ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার

ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার এটি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ?

এটি একটি ধর্মীয় ও সামাজিক পেজ। সকলের মতামত প্রদানের সুযোগ রয়েছে। অশ্লীল ও ক্ষতিকর কোন পোস্ট ও রাষ্ট্রদ্রোহ মূলক পোস্ট প্রদান থেকে বিরত থাকুন।

27/11/2023

কঠিন চীবর দানোৎসব, ২০২৩

বিকাল বেলার উদ্বোধনী সংগীত 🥰

27/11/2023

কঠিন চীবর দানোৎসব, ২০২৩

প্রথম পর্বের প্রধান সদ্ধর্মদেশকের দেশনার অংশবিশেষ 🙏🙏🙏

27/11/2023

কঠিন চীবর দানোৎসব, ২০২৩

অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ 🙏🙏🙏

27/11/2023

কঠিন চীবর দানোৎসব, ২০২৩

অনুষ্ঠানের প্রারম্ভে। 🙏🙏🙏

27/11/2023

কঠিন চীবর দানোৎসব, ২০২৩

দ্বিতীয় পর্বের প্রধান স্বধর্মদেশক
কে. শ্রী. জ্যোতিসেন মহাথেরো

ডলুকুল, আলুরঘাট, সাতকানিয়া, চট্টগ্রাম

কঠিন চীবর দান২৩ শে নভেম্বর অনুষ্ঠিত দানশ্রেষ্ট দানরাজা দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব, ২০২৩ এর কিছু স্থির চিত্র। ডলুকুল,...
25/11/2023

কঠিন চীবর দান

২৩ শে নভেম্বর অনুষ্ঠিত দানশ্রেষ্ট দানরাজা দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব, ২০২৩ এর কিছু স্থির চিত্র।

ডলুকুল, আলুরঘাট, সাতকানিয়া, চট্টগ্রাম

23/11/2023

কঠিন চীবর দানোৎসব, ২০২৩

২য পর্ব চলমান

কঠিন চীবর দানোৎসব, ২০২৩ ২য পর্ব চলমান
23/11/2023

কঠিন চীবর দানোৎসব, ২০২৩

২য পর্ব চলমান

কঠিন চীবর দানোৎসব, ২০২৩
23/11/2023

কঠিন চীবর দানোৎসব, ২০২৩

23/11/2023

কঠিন চীবর দান

প্রথম পর্বের প্রার্থনা 🙏🙏🙏

23/11/2023

কঠিন চীবর দান

সকাল বেলার অনুষ্ঠান চলমান 🙏🙏🙏

ডলুকুল ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারে দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দান আগামী ২৩.১১.২৩  ইং রোজ বৃহস্পতিবার সারাদিন ব্যাপি ড...
19/11/2023

ডলুকুল ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারে দানোত্তম দানশ্রেষ্ঠ
শুভ কঠিন চীবর দান
আগামী ২৩.১১.২৩ ইং রোজ বৃহস্পতিবার সারাদিন ব্যাপি ডলুকুল, আলুরঘাট, সাতকানিয়ায় অবস্থিত বৌদ্ধ তীর্থ ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এহেন পূণ্যময় অনুষ্ঠানে সকলের প্রতি নিমন্ত্রণ রইলো।

07/11/2023

WHAT IS BUDDHISM? A 5 MINUTES INTRODUCTION

What is Buddhism?

Buddhism is a religion to about 300 million people around the world. The word comes from ‘budhi’, ‘to awaken’. It has its origins about 2,500 years ago when Siddhartha Gotama, known as the Buddha, was himself awakened (enlightened) at the age of 35.

• Is Buddhism a Religion?

To many, Buddhism goes beyond religion and is more of a philosophy or ‘way of life’. It is a philosophy because philosophy ‘means love of wisdom’ and the Buddhist path can be summed up as:

(1) to lead a moral life,
(2) to be mindful and aware of thoughts and actions, and
(3) to develop wisdom and understanding.

