FariYa

FariYa আসসালামু আলাইকুম।

আমাকে দেখতে চাইলে,

আমার পেজে লাইক দিন।

ধন্যবাদ.....।๏

~~ পুরানো অনুভূতি ~~
মুনিরার বাবা আর মাকে এক সাথে দেখেই মনে হল
এখানে আসাটা একদম ঠিক হয় নি । ওনারা যখন এখানে
আসে খুব জোর সম্ভবনা আছে যে মুনিরাও এই
বিয়ের অনুষ্ঠানে এসেছে । এখন দেখা হলে
গেলে সমস্যা হয়ে যাবে । আমি ওনাদের কাছ
থেকে নিজের মুখ লুকিয়ে যেই পেছন দিকে
সরে আসতে যাবো তখনই মুনিরাকে দেখতে
পেলাম । আমার দিকেই সরাসরি তাকিয়ে আছে !
ওর চেহারা দেখেই মনে হল ও আমাকে আমার
আগেই দেখতে পেয়েছে । বড় বড় চোখ
নিয়ে

আমার দিকে তাকিয়ে আছে । সেই আগের
দৃষ্টিতেই । আশ্চর্য ! তিন বছর হয়ে গেল তবুও
মেয়েটার চোখের চাহনী আমি একদম ভুলি নি ।
কিছু জিনিস হয় তো কখনও ভোলা যায় না । একবার
মনে হল পাশ কাটিয়ে চলে যাই । ওর বাবা দেখতে
পেলে হয়তো আবারও ঝামেলা করবে । হুমকি
ধামকিও দিতে পারে আগের
কিন্তু এভাবে দেখা হয়ে যাওয়ার মধ্যে তো আমার
কোন হাত নেই । আমি বিয়ের দাওয়াত খেতে
এসেছি । ওনারাও এসেছে, আমি তো আর
জেনে আসি নি । আমি হাটবো কি তার আগে মুনিরাই
আমার দিকে এগিয়ে এল । আমার কাছে এসে বলল
-পালানোর কথা ভাবছো ?
-পালাবো কেন ?
কথাটা বলতে গিয়ে গলাটা একটা কেমন যেন করে
উঠলো । ঠিক আগের মতই ।
-তিন বছর আগে যেভাবে পালিয়ে গিয়েছিলে ?
আমি কোন কথা না বলে চুপ করে থাকাই শ্রেয়
মনে করলাম । মুনিরা আমার দিকে সেই আগেই মত
করেই তাকিয়ে রইলো । আমার খুব সহজে যে
এর থেকে মুক্তি নেই সেটা বুঝে গেলাম ।
মুনিরাদের বাসায় চিলে কোঠায় আমি এক সময় ভাড়া
থাকতাম । অনেক দিন ছিলাম । মুনিরা তখন স্কুলে
পড়তো । প্রায়ই দিনেই বিকেলে ও ছাদে উঠে
আসতো । আমার সাথে গল্প করতো । ওর
বাবা নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত আর মা তখন চাকরি
করে । মেয়েকে দেওয়ার মত সময় তাদের
কাছে ছিল না । আমি ছিলাম ওর কথা শোনার এক মাত্র
মানুষ ।
ও যখন কলেজে ওঠে তখন আমি ছোট খাটো
একটা জবে ঢুকেছি মাত্র । একদিন হঠাৎ করেই
শুনতে পেলাম মুনিরাকে নাকি ছেলে পক্ষ
থেকে দেখতে আসছে ।
কোন কারন নেই কিন্তু আমার খারাপ লাগতে শুরু
করলো খুব করে । সন্ধ্যার সময় বুঝতে পারলাম
যে মেয়েটাকে আমি বেশ পছন্দ করি এই জন্যই
আমার খারাপ লাগছে । কিন্তু এমনটা হওয়ার কথা না ।
মুনিরা হয়তো আমার কথা কোন ভাববেও না ।
কিন্তু আমাকে ভুল প্রমান করে দিয়ে সন্ধ্যাবেলা
ও আমাকে এসে বলল যে ওর ছেলে পছন্দ হয়
নি । ও ঐ ছেলেকে বিয়ে করতে চায় না ।
আমাকে বিয়ে করতে চায় ।
আমি ওর কথা শুনে আকাশ
থেকে পড়লাম । এই মেয়ে বলে কি ! একে
তো ওর আর আমার পারিবাকির স্টাটাসের একটা
পার্থক্য তার উপর বয়সের একটা পার্থক্য তো
আছে ।
অবশ্য পড়ে বুঝতে আমার ঠিক অসুবিধা হল না ।
ওকে চিনি বেশ কয়েকব বছর ধরেই । ওর সাথে
আমার নিয়মিত যোগাযোগ হত, আমি যেমন ওকে
অনেক কথা বলতাম ও নিজেও আমাকে অনেক কথা
বলতো । এভাবে আমি যেমন ওকে পছন্দ
করেছি ও নিজেও তেমন ভাবেই আমাকে পছন্দ
করেছে । এটা হওয়াই স্বাভাবিক ।
কিন্তু মুনিরার বাবা এই ব্যাপারটা মোটেই স্বাভাবিক
মনে হল না । আমাকে এক সপ্তাহের মাঝেই বাসা
ছাড়তে বললেন । সাথে আরও কত কথা ! এমন সব
অপমান জনক কথা বলতে লাগলো যে আমি
পারলে মাটির সাথে মিশে যাই । আর তার জবাব
দেওয়ার

Address

Lakshmipur
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when FariYa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category