Ctg & Ftc

Ctg & Ftc সিগারেট নয়,সুন্দরী মেয়েরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর 💯

🇧🇩🇧🇩🇧🇩
17/11/2024

🇧🇩🇧🇩🇧🇩

To day best photo. ❤️🇧🇩
17/11/2024

To day best photo. ❤️🇧🇩

16/11/2024

যমুনা সেতুকে
শহিদ আবু সাঈদ সেতু নামকরণের দাবি।

18/07/2024

কো*টা আন্দো*লনের প্রেক্ষিতে আমার একজন বড় ভাই এর সাথে গতকাল ফোনে কথা হয়েছিলো। যিনি অনেক বড় একজন ইউটিউবার এবং বিভিন্ন সর*কারী কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি নাম গোপন করে একটা পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যদি একমাত্র এটা বাস্তবায়ন করতে পারো তাহলে সর*কার বাধ্য হবে তোমাদের এই আ*ন্দোলন নিয়ে কিছু একটা সিদ্ধান্ত নিতে।
সেটা হচ্ছে, বাংলাদেশের সমস্ত ব্যাং*কগুলোর সামনে গিয়ে একত্রিত হয়ে ব্যাং*ক এ ঢুকার সকল রাস্তা ব্ল*ক করে ব্যাং*ক এর সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া।
কারণ শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাস্তাঘাট বন্ধ হলে এতে করে শুধুমাত্র সাধারণ জনগণের ভোগান্তি হবে যেটায় সর*কারের কিছুই যায় আসে না। কিন্তু বাংলা*দেশের ব্যাং*কগুলো ব*ন্ধ করা গেলে কোটি কোটি টাকা লেনদেন বন্ধ থাকবে, হাজার কোটি কা*লো টাকা আটকে যাবে। নিম্ন থেকে শুরু করে একদম বড় বড় ব্যবসায়ীদের জন্য সমস্যা সৃষ্টি হবে। এবং তখন তারাই সর*কারকে চাপ দিবে কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য

লিখাটা কপি করে আপনিও আন্দো*লন কারী ভাই বোনদের জানার ব্যাবস্থা করে দিন যাতে শক্তির সাথে সাথে বুদ্ধি দিয়েও এগিয়ে যেতে পারে।
পোস্ট করুন, কমেন্ট করুন, পরিচিতো দের কাছে পাঠিয়ে দিয়ে তাদেরও ছড়িয়ে দিতে বলুন লিখাটা

Collect.✍️

তবে আপনারাও এটা শেয়ার করে সবার কাছে পৌছে দেন।সবার কাছে রিকোয়েস্ট থাকলো।যে যেভাবে পারেন সাহায্য করেন।

18/07/2024

পরীক্ষা স্থগিত! আমরা ১৬ লাখ স্টুডেন্ট মাঠে আসতেছি HSC batch 2024।✊✊

17/07/2024

কোনো দিন স্কুলের বারান্দায় না যাওয়া এক বন্ধু এস্ট্যাটাস দেয় আমার যৌবনের প্রথম প্রেম বাংলাদেশ ছাত্রলীগ।
🤣🤣

17/07/2024

জরুরী পোস্টে রেসপন্স কেন কম আপনাদের? রেসপন্স করুন! ! সাড়া দিন সবাই ।
⚠️এই খবরটি অনুরোধ রইলো সবাই ছড়িয়ে দিন—
যারা জাবির হলে আছেন প্লিজ রেজিস্ট্রারে যান।
আর যারা জাবির আশেপাশে আছেন, তারা স্টুডেন্টদের পাশে দাড়ান প্লিজ।
এই মুহুর্তে আপনাদের সবচেয়ে বেশি দরকার।
জাহাঙ্গীরনগরকে ব্লাকআউট করা হয়েছে। নেটওয়ার্ক বন্ধ, মোবাইল সিম কাজ করছে না।
ক্যাম্পাস ভর্তি পুলিশ, বিজিবিও আসতেছে।

17/07/2024

সময় টিভি কে বয়কট করলাম...
সালারা একটা......
মিথ্যা নিউস এর তো একটা লিমিট থাকে.. ঢাবির হল থেকে নাকি স্টুডেন্ট পালাচ্ছে..
আর কত চাটবি তোরা?

রোকেয়া বিশ্ববিদ্যালয় গেট এর নাম পরিবর্তনআর পার্কের মোড় নাম পরিবর্তন করে রাখাহয়েছে - শহীদ আবু সাঈদ চত্বর।
17/07/2024

রোকেয়া বিশ্ববিদ্যালয় গেট এর নাম পরিবর্তন
আর পার্কের মোড় নাম পরিবর্তন করে রাখা
হয়েছে - শহীদ আবু সাঈদ চত্বর।

17/07/2024

সমস্ত জনগন ঢাবির উদ্দেশ্যে রওয়ানা হন। ঢাকার রাস্তা জনতার শ্রোতে ঢেকে যাক। Engulf Dhaka city with the people's tide.

Address

Chittagong

Telephone

+8801835871733

Website

https://youtube.com/@user-or3199?si=Ns6SR1iZ688rxzLM

Alerts

Be the first to know and let us send you an email when Ctg & Ftc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ctg & Ftc:

Videos

Share


Other Digital creator in Chittagong

Show All