সারা আনোয়ারা

সারা আনোয়ারা (একটি শিক্ষা , সামাজিক, মানবিক ও ক্রীড়া সংগঠন)
(25)

09/11/2024

আনোয়ারায় পার্ক ২৪ কনভেনশন হলের শুভ উদ্বোধন!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘির মোড়ে ৮তারিখ (শুক্রবার ) সন্ধ্যা ৬ টায় জমকালো অনুষ্ঠান ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান দিয়ে এই কনভেনশন হল এর উদ্বোধন হয়।

09/11/2024

আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়নে ৬নং ওয়ার্ড খুরুস্কুল গোদারপাড় এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড

29/10/2024

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ২৯তম হিফজুল কুরআন প্রতিযোগিতার অংশ হিসেবে

আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে ৩য় তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত!

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল
26/10/2024

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল

23/10/2024

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে

২৯ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান থেকে সরাসরি!

স্থান:- গুন্দীপ হাফেজিয়া দারুল কুরআন মাদরাসা প্রাঙ্গন।

23/10/2024

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে

২৯ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান থেকে সরাসরি...

স্থান:- গুন্দীপ হাফেজিয়া দারুল কুরআন মাদরাসা প্রাঙ্গন।

23/10/2024
বন্য হাতির আক্রমণে আনোয়ারা বটতলী নতুন গুচ্ছগ্রামে হালিমা খাতুন নামে এক বৃদ্ধা নিহতছবি ও তথ্যএইচ এম জাহেদ দপ্তর সম্পাদক স...
22/10/2024

বন্য হাতির আক্রমণে আনোয়ারা বটতলী নতুন গুচ্ছগ্রামে হালিমা খাতুন নামে এক বৃদ্ধা নিহত

ছবি ও তথ্য
এইচ এম জাহেদ
দপ্তর সম্পাদক
সারা আনোয়ারা

14/10/2024

ঢাকার নতুন আরেক ঢাকা পূর্বাচল।
পূর্বাচলের সবচেয়ে আকর্ষণ এই মুহুর্তে ৩০০ ফিট।

বঙ্গোপসাগরে ৬টি মাছের ট্রলার জলদস্যুর ডাকাতির কবলে পড়ে ১জন গুলিবিদ্ধসহ আহত ৩৫মহিউদ্দীন মনজুরসারা আনোয়ারা বঙ্গোপসাগরের কক...
09/10/2024

বঙ্গোপসাগরে ৬টি মাছের ট্রলার জলদস্যুর ডাকাতির কবলে পড়ে ১জন গুলিবিদ্ধসহ আহত ৩৫

মহিউদ্দীন মনজুর
সারা আনোয়ারা

বঙ্গোপসাগরের কক্সবাজার সোনার চর নামক স্থানে ৬টি মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হাতে জিম্মি হয়ে একজন মাঝি গুলিবিদ্বসহ ৩৫ জন জেলে অহতের ঘটনা ঘটেছে।

এতে জলদস্যুর কবলেপড়া একটি ট্রলার (০৮) অক্টোবর বুধবার সকালে আনোয়ারা উপকূলে ফিরে আসলে ঘটনাটি প্রকাশ হয়। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে কক্সবাজার থেকে ১০০ কিলোমিটার দুরে গভীর সমুদ্রে সোনার চর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জেলেরা জানান ফিরে আসা মাঝি-মাল্লারা।

আনোয়ারার উপকূলে ফিরে আসা আহত মাঝি মাল্লারা জানান,গত (০৫) অক্টোবর শনিবার আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা শঙ্খ নদীর ফকির হাট ঘাট থেকে ২০ থেকে ২৫ টি মাছ ধরার ট্রলার সাগরে যায়।প্রতিটি ট্রলারে প্রায় ১২ জন করে মাঝি-মাল্লা ছিল।মঙ্গলবার দুপুরে ৩ টি ট্রলারে করে ২০ থেকে ২৫ জন জলদস্যু অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের ৬ টি ট্রলারকে ঘিরে ফেলে।এসময় জলদস্যুরা গুলি করতে করতে তাদের ট্রলারে উঠেপড়ে।একপর্যায়ে জলদস্যুরা মাঝি ও জেলেদের মারধর করে ট্রলারে থাকা মালামাল,মাছ,তেল,টাকা পয়সা,মোবাইলসহ লুটপাট করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ ৬টি ট্রলারের মালিকরা হল মো. ইয়াছিন,আবদুস সবুর, মো. ইদ্রীস, গিয়াস উদ্দিন,মো. আলী ও সাদ্দাম হোসেন।

এঘটনায় আহত হয় আল্লাহর দান ট্রলারের মাঝি আবদুস শুক্কুর (৩৫), জেলে মহিউদ্দিন(৩০), আলমগীর (৩২), ফোরকান (৩৪),আলমগীর (৪২),আলমান (২২), মিনহাজ (২০),ইউনুস (৩০),আহমদ ছাফা (৩৫),ইদ্রীস (৩০) ও আবদুস সবুর (৪০)।অহত অন্যান্যরা এখনো উপকূলে ফিরে আসেনি।
এতে গুলিবিদ্ধ আবদুস শুক্কুর মাঝিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত সবাই স্থানীয় উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা জানা যায়।

ক্ষতিগ্রস্থ ট্রলার আল্লাহর দানের মালিক আবদুস সবুর বলেন, আমার ট্রলারে ১২ জন মাঝি মাল্লা ছিল,মঙ্গলবার দুপুরে আমার ট্রলার ডাকাতের কবলে পড়ে মারধরের শিকার হয়ে এতে ট্রলারের সবাই আহত হয় এবং মাঝি আবদুস শুক্কুর গুলিবিদ্ধ হয়।বুধবারে ভোরে ট্রলারটি উপকূলে ফিরে আসলে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মাঝির গায়ে দুই তিনটা গুলি লেগেছে।ডাকাতেরা ট্রলারের মাছ,২০০ লিটার তেলসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
তিনি আরো জানান,ক্ষতিগ্রস্থ বাকী ট্রলারের ইঞ্জিন সমস্যার করনেব তারা এখনো আসতে পারেনি, আমরা এখান থেকে বিকল্প কয়েকটি ট্রলার পাঠিয়েছি।

আনোয়ারা বার আউলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ টিটু দত্ত জানান, ডাকাতের ঘটনাটি গভীর সমুদ্রে ঘটেছে, তাই আমরা নৌ-বাহিনী ও কোস্টগার্ডকে জানাবো। তবে এখনো কেউ এই ঘটনা নিয়ে অভিযোগ করেনি।

কর্ণফুলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া নিজস্ব প্রতিবেদক সারা আনোয়ারাচট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে পানিতে...
09/10/2024

কর্ণফুলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক
সারা আনোয়ারা

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে পানিতে ডুবে মিজবাহ উদ্দীন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার বড়উঠান (৯ নম্বর ওয়ার্ড) পশ্চিম ডাকপাড়া এলাকার জমিয়াতুল মামু,র জামে মসজিদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজবাহ উদ্দীন ওই এলাকার আশার বাপের বাড়ির শামসুল আলম মিস্ত্রির ছেলে। মিসবাহ উদ্দীন ডাকপাড়া এলাকার আল মোস্তফা (স:) ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার নার্সারির ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, নিহত শিশুর পিতা মোহাম্মদ শামসুল আলম মিস্ত্রি।

জানা গেছে, বুধবার দুপুরে শিশু মিজবাহ খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।

পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে আনোয়ারা হলি হেলথ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিজবাহ উদ্দীনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান বলেন, যখন তাকে খোঁজ করে পাওয়া যাচ্ছিল না, পুকুরের সিড়িতে গিয়ে মিজবাহর জুতা দেখে মুরব্বিরা আমাকে পুকুরে নামতে বলে। আমিও পুকুরে নেমে তাঁকে খুঁজাখুঁজির এক পর্যায়ে আমার পায়ের সাথে ওর দেহ লাগে। তখন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আল মোস্তফা (স:) ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ নুর উদ্দিন রুবেল বলেন, আমার মাদ্রাসার শিক্ষার্থী মিজবাহ সকালে মাদ্রাসায় আসে। দুপুর বারোটায় তাঁকে ছুটি দেওয়া হয়। পরে বিষয়টি শুনে খুবই মর্মাহত হয়ে পড়েছি। এমন মৃত্যু কখনো কাম্য নয়।

কান্নারত অবস্থায় শিশু মিজবাহর পিতা শামসুল আলম মিস্ত্রি বলেন, আমি কাজে ছিলাম। হঠাৎ ফোনে বিষয়টি শুনে যেন আকাশ থেকে চাঁদ ভেঙে পড়ে। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

08/10/2024

ঢাকার অন্যতম দর্শনীয় স্থান - হাতিরঝিল

কর্ণফুলীতে বিলের মধ্যে মিলল লাশনিজস্ব প্রতিবেদক সারা আনোয়ারাচট্টগ্রামের কর্ণফুলীতে বিলের পানি থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ...
04/10/2024

কর্ণফুলীতে বিলের মধ্যে মিলল লাশ

নিজস্ব প্রতিবেদক
সারা আনোয়ারা

চট্টগ্রামের কর্ণফুলীতে বিলের পানি থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা শিকলবাহা ক্রসিং রিভার ভিউ কমিউনিটি সেন্টারের পাশে একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে লাশটি ৫০-৬৫ বছর বয়সি পুরুষ ব্যক্তির বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ওসি মো. মনির হোসেন বলেন, ‘লাশের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করেছি। থানায় নিতে আইনি প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানা যাবে।’

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ জেলেপাড়া মন্দিরের পাশে....
04/10/2024

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ জেলেপাড়া মন্দিরের পাশে....

আনোয়ারার বৈরাগে অজ্ঞাত মেয়ের লাশনিজস্ব প্রতিবেদক সারা আনোয়ারা চট্টগ্রামের আনোয়ারা পাহাড়ে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে রয়েছে। ...
03/10/2024

আনোয়ারার বৈরাগে অজ্ঞাত মেয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক
সারা আনোয়ারা

চট্টগ্রামের আনোয়ারা পাহাড়ে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে রয়েছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় (বৈরাগ ৭ নম্বর ওয়ার্ড) মোহাম্মদপুর গ্রামের চাইনা ইকোনমিক জোনের পাশে পাহাড়ে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে বিষয়টি স্থানীয়রা জনপ্রতিনিধিদের অবগত করলে জনপ্রতিনিধিরা পুলিশকে জানায়। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

30/09/2024

চট্টগ্রামে তেলবাহী জাহাজ আগুনে ৪ জনের মৃত্যু

MT. Banglar Jyoti জাহাজে আগুন লেগেছে। জাহাজটি DOJ-7 জেটিতে কারগো ডিসচার্জ করছিলো। বর্তমানে নৌবাহিনীর উদ্ধার জাহাজ আগুন নেভাতে কাজ করছে।

নিখোঁজ সংখ্যা এখনো জানা যায় নাই তবে এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করা হয়ছে,২জন মহিলা একজন পুরুষ একটা ছোট ছেলে।
28/09/2024

নিখোঁজ সংখ্যা এখনো জানা যায় নাই তবে এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করা হয়ছে,২জন মহিলা একজন পুরুষ একটা ছোট ছেলে।

Address

Anowara
Chittagong
4376

Alerts

Be the first to know and let us send you an email when সারা আনোয়ারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সারা আনোয়ারা:

Videos

Share