি। সব সুযোগ সুবিধা না পাইলে মনে হয় বস আমাকে জোর করে ইউজ করছে, কোম্পানির সিনিয়র কলিগ আপনার কান ভারি করতে থাকবে ভাই আপনি আরো ভালো চাকরি ডিজার্ভ করেন। ভুল করসেন, এখান থেকে চলে যান। আপনার দাম দেয় না এরা। অথচ সে নিজে যাবে না কখনো। আর এভাবেই কয়েকদিন বলতে বলতে একদিন যদি বস ঝাড়ি দেয় তখনই আপনি রিজাইন দিয়ে বের হয়ে গেলেন।

অবশ্য কিছু মানুষ আরো সচেতন। এক চাকরিতে থাকতে থাকতেই বিডিজবসের প্রোফাইল আপডেট করে একটার পর একটা জবে এপ্লাই করে। কেউ কেউ আবার দিনের চাকরি শেষ করে নাইট শিফটে আরেক জবে জয়েন করে।

অথচ আগে অভাব ছিলো, কিন্তু ভালোবাসার কমতি ছিলো না, ভালোবাসা শো অফ করার প্ল্যাটফর্ম ছিলো না। তাই মানুষের নজর থেকে মুক্ত ছিলো।
আর এখন টাকা আছে কিন্তু সেই বন্ডিংটাও টাকার সাথে সাথে কমার্শিয়াল MOU হয়ে গেছে। ভালোবাসা মানে কখনোই ছেড়ে যাওয়ার ভয় আসবে না বা এই প্রশ্নই আসবে না। ঝগড়া হবে, সমস্যা হবে, সমাধান ও আসবে। নিজেরা না পারলে হেল্প নিবে। বিয়ে এতোটাই ঠুনকো না যে মন চাইলো আর ভেঙে দিলাম।

আর ডিভোর্স এতোটাও সহজ না যে ডিভোর্স হলেই আপনি ভালো থাকবেন। সেলিব্রেটিদের লাইফের সাথে নিজেদের লাইফ কম্পেয়ার না করে নিজেদের পরিবারের সাথে লাইফটা কম্পেয়ার করলেই রিয়েল সিনারিও দেখা যায়।

জীবনকে চ্যালেঞ্জের  মুখোমুখি করতে গিয়ে আমি দু:খ পেয়েছি  সামলে নিয়েছি, আমি ব্যর্থ হয়েছি  ঘুরে দাঁড়িয়েছি।আমি ভুল করেছি  শি...
12/10/2024

জীবনকে চ্যালেঞ্জের মুখোমুখি করতে গিয়ে
আমি দু:খ পেয়েছি সামলে নিয়েছি, আমি ব্যর্থ হয়েছি ঘুরে দাঁড়িয়েছি।
আমি ভুল করেছি শিক্ষা নিয়েছি এবং আমি মানুষের হৃদয়ের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসায় আজ আমার সামনে চলার শক্তি।
এবং আমি অনেক প্রতিকূলতা স্বত্বেও আমি লড়াই করে বেঁচে আছি। আমি নিখুঁত নই, আমি ও ভুল করি, আমি রাগ করি তবে আমার রাগ কাউকে অনুভব করতে দেইনা।আমি জীবনের সাথে অভিমানও করি 😜
দিন শেষে আমি একজন মানুষ এটাই আমার বড় পরিচয়। আমার যা আছে তাই নিয়ে আমি খুশী !
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।

Address

Halishahar Chuna Factory Moor , Chittagong
Kazipara

Telephone

+8801815851605

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taru's Shoili posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taru's Shoili:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Kazipara

Show All