Two Brothers

Two Brothers بسم الله الرحمن الرحيم
Welcome to the Two Brothers page
(1)

20/11/2024

⭕ জোয়াইরিয়াহ (র.) বলেন, রাসুলে কারীম (সাঃ)
নামাজ আদায় করে আমার কাছ থেকে ঘরের বাহিরে গেলেন এবং আমি জায়নামাজে বসে তাসবীহ পাঠ করতেছিলাম, তারপর চাশতের পর দিনের এক-চতুর্থাংশ [৩ ঘন্টার মতো] সময় পার হয়ে গেল।

🔰 তখন রাসূল (ﷺ) ঘরে ফিরে আসলেন। আর আমি তখনও জায়নামাজে বসে তাসবীহ পাঠ করতেছিলাম। রাসূল (ﷺ) তা দেখে আমাকে বললেন, আমি যাওয়ার সময় তোমাকে যে অবস্থায় দেখে গিয়েছি, এখনও কি তুমি সেই অবস্থাতেই আছো..?? আমি বললাম, জ্বী হ্যাঁ আমি এখনও সেই অবস্থাতেই [তাসবীহ পাঠরত অবস্থায়] আছি।

⭕ তখন রাসূল (ﷺ) বললেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পর যে চারটি কালেমা পাঠ করেছি, তা যদি তোমার সকাল থেকে এখন পর্যন্তের সকল অজিফার বিপরীতে ওজন করা হয়, তাহলে এই চারটি কালেমার ওজনই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্ল-হি ওয়াবিহামদিহী।

🔲 কালেমাটি হচ্ছেঃ-

«سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ»

🔸 উচ্চারণঃ- “সুবহা-নাল্ল-হি ওয়াবিহামদিহী 'আদাদা খলক্বিহী, অরিদ্ব- নাফসিহী অযিনাতা 'আরশিহী, অমিদা-দা কালিমা-তিহ্”।

🔹 অর্থঃ- “আমি আল্লাহর প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করছি তাঁর অসংখ্য মাখলুকের পরিমাণ, তার সন্তুষ্টির সমান, তাঁর আরশের ওজন পরিমাণ এবং তাঁর কালিমা সমূহের সংখ্যার সমান”।
[সহিহ মুসলিম- ২৭২৬]

19/11/2024

রাসূলুল্লাহ (স) বলেন:]
লোকেরা যদি জানতে পারতো আযান দেওয়া ও প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কত সাওয়াব রয়েছে, তাহলে তাদের মধ্যে এতো ভীড় হত যে, শেষ পর্যন্ত লটারি করে ঠিক করতে হত (কে আযান দেবে এবং কে প্রথম কাতারে দাঁড়াবে)

02/10/2024

কবরস্থানের দিকে তাকালে মনে হয়!!
পৃথিবীর সব আয়োজন বৃথা!! 🥲

15/09/2024

আজ ১৬/৯/২০২৪/রোজ সোমবার প্রিয় নবী হযরত মোঃ (সাঃ) এর জন্মদিন।
"আলহামদুলিল্লাহ,

13/09/2024

ফেনী, কুমিল্লাসহ চট্টগ্রাম অঞ্চলে ৩ দিনের মধ্যে বন্যার শঙ্কা
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪

ফেনী, কুমিল্লাসহ চট্টগ্রাম অঞ্চলে ৩ দিনের মধ্যে বন্যার শঙ্কা ফাইল ছবি
ঢাকা: স্মরণকালের ভয়াবহ বানের দগদগে ঘা না শুকাতেই ফেনী, কুমিল্লাসহ পুরো চট্টগ্রামে ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আগামী তিন দিনেই ভাসতে পারে সেসব এলাকার নিম্নাঞ্চল।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবোর নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরির পানি সমতল বাড়ছে। অন্যদিকে গোমতী নদীর পানি সমতল কমছে।
আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতার পরিপ্রেক্ষিতে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি সমতল দ্রুত বাড়তে পারে এবং চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে ।

অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল ধীর গতিতে কমছে, যা আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল ধীর গতিতে কমছে, যা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী দুইদিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
এদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল ধীরগতিতে কমছে। আগামী দু'দিন পর্যন্ত এসব নদীর পানি সমতল ধীরগতিতে কমতে পারে এবং পরবর্তী এক দিনে পানির সমতল স্থিতিশীল থাকতে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এ ছাড়া সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারাসহ অন্যান্য প্রধান নদী- মনু, সারিগোয়াইন, ধলাই, খোয়াই ইত্যাদির পানি সমতল
কমছে এবং তা অব্যাহত থাকতে পারে। বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি সমতল স্থিতিশীল।

আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, দেশে ভারী বৃষ্টিপাতের প্রবণতার পরিপ্রেক্ষিতে, আগামী তিন দিন বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি সমতল বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর।

11/09/2024

সময়ের সাথে সাথে সবাই বদলে যায়।
-মানুষ, সম্পর্ক, অনুভূতি এমনকি আমরা নিজেরাও, 😌

10/09/2024

কোনো এক গরিব বাবার রাজকন্যা" আমার জীবন সঙ্গী হোক..!
""আমিন।

10/09/2024

আল্লাহ একদিন ভাগ্য পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ.!

09/09/2024

আগামী ২১ সেপ্টেম্বর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার সিরাত মাহফিল।
বিশেষ অতিথি থাকবেন শায়খ আহমাদুল্লাহ হাফি.

09/09/2024

Bad times don't last forever, if God wills, good days will return insha'Allah 🤲

09/09/2024

খারাপ সময় চিরকাল থাকে না আল্লাহ চাইলে সুদিন ফিরবে ইনশাআল্লাহ,🤲🤲

09/09/2024

"অবশ্যই তুমি পাবে যা তুমি হারিয়েছো তার চেয়েও উত্তম কিছু।

(সূরা আনফাল: ৭০)

07/09/2024

শুনে খুব খারাপ লাগতাছে,
🥲
আবার নাকি ফেনীতে পানি বাড়তেছে,🥺
ফেনীর বর্তমান আপডেট কেউ জানে?

05/09/2024

পৃথিবীর শ্রেষ্ঠ ও শান্তির ধর্ম কি?

04/09/2024

"মিছিল এবং বিক্ষোভের অপরাধে সৌদি আরব যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তির জন্য নতুন সরকার কূটনৈতিক আলোচনা করছেন কি??

04/09/2024

বাংলাদেশ থেকে
পর্নোগ্রাফি সাইট বন্ধ হতে চলেছে,,
আলহামদুলিল্লাহ ☺️

03/09/2024

সুন্দরী বউয়ের দৌড় বেশি হলেও ত্রিশ বছর আর দিনদার বউয়ের দৌড় দুনিয়া থেকে শুরু করে জান্নাতে হাজার হাজার বছর পর্যন্ত,, সুব'হানাল্লাহ

02/09/2024

ফেনীতে ক্ষুধার্ত একটি পরিবারকে
আস সুন্নাহ ফাউন্ডেশন জিজ্ঞেস করলেন আপনাদের কাছে কি এর আগে ত্রাণ পৌঁছায়নি?
তারা জানালেন অনেকেই এসেছিল ত্রাণ দিতে,
দুইজন ত্রাণ নিয়ে দাঁড়ালে চারজন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যায়! তাই আমরা তাদের ত্রাণ গ্রহণ করিনি কারণ আমরা ভিক্ষুক নই আমার ছেলে প্রবাসী, সে ভিডিও তে দেখলে ক'ষ্ট পাবে তাই আমরা ক্যামেরাবন্দি ত্রাণ গ্রহণ করিনি।

আত্মসম্মান আর অহংকার এক না,,,,
আত্মসম্মান সবার থাকা উচিত।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Two Brothers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Chittagong

Show All