• How Can Buddhism Help Me?

Buddhism explains a purpose to life, it explains apparent injustice and inequality around the world, and it provides a code of practice or way of life that leads to true happiness.

• Why is Buddhism Becoming Popular?

Buddhism is becoming popular in western countries for a number of reasons, The first good reason is Buddhism has answers to many of the problems in modern materialistic societies. It also includes (for those who are interested) a deep understanding of the human mind (and natural therapies) which prominent psychologists around the world are now discovering to be both very advanced and effective.

• Who Was the Buddha?

Siddhartha Gotama was born into a royal family in Lumbini, now located in Nepal, in 563 BC. At 29, he realised that wealth and luxury did not guarantee happiness, so he explored the different teachings religions and philosophies of the day, to find the key to human happiness. After six years of study and meditation he finally found ‘the middle path’ and was enlightened. After enlightenment, the Buddha spent the rest of his life teaching the principles of Buddhism — called the Dhamma, or Truth — until his death at the age of 80.

• Was the Buddha a God?

He was not, nor did he claim to be. He was a man who taught a path to enlightenment from his own experience.

• Do Buddhists Worship Idols?

Buddhists sometimes pay respect to images of the Buddha, not in worship, nor to ask for favours. A statue of the Buddha with hands rested gently in its lap and a compassionate smile reminds us to strive to develop peace and love within ourselves. Bowing to the statue is an expression of gratitude for the teaching.

• Why are so Many Buddhist Countries Poor?

One of the Buddhist teachings is that wealth does not guarantee happiness and also wealth is impermanent. The people of every country suffer whether rich or poor, but those who understand Buddhist teachings can find true happiness.

• Are There Different Types of Buddhism?

There are many different types of Buddhism, because the emphasis changes from country to country due to customs and culture. What does not vary is the essence of the teaching — the Dhamma or truth.

• Are Other Religions Wrong?

Buddhism is also a belief system which is tolerant of all other beliefs or religions. Buddhism agrees with the moral teachings of other religions but Buddhism goes further by providing a long term purpose within our existence, through wisdom and true understanding. Real Buddhism is very tolerant and not concerned with labels like ‘Christian’, ‘Moslem’, ’Hindu' or ‘Buddhist’; that is why there have never been any wars fought in the name of Buddhism. That is why Buddhists do not preach and try to convert, only explain if an explanation is sought.

আমাদের অন্যতম শত্রু আমাদের দেহেই আছে, আর সেটা হলো "জিহ্বা"। স্বাদের লোভে পরে যদি জিহ্বাটাকে নিয়ন্ত্রনে না রাখেন তাহলে রো...
17/10/2023

আমাদের অন্যতম শত্রু আমাদের দেহেই আছে, আর সেটা হলো "জিহ্বা"। স্বাদের লোভে পরে যদি জিহ্বাটাকে নিয়ন্ত্রনে না রাখেন তাহলে রোগ বাড়বে।কথা বলার সময় যদি জিহ্বাকে নিয়ন্ত্রন না রাখেন তাহলে শত্রু বাড়বে। জিহ্বাকে যত নিয়ন্ত্রন করবেন ততোই আপনার মঙ্গল।

14/09/2023

বৈশাখের স্মৃতি 🥰

06/08/2023

👉পৃথকজন কি?

👉 চারিমার্গ ও চারিফল লাভী ব্যক্তি ছাড়া অপর সকল ব্যক্তিগণই পৃথকজন।
পৃথকজনকে আবার দু'ভাগে বিভক্ত করা হয়েছে। কল্যাণ পৃথকজন ও অন্ধ পৃথকজন। যাঁরা লোভ-হিংসা-মোহ (অজ্ঞতা বা অবিদ্যা) অর্থাৎ সর্বদুঃখ থেকে মুক্তি লাভের জন্য আর্য মার্গ ও ফললাভের উপায় প্রত্যক্ষ উদ্ভাবনের উদ্দেশ্যে দুঃখমুক্তির একমাত্র সত্য "চারি আর্য সত্য" দর্শনে, দুঃখমুক্তির একমাত্র পথ "আর্য অষ্টাঙ্গির মার্গ" অনুশীলনে তৎপর থাকেন তাঁরাই কল্যাণ পৃথকজন।
আর যারা মাত্রাধিক লোভ-হিংসা-মোহে ডুবে থেকে জীবনযাপন করতে অভ্যস্ত তারাই অন্ধ পৃথকজন।

