Arfat Bhai

Arfat Bhai " চিটাগাং Boy " also upload emotional and videos.. please like my page..�

06/12/2023

°
প্রাক্তন সে তো এক মায়ার নাম 🙂

°

06/12/2023

°

-আমি আপনাকে অসম্ভব ভালোবাসি-"!! 🥺🫶💙🫵

05/12/2023

"তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি।

ওরা ছিলো, ওরা নাই আর ওরা থাকবেও না। বিশ্বাস না হইলে বেশি না, আপনি নিজের জীবনের গত এক বছর একবার মনে করে দেখেন। জীবনের গতির জন্য হলেও কেউ কেউ আর নাই। কেউ আপনাকে ছেড়ে গিয়েছে, কাউকে আপনি ছেড়ে এসেছেন। তাই যারা আছে ওদের ভালোবাসেন কিন্তু 'জানি তোরাই থাকবি' লাইনটা বিশ্বাস কইরেন না। কারণ মানুষ তার প্রায়োরিটি লিস্ট বদলায়!"🖤

04/12/2023

রাফসান দ্যা ছোড ভাই এর মতো বেস্টফেন্ডকে বিয়ে করে সবাই চমকে দিতে পারতাম কিন্তু আমার তো বেস্টফেন্ড নাই!😴🫣🫣

03/12/2023

- পুরোনো পোস্টগুলির কমেন্ট চেক করলে দেখা যায় কত চেনা মুখ আনফ্রেন্ড করে চলে গেছে, কেউ করেছে ব্লক। কতদিন খবর নিইনা কারও!

- মানুষ অকারণেই ভালোবাসে, অকারণেই অভিমান জমায়, অবহেলায় ঘৃ/ণা করে চলে যায়।🙂

03/12/2023

- I am not alone 🙂

- Allah is always with me ❤🥀

02/12/2023

কি সুন্দর আপনার সাথে চলতেছে, হাসতেছে! অথচ শুনবেন এরাই আপনার অগোচরে বদনাম করতেছে!

01/12/2023

বইবাহিক জীবন নিয়ে অশান্তিতে আছি।🙂😁

30/11/2023

চারপাশে এতো হৈ চৈ এত মুখ, মানুষ, কোলাহল অথচ আমার ভেতর জুড়ে কী ভীষণ মন খারাপের ভার!

“পীরের চেহারা মুবারক স্মরণে রেখে অন্তরের মধ্যে সন্তোষ সৃষ্টির মাধ্যমে খোদার ইচ্ছাশক্তির উপর নির্ভরশীল হওয়া এবং প্রতিনিয...
30/11/2023

“পীরের চেহারা মুবারক স্মরণে রেখে অন্তরের মধ্যে সন্তোষ সৃষ্টির মাধ্যমে খোদার ইচ্ছাশক্তির উপর নির্ভরশীল হওয়া এবং প্রতিনিয়ত যিকির বা খোদার স্মরণে মশগুল থাকা প্রতিটি অলি-প্রেমিক মানুষের একান্ত কর্তব্য”

বাণী- রাহবারে আলম শাহসূফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.) #প্রাণের_পূণ্যভূমি_মাইজভান্ডার_দরবার_শরীফ #মাইজভান্ডারদরবারশরীফচট্টগ্রাম #চট্টগ্রাম

30/11/2023

- যার প্রতি যার ভালোবাসা তার প্রতি তার overthinking বেশি! 😊💔

29/11/2023

টাকা ছাড়া জীবন ভয়ংকর অসুন্দর ! শুধু টাকার কাছে হেরে যায় সকালের রাজসিক ঘুম, বিকেলের মাঠে খেলা, প্রিয় মানুষের বিয়ে, বন্ধুত্বের আবদার, বাবার চিকিৎসা, মায়ের ছেড়া শাড়ি, নিজের শখ- আহ্লাদ। ভালো থাকার স্বপ্ন। টাকা জীবন নয়। তবে টাকা ছাড়া একটা জীবন ভয়ংকর অসুন্দর, অপ্রাপ্তির, অসহায়ত্বের, দীর্ঘস্বাস লুকিয়ে বেঁচে থাকার !

29/11/2023

হঠাৎ পুরনো স্ট্যাটাস গুলো ঘেঁটে দেখবেন,
কমেন্ট করা অনেক বন্ধুই এখন আর fb তে নেই এমনকি আপনার life এ ও নেই।
ব্যস্ততার ভিড়ে বাস্তবতার কাছে নিজেকে সোঁপে দিয়েছে,
মেসেঞ্জারে পিছিয়ে পড়া মেসেজ গুলো যখন পড়বেন,
হয়তো কারোও জন্য চোখের পাতা ভিজে যেতে পারে নিজের অজান্তেই,
হঠাৎ ভার্চুয়াল জগতে প্রিয় হয়ে উঠা বন্ধুটিও ১দিন হারিয়ে যেতে পারে।
একদিন মেসেজ না দিলে রেগে যাওয়া মানুষটিও মাসের পর মাস মেসেজের রিপ্লাই দেওয়ার মতো সময় পাবে না।
বাস্তবতার কাছে আমরা সবাই পরাজিত,
তবুও দিনশেষে রাতের আধাঁরে,
কিছু কিছু স্মৃতি আমাদের তাড়া করে বেড়ায় নিজের অজান্তেই...
কিছু কষ্ট একান্তই নিজের হয়।
তাতে আর কি আসে যায়, সবাইতো ভালো আছে।
ভালো থাকুক আমাদের ভালোবাসার মানুষগুলো.... ভালো থাকুক তাদের ভালোবাসা হাসি তামাশা.. ❤

29/11/2023

কোনো কিছু নিয়ে নিজেকে বড় ভাবা ঠিক না।
যে আল্লাহ দিতে জানে সে আল্লাহ নিতে ও জানে🙂

29/11/2023

কিছু মানুষ আছে, ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারে না। যতই ঘেন্না করার কারণ দেওয়া হোক না কেন, নিজের ভালোবাসা নিয়ে নীরবে দূরে সরে যাবে তবু ঘেন্না করবে না।

কিছু মানুষ আছে, বেশিক্ষন রেগে থাকতে পারে না। মন থেকে মিষ্টি করে ক্ষমা চেয়ে নিলে সব রাগ ভুলে আবার মিশে যায় আগের মতোই।

কিছু মানুষ আছে, যাদের কাছে সম্পর্কটার থেকে বড় কিছুই নয়। না নিজের ইগো, না নিজের আত্মসম্মান। নিজের ভুল না থাকলেও, ক্ষমা চেয়ে নেবে। দরজা ভিতর থেকে বন্ধ থাকলেও বাইরে বসে চুপ করে অপেক্ষা করবে।

কিছু মানুষ আছে, শত অবহেলা সয়েও অবহেলা ফেরত দিতে পারে না। নিজের মেসেজের ঘন্টার পর ঘন্টা রিপ্লাই না আসুক, ওই তরফ থেকে একটা মেসেজ এলেই সাথে সাথে রিপ্লাই করতে বসে পড়ে।

কিছু মানুষ আছে, যাদের সাথে একটু ভালোবেসে মিশলেই আপনাকে এক্কেবারে আপন করে নেবে। সব বলে দেবে গলগল করে। বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবে, তবু আবার ভালোবাসা পেলে আবার বিশ্বাস করে নেবে।

ওদের এ'রকম স্বভাবের জন্য ওদের কষ্টের শেষ নেই। তবু কপাল এমন, ওরা হাজার চেষ্টা করেও নিজেদের বদলাতে পারে না...

28/11/2023

সফলতার সঠিক সংজ্ঞা জানা নেই আমার। তবে এইটুক বিশ্বাস করি! বাবা, মা যেদিন আমার দ্বারা ভালো থাকবে, নিশ্চিন্ত মনে হাসবে, সেদিন কারো স্বীকারোক্তি দেওয়া লাগবেনা।

বায়োডাটায় লিখে দিবো, সাকসেসফুল!"🖤

26/11/2023

কিছু দিনের জন্য আপনার Active Status বন্ধ রাখেন!দেখবেন আপনার অনুপস্থিতিতে সবাই আপনাকে ভুলে যাবে!🙂💌

25/11/2023

মারজুক রাসেলের একটা সুন্দর কথা আছে...

"তুমি কারো কাছে ডাইল-ভাত, কারো কাছে কাচ্চি!" কথাটা ডাহা সত্য। আমরা কারো কারো কাছে দুই পয়সার দামও পাই না, আবার কারো কাছে বিশেষ প্রায়োরিটি পাই। সমস্যা হইলো, আমরা ঘুরে ফিরে তাদের কাছেই যাই, যাদের কাছে আমরা ভ্যালুলেস । আর যারা আমাদের প্রায়োরিটি লিস্টে উপরের দিকে রাখে, তাদের সংঙ্গ আমাদের ভালো লাগে নাহ! মানুষ হিসেবে আমরা যথেষ্টই বেকুব। ডাইল ভাতের হোটেলে গিয়ে কাচ্চির আশায় বসে থাকি।

24/11/2023

কি জিগাবি জিগা?☹️
আজকে সব কমু 😕

24/11/2023

- হয় তুমি; না হয় কেউ না।🙂

24/11/2023

- আজ শুক্রবার,❤️

- নিরবে ক'ষ্ট পাচ্ছে এমন প্রতিটি অন্তরে আল্লাহ প্রশান্তি দান করুন,

- আমিন!🤲

মাইজভান্ডার দরবার শরীফ তথা মাজার বিরোধী প্রশ্নপত্র প্রণয়নে জড়িত উ*গ্র ধর্মীয় শিক্ষককে বহিস্কার করায় বাওয়া স্কুল কর্তৃপক্...
20/11/2023

মাইজভান্ডার দরবার শরীফ তথা মাজার বিরোধী প্রশ্নপত্র প্রণয়নে জড়িত উ*গ্র ধর্মীয় শিক্ষককে বহিস্কার করায় বাওয়া স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ

আধ্যাত্মিক শরাফতের প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফকে জড়িয়ে বিতর্কিত প্রশ্ন প্রণয়ন করায় বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবদুর রহিমকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ । যথাযথ পদক্ষেপ গ্রহণে ভূমিকা রাখায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল হাসান চৌধুরীকে ধন্যবাদ।

24/03/2023

আজকের নিউজফিড চাঁদ মামার দখলে.!😊🥰

24/01/2023
24/01/2023
24/01/2023
24/01/2023
21/12/2022

-বাবা নামক মেরুদণ্ডকে আল্লাহ যেন দীর্ঘ বছর বাঁচিয়ে রাখেন!'🖤

05/12/2022

এটাই 💔☺️

23/10/2022

- হুম 🌸❤️

23/10/2022

- 🌸❤️

23/10/2022

- হুম ❤️🌸

13/10/2022

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arfat Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arfat Bhai:

Videos

Share

Category


Other Video Creators in Chittagong

Show All