MD Rakibul Islam chy

MD Rakibul Islam chy Miles to go with Rakib Chy

08/09/2023

দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!

23/07/2023

লাম ইয়াতি নাজিরুকা।
Lam yea ti nagiroka.
নবী প্রেমের উর্দু গজল।
Voice :- MD Rakibul Islam Chy

29/05/2023

এক অসাধারণ অভিজ্ঞতা!
অবশেষে তীরন্দাজদের কাতারে নাম লেখা হলো।
এই যাত্রায় অসাধারণ কিছু মানুষের দেখা পেয়েছি।


With Our regiment commander Rahat Newaz sir.14/5/2023🗡️
15/05/2023

With Our regiment commander Rahat Newaz sir.
14/5/2023🗡️

অভিনন্দন শামসুল আলম সিদ্দিকী স্যারকে।লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির  জন্য। আমরা চলে আসার কিছু দিন আগেই আপ...
07/05/2023

অভিনন্দন শামসুল আলম সিদ্দিকী স্যারকে।
লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য।
আমরা চলে আসার কিছু দিন আগেই আপনাকে পেয়েছিলাম!
চলে আসার পরেও আমাদের খোঁজ খবর রেখেছেন!
খুব অল্প সময়ে সবাইকে কতো আপন করে নিয়েছিলেন।
আজ আপনি বিদায় নিয়ে চলে গেলেন আপনার নতুন কর্মস্থল বগুড়া সেনানিবাসে! অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল স্যার,আপনি যাতে সবসময়ের মতো বুদ্ধিমত্তা ও সাহসীকতার সাথে কাজ করে যেতে পারেন।
আমরা হালিশহর ক্যান্টনমেন্ট পরিবার আপনাকে কখনো ভুলবনা💚

07/05/2023

After a long day of hard training, the cadets rejoice at night.
Today is just a memory.

04/05/2023

খুব ভোরে যখন চট্টগ্রাম কলেজ প্রাঙ্গনে বন্ধুর সাথে হাটতে যাই। 🇧🇩

ঈদ মোবারক 💚
22/04/2023

ঈদ মোবারক 💚

05/04/2023

প্রশান্তির রমজান!

শুভ জন্মদিন শহীদ ক্যাডেট সার্জেন্ট শাফি ইমাম রুমী, বীর বিক্রম🇧🇩বাংলাদেশের মুক্তি সংগ্রামের দূর্ধর্ষ গেরিলাযােদ্ধা। আজ ২৯...
29/03/2023

শুভ জন্মদিন শহীদ ক্যাডেট সার্জেন্ট শাফি ইমাম রুমী, বীর বিক্রম🇧🇩

বাংলাদেশের মুক্তি সংগ্রামের দূর্ধর্ষ গেরিলাযােদ্ধা।

আজ ২৯শে মার্চ, এইদিনে জন্ম নিয়েছিলেন শহীদ ক্যাডেট সার্জেন্ট সাফী ইমাম রুমি। বিএনসিসি এর নাম শুনলেই সর্বপ্রথম তার কথা সকলের মনে আসে।

বীর বিক্রম শহীদ সার্জেন্ট শাফী ইমাম রুমি।
১৯৫২ সালের ২৯ শে মার্চ তিনি জন্মগ্রহণ করেন।
তিনি একই সাথে ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন। তিনি তৎকালীন UOTC (বর্তমান BNCC) এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত ক্যাডেট সার্জেন্ট ছিলেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ২ নং সেক্টরে ক্রাক প্লাটুনে দেশের জন্য যুদ্ধ করেন। এই গেরিলা যোদ্ধা দেশের জন্য তার প্রাণ উৎসর্গ করেছিলেন।

শুভ জন্মদিন শাফী ইমাম রুমি💚❤
এই রুমিদের দ্বারাই রচিত হয়েছিলো স্বাধীন বাংলাদেশের ইতিহাস।,,,পরিচিতি পেয়ে ছিলো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি)

26/03/2023

আলহামদুলিল্লাহ🗡️
এ সম্মান ও ভালোবাসার জন্য কৃতজ্ঞ🥹
ধন্যবাদ লেফট্যানান্ট কর্নেল সামসুল আলম সিদ্দিকী স্যারকে।
26/03/2023🇧🇩

18/10/2022

দিন গুলো এখন শুধুই স্মৃতি 🥹


ক্যাডেটকে বিয়ে করা উচিৎ যে ৬ কারণে!বিয়ে নিয়ে মেয়েদের চিন্তার শেষ নেই। কাকে বিয়ে করবেন এনিয়ে চলে নানা হিসাব-নিকাশ। মেয়েদে...
04/09/2022

ক্যাডেটকে বিয়ে করা উচিৎ যে ৬ কারণে!

বিয়ে নিয়ে মেয়েদের চিন্তার শেষ নেই। কাকে বিয়ে করবেন এনিয়ে চলে নানা হিসাব-নিকাশ। মেয়েদের পছন্দে অনেক বিতর্ক আছে। ক্যাডেটকে বিয়ে করলে কী কী সুবিধা পাওয়া যেতে পারে এনিয়ে একটি রম্য লেখা পাঠকদের জন্য তুলে ধরা হল :

১. ক্যাডেটের সাথে ঝগড়া করে আপনি অপার শান্তি লাভ করবেন। এরা প্রতি উত্তর দিবে না। কারণ এক কান দিয়ে স্টাফের কথা ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করতে এরা বিশেষভাবে পারদর্শী।

২. ক্যাডেটকে কমপ্রোমাইজে অভ্যস্ত। কাল ক্লাস টেস্ট? ওকে! কুইজ আছে? এক্সারসাইজ অথবা মাইলটেস্ট....নো প্রবলেম! তাই বিয়ের পর আপনি যদি বলেন, আজকে আমার মামাতো বোনের শ্বশুড়ের ভাগনের বড় ভাইয়ের প্রতিবেশির ছেলের সুন্নতে খৎনার দাওয়াত; এরা সানন্দে মেনে নিবে এবং শত ক্লান্ত হলেও আপনার সাথে বের হবে।

৩. ক্যাডেটকে কখনোই আপনার রান্নার খুঁত ধরবে না। বেচারাগুলো তো ক্লোজ স্পুন করেই পার করে....আপনার হাতের রান্না যে খেতে পাচ্ছে এই-ই ঢের!

৪. স্বভাবতই এরা কঠিন হিসাবের মানুষ। কয় কদম দৌড়ের তালে তালে প্রয়োজন ১০ থেকে ৬ পেতে, এমন জটিল জটিল হিসাব কষে তারা দিন পার করে। তাই মাসিক ইনকাম যাই হোক না কেন, সংসার চালাতে আপনার কোনো সমস্যা হবে না! হিসাবটা যে ঠিকই থাকছে!

৫. এরা কিঞ্চিৎ স্নেহের কাঙাল। সারাজীবন সিনিয়ারের কাছ থেকে ‘অপদার্থ, গাধা -গরু -ছাগল,টুট....টুট….’ শুনে অভ্যস্ত। তাই দুয়েকটি ভালোবাসার কথা শুনলেই এদের অবস্থা প্রভুভক্তের মতো হয়ে যায়!

৬. সর্বোপরি, ক্যাডেট সর্বংসহা। যতোই প্যারা দেন, এরা নিতে পারে। কঠোর প্রশিক্ষণে নরক যন্ত্রণা সহ্য করে বলে এরা সবই হাসিমুখে সহ্য করতে পারবে।

19/08/2022

বল বীর -
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
⚔️🇧🇩⚔️

14/08/2022

পিচ্চিরা মাঠে খেলছে।

আজ ২২ শে শ্রাবণে_ _ _ _ _   শ্রাবণের এমন ঝরো ঝরো দিন বাঙালি জাতির  জীবনে সবসময়ই শোকাবহ পরিবেশ সৃষ্টি করে। আজ বাংলা সাহিত...
06/08/2022

আজ ২২ শে শ্রাবণে_ _ _ _ _
শ্রাবণের এমন ঝরো ঝরো দিন বাঙালি জাতির জীবনে সবসময়ই শোকাবহ পরিবেশ সৃষ্টি করে।
আজ বাংলা সাহিত্যের কীর্তিমান লেখক তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস।
প্রকৃতি যেমন আজ গগণ জলে সিক্ত,ঠিক তেমনি আপামর বাঙালির হৃদয়ও আজ বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্য দরবারে সর্বোচ্চ আসনে আসীন করার মহান কারিগর তথা নোবেল পুরষ্কার জয়ী কবি কলকাতার জোড়াসাঁকোর রবিবাবুর মৃত্যু দিবস উপলক্ষেও সিক্ত,শোকাহত।
তথাপি কবি এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিলেও তিনি তার বহুমাত্রিক, সৃষ্টিশীল লেখনির মাধ্যমে বাংলা ভাষাভাষী সাহিত্য প্রেমীদের মনে অবিনশ্বর হয়ে আছেন।

♥♥♥ আজকের এই শোকের দিনে
কবিগুরুর প্রতি 'পার্বত্য কাব্য' সাহিত্য পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ♥♥♥

কবিগুরুর একটি সৃষ্টি নিবেদন করছি...

অনন্ত এক নীলাকাশ --নক্ষত্রও একসাথে জ্বলে
মাঝে এক নদী ----- বিভক্ত ভ্রাতৃত্ব মৈত্রীবন্ধন
কাঁটাতার বেড়া দেয় নষ্ট-ভ্রষ্ট দুঃস্বপ্নের ছলে
জঠর ছিঁড়ে যন্ত্রণার পাঁকে ঘুরপাক খায় জীবন।

দেখেও কি দেখনা-কেবলই ছবি হয়ে আছো দেওয়ালে
নির্বাক-নিশ্চুপ তাকিয়ে থাকো তুমি কবি কার দিকে
শ্রাবণের বিপুল বন্যায় লাশ খায় কুকুরে-শেয়ালে
নিখিলবঙ্গ অঙ্গারে অঙ্গ হয়েছে গাঢ় নীল ফিকে।

শতরৌদ্র খরায় পোড়ে বজরা তোমার পদ্মা-গঙ্গায়
দ্বিতীয় ভ্রান্তির পাশে কী আশায় ঘুরে-ঘুরে মরে রতন
যেখানে বয়ে চলে ধলেশ্বরী তীর-তমালের ছায়ায়
ঢাকাইশাড়ি কপালে সিঁদুর চোখে ঝরে বাইশে শ্রাবণ।

05/08/2022

BNCC তে জুনিয়ররা সিনিয়রদের কি ভাবে সম্পন্ন করে দেখুন!

04/08/2022

হে দেশমাতৃকা এ অস্ত্র হাতে তুলে নিয়েছি একমাত্র তোমাকে রক্ষা করার জন্য ⚔️🇧🇩⚔️

04/08/2022

বন্ধু 🤣

অভিনেতা হিসেবে হাসান মাসুদ কে তো আমরা অনেকেই চিনি।কিন্তু অনেকেই হয়তো জানি না তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার ছিলে...
01/08/2022

অভিনেতা হিসেবে হাসান মাসুদ কে তো আমরা অনেকেই চিনি।
কিন্তু অনেকেই হয়তো জানি না তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন। তিনি ১১তম বিএমএ লং কোর্স হতে কমিশন লাভ করেন ১৯৮৪ সালে । গুণী এই অভিনেতা ১৯৯২ সালে ক্যাপ্টেন হিসেবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।

প্রিয় ক্যাডেটদের কিছুক্ষন সময় দিলাম।
27/07/2022

প্রিয় ক্যাডেটদের কিছুক্ষন সময় দিলাম।

25/07/2022

এক রহস্যময় অভিযান! এ রহস্যের গন্ধ শুধু ভ্রমণ পিপাসুরাই পায়। A mysterious expedition! The smell of this mystery can only be found by those who are thirsty for travel।
YOU tube :- https://youtu.be/N48-8oO99FI

বীরকে কখনো কেউ দমিয়ে রাখতে পারেনা!দিন শেষে বীরেরা বীরই থাকে।যে দেশের মানুষ বীরদের সম্মান দিতে জানেনা, সে দেশে বীর জন্মায়...
23/07/2022

বীরকে কখনো কেউ দমিয়ে রাখতে পারেনা!
দিন শেষে বীরেরা বীরই থাকে।

যে দেশের মানুষ বীরদের সম্মান দিতে জানেনা, সে দেশে বীর জন্মায় না।
দেশে নানা অনিয়ম থাকে,দুর্নীতি থাকে। তবে সেটা থাকে বলে আমরা সকলেই যদি তাকিয়ে বসে থাকি তাহলে হবে না!!!!!....
আজ আমরা ভুক্তভোগী!!!
আগামীতে আমাদের ছেলে মেয়েরা হয়তো এর শিকার হবে।
তাই আমাদের উচিত এই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো!

সবাই বসে আছে বলে তুমি বসে থাকলে চলবেনা!
কারণ তুমি বীর!!!!
আজ জাতি তোমাকে চিনতে পারছেনা বলে তুমি কি চুপ করে থাকবে???
না.......
জেগে উঠো হে বীর!
আগামীর প্রজন্মকে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার দাও!

মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরী।
⚔️🇧🇩⚔️...........

😌😌😌
23/07/2022

😌😌😌

22/07/2022

প্রকৃতির মাঝে ❤️

20/07/2022

এই রাকিব😌

16/07/2022

হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ!
কাজী নজরুল ইসলাম।

https://youtu.be/GFvRM_RTI2E

15/07/2022

When old friends together after a long time!
.....

08/07/2022

মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি কিছুদিন, কাপড় চোপড় কিনে নিন, গরিব দুঃখীর খবর নিন, দাওয়াত রইল ঈদের দিন.,,

“ঈদ মোবারক”

Friends 🙂
02/07/2022

Friends 🙂

Bangladesh Cantonment Students' Community  HCPSC...........
28/06/2022

Bangladesh Cantonment Students' Community

HCPSC...........

এডভেঞ্চারের গন্ধ পাচ্ছি 🕵️‍♂️।
19/06/2022

এডভেঞ্চারের গন্ধ পাচ্ছি 🕵️‍♂️।

BNCC
14/06/2022

BNCC

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Rakibul Islam chy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Chittagong

Show All