অর্থাৎ
যারা আর্য্যমার্গ লাভ করেন নাই, তাহারাই পৃথকজন।
আর্য্যমার্গ বলতে যেমন-স্রোতাপত্তি,সকৃদাগামী,অনাগামী ও অরহত্ব ।

শুভ আষাঢ়ী পূর্ণিমার মহাপবিত্র দিনে- ১. তথাগতের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, ২. মহাভিনিষ্ক্রমণ বা সিদ্ধার্থের গৃহত্যাগ, ৩....
01/08/2023

শুভ আষাঢ়ী পূর্ণিমার মহাপবিত্র দিনে-

১. তথাগতের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ,
২. মহাভিনিষ্ক্রমণ বা সিদ্ধার্থের গৃহত্যাগ,
৩. ঋষিপতন মৃগদাবে(সারনাথ) ধর্মচক্র প্রবর্তন,
৪. যমক প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন,
৫. মাতাকে ধর্মদান করার জন্য তাবতিংস স্বর্গে গমন, অভিধর্ম প্রবর্তনের সূচনা।
৬. পবিত্র সংযম সাধনার ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাস (ওয়া) শুরুর প্রবর্তন। বৌদ্ধগৃহীরাও বর্ষাবাসের ৩ মাস শীল, ভাবনা, সমাধি ও প্রজ্ঞার অনুশীলনে থাকেন।

এই ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের জন্য এক মহা-পবিত্র দিন। সবাইকে দি বুড্ডিস্ট টিভির পক্ষ হতে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি।

শ্মশানে ফুল গাছ রোপন 🌸🌺🪷🥀
02/07/2023

শ্মশানে ফুল গাছ রোপন 🌸🌺🪷🥀

01/07/2023

শ্মশান সংস্কার

একদা এক দরিদ্র ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞাস করলোঃ "আমি এতো দরিদ্র কেন?"জবাবে গৌতম বুদ্ধ বললেনঃ "কারন তুমি দান কর না এবং ...
13/05/2023

একদা এক দরিদ্র ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞাস করলোঃ "আমি এতো দরিদ্র কেন?"

জবাবে গৌতম বুদ্ধ বললেনঃ "কারন তুমি দান কর না এবং করতেও জানো না।"

তারপর দরিদ্র ব্যক্তি বললঃ "আমার ত দান করার মত কিছুই নেই"।

অতঃপর গৌতম বুদ্ধ বললেনঃ "দান করার মত অনেক জিনিস আছে তোমার কাছে, যা কারো কাছেই কম নেই (অর্থাৎ তা ধনী-গরীব সবার কাছেই সমপরিমাণ থাকে)। আর তা হল..

#চেহারাঃ যা দ্বারা তুমি সুখ ও আনন্দের হাসি উপহার হিসেবে অন্যদের দিতে পারো।

#মুখঃ যা দ্বারা তুমি মাধুর্যপূর্ণ উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ ও উৎসাহ প্রদান করতে পারো।

#হৃদয়ঃ যা তুমি আন্তরিকতা ও উদারতা দ্বারা অন্যদের জন্য উন্মুক্ত করে দিতে পারো।

#চোখঃ যা দ্বারা তুমি দয়া ও ভালবাসার সাথে অন্যদের দেখতে পারো।

#দেহঃ যা দ্বারা তুমি নিজের শ্রমের মাধ্যমে অন্যদের সাহায্য প্রদান করতে পারো।

আর তাই ত তুমি একেবারেই গরীব নও। মূলত হৃদয়ের দারিদ্রতাই প্রকৃত দারিদ্রতা (অর্থাৎ আর্থিক দারিদ্রতা মূল দারিদ্রতা নয়)।"

08/05/2023

সিদ্ধার্থের জন্মের সাতদিন পর সিদ্ধার্থের মাতা মহামায়া মৃত্যুবরণ করেন।
অতঃপর সিদ্ধার্থের লালন পালনের দায়িত্ব ভার চলে যায় মহামায়ার বোন গৌতমীর কাছে। তখন রাজা শুদ্ধোধন গৌতমীকে কে বিয়ে করেন।
এই গৌতমীই মাতৃ স্নেহে সিদ্ধার্থকে শিশুকাল থেকে লালন পালন করেছেন। গৌতমীর এই প্রবল মাতৃ স্নেহের কারণে সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভের পর গৌতম টাইটেল ধারণ করে গৌতম বুদ্ধ নামেও পরিচিত লাভ করেন।

মা দিবসের শুভেচ্ছা জানবেন 🌺🌺🪷🪷🪷🌸🌸

03/05/2023
চার কারণে মানুষ নিজের জীবন আর নিজের উপার্জিত ধনসম্পদ নষ্ট হয়- ১। বেশ্যাসক্তি২। নেশাপান৩। জুয়াখেলা৪। কুসঙ্গী বা দুঃশীল মি...
03/05/2023

চার কারণে মানুষ নিজের জীবন আর নিজের উপার্জিত ধনসম্পদ নষ্ট হয়-
১। বেশ্যাসক্তি
২। নেশাপান
৩। জুয়াখেলা
৪। কুসঙ্গী বা দুঃশীল মিত্র।

এ চারটি বিষয় পরিত্যাগ করতে না পারলে ধনসম্পদ বৃদ্ধির কোনো সুযোগ নাই,বরং সঞ্চিত ধনও অচিরে নিঃশেষ হয়ে যাবে।

এবার ভেবে নিন বাস্তবতা চিন্তা করুণ উপলব্ধি করুণ। ভগবান বুদ্ধ মানব জাতির জন্য কত কল্যাণ চিন্তা করেছে সত্যের চিন্তা করেছে - অথচ আমরা তৎ বিপরীতে জীবনাচরণ করি। তাহলে আমারা সুখ কোথায় পাবো? উন্নতি কিভাবে হবে?

নেশাদ্রব্য সেবনের ফলে ছয়টি বিষময় ফল পেতে হয় -
১) ধনহানি হয়,
২) কলহ বৃদ্ধি পায়,
৩) নানাবিদ রোগের উৎপত্তি হয়,
৪) নিন্দালাভ হয়, ও
৫) নির্লজ্জতা ও বুদ্ধি লোপ পায়।

কপিড: কতঞ্ঞুতা কতবেদীসংসার চরকা শেষ নাইঃ ভিক্থু- পঞ্ঞাদীপ। ৩০-০৪-২০২৩ইং বরকল, রাঙামাটি।লোক (সত্ত্বলোক,আকাশলোক,সংস্কার লো...
03/05/2023

কপিড: কতঞ্ঞুতা কতবেদী

সংসার চরকা শেষ নাইঃ ভিক্থু- পঞ্ঞাদীপ। ৩০-০৪-২০২৩ইং বরকল, রাঙামাটি।

লোক (সত্ত্বলোক,আকাশলোক,সংস্কার লোক) গোটা সংসারটা পরিবর্তনশীল, অস্থায়ী, ক্ষণভঙ্গুর। এ সংসারের পথ শেষ নাই।। সত্যের পরিবর্তন নাই, সত্য চিরস্থায়ী, সত্য ক্ষণভঙ্গুর নহে তাই পরম সত্য।

সংসার বিচরণ দুঃখসত্য। সমুদয়সত্য তুষ্ণাই সংসার বিচরণকে চরকা করে। অনিত্য দুধখ অনাত্ম বহুলীকৃত প্রজ্ঞাই সংসারকে অসার উপলব্ধি করে ছেদন করে। সংসারমুক্ত পণ্ডিতই পরম সুখ নির্বাণে নিবৃত্ত হন।

মনের ভেতরে ১৪টি পুণ্যের স্বভাব---
---
(১) শ্রদ্ধা- চেতনা, কর্মকে বিশ্বাস করা।
(২) স্মৃতি- অপ্রমাদ স্মৃতি।
(৩) হ্রি- পাপকে লজ্জা করা।
(৪) ওত্তপ্প- পাপকে ভয় করা।
(৫) অলোভ- ত্যাগ করা।
(৬) অদ্বেষ- হিংসা না করা।
(৭) অমোহ- প্রজ্ঞাবান হওয়া।
(৮) মেত্তা- দয়া করা।
(৯) করূণা- উপকার করা।
(১০) মুদিতা- অন্যের সুখে খুশী হওয়া।
(১১) উপেক্ষা- পক্ষ বিপক্ষ না করা।
(১২) সম্যকবাক্য- দোষযুক্ত কথা না বলা।
(১৩) সম্যককর্ম- দোষযুক্ত কর্ম না করা।
(১৪) সম্যক আজীব- দোষযুক্ত কর্ম করে জীবন জীবিকা না করা। ইহাই পরম সত্যকে প্রত্যক্ষ করার উপনিশ্রয় প্রত্যয়। সবার হিত সুখের জ্ঞান উদয় হোক।

------বৌদ্ধদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়----""মানুষের শেষ  নিঃশ্বাসের সময় একজন বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে নিজের কি করনীয়...
21/02/2023

------বৌদ্ধদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়----

""মানুষের শেষ নিঃশ্বাসের সময় একজন বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে নিজের কি করনীয়''

তাহলে আসুন জেনে নিই ঃ

আমরা সবাই কোন না কোন একদিন নিজের শরীরকে ত্যাগ করবো। হয়তো আজ বা কাল ৷ যেহেতু মরণ নিশ্চিত কিন্তু কখন মরণ হবে তা সম্পূর্ণ অনিশ্চিত৷
তাই মানব এই শরীর ত্যাগে অপর অন্য এক শরীর খুব দ্রুত উৎপন্ন হওয়া বা দ্রুত "প্রতিসন্ধি' চিত্ত দ্ধারা মাতৃগর্ভে গ্ৰহণ করা যা নিজের কর্ম বা চিত্তের উপর নির্ভর করে।
নাম-রূপ উৎপন্ন হয় এবং নষ্ট হয়ও খুব দ্রুত ভাবে।

যে ব্যক্তি শেষ নিঃশ্বাস প্রায় কাছাকাছি
তখন সেই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তাহাকে কিভাবে সাহায্য করা যায়?
তখন পাঁচটি কর্ম অবশ্যই সকল বৌদ্ধরা নিজের জ্ঞাতি বা আত্মীয় স্বজনদেরকে করে দিতে হয়৷

যথা===>
১) শেষ নিঃশ্বাস ব্যক্তির আশপাশে শান্ত পরিবেশ বজায় করে রাখা।
২) আশপাশে কেউ কান্নাকাটি না করা।
৩) তাকে নিজের পুণ্যকৃত কর্ম মনে করিয়ে দেওয়া(যদি সম্ভব হয়)৷
৪) ভগবান বুদ্ধের ছবি বা তাহার শ্রদ্ধা বসিত কোন ভিক্ষুসংঘের ছবি তার পাশে রেখে শ্রদ্ধা সম্মান করানো।
৫) কোন একজন ভিক্ষু বা তার অধিক ভিক্ষুসংঘকে নিমন্ত্রণ করে সূত্র পাঠ বা ধর্মদেশনা করানো।

যদি ব্যক্তি শেষ নিঃশ্বাস সময় অশান্তির চিত্তে দেহ ত্যাগ করে সেই দুঃখের যোনিতে উৎপন্ন হতে পারে। যেমন- চারি অপায়(তির্যক,অসুর,প্রত,নিরয়)
আর যদি ব্যক্তি শেষ নিঃশ্বাস সময় শান্তির চিত্তে ও আনন্দিত চিত্তে দেহ ত্যাগ করে সেই সুখ শান্তি যোনিতে উৎপন্ন হবে।
সেই সময়ে আমাদের চিত্তটা খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে হয়তো ভালোও হতে পারে এবং মন্দও হতে পারে যা তখনিই নির্ধারিত হয় ৩১ লোকভূমির অবস্থান ৷

তাই প্রত্যেকে অসুস্থ রোগী বা প্রায় মৃত অবস্থায় শায়িত থাকা রোগীটির পাশে সরাসরি কান্নাকাটি না করে বরংঞ্চ রোগীকে উক্ত ৫ প্রকার কর্ম গুলি করে দেওয়া৷ তা না করে যদি রোগীর পাশে কান্নাকাটি করা হয় ৷এতে কিছুই লাভ নেই,
না নিজের লাভ, না অন্যের লাভ।
বরংঞ্চ ক্ষতি দেখতে পায়, শরীর দূর্বল, মনের শান্তি বহিষ্কার এবং অপরের অশান্তি সৃষ্টি হয়৷ এতে রোগীটি চারি উপায় পতিত হবার সম্ভাবনা বেশি থাকে৷ তাই সাবধান! সতর্কতা অবলম্বন করবেন!

যদি নিজের পরিবার পরিজনদের (রোগী) বেশি করে ভালোবেসে থাকেন,
তাহলে জীবিত থাকার সময় তাহার দ্ধারা বেশি বেশি পুণ্য সঞ্চয় করতে সাহায্য করুন এবং মৃত্যু শেষ নিঃশ্বাস সময় বেশি বেশি কুশল কর্মের কথা স্মরণ করে দিন৷
তখন হবে আপনি একজন প্রকৃত তাহার কল্যাণ মিত্র।
বিদ্র: উক্ত ৫ প্রকার বিষয়কে নিজেও জানুন এবং অপরকেও জানিয়ে দিন এবং শান্তির পরিবেশ বজায় রাখুন।

জগতের সকল প্রাণী সুখী হোক।

22/11/2022

কঠিন চীবর দানোৎসব -২০২২
ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার
সাতকানিয়া, চট্টগ্রাম

04/11/2022

দানোত্তোম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২২ চলমান….

কঠিন চীবর দানোৎসব -২০২২২য় পর্ব
04/11/2022

কঠিন চীবর দানোৎসব -২০২২
২য় পর্ব

দানোত্তম, দানশ্রেষ্ঠ, দানরাজা কঠিন চীবর দানোৎসব ও জ্ঞাতী সম্মেলনে ২০২২ ১ম পর্ব চলমান (৩)
04/11/2022

দানোত্তম, দানশ্রেষ্ঠ, দানরাজা
কঠিন চীবর দানোৎসব ও জ্ঞাতী সম্মেলনে ২০২২

১ম পর্ব চলমান (৩)

04/11/2022
04/11/2022

দানোত্তম, দানশ্রেষ্ঠ, দানরাজা
কঠিন চীবর দানোৎসব ও জ্ঞাতী সম্মেলনে ২০২২

১ম পর্ব চলমান (২)

04/11/2022

দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২২ এর ১ম পর্বের অষ্ঠপরিষ্কার সহ সংঘদান চলমান।

04/11/2022

দানোত্তম, দানশ্রেষ্ঠ, দানরাজা
কঠিন চীবর দানোৎসব ও জ্ঞাতী সম্মেলনে ২০২২

১ম পর্ব চলমান (১)

Address

South Garangia, Alurghat, Satkania
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category