Thought Bites

Thought Bites Unfiltered Life, Unforgettable Stories.
(1)

18/04/2024

আগামী ১২ বৈশাখ, ২৫ এপ্রিল বৃহস্পতিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী ১১৫তম জব্বারের বলি খেলা উপলক্ষে ২৪, ২৫ এবং ২৬ এপ্রিল ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা।

#জব্বারের_বলি_খেলা #বৈশাখী_মেলা

10/04/2024

২য় তাকবিরে সোজা রুকুতে চলে যাওয়া। ভাইদের কে জানাই

ঈদ মোবারক 💐

10/04/2024

জীবন থেকে বিদায় নিলো আবারো একটি রামাদান। জানিনা আগামী বছর হায়াতের ঘড়িতে আছে কি না।

ইয়া আল্লাহ মাফ করেন আমাদের কে।

05/04/2024

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো..........

১. মাইর খাবার পরে কাঁদলে
২. মাইর খাবার পর না কাঁদলে
৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে
৬. বড়দের আড্ডায় ঢুকলে
৭. বড়দের কথার উত্তর না-দিলে
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে
৯. অনেকদিন মাইর না-খেয়ে থাকলে (বহুতদিন মাইর না খাইলে পিঠ চুলকায় বেশী তাই)
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে সালাম না করলে
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে
১৪. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে
১৫. খেতে না-চাইলে আবার বেশি খেয়ে ফেললে
১৬. সন্ধে নামার আগে বাড়ি না-ফিরলে
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে
১৮. জেদ দেখালে
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে
২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে
২১. স্লো মোশনে খেলে
২২. ফাস্ট ফরোয়ার্ড স্কেলে খেলে
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে
২৪. রাতে ঘুমোতে না-চাইলে
২৫. শীতকালে গোসল করতে না চাইলে
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষন গোসল করলে
২৭. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে
৩২. দুধ খেতে না চাইলে
৩৩. আচার চুরি করে খেলে
৩৪. উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে
৩৬ স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।

#সংগ্রিহীত

05/04/2024

Last Friday of Ramadan 🥺

শতবর্ষী এসব গাছ কেটে  র‍্যাম্প চাইনা।নান্দনিক ও সুন্দর এই রাস্তাটি থাকবে না এটা ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে।সংবাদ প্রথম ...
01/04/2024

শতবর্ষী এসব গাছ কেটে র‍্যাম্প চাইনা।
নান্দনিক ও সুন্দর এই রাস্তাটি থাকবে না এটা ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে।

সংবাদ প্রথম কমেন্টে🥲

ইমেজ টি ডাউনলোড করে মোবাইল অল পেপার এ সেট করুন। রমজানের লাস্ট  ১০ দিন এই আমল করতে কেউ ভুল করবেন না ইনশাআল্লাহ।  হজরত আয়ে...
31/03/2024

ইমেজ টি ডাউনলোড করে মোবাইল অল পেপার এ সেট করুন।

রমজানের লাস্ট ১০ দিন এই আমল করতে কেউ ভুল করবেন না ইনশাআল্লাহ।

হজরত আয়েশা (রা.) বলেন, একবার আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! আপনি বলে দিন যদি আমি জানতে পারি যে, শবেকদর কোন রাতে হবে, তাতে আমি কী বলব? রাসুল (সা.) বললেন- তুমি বলবে, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আননি।’ (অর্থ) হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাস। অতএব, আমাকে ক্ষমা করো। (তিরমিজি)

19/03/2024

অনেকেই হয়ত চট্টগ্রাম শিল্পকলার রফিক ভাই কে চিনেন।
যিনি ১০টাকা করে চিকেন, লইট্টা ফ্রাই বিক্রি করতো।
গতকাল তিনি নামাজ রত অবস্থায় মারা গিয়েছেন।

ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন

তিনি ছোট ছোট ৩ মেয়ে ও একটি ছেলে রেখে গিয়েছেন
সবাই তার জন্য দোয়া করবেন

17/03/2024
https://www.sujood.co আপনি এই ওয়েবসাইটটি তে গিয়ে আপনার মনের বর্তমান অবস্থা লিখলেই তার সাথে মিল রেখে আল কুরআনের দোয়া ব...
17/03/2024

https://www.sujood.co

আপনি এই ওয়েবসাইটটি তে গিয়ে আপনার মনের বর্তমান অবস্থা লিখলেই তার সাথে মিল রেখে আল কুরআনের দোয়া বা আয়াত চলে আসবে। এটাই প্রযুক্তির সবচেয়ে সুন্দর ব্যবহারের উদাহরণ! ❤️

اللهم إني أعوذ بك من شر سمعي، ومن شر بصري، ومن شر لساني، ومن شر قلبي، ومن شر منيي

ঘাসের স্যুপের উপর লেবুর রস দিয়ে ফিলিস্তিনিরা ইফতার করছে।ছবি সংগ্রহ: Mozammel Hossain Toha
15/03/2024

ঘাসের স্যুপের উপর লেবুর রস দিয়ে ফিলিস্তিনিরা ইফতার করছে।

ছবি সংগ্রহ: Mozammel Hossain Toha

ভালোবাসার মানুষগুলোর যত্ন নিন কারণ হারিয়ে গেলে তারা আর কখনও ফিরে আসবে না 🙂
03/03/2024

ভালোবাসার মানুষগুলোর যত্ন নিন কারণ হারিয়ে গেলে তারা আর কখনও ফিরে আসবে না 🙂

আবার যদি ফিরে পেতাম 😔
01/03/2024

আবার যদি ফিরে পেতাম 😔

Happy Chocolate Day Everyone ❤️❤️
09/02/2024

Happy Chocolate Day Everyone ❤️❤️

তাহলে জীবন সুন্দর 😁
08/02/2024

তাহলে জীবন সুন্দর 😁

08/02/2024

বিবাহিত পুরুষের সব থেকে বড় আত্মত্যাগ হচ্ছে, চেয়ারে কাপড় জমিয়ে রাখার অভ্যাস ত্যাগ করা। 😭😭

03/02/2024

গ্রাম মানেই মানসিক শান্তি ☺️
সরলতার অন্য এক নাম 😍

আমি বার বার ফিরে যেতে চায় 🥺

হারিয়ে যাওয়ার পর আর পাওয়ার আগে সবকিছুই মূল্যবান
03/02/2024

হারিয়ে যাওয়ার পর আর পাওয়ার আগে সবকিছুই মূল্যবান

কাউকে ভালোবাসতে গিয়ে নিজেরে বিলিয়ে দেয়ার মধ্যে কোন মহত্ব নেই ॥ সব উজাড় করে যাকে ভালোবাসি সেই বেশি কষ্ট দেয় 🙂
01/02/2024

কাউকে ভালোবাসতে গিয়ে নিজেরে বিলিয়ে দেয়ার মধ্যে কোন মহত্ব নেই ॥ সব উজাড় করে যাকে ভালোবাসি সেই বেশি কষ্ট দেয় 🙂

আমরা সারাজীবন কারো প্রিয় হয়ে থাকতে পারবো না ।সময়ের সাথে সাথে সবার চিন্তা বদলায় , ভালো লাগা পাল্টায় ।প্রিয় মানুষের লিষ্টে...
20/01/2024

আমরা সারাজীবন কারো প্রিয় হয়ে থাকতে পারবো না ।

সময়ের সাথে সাথে সবার চিন্তা বদলায় , ভালো লাগা পাল্টায় ।

প্রিয় মানুষের লিষ্টে আরো কত মানুষের নাম যোগ হয় , প্রিয় মানুষ বদলায়

আর এটাই বাস্তবতা 🙂

জীবন যেমনই হোক কাউকে বুজতে দেয়া যাবে না ।কারণ কেউ কারো ভালো থাকার দায়িত্ব নেয় না 🙂
19/01/2024

জীবন যেমনই হোক কাউকে বুজতে দেয়া যাবে না ।
কারণ কেউ কারো ভালো থাকার দায়িত্ব নেয় না 🙂

ওরে স্বামী ! শীতকালটা তো তোমার মতো হয়ে গেছে একদম কথা শুনতে চাই না 😁কিন্তু যায় হোক না কেন শীতকাল আমার অনেক ভালো লাগে ❤️❤️...
18/01/2024

ওরে স্বামী ! শীতকালটা তো তোমার মতো হয়ে গেছে একদম কথা শুনতে চাই না 😁

কিন্তু যায় হোক না কেন শীতকাল আমার অনেক ভালো লাগে ❤️❤️

আপনাদের কেমন লাগে ? না না স্বামী না তো 😜
শীতকাল কেমন লাগে 😁

স্বামী কাকে বলে? স্ত্রীর সকল কথার উল্টা বুঝা পাবলিকটাকে স্বামী বলা হয় 😑 ইহা অনেক প্রকার হয়ে থাকে ,যা ব্যাখ্যা  করা কোন স...
17/01/2024

স্বামী কাকে বলে?

স্ত্রীর সকল কথার উল্টা বুঝা পাবলিকটাকে স্বামী বলা হয় 😑 ইহা অনেক প্রকার হয়ে থাকে ,যা ব্যাখ্যা করা কোন স্ত্রীর সম্ভব নহে 😜

আমি বলি জলপাই চা হে কয় মালটোবা চা 🤦‍♀️

ছোট ছোট চাওয়াগুলো পূরণের মাঝে এক অদ্ভুত শান্তি কাজ করে
15/01/2024

ছোট ছোট চাওয়াগুলো পূরণের মাঝে এক অদ্ভুত শান্তি কাজ করে

আমার স্ত্রী মারা গেছে সন্তান মারা গেছে আমি বেঁচে কি করবো?মরার আগে একজন বাবার কথা  , একজন স্বামীর শেষ কথা ছিল ।পারলো না ক...
05/01/2024

আমার স্ত্রী মারা গেছে সন্তান মারা গেছে আমি বেঁচে কি করবো?
মরার আগে একজন বাবার কথা , একজন স্বামীর শেষ কথা ছিল ।পারলো না কেউ থাকে জ্বলন্ত ট্রেন থেকে বের করে আনতে ।
হতভাগা বাবার জ্বলন্ত শরীরটা ট্রেনের জানালায় ঝুলে আছে।
এমন একজন বাবা ,স্বামী যেন সবার জীবনে থাকে ।

আল্লাহ তাদের জান্নাতবাসী করুন আর যারা এই কাজ করেছেন তাদের হেদায়েত করুন ॥

আমিন ॥

এক গ্লাস সতেজতা 😋
03/01/2024

এক গ্লাস সতেজতা 😋


heaven between two buns😍😍
24/12/2023

heaven between two buns😍😍

তুমি না থাকলে সকালটা এত সুন্দর হতো না 😇                                                                                 ...
17/12/2023

তুমি না থাকলে সকালটা এত সুন্দর হতো না 😇

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thought Bites posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Chittagong

Show All