06/11/2024
স্বার্থের টানেই যে মানুষগুলো আপনার বন্ধু হয় আসলে সে আপনার বন্ধু নয়। স্বার্থ শেষ হলেই তাদের বন্ধুত্ব শেষ হয়। এই স্বার্থপর মানুষগুলোর কাছে হয়তো বা আপনি তাদের উপরে ওঠার একমাত্র সিঁড়ি।
কাজের ক্ষেত্রে জীবনে চলার ক্ষেত্রে দেখবেন একটা মানুষ আপনাকে খুব গুরুত্ব দিচ্ছে। কাজ শেষ হলেই দেখবেন সেই মানুষটার আসল রূপ।
রূপ দেখে তার স্বার্থপর গুনের কথা কিন্তু ভুলে যাবেন না। স্বার্থপর গুণের অধিকারী আসলে সবাই হয় না এটা একটা মহৎ গুণ যাহা শুধুই তাহাদের মধ্যে থাকে। 🤣
দিনশেষ ও আমি এই মানুষগুলোর জন্য দোয়া করি যেন নিচে পড়ার পরে ব্যথাটা একটু কম পায় 😜
অহংকার এর সাথে যেই মানুষগুলো উপরে ওঠে অবলিলায় তাদের অহংকারের পতন হয় এটাই নিয়ম।
কাস্টমাইজ করে নিতে পারবেন ডালার খাবার। সেক্ষেত্রে দামের তারতম্য থাকবেই।