08/01/2024
ব্যাবসায়ের জন্য প্রফেশনাল ফেসবুক পেজ সেটাপ বলতে বোঝায়, ফেসবুক পেইজের সকল তথ্য, প্রয়োজনীয় কমিউনিকেশন, এবং বেসিক সেটাপ যেমন মেসেঞ্জার, অটো রেসপন্স ঠিক আছে কিনা তা নিশ্চিত করা। পেইজের সঠিক বিবরণ থাকা,ফেসবুকের নির্দিষ্ট সাইজ অনুযায়ী প্রোফাইল পিকচার, কভার ফটো, স্টোরি কভার ফটো, স্টোরি কন্টেন্ট, পেজ টেমপ্লেট মডিফিকেশন , পেজ ট্যাব রিএরেঞ্জমেন্ট, পেজ এর এবাউট সেকশন এর সকল তথ্য পূরণ।
ফেসবুক পেইজ অপটিমাইজের সাথে সেটাপ করার গুরুত্বঃ
আগে দর্শনধারী পরে গুণ বিচারী। একটু অগোছালো দোকান হতে শুধু মাত্র ১০ টাকার একটি পণ্য ক্রয় করতেও অনেক ভোক্তা দ্বীধায় থাকেন। কিন্তু একটি গোছানো পরিপাটি দোকান হতে লাখ টাকার পণ্য ক্রয় করতেও দ্বিধাবোধ করে না অনেকে। পেইজে সকল তথ্য সঠিকভাবে দেয়া থাকলে আপনার পেইজের প্রতি অন্যদের ভরসা বৃদ্ধি পাবে। আপনার কভার ফটো, প্রোফাইল পিকচার, পেইজের সেটাপ দেখেই কিন্তু একজন ধারণা করবে আপনার পেইজের সম্পর্কে। সুতরাং বিশ্বাসযোগ্যতা বাড়াতে এর বিকল্প নেই।
ফেসবুক পেইজ সঠিকভাবে অপ্টিমাইজেশনের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সঠিকভাবে কাস্টমারদের জন্যে তুলে ধরতে পারবেন। একটি গোছালো পেইজ অবশ্যই একটি অগোছালো পেইজ থেকে ভাল।
ফেসবুক পেইজ অপ্টিমাইজেশন এর ফলে আপনার পেইজ ফেসবুকে সহজেই খুঁজে পাওয়া যাবে। যদি আপনার পেইজ অপ্টিমাইজ করা না থাকে সেক্ষেত্রে অনেকে হয়ত সার্চ দিয়ে অন্য পেইজে চলে যাবে।
এখন অনেকেই অনলাইনে পণ্য বেচা-কেনার সঙ্গে জড়িত। এত ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে তুলে ধরা খুব সহজ কথা নয়। সঙ্গত কারণে প্রফেশনাল ফেসবুক পেজ সেটাপ হতে পারে আপনার ব্র্যান্ড বিল্ডিং এর টুল। একটি যথাযথভাবে অপ্টিমাইজড করা পেজ এর ব্র্যান্ডিং একটি সাধারণ পেজ থেকে অবশ্যই ভিন্ন হয়।
সুতরাং নিজের বিজনেস কে প্রচারণার জন্য যারা শুধুমাত্র ফেসবুক পেজকেই অবলম্বন মনে করছেন তারা নিজের ফেসবুক পেজ প্রফেশনালভাবে সেটাপের দিকে গুরুত্ব দিন।