প্রিয় পাইন্দং

প্রিয় পাইন্দং প্রয়োজনে ফোন দিন01819157649

ব্লাড লিস্টে আপ?
(21)

05/12/2023

নাজিরহাট নতুন রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় ২জন নি.হ.ত...

02/12/2023

৯টা ৩৬ মিনিটে ভুমিকম্প অনুভূত...

পাইন্দং রাবারবাগান কেন্দ্রিক নতুন আশ্রয়ন প্রকল্পের গেইটের উত্তর পার্শ্বে খাগড়াছড়ি রোডে ব্যাগ ভর্তি শিশুর ম.র.দে.হ পাওয়...
25/11/2023

পাইন্দং রাবারবাগান কেন্দ্রিক নতুন আশ্রয়ন প্রকল্পের গেইটের উত্তর পার্শ্বে খাগড়াছড়ি রোডে ব্যাগ ভর্তি শিশুর ম.র.দে.হ পাওয়া গেছে। আজ ভোরে জনসাধারণ চলাচলের সময় ব্যাগটি দেখতে পায়। ধারনা করা হচ্ছে মৃ.ত বাচ্ছাটি ১০/১২ দিন বয়সের হতে পারে...

🔴আপডেট হারানো সিএনজি গাড়িটি পাওয়া গেছে। ভোর সকালে চুরি হওয়া সিএনজি গাড়িটি চোরচক্র নিয়ে পালানোর সময় হাটহাজারী এলাকায়...
13/11/2023

🔴আপডেট
হারানো সিএনজি গাড়িটি পাওয়া গেছে।
ভোর সকালে চুরি হওয়া সিএনজি গাড়িটি চোরচক্র নিয়ে পালানোর সময় হাটহাজারী এলাকায় হাটহাজারী থানা পুলিশ, পুলিশ ডিউটির জন্য থামালে সিএনজিটি সেখানে রেখে চোরচক্র পালিয়ে যায়। পরবর্তীতে থানা থেকে চালক কে ফোন দিলে চালক সেখানে গিয়ে নিশ্চিত হয় সেটি তার গাড়ি।

এর আগে আজ
ফটিকছড়ি পাইন্দং ইউপির বেড়াজালী গ্রামের বুছা কেরানির বাড়ি থেকে রাত আনুমানিক ৩ ঘটিকার সময় চট্টগ্রাম থ ১৪-৪২৩৪ নাম্বারের সিএনজি গাড়ওটি চুরি করে নিয়ে যায়।
একটি পোস্ট করা হয়। যারা পোস্টটি শেয়ার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।

-ইউছুপ আরাফাত

পাইন্দংয়ে আবারও রাতের আঁধারে সিএনজিচালিত (অটোরিকশা) চুরি।গতকাল মধ্যরাতে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বেড়াজালী মাইজপাড়া এলাক...
13/11/2023

পাইন্দংয়ে আবারও রাতের আঁধারে সিএনজিচালিত (অটোরিকশা) চুরি।

গতকাল মধ্যরাতে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বেড়াজালী মাইজপাড়া এলাকা থেকে সিএনজি চালক
Md Yasin এর (চট্টগ্রাম- থ- ১৪-৪২৩৪) সিরিয়ালের সিএনজি গাড়িটি চোরের দল চুরি করে নিয়ে যায়।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি গাড়িটা কোথাও দেখে থাকেন নিচের নম্বরে যোগাযোগ করা অনুরোধ রইলো।

+8801866327902
+8801811894718
Md Arif Hossen

সড়ক দুর্ঘটনায় হাটহাজারিতে এক পরিবারের সাত জনের মৃ*ত্যু*র খবর পাওয়া গেছে!
07/11/2023

সড়ক দুর্ঘটনায় হাটহাজারিতে এক পরিবারের সাত জনের মৃ*ত্যু*র খবর পাওয়া গেছে!

25/10/2023

দক্ষিন পাইন্দং আমীর সিকদার বাড়ী নিবাসী, মরহুম সিরাজুল ইসলামের চতুর্থ পুত্র, কাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আশরাফুল আলম রোকন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন...

আজ বিকেল ৪.৩০শের সময় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে...

কুয়াশাচ্ছন্ন শীতের সকাল...
15/10/2023

কুয়াশাচ্ছন্ন শীতের সকাল...

আগামীকাল পাইন্দং শ্বেতকুয়া মিতালী সংঘ, শ্বেতকুয়া প্রবাসী ও এলাকাবাসীর যৌথ  উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অ...
10/10/2023

আগামীকাল পাইন্দং শ্বেতকুয়া মিতালী সংঘ, শ্বেতকুয়া প্রবাসী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হবে...

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
ইঞ্জিনিয়ার গোলাম নওশাদ আলী চৌধুরী

প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন
শায়খ মাওলানা মোস্তফা রহিম আল আজহারী

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন
মাওলানা মুহাম্মদ আসিফ রায়হান কাদেরী এবং
হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল হক কাদেরী

এতে সকলের প্রতি দাওয়াত রহিল....

বৃন্দাবনহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।অতিথ...
07/10/2023

বৃন্দাবনহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

অতিথিবৃন্দ:-
👉মাওলানা জসিম উদ্দিন আল কাদেরী
খতিব,পেলাগাজী দিঘি মসজিদের
👉 মাওলানা বাকের আনসারী
সুপার,আমতল ছিদ্দিকিয়া মনিরিয়া সুন্নিয়া মাদ্রাসা
👉মাওলানা কোরবান আলী
ঈমাম,বৃন্দাবনহাট বায়তুস সালাত জামে মসজিদ

👉সভাপতিত্ব করছেন বাজার কমিটির সভাপতি মাসুদ পারভেজ।

07/10/2023

খাদিজাতুল আনোয়ার সনি এমপি এর উঠান বৈঠক থেকে সরাসরি...

05/10/2023

বিএনপির বিভাগীয় রোডমার্চে খাগড়াছড়ি বিএনপি ফটিকছড়ি উপজেলা হয়ে যোগদান...

"এলাকাবাসীর এইবারের দাবি পেলাগাজী দিঘি গোল চত্ত্বর"প্রতিনিয়ত পেলাগাজী দিঘিতে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ঘটনা ঘটছে।আজ ১ই অক...
01/10/2023

"এলাকাবাসীর এইবারের দাবি পেলাগাজী দিঘি গোল চত্ত্বর"

প্রতিনিয়ত পেলাগাজী দিঘিতে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ঘটনা ঘটছে।

আজ ১ই অক্টোবর সড়ক দুর্ঘটনায় আরো একজন নিহত হয়েছে।এর পূর্বে ফেব্রুয়ারী ২০২২ একই স্থানে হাইদচকিয়া স্কুলের দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

স্থানীয় প্রশাসনের নিকট এইবার গোল চত্ত্বরের দাবি জানিয়েছে এলাকাবাসী।
উক্ত স্থানে গোল চত্ত্বর হলে যেমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে তেমন সৌন্দর্য বর্ধন হবে বলে মনে করছে এলাকার সচেতন মহল...

পোস্টটি শেয়ার করে কর্তৃপক্ষের নজরে আসতে সহায়তা করুন।

আগামীকাল, শাহ সূফী হযরত মাওলানা রহমত উল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে গাউছিয়া কমিটির উদ্যোগে নুরানি মাহফিল...আসছে আগামিকাল রো...
30/09/2023

আগামীকাল, শাহ সূফী হযরত মাওলানা রহমত উল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে গাউছিয়া কমিটির উদ্যোগে নুরানি মাহফিল...

আসছে আগামিকাল রোজ রবিবার, গাউছিয়া কমিঠি বাংলাদেশ, পাইন্দং রহমতিয়া ৮ নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী শাহসূফি হযরত মাওলানা রহমত উল্লাহ শাহ (রহ.) জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এক আজিমুশশান সুন্নি সম্মেলন-
উক্ত সুন্নি সম্মলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- মাওলানা সৈয়দ মোহাম্মদ মোকাররম বারি (মু.জি.আ)
আরো উপস্থিত থাকবেন- মাওলানা মোহাম্মদ আবু তাহের আলক্বাদেরি (মু.জি.আ)
(সভাপতি- ফটিকছড়ি উত্তর উপজেলা শাখা)
মাওলানা মোহাম্মদ ফিরোজ আলম রজভী (মু.জি.আ)
(খতিব- হযরত মাওলানা রহমত উল্লাহ শাহ জামে মসজিদ)
মাওলানা মো আব্দুল হক আলক্বাদেরি (মু.জি.আ)
(খতিব- কাঞ্চননগর হামিদ পাড়া জামে মসজিদ)
সরাসরি সম্প্রচার: গাউছিয়া কমিঠি বাংলাদেশ.রহমতিয়া শাখা পেইজে

পাইন্দংয়ের সন্তান আশরাফুল আলম রিমন সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন...১৬তম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় সহকারী জজ হি...
24/09/2023

পাইন্দংয়ের সন্তান আশরাফুল আলম রিমন সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন...

১৬তম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন পাইন্দংয়ের সন্তান আশরাফুল আলম রিমন। তিনি মেধাতালিকায় ৩৫ তম স্থান অর্জন করেন।

রিমন দক্ষিণ পাইন্দং ছোট মৌলভীর বাড়ি নিবাসী ও বৃন্দাবনহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল আলম বসন এর সন্তান।

তিনি চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।

অভিনন্দন তার প্রতি...

"পাইন্দং মাদ্রাসা"সংগৃহীত ছবি
22/09/2023

"পাইন্দং মাদ্রাসা"

সংগৃহীত ছবি

মধ্যম পাইন্দং এলাকাবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নূরানী ওয়াজ মাহফিল আজ সন্ধায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক হিস...
20/09/2023

মধ্যম পাইন্দং এলাকাবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নূরানী ওয়াজ মাহফিল আজ সন্ধায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সনামধন্য বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা আবুল কাশেম নুরী...

এতে সবাই আমন্ত্রিত

আগামীকাল পাইন্দংয়ে আসছেন সময়ের আলোচিত বক্তা মওলানা সৈয়দ মোকাররম বারি...দক্ষিণ পাইন্দং কচির মোহাম্মদ চৌধুরী বাড়ির সমাজ কল...
17/09/2023

আগামীকাল পাইন্দংয়ে আসছেন সময়ের আলোচিত বক্তা মওলানা সৈয়দ মোকাররম বারি...

দক্ষিণ পাইন্দং কচির মোহাম্মদ চৌধুরী বাড়ির সমাজ কল্যান সংগঠন ও প্রবাসীদের উদ্যোগে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজন নুরানি ওয়াজ মাহফিল আগামীকাল অনুষ্ঠিত হবে। এতে সকলের প্রতি দাওয়াত রহিল...

13/09/2023

বিনা নোটিশে আজ সারাদিন পাইন্দং সহ আশেপাশের এলাকায় বিদুৎ নেই।

আপনার এলাকায় কি বিদ্যুৎ আছে?

স্থান সহ কমেন্টে জানান...

পাইন্দং হেদায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মাষ্টার জহির উদ্দিন বাবরের ওপেন হার্ট সার্জারী আজ। তিনি দীর্ঘ...
09/09/2023

পাইন্দং হেদায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মাষ্টার জহির উদ্দিন বাবরের ওপেন হার্ট সার্জারী আজ। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগছেন।

ঢাকার ইউনাইটেড হসপিটালের আজ দুপুরের দিকে অপারেশন করার কথা রয়েছে। তিনি সবার দোয়া কামনা করেছেন...

08/09/2023

আগামীকাল শনিবার ফটিকছড়িতে সকাল ৭টা থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে...

07/09/2023

শাটল দু*র্ঘ*টনা

চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী রাত সাড়ে আটটার শাটল ট্রেন ফতেয়াবাদ স্টেশনের কাছাকাছি আসলে গাছের সাথে ধাক্কা লেগে ছাদে অবস্থানকারী বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন মেডিকেলে নিয়ে যাচ্ছে।

শাটলে থাকা সংবাদকর্মী ইয়াসিন আরাফাত জানিয়েছেন, অক্সিজেনের পর থেকে অনেকে নিচে পড়ে গেছেন। কয়েকজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তিনি নিজে অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত চারজনকে চমেক নিয়ে যাচ্ছেন।

অন্যদিকে প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী রফিকুল ইসলামও কয়েকজনকে উদ্ধার করে চমেকে নিয়ে যাচ্ছেন। তারা কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন।।

অক্সিজেনের পর থেকে চৌধুরী হাট পর্যন্ত রেললাইনের চারপাশ খুঁজে দেখার অনুরোধ জানিয়েছেন শাটলে থাকা বেশ কয়েকজন।

দক্ষিণ পাইন্দং কচির মোহাম্মদ চৌধুরী বাড়ি নিবাসি, মরহুম বাদশা বৈদ্যর দ্বিতীয় পুত্র বিবিরহাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ি, দর...
04/09/2023

দক্ষিণ পাইন্দং কচির মোহাম্মদ চৌধুরী বাড়ি নিবাসি, মরহুম বাদশা বৈদ্যর দ্বিতীয় পুত্র বিবিরহাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ি, দরবার ফার্মেসির স্বত্বাধিকারী মোহাম্মদ আবুল বশর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন...

পাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিহুল জান্নাত ইভা এমবিবিএস পাস করেছে...চট্টগ্রামের সনামধন্য মেডিকেল "চট্টগ্র...
04/09/2023

পাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিহুল জান্নাত ইভা এমবিবিএস পাস করেছে...

চট্টগ্রামের সনামধন্য মেডিকেল "চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ" থেকে এবার এমবিবিএস পাস করেছে সে।

ইভা দক্ষিণ পাইন্দং কারন সিকদার বাড়ি নিবাসী মরহুম হাসেম সিকদার ও নিলুফার ইয়াছমিনের প্রথম কন্যা, এবং এডভোকেট হারুন অর রশিদের ভাতিজি।

সে পাইন্দং উচ্চ বিদ্যালয়ে থেকে ২০১৪সালে এসএসএসি ও চট্টগ্রাম মহিলা কলেজ থেকে ২০১৬সালে এইচএসসি শেষ করে।

অভিনন্দন নতুন ডাক্তারের প্রতি..

নতুন রূপে শাহ সূফী হযরত মাওলানা রহমত উল্লাহ জামে মসজিদ কমপ্লেক্স...
03/09/2023

নতুন রূপে শাহ সূফী হযরত মাওলানা রহমত উল্লাহ জামে মসজিদ কমপ্লেক্স...

একজন আলেমের প্রতি সম্মান প্রদর্শনকিছুদিন আগে মৃত্যু বরন করা মাওলানা নেজাম উদ্দিনের পরিবারকে ২লাখ ৫০হাজার টাকার অনুদান প্...
01/09/2023

একজন আলেমের প্রতি সম্মান প্রদর্শন

কিছুদিন আগে মৃত্যু বরন করা মাওলানা নেজাম উদ্দিনের পরিবারকে ২লাখ ৫০হাজার টাকার অনুদান প্রদান করেছেন এলাকাবাসী...

ফটিকছড়িস্থ দক্ষিণ পাইন্দং বায়তুছ ছালাম জামে মসজদের (নতুন মসজিদ) খতিব মাওলানা নেজাম উদ্দিনের পরিবারকে এলাকাবাসীর সহযোগিতায় আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান আয়োজন করে মসজিদ কমিটি। এতে এলাকার সর্ব শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন। এতে হুজুরের সন্তান ও ভাইয়ের হাতে অনুদানের অর্থ তোলে দেন আগত মুসল্লিরা...

31/08/2023

সতর্কতা!!!!
বিগত কিছুদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র এলাকায় চুরি, ডাকাতি এবং ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে বিশেষ করে চামার দিঘি হয়ে ৭নং ওয়ার্ড বকসুর ঘাটা এলাকায়। এলাকাবাসীকে সতর্ক অবস্থানে থাকার অনুরোধ করা হচ্ছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্শন করছি যাতে বড় ধরনের কোনো নাশকতা করার আগেই এই চক্রকে আইনের আওতায় আনা হয়।

হারানো বিজ্ঞপ্তি:-ঘন্টা দুয়েক আগে ফটিকছড়ি উপজেলা হতে নিজ বাড়ি ভুজপুর(পোদ্দারপাড়া) যাওয়ার পথে পিযূস দে নামের মানসিক ভারসা...
29/08/2023

হারানো বিজ্ঞপ্তি:-

ঘন্টা দুয়েক আগে ফটিকছড়ি উপজেলা হতে নিজ বাড়ি ভুজপুর(পোদ্দারপাড়া) যাওয়ার পথে পিযূস দে নামের মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি তার সন্তান্দের দৃষ্টি অগোচর হয়ে হারিয়ে যায়।

তাকে কেউ দেখলে তার সন্তান জিকু দে এর সাথে যোগাযোগ করার জন্যে অনুরোধ করছে জিকু দে...
যোগাযোগ: 01834600473

হোয়াইট ক্রিসেন্ট সমবায় সীমিত লিমিটেডের সভাপতি জনাব প্রফেসর ওমর ফারুকের মেঝভাই, ( আজম কন্ট্রাক্টর ও আ.ন.ম ইকরাম উদ্দিন না...
20/08/2023

হোয়াইট ক্রিসেন্ট সমবায় সীমিত লিমিটেডের সভাপতি জনাব প্রফেসর ওমর ফারুকের মেঝভাই, ( আজম কন্ট্রাক্টর ও আ.ন.ম ইকরাম উদ্দিন নাছিরের ভাই) জনাব মোহাম্মদ মুসা একটু আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন...

20/08/2023

উত্তর সবুজবাগ স্কুলের পার্শ্বে আব্দুস সামাদ মিস্ত্রি বাড়ি নিবাসী, আব্দুস সামাদ মিস্ত্রি প্রথম সন্তান, সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা জনাব আহমদ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন...

আজ বাদে আছর, ফেনাপুকুরিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে...

দক্ষিণ পাইন্দং বায়তুচ্ছালাম জামে মসজিদের (নতুন মসজিদ) খতিব, হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাঃ নুরানি মাদ্রাসার প্রাক্তন পরিচ...
19/08/2023

দক্ষিণ পাইন্দং বায়তুচ্ছালাম জামে মসজিদের (নতুন মসজিদ) খতিব, হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাঃ নুরানি মাদ্রাসার প্রাক্তন পরিচালক জনাব মাওলান নেজাম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন...

হাইদচকিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের নতুন কমিটি গঠিত...√ নির্বাচিত সভাপতি -মেজবাহ উদ্দিন চৌধুরী টুটুল (ব...
18/08/2023

হাইদচকিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের নতুন কমিটি গঠিত...

√ নির্বাচিত সভাপতি -
মেজবাহ উদ্দিন চৌধুরী টুটুল (ব্যাচ-১৯৮৩)
√ সাধারণ সম্পাদক
-জসিম উদ্দিন স্যার (ব্যাচ-১৯৯০)
√ অর্থ সম্পাদক
-জনাব রেজাউল করিম চৌধুরী (ব্যাচ-১৯৯৫)
√ সাংগঠনিক সম্পাদক
-জাহেদুল আলম চৌধুরী (ব্যাচ-২০০৬)

অভিনন্দন সবাইকে...

পাইন্দং ইউনিয়ন যুবলীগ কতৃক আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প...
15/08/2023

পাইন্দং ইউনিয়ন যুবলীগ কতৃক আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাইন্দং ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন শাকিলের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ইরফাত কামাল চৌধুরী অপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন পাইন্দং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মালেক,মোজাম্মেল হক চৌধুরী,শফিউল আলম,জাফর সিকদার,জাহেদ চৌধুরী,যুবলীগ নেতা আযাদ সিকদার,মফিজ রেজা,নাছির খান,শাহেদ, সাকিব,পারভেজ,মার্শাল, ফরহাদ, জসিম, আজিজ, মঈন,তারেক,রাহাত,ছাত্রনেতা মিনহাজ, জাবেদ,চমক, রুবেল,মানিক, জোবাইর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা যুবলীগের আহবায়ক জনাব শাহলম সিকদার।

নাম: মাহফুজুর রহমানপিতা: মজাহারুল ইসলাম দৈহিক বর্ননা: হ্যাংলা পাতলা লম্বা, বয়স ১৮, গায়ের রঙ ফর্সা, পড়নে একটা শর্ট প্যান্...
12/08/2023

নাম: মাহফুজুর রহমান
পিতা: মজাহারুল ইসলাম
দৈহিক বর্ননা: হ্যাংলা পাতলা লম্বা, বয়স ১৮, গায়ের রঙ ফর্সা, পড়নে একটা শর্ট প্যান্ট ছিল।
ঠিকানা: শ্বেতকুয়া তুফান আলী চৌধুরী বাড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম।

গতকাল ১১ আগস্ট ২০২৩ শুক্রবার সন্ধ্যা/মাগরিবের সময় রাগ করে ঘর থেকে বের হয়ে 'আজিজ মডার্ন ব্রিকস- AMB' বা রাজা মিয়ার ব্রিকফিল্ড হয়ে দৌড়ে উত্তরদিকে জঙ্গলের দিকে চলে যায়। কাল রাত ও আজ অব্দি অনেক খোঁজাখুঁজির পরও কোন সন্ধান পাওয়া যায়নি। ছেলেটিকে খুঁজে পেতে সকল স্তরের মানুষ ও সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি