20/10/2024
যে কাজ রুহের শান্তি মেলায় তেমন আরও একটা কাজ করতে পেরেছি। ভয়াবহ অসহায়কে উদ্ধার!
সামনের চারটি দাঁত ফেলে দিয়েছে মেরে, গরম পানিতে ঝলসে দেয়া হয়েছে শরীরের বিভিন্ন অংশ। চুল সোজা করার ইলেক্ট্রিক মেশিন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে দুই হাত। এমন কোনো নির্যাতন নেই যা করা হয়নি। অথচ নির্যাতনকারীর সুন্দর চেহারা রাস্তা ঘাটে ফেসবুকে টিকটকে কতটা মানবিক। চার বছর ধরে অমানবিক নির্যাতনের শিকার এক গৃহকর্মীকে উদ্ধার করা গেছে। অভিযানে যাওয়া ওসি জড়িয়ে ধরে বললো ইমন ভাই জীবনে একটা ভালো কাজ করার সুযোগ করে দিলেন। বললাম এতেই আমার সুখ; মানুষ সাংবাদিকতাকে যত গালিই দিক।
বাকিটা একাত্তর টিভিতে রাত ১১টা থেকে প্রতি ঘন্টায়...
https://www.facebook.com/share/p/1LC6gJCFKy/