বেশি ঢং

বেশি ঢং পেইজটি বেশি ঢং করা ছেলে মেয়েদের দ্বার?

14/12/2023

বিড়ালের রহস্যময় ও আবেগময় জীবন নিয়ে এর আগেও কয়েকটি গবেষণা করা হয়েছে।গবেষণায় দেখা গেছে, বিড়াল ৩০০ ধরনের মুখের অভিব্যক্তি প্রকাশ করতে পারে এবং একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে। বিড়ালের কান থেকে শুরু করে চোখের মনির আকার পর্যালোচনা করে এসব বিষয় দেখা গেছে। বিড়ালের মনের ভাব বুঝতে গবেষকরা বিড়ালের কান, চোখ ও গোঁফের দিকে ভালোভাবে তাকানোর পরামর্শ দিয়েছেন।

বিড়াল চ্যাপ্টা কান ও পিঠের লোমে কোঁকড়ানো ভাব দিয়ে নেতিবাচক আবেগ প্রদর্শন করে। বন্ধুত্বপূর্ণ আচরণের সময় কান ব্যবহার করে এবং অপছন্দের কোনো বিড়াল সামনে এলে কান সরিয়ে নেয়। কানের ঝাঁকুনি বা চোখ কুঁচকে রাগ প্রকাশ করে। প্রতিকূল পরিবেশে চোখ ছোট করে ফেলে এবং কান চ্যাপ্টা করে শোনার চেষ্টা করে। যদিও, বিড়ালের আবেগ ও আচরনের ওপর গবেষণা পরিচালনা করার পরেও এখনো গবেষকরা প্রতিটি অভিব্যক্তির অর্থ সঠিকভাবে জানতে পারেননি।

যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের একজন প্রাণিচিকিৎসক ও আচরণবিদ বলেন "অনেকে এখনো বিড়ালকে ভুলভাবে অসামাজিক প্রাণী হিসেবে বিবেচনা করে। অথচ দেখা যাচ্ছে, বিড়াল যোগাযোগের জন্য ডাক ছাড়াও নানান অভিব্যক্তি ব্যবহার করছে। আমাদের গবেষণা বলছে, বিড়ালের যোগাযোগ পদ্ধতি আগের অনুমানের চেয়ে বেশি জটিল।"
তথ্যসূত্রঃ ইন্টারনেট
#ক্রাশ_খোর_ফানপোস্ট
#লাইক_কমেন্ট_শেয়ার
#ফলো_পেইজ
#ক্রাশ_খোর

14/12/2023

এমন বন্ধু সবার কপালে জুটে না। 😒🥱

09/12/2023

আমাদের বিয়ে হয় গত বছরের ডিসেম্বর মাসের শেষের সময়ে।
তখন প্রচন্ড গরম ছিল। এখন চলছে, শীতকাল। বেশ কিছুদিন
ধরে দেখছি, নিশি গোসল করছে না। গোসল না করায়, তার
শরীর দিয়ে কেমন যেন উদঘুটে গন্ধ গন্ধ লাগছে।
রাতে শুয়ে আছি। মনে মনে ভাবছি, যে করেই হোক নিশিকে
গোসল করার জন্য বলতে হবে।
আমি বললাম, নিশি, তুমি কি আজকে গোসল করছ?
নিশি অবাক হয়ে বলল, কিসের গোসল?
আমি বললাম, কিসের গোসল মানে! শীত আসার পর থেকে
লক্ষ করছি, তুমি গোসল করছনা। গোসল না করায়, তোমার
শরীর দিয়ে কেমন যেন গন্ধ গন্ধ লাগছে সেটা কি বুঝনা।
নিশি আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমায়
ভালোবাসো?
আমি অবাক হয়ে বললাম, গোসলের সাথে ভালোবাসার কি
সম্পর্ক?
নিশি বলল, সম্পর্ক অবশ্যই আছে! তুমি আগে বলো, আমাকে
ভালোবাসো?
আমি বললাম, অবশ্যই ভালোবাসি।
নিশি দীর্ঘ নিশ্বাস ছেড়ে বলল, যদি তুমি আমায় সত্যি
ভালোবাসতে তাহলে আমার শরীরের গন্ধটাকেও তুমি
ভালোবাসতে। আসলে তুমি আমায় ভালোবাসো না।
মাথাটা গরম হয়ে গেল। রেগে গিয়ে বললাম, কিসের সাথে
কিসের তুলনা করছ! কই গোসল আর কই ভালোবাসা।
নিশি আমার চেয়ে ডাবল রেগে গিয়ে বলল, আমাদের খাবার
খাওয়ার নিয়ম কয় বেলা?
কেমনডা লাগে! বলালম, গোসলের সাতে খাবারের কি
সম্পর্ক!?
নিশি বলল, যা বলছি সেটা বলো, খাবার খাওয়ার নিময় কয় বেলা?
রেগে গিয়ে বলাম, কয় বেলা আবার, তিন বেলা! সকাল, দুপুর,
ঘুমানোর আগে।
নিশি বলল,
গুড, সকাল থেকে রাতে ঘুমাতে যাবার আগ পর্যন্ত আমরা তিন
বেলা খাবার খাই। কখনো কি তুমি দিনের মতো রাতেও ঘুম
থেকে উঠে উঠে খাবার খেয়েছ?
প্রচন্ড বিরক্ত হয়ে বললাম, তোমার মাথা কি ঠিক আছে? রাতে
কিজন্য খাবার খাব! রাতে তো ঘুমিয়ে থাকি, রাতে খাবার খাওয়ার
প্রয়োজন হয়না।
নিশি বলল,
দিনের ১২ ঘন্টা খাই, আর বাকি ১২ ঘন্টা খাইনা, বিশ্রাম নেই। মানে ২৪
ঘন্টার মধ্যে অর্ধেক সময় খবার খেতে হয়, আর বাকি অর্ধেক
সময় খাইনা। ঠিক তেমনই আমাদের উচিত, বছরের ৬ মাস নিয়মিত
গোসল করা, আর বাকি ৬ মাস গোসল না করা। অর্ধেক সময়
গোসল, আর বাকি অর্ধেক সময় গোসল না করা।
নিশির এমন যুক্তি শুনে মেজাজটা বিগরে গেল। বললাম, তুমি এসব
যুক্তি বাদ দাও, কালকে গোসল করবা কি করবা না সেটা বলো?
নিশি রেগে গিয়ে বলল, গোসল আর গোসল! এই গোসলের
মধ্যে কি পাইছ! সত্য করে কয়েকটা প্রশ্নের উত্তর দিবা?
আমি বললম, কি?
- তুমি নিয়মিত শীতের মধ্যে গোসল করো, এর জন্য কি
তোমারে কেউ নোবেল দিছে?
- না
-তুমি এই শীতের মধ্যে গোসল করে অফিসে যাও, এর জন্য
কি তোমার বেতন বাড়ছে?
- না
- প্রমোশন হইছে?
-না
- শরীরের হাইড বাড়ছে?
- না
- শীতের মধ্যে গোসল দেওয়ার কারণে কি তোমার টাক
মাথায় চুল গজাইছে?কাব্য পেইজ
- না
নিশি এইবার অরও রেগে গিয়ে বলল, তাইলে শীতের মধ্যে
গোসল করে লাভ কি হলো?
আমিও রেগে বলাম, “লাভ লস বুঝিনা, তুমি যদি কাল গোসল না
করো, তাহলে তোমার বাবার বাড়িতে চলে যাবে।”
সকাল বেলা নিশি ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে গেল। আমি তাকে
ফেরালাম না।
৬ মাস হয়ে গেল, নিশির সাথে কোন যোগাযোগ নেই। দিনকাল
খুব একটা ভালো কাটছে না। সময় কাটানোর জন্য ম্যাগাজিন
পড়তেছিলাম। প্রথম পৃষ্ঠা ওল্টাতেই চোখছানা বড় হয়ে গেল।
নিজের চোখকে বিশ্বাস করতে পারছিনা। হেডলাইনে লেখা,
“টানা ৬ মাস গোসল না করে গিনিস বুকে নাম লিখালো বাংলাদেশের
নিশি”।
নীচে ছোট এক কলামে নিশির সাক্ষাতকারে লেখা,
“সামান্য গোসলের জন্য যে মানুষটা একদিন আমাকে ছেড়ে
দিছিল, তাকে দেখিয়ে দিলাম, গোসল না করেও জীবনে
অনেক বড় হওয়া যায়।”🙂
#ক্রাশ_খোর_ফানপোস্ট
#লাইক_কমেন্ট_শেয়ার
#ফলো_পেইজ

06/12/2023

আপনি কি জানেন Photolab কি?
হয়তো জানেন এটা একটি Picture Edit করা apk। আর আমি যদি বলি এটা একটা picture hacking system তাহলে কেমন হবে?

হ্যাঁ, এটা Picture haking system. আপনার পিক সুন্দর করে দেওয়ার পর আপনার পিক তারা সেভ করে নেয়। তারপর এই পিক গুলো দিয়ে তারা বাহিরের দেশে po*n video গুলোর ফেস এর সাথে matching করে Deshi po*n video বানায়।

তাই এটা মোটেও সাধারণ একটা apk না। অতএব সাবধান।
ধন্যবাদ 💝
Cyber Force.

30/11/2023

"আম্মা আমি বিয়ে করবো। জীবন থেকে পঁচিশটা শীত কাল পাড় হতে চললো।"

উপরের কথা বলতেই দেখলাম পায়ের জুতা খুলে আমার দিকে তেড়ে আসছে। আসতে আসতে বলতে লাগলো...

"আমার কাছে আয় জনমের বিয়া দিয়া দেই। সারাদিন খাওয়া আর ঘুম ছাড়া কোনো কাজ নেই। সকাল হলেই টাকা দাও টাকা দাও,আবার সে বিয়ে করবে। এ ছেলে তুই বিয়ে করে খাওয়াবি কি? কত্ত বড় সাহস সে আমাকে বলে বিয়ে করবো।

- আম্মা আমি নিউজে দেখলাম এই শীতের সিজনে আটত্রিশ লাখ মানুষের বিয়ে হবে।

-তো কি হয়েছে?

-একবার ভেবে দেখেছো, এতগুলো বিয়ে হলে দেশের সকল সুন্দরীদের বিয়ে হয়ে যাবে। আমার বিয়ের সময় আর কোনো সুন্দরী থাকবে?

- তোর বাবা আসুক আজ।

- তুমি কি চাওনা তোমার ঘরে সুন্দরী একটা পুত্রবধু থাকুক।

- না আমি চাই না। আমরা তো তোকে বিয়েও দিবো না।

- আম্মা তুমি আমার কষ্ট বুঝলা না।

রাতের খাবার খাওয়ার সময় আম্মা বাবাকে দুপুরের কথা গুলো বললো। বাবা, আম্মাকে বললো,,

- ঠিকই তো আছে। আমার মত কি আমার ছেলের বউও কি অসুন্দর হবে নাকি? ও তো ঠিকই বলছে।

- কি? আমি অসুন্দর? ঠিক আছে, বাপ ছেলে দুজনেই সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসো।

আম্মার কথা শুনে আমি বাবাকে জিজ্ঞেস করলাম...

- বাবা আগে তুমি বিয়ে করবা নাকি আমি বিয়ে করবো?

- বেয়াদব ছেলে তুই চুপ কর।

বাবা আমাকে এক ধমক দিয়ে বসিয়ে রাখলো। আম্মাকে অসুন্দর বলায়, সে রুমে গিয়ে দরজা আটকিয়ে শুয়ে পরছে। এখন বাবা আমাকে জিজ্ঞেস করলো...

- তোর কতবড় সাহস এতটুকু বয়সে বিয়ের কথা মুখে আনিস? আমি বিয়ে করেছি ত্রিশ বছর বয়সে।

- সেই ভুল তো দাদা করছে। সে তোমাকে বেশি বয়সে বিয়ে দিছে। সেই দোষ তো আমার না।

- আর একটা কথাও যদি বলিস তাহলে তোর গাল আমার জুতা।

আমি মনের কষ্টে রুমে গিয়ে শুয়ে পরলাম। অন্যদিকে বাবার আজ সোফাতেই রাত পাড় করতে হবে। আমার খুব প্রিয় গার্লফ্রেন্ড নক দিয়ে দিয়ে জিজ্ঞেস করলো...

"বাবু তোমার বাসায় জানিয়েছিলে বিয়ের ব্যাপারে?

- জানিয়েছিলাম। জুতা মারছে।

রাগে গজগজ করে ও অফলাইনে চলে গেলো। আমার দ্বিতীয় নাম্বার গার্লফ্রেন্ডকে নক দিলাম।

" হাই সুইট হার্ট, ডিনার হয়েছে?"

- আমি তোকে বলছি না, আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে না আসা পর্যন্ত যোগাযোগ করবি না।

- বাসায় তো বিয়ে দিতেই চায় না জান। তারা রাজী না হলে আমি করবো বলো?

- তোকে আমি ব্লক দিলাম। আমার সাথে আর কোনো যোগাযোগ নাই তোর। আমি বাবা মায়ের পছন্দ মত বিয়ে করে নিবো।

বলতে বলতেই আমাকে ব্লক করে দিলো। আমি খুব কষ্ট পেলাম। দুই দুইটা গার্লফ্রেন্ড আমার সাথে সম্পর্ক নষ্ট করলো। ওরা আমাকে বুঝতেই চাইলো না। আমি ওদের বুঝাই কি করে?

চোখ মুছতে মুছতে আমার শেষ সম্বল তিন নাম্বার গার্লফ্রেন্ডকে নক করতে যাবো,তখন দেখি ওর লম্বা একটা ম্যাসেজ। হয়তো অনেক আগেই ম্যাসেজ দিয়ে রেখেছিলো।

" তোমার সাথে সম্পর্ক আর কন্টিনিউ রাখা সম্ভব না। তুমি আমাকে ঠিক মত সময় দাও না। ঠিক মত ম্যাসেজ দাও না। এমনকি আমার সাথে মিট পর্যন্ত করো না। আজ পর্যন্ত আমাকে কোনো গিফট দিলা না। এমন বয়ফ্রেন্ড থাকার চেয়ে না থাকা ভালো। আর তাছাড়া আমার এক্স বয়ফ্রেন্ড তার ভুল বুঝতে পেরে ফিরে আসছে। তাই আমি ওর সাথে সম্পর্ক কন্টিনিউ করছি।"

ম্যাসেজটা দেখে আমি কেঁদে দিলাম। আমার জীবনে এমন ঘটতেছে কেনো? তিন তিনটা গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেলো। কেউ আমাকে একটুও ভালোবাসে নি। ওরা বাটপার,আমার সাথে চিট করেছে। আজকালকার মেয়েদের আর বিশ্বাস করা যায় না। তিনজনের কেউই মন থেকে ভালোবাসলো না।

#ক্রাশ_খোর_গল্প
#লাইক_কমেন্ট_শেয়ার
#ফলো_পেইজ

21/11/2023
18/11/2023

লয়াল মেয়েদের একটা বিষয় আমাকে সবসময় মুগ্ধ করে। তা হলো এই মেয়ে গুলো কখনো প্রিয় মানুষকে শেয়ার হতে দিতে পছন্দ করেনা। সবচেয়ে কাছের যে ছেলে বন্ধু তাকে নিয়েও জেলাসি ফিল করে। মাঝেমাঝে প্রশ্ন করে বসে কে বেশি ইম্পর্ট্যান্ট।

এমনকি প্রিয় মানুষের পাশের সিটে অপরিচিত কোনো মেয়ে বসছে এটা শুনলেও কমপক্ষে দুইদিন তা নিয়ে ডিপ্রেশনে থাকে। লয়াল মেয়েদের সবচেয়ে ভালো গুণ যা আমার কাছে মনে হয়- তা হলো ওরা প্রিয় মানুষের সব অপছন্দের কথা খেয়াল রাখবে। বিনিময়ে ওরাও শুধু এটাই আশা করবে।

তাদের এমন স্বভাবের জন্য অনেকেই খুব বিরক্ত হয়। তাদের এক্সপেকটেশন বেশি হয় কারণ ওরা যা কিছু আশা করে কল্পনা করে তার সম্পূর্ণ টাই প্রিয় মানুষকে নিয়ে। এজন্যই এরা লয়াল। এমন মানুষ জীবনে পেলে যেকোনো উপায় হোক ধরে রাখুন। 🖤

কথায় - Anik

12/11/2023

বউ: মশারী টাঙ্গাবো....?

বর: টাঙ্গাও..

বউ: কিন্তু, মশারী টাঙ্গাইলে তো ভেতরে ফ্যানের বাতাস ঢোকে না..

বর: তাইলে, কয়েল ধরাও.....

বউ: আরে কি বলো এসব, জানোনা কয়েলের ধোয়া কত ক্ষতি করে!

বর: তাইলে, স্প্রে করো..

বউ: স্প্রে তো শেষ।

বর: তাহলে আর কি। মশারী টাঙ্গাও?

বউ: মশারীর ভেতরে তো ফ্যানের বাতাস একটুও ঢোকে না। এত গরমে মশারীর ভেতর থাকব কি করে।

বর: তাইলে, কয়েল'ই ধরাও।

বউ: আরে, তুমি কি পাগল। কয়েল এত ক্ষতি করে জেনেও কয়েল ধরাতে বলছ কেন?

বর: ধুর বাল, তুমি শুইয়া থাকো, আমিই মশারী টাঙ্গাইতেছি....

অতঃপর বর মশারী টাঙ্গিয়ে শুয়ে পড়ল।

মশারী
#অনিক

09/11/2023

❗ জুনিয়র ছেলেরা সিনিয়র মেয়েদের প্রতি যখন ভালোবাসার কথা প্রকাশ করে! অনেক সিনিয়র মেয়েরা ভাবে সেই জুনিয়র হয়তো সত্যিই তাকে ভালোবাসে!

আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে সাইকোলজি কি বলে!

সাইকোলজিস্ট এর মতে জুনিয়ররা সিনিয়রদের প্রতি খুব অল্পদিনই আসক্ত থাকে! নির্দিষ্ট একটা বয়সে ছেলেদের কাছে বড়দেরকে ভালো লাগে, তারপর সমবয়সী তারপর ছোটদের!
৮০% ছেলেদের এইটাই প্রকৃত স্বভাব!🙂💔

#অনিক


03/11/2023

28/10/2023

শুধু পারফেক্ট মেয়ে না, পারফেক্ট মানুষ বলেও কেউ নাই৷ যে মেয়েটা ক্লাসের সবচেয়ে সুন্দরী! সেও আয়নায় তাকিয়ে বলে "ইসস যদি কপোলের এ সাইডে একটা তিল থাকতো! যে ছেলে লম্বায় ৬ ফুট তার ভেতরেও কোনো না কোনো খুঁত ছিলো!

মিস্টার বিন সারাজীবন লোক হাসিয়ে গেলো অথচ তার নিজেরই এ অভিনয়টা একসময় পছন্দ ছিলো না

পারফেক্ট মানুষ বলে কিছু নেই৷ সাদা কালো লম্বা বেটে বলে কিছু নেই৷ আল্লাহর বান্দা সবাই ইউনিক৷ সব এক মাটির তৈরি৷ সবাই একটা আর্ট৷ যার আর্টিস্ট আল্লাহ নিজে ❤
#অনিক

26/10/2023

হাতি পারাপারের জন্য ওভারপাস!

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে বন্যপ্রাণী অভয়ারণ্যে নির্মিত হয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম বিস্ময়কর এলিফ্যান্ট ওভারপাস। ওই ওভারপাসে পাহাড়ের নিচে সুড়ঙ্গ দিয়ে চলবে ট্রেন আর ওপরে নির্বঘ্নে চলাচল করবে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণী।

#ক্রাশখোরপেইজপোস্ট
#শেয়ার
#সবাই_শেয়ার_করেন

24/10/2023

দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি।
ছবি: মোখলেসুর রহমান
#সবাই_শেয়ার_করেন
যাতে করে ইন্টারনেট এর দাম কমে
#ভালো_লাগলে_সবাই_পেইজটা_ফলো_দিয়ে_যাবেন
#শেয়ার
#সংবাদ
#ক্রাশ_খোর

18/10/2023

এই বয়সেও নানির সৌন্দর্য দেখে নিজের চেহারার দিকে তাকিয়ে ডিপ্রেশনে চলে যাওয়া আমি.....🥹🤦‍♀️

🙊🥹🤦‍♀️
#অনিক

16/10/2023

❗❗সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন,চিঠিটির বাংলায় অনুবাদ পড়ুন, প্লিজ:

প্রিয় অভিভাবক,

কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই।

একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে কিছু আসে-যায় না।

একজন খেলোয়াড় হবে, তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।

যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!

প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন, দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!!

একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না।

প্লিজ,আরেকটা কথা মনে রাখবেন যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্র সুখী মানুষ নন।

অনেক শুভেচ্ছাসহ -

প্রিন্সিপাল


#ক্রাশ_খোর

15/10/2023

❗বয়স যখন ৪০ পার হয়- তখন উচ্চ শিক্ষিত আর নিম্ন শিক্ষিত সবাই সমান...

বয়স যখন ৫০ পার হয়- তখন কালো ফর্সা সবই সমান। কার চেহারা দেখতে কতটুকু সুন্দর, দেখতে কে স্মার্ট, এটা নিয়ে আর কেউ ভাবেনা...

বয়স যখন ৬০ পার হয়- তখন উচ্চ পজিশনে চাকুরী আর নিম্ন পজিশনে চাকুরী এটা আর কোন ব্যাপার নয়।
এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায় না...

বয়স যখন ৭০- তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা কোন গর্বের বিষয় নয়। বরং বাসা বড় হলে সেটা মেইনটেইন করাই কঠিন, ছোট একটি রুম হলেই আপনার চলে...

বয়স যখন ৮০- তখন আপনার টাকা থাকলে যা, না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না...

বয়স যখন ৯০- আপনার ঘুমানো আর জেগে থাকা একই। আপনি জেগে ওঠার পর কী করবেন, আপনি নিজেও জানেন না...

বয়স যখন ১০০- তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে কিছুই আসে যায় না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না...

জীবনের মানে তো এটুকুই... এর বেশি কিছুই না... এতো চাপ নিয়ে, লোভ করে, মানুষের ক্ষতি করে লাভ কী!?

ধন্যবাদ 🌺
#ক্রাশ_খোর_ফানপোস্ট

15/10/2023

সকাল সকাল এক মাইয়া ফেসবুকে শাড়ি পড়া পিক আপ দিয়ে ক্যাপশনে লিখছে "সামনের মাসে আমার বিয়ে, সবাই আমার জন্য দোয়া করবেন"! আমি সেখানে তাড়াহুড়া করে কমেন্ট করতে গিয়ে "Best Of Luck" লিখার পরিবর্তে টাইপিং মিস্টেক করে "Best Of F**k" লিখে ফেলছি! মেয়েটা আমার কমেন্টে এক্টা এ্যংরি রিয়্যাক্ট দিয়ে রিপ্লাইতে "অসভ্য" লিখে আমাকে ব্লক করে দিছে! আরেহ ভাই, "মানুষ ভুল করতেই পারে মানে Man Is Mortal" এই সিম্পল ব্যপারটা নাহ বুঝলে কিভাবে হবে!? আশ্চর্য!!😒

#অনিক

14/10/2023

-একটি বিদেশী জোক-
১৮ বছরের কুমারী মেয়ে মাকে এসে বলল, মা আমি অন্তঃসত্ত্বা। মায়ের মাথায় যেন আকাশের বাজ ভেঙে পড়ল।
রেগে বললেন, এই শূয়রের বা—- টি কে ? ওকে পেলে আমি খুন করবো।
বাবা অফিস থেকে ফিরে এই খবর শুনে হতবাক। বললেন, ওকে পেলে আমি গুলি করে মেরে ফেলব।
মেয়ে এবার ফোন করল এই অপকর্মের হোতা কে।
মা, মেয়ে, বাবা ক্রুদ্ধ বদনে বসে আছেন ড্রয়িংরুমে। কয়েক মিনিট পর বাসার সামনে এসে থামল এক বিরাট বড় রোলস রয়েস।
ড্রাইভার দরজা খুলে দিলো। ভিতর থেকে নামলেন এক বৃদ্ধ ভদ্রলোক যার বয়স মেয়ের বাবার চেয়ে বেশী। হাতে দামী ঘড়ি, পরনে দামী স্যুট।
ড্রয়িংরুমে ঢুকে বললেন, আমি সত্যি দুঃখিত। কিন্তু যা হবার তা হয়েই গেছে। আমার যা সামাজিক স্ট্যাটাস, তাতে আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে পারব না। তবে আমি কথা দিচ্ছি সন্তানের ভার আমি নেব।
যদি একটি মেয়ে হয়, আমি দুটি বাড়ি উপহার দেব আর সাথে ১ মিলিয়ন ডলার।
যদি ছেলে হয়, আমার দুটি কারখানা সে পাবে, সাথে ১ মিলিয়ন ডলার তো থাকবেই।
যদি জমজ হয়, দুই মিলিয়ন ডলার আর সাথে দুটি গাড়ি।
শুধু আমি জানিনা, যদি মিসক্যারেজ হয়, তখন আমি কী করবো ?
বাবা মা এতক্ষণ চুপ ছিলেন। দুজনে সমস্বরে বলে উঠলেন :
-তাহলে আবার চেষ্টা করবে।
#ক্রাশ_খোর_ফানপোস্ট

#ক্রাশ_খোর

12/10/2023

কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেকসহজ,
কিন্তু কঠিন হচ্ছে সেই কথাটি ধরে রাখা ।

কাউকে কথা দেওয়ার আগে বারবার
ভেবে দেখবেন,
কথাটা আপনি রাখতে পারবেন কি না।
মনে রাখবেন,
নদীর মাঝপথে কাউকে ছেড়ে না দিয়ে,
যদি শুরুতেই বলে দেন,
যে আপনি নৌকা চালাতে পারেননা,
তাহলে হয়তো আপনার ভুলে তাকে ডুবে মরতে হবেনা ।
তাই সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার আগে বারবার ভাবুন,
তার সাথে জড়িত দায়িত্ব গুলো পালন
করতে পারবেন কিনা ।

সবসময় খেয়াল রাখবেন,
আপনার ভুলটা কখনো যেন
কারোর চোখের জল না হয়ে ঝরে।

#অনিক

10/10/2023

💕সূরা ইখলাস প্রতিদিন ২০০ বার ওযুর সাথে অর্থাৎ ওযু অবস্থায় পড়ার ১০টি উপকার💕

১. আল্লাহ তা'য়ালা তার রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন।

২. রহমতের ৩০০ দরজা খুলে দিবেন।

৩. রিজিকের ৩০০ দরজা খুলে দিবেন।

৪. মেহেনত ছাড়া গায়েব থেকে রিযিক পৌঁছে দিবেন।

৫.আল্লাহ তা'য়ালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন।আপন ধৈর্য্য থেকে ধৈর্য্য দিবেন।আপন বুঝ থেকে বুঝ দিবেন।

৬. ৬৬বার কুরআন খতম করার সাওয়াব দিবেন।

৭. ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন।

৮.জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত মার্জান ও জমজমদের তৈরী।প্রত্যেক মহলে ৭০ হজার দরজা থাকবে।

৯.২০০০ রাকাআত নফল নামায পড়ার সাওয়াব দিবেন।

১০.যখন তিনি মারা যাবেন ১,১০,০০০ ফেরেশতা তার যানাযায় শরিক হবেন।(সুবহানআল্লাহ)

আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে জানার বুঝার এবং আমল করার তাওফিক দান করুক।আমিন-ইয়া রব।

[রেফারেন্সঃ রিয়াযুস স্বা-লিহীন হাদিস নম্বরঃ ১০১৭ সহীহুল বুখারীঃ৫০১৫, ৫০১৪, ৫৫৪৩, ৭৩৭৫ নাসায়ীঃ ৯৯৫ আবূ দাউদঃ১৪৬১ আহমাদঃ১০৬৬৯ সহীহ আল জামি আস সগীরঃ৬৪৭২]


ছেলেকে মাছের টুকরো বড়টা দিয়ে মেয়ের প্লেটে ছোট টুকরো দেয়ার কাজটা বাবা করে না,এটা কিন্তু, মা করে নতুবা দাদীরা করে!'নতু...
08/10/2023

ছেলেকে মাছের টুকরো বড়টা দিয়ে মেয়ের প্লেটে ছোট টুকরো দেয়ার কাজটা বাবা করে না,
এটা কিন্তু, মা করে নতুবা দাদীরা করে!'

নতুন বউ আনার পর গয়না খুলে নেওয়ার কাজটিও করে শাশুড়ি কিংবা ননদ ফুফুরা!'

বউকে সময় বেশি দিলে বাড়ির মা ফুফু বোনেরাই আগে সমালোচনা করে!'

প্রত্যেকটা ঘরের কোণে একজন নারী কাঁদে আরেকটা নারীর জন্যই!'

বলা যায় তাঁদের ছোট করার কাজটা তারাই করে,পুরুষ নয় 😊❤️

07/10/2023

পাগলী টাও মা হয়েছে
তবে বাবা হয়নি কেউ ,
পাগলী বলে যায়নি ছেড়ে
প্রসব ব্যথার ঢেউ ৷
পাগলীর ও যে নারী
শরীর বয়ে বেড়ায় তার ,
ছেড়ে যায়নি মাসিক
নামের ব্যথার অনাচার ৷
রাস্তায় ঘুরে কাটে দিন
আর রাস্তায় কাটে রাত ,
পাগলী বলে স্বামী হয়নি
পায়নি সংসার স্বাদ ৷
পাগলী ও কী করেছিল
যৌন আহবান ?,
নাকি রাতের বেলা বেইশ্যা
হয়ে করলো শরীর দান ??
দশ মাস পাগলী
ছিল কত বেদনায় ,
পেট বেড়ে পোয়াতি
সে কিসের তাড়নায় ?? ৷
ক্ষুধায় খেল আবজ'না
কখনো ও বা না খেয়ে ,
বাচ্চা পেটে ছোটাছুটি
দেখছো কি চেয়ে ? ৷
প্রপব ব্যাথায় কুঁকড়ে ছিল
দেখেও সব কেউ দেখেনি তাকে,
হাঁউ মাঁউ করে কেঁদেও
সে পায়নি সাড়া ডাকে ৷
সেইতো বঝে প্রসব ব্যাথা
যে হয়েছে মা,
পাগলী টাও মা হয়েছে
বাবা টা কেউ না ৷
গাছ ফেটে গাছ বের'ল
কার রোপনের বীচ ?,
মেয়ে শরীর রাত্রে পেয়ে
কে ঢেলেছে বিষ ?? ৷
জন্ম নিলো যে শিশু টি
কাকে ডাকবে বাপ ?
যাকে রোজ বলবে সবাই
এ এই সমাজের পাপ !
পাগলী তাই ধমকে বলে
এখান থেকে ফুট ,
রাতের বেলা পাগলীর শরীর
করে আসে লুট ৷
কে জানে তার শরীর টাকে
আরো কতবার ?,
চুষে চিবিয়ে খেয়েছে
কতো জানোয়ার ৷
পুরুষ গেলো শরীর খেয়ে
নিয়ে গেলো স্বাদ ,
কস্টো পেয়ে মরলো শুধু.
#ক্রাশ_খোর

05/10/2023

অভিমান আমারও হয়,
আমারও মন খারাপ হয়।
আমার অভিমান কেউ ভাঙায় না,
মন খারাপে কেউ পাশে এসে বসে না।

একটা সময় ছিলো,
কোন একজন মানুষ অভিমান করলে,
ছটফট করতাম কি ভাবে তার অভিমান
ভাঙানো যায়।
বাহানা খুঁজতাম তার মন খারাপে
কাছাকাছি গিয়ে পাশে থাকার।

আজ আমি মানুষটা নিঃসঙ্গ একজন,
তাকে ছাড়া বাকি সব মানুষ বিষময় লাগে।

#অনিক

05/10/2023

যেখানে চোখের সামনে কলেজ ডুবে যাচ্ছে 🐸

সেখানে সাতার না জানা আমার ভবিষ্যৎ 🙂

🙃🙂
04/10/2023

🙃🙂

04/10/2023

বাসের সিটে বসে একদম চ্যাপ্টা হয়ে গিয়েছি।

গাড়িতে উঠার আগে বারবার চেয়েছি পাশের সিটে যেনো একজন সুন্দরী মেয়ে বসে। লং জার্নির পথে সুন্দরী মেয়ে বসলে মন্দ হয় না। সারা পথ খোশগল্প করে সময়টা পাড় করা যাবে।

গাড়িতে উঠে বসছি। সামনের স্টেশন থেকে একটা মেয়ে এসে আমার পাশের সীটে ধপাস করে বসে পরলো। আমার কাছে মনে হলো পুরো বাসটা ভাইব্রেট হলো। তার দিকে তাকিয়ে আমার বুকটাও ভাইব্রেট করতেছে।

আমার পাশে মেয়ে বসেছে ঠিকই কিন্তু তাকে দেখে মনটা এত্ত খারাপ হলো বলার মত না। এর চেয়ে একজন মুরুব্বি বসলেও ভাল হতো।

তার পক্ষে দুইটা টিকেক বুকিং করার দরকার ছিলো। এত মোটার মোটা যে তার দুই সিট দখল করা লাগবে। আমার সিট জানালার পাশে। আমি তার দিকে না তাকিয়ে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছি। অন্তত গাছ দেখাও ভাল।

কোনো কিছু না ভেবে আমি সিদ্ধান্ত নিলাম সারা পথ ঘুমিয়েই কাটিয়ে দিবো। কানে হেডফোন গুজে স্যাড সং প্লে করে চোখ বন্ধ করে আছি।

কিছুক্ষণ পরে মেয়েটি আমার কাধে খোঁচা দিলো। আমি কান থেকে হেডফোন নামিয়ে জিজ্ঞেস করলাম...

- কি হয়েছে?

- আমাকে জানালার সাইডে দেওয়া যাবে?

- নাহ।

- ওকে।

সরাসরি মুখের উপরেই না করে দিলাম। সুন্দরী চিক্না মেয়ে হলে ভেবে দেখতাম।জানালার সাইডে বসতে আমার ভালো লাগে। তাই সব সময় দূরের পথ পাড়ি দেওয়ার জন্য এক সপ্তাহ আগে টিকেক কেটে রাখি যাতে জানালার পাশের সিটটা পাই। আর মনে মনে ভাবি পাশের সিটের সুন্দরী বসতে চাইলেই আমার সিটটা ছেড়ে দিবো। কিন্তু কপাল আমার,একবারও কোনো সুন্দরী আমার পাশে বসে নাই। অথচ দেখা যায় চাচা টাইপের মুরুব্বিদের পাশেই সুন্দরী বসে থাকে।

যাহোক আসল কথায় আসি। আমি কিছুতেই শান্তিতে বসতে পারলাম না। তার চাপে আমি একেবারে বাসের সাথে চ্যাপ্টা হয়ে যাচ্ছি। কোনো দিশে পেলাম না। এভাবে তো বসা যাবে না। হাড্ডি গুড্ডি সব এক হয়ে যাবে।

আমি এইবার নড়েচড়ে বসলাম। যাতে সে বুঝে আমি বিরক্ত হচ্ছি।আমরা কেউ কারো সাথে কথা বলছি না। আর সিট চাওয়াতে আমি না করায় তার বুঝি মাইন্ডে লেগেছে।

আমার সিটটা বেশ খানিকটা পেছনে নুইয়ে দিলাম। আবারো চোখ বন্ধ করে অর্ধ শুয়ে আছি।

মাগো বলে চিৎকার শুনে ড্রাইভার গাড়ি ব্রেক কশে দিয়েছেন। আর সবাই আমার দিকে তাকিয়ে আছেন।

মাগো বলে চিৎকারটা আমিই দিয়েছিলাম। কারণ ওই মোটকু মেয়েটি আমার বুকের উপরেই ঠাস করে পরেছিলো।

আমি বাধ্য হয়ে আমার সিটটা তাকে ছেড়ে দিয়ে সামনের বক্স সিটে বসলাম।

মনে মনে তওবা করলাম জীবনেও আর কখনো পাশে সুন্দরী মেয়ের আশা করব না।

#ক্রাশ_খোর_গল্প
#ক্রাশ_খোর_ফানপোস্ট

#ক্রাশ

02/10/2023

ছাদে দাঁড়িয়ে আছি। ফুরফুরে বাতাস। নিজের অজান্তেই বলে ফেললাম, "ইশ! এখন বৃষ্টি এলে ভালো হতো।"

এমন সময় পেছনে একটি মেয়ের মৃদু হাসির শব্দ শুনে পিছু ফিরে তাকাতেই লজ্জা পেয়ে গেলাম। বাড়িতে নতুন ভাড়াটিয়া এসেছেন। উনাদের মেয়ের নাম বৃষ্টি। 😑



#ক্রাশ

29/09/2023

-: লোকেদের কথা বলতে বলতে দেখা হয়, প্রেম হয়, বিয়ে হয়, সংসার হয়।
আর আমি কথা বললেই ঝ'গ'ড়া হয়, অ'শা'ন্তি হয়, কথা বলা ব'ন্ধ হয় আর ব্ল'ক হয়। 😊

28/09/2023

স্ত্রীর আচরনে অতিষ্ঠ হয়ে জামাই তার শশুড়কে ফেইসবুকে মেসেজ করলঃ

আপনার প্রোডাক্টে জন্মগত ক্রুটি আছে, যা আমাকে ডেলিভারির সময় জানানো হয়নি।

আমি হয়রান হয়ে যাচ্ছি।
প্লিজ মাল ফেরত নিয়ে ভালো মাল পাঠান।

মেসেজ পেয়ে শশুড়ৈর জবাব,
মালের ওয়ারেন্টি শেষ আমাদের মালের রিফান্ড অথবা এক্সচেঞ্জ অফার নেই।
মাল বুঝে নেবার পর মাল ঠিকঠাক ব্যবহার করার দায়িত্ব গ্রাহকের।

ডেলিভারির সময় মালের ব্যবহারবিধি আমরা গ্রাহককে ভালোভাবে বুঝিয়ে ছিলাম।

মেশিন সব পুরান হয়ে গেছে, ফ্যাক্টরি প্রায় বন্ধ হয়ে গেছে, এখানে আর নতুনভাবে কোন প্রোডাকশন হচ্ছেনা।
তাই নতুন মাল পাঠানোর সুযোগ নেই,
বর্তমান মালটাই একটু বুঝে সুঝে সাবধানতার সাথে ব্যবহার করো।

অভ্যস্ত হওয়ার পর সব ঠিক হয়ে যাবে,,
ভালো থেকো সুখী হও....!!!!!!!😊😊

Anik Talukder

28/09/2023

-টেলিফোন-

ফোন করতে আমরা সবাই ভালোবাসি তাই না ! স্মার্টফোন সবার হাতে আছে। কাজের লোক থেকে আরম্ভ করে
প্রধানমন্ত্রী পর্যন্ত।
দিনে কতোটা সময় যে ফোনে ব্যয় হয় আমরা নিজেরাও জানি না। গবেষকরা বের করেছেন :

ছেলে যখন বন্ধুকে ফোন করে ৫৮ সেকেন্ড

ছেলে মাকে ৪৫ সেকেন্ড

ছেলে বাবাকে ২০ সেকেন্ড

ছেলে তার বান্ধবীকে ১ ঘণ্টা ১২ মিনিট ১৩ সেকেন্ড

বান্ধবী বান্ধবীকে ২ ঘণ্টা ২২ মিনিট ০ সেকেন্ড

স্বামী স্ত্রীকে ৩ সেকেন্ড

মা তার বিবাহিতা মেয়েকে ৪ ঘণ্টা ৫ মিনিট ৬ সেকেন্ড

স্ত্রী যখন স্বামীকে ফোন করে ১২ টি মিস কল

#ক্রাশ_খোর_ফানপোস্ট



20/09/2023

"হাজারো বন্ধুগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রাপ্য হচ্ছে অন্তত একটা নন জাজমেন্টাল বন্ধু পাওয়া।

যেই বন্ধুটার কাছে আমি আমার সবচেয়ে বড় ইনসিকিউরিটি যেমন বলতে পারি, আমার কাউকে না বলা প্রাইডটা নিয়েও বলতে পারি ।
আমি যার কাছে হাউ'মাউ করে কাঁদতে পারি , আবার যার কাছে খুবই লে'ইম টপিক নিয়ে হেসে গড়াগড়ি খেতে পারি।

আমার দরকার নাই যে যারাক্ষণ আমাকে পর্যবেক্ষণ করে রাইট রং শেখাবে, মাঝে মধ্যে আমার এমন কাউকে লাগে যে আমাকে বলবে, " দোস্ত তোর জায়গায় তুই ঠিক আছিস , আমি তোর জায়গাটা বুজছি!"

সেই নন জাজমেন্টাল বন্ধুগুলো সমাজ কি বলবে/ কি করা সঠিক , তার থেকে বেশী ফোকাস করে তার বন্ধুটার কি সে শান্তি লাগবে, কি সে মনটা খুশী হবে...
ন্যায় অন্যায়ের হিসাব তো সবাই করতে পারে তবে আপনার মানসিক অবস্থানটা বোঝার মত অন্তত একটা ননজাজমেন্টাল বন্ধু অনেক প্রয়োজন।"❤️


Address

Arakan Road
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেশি ঢং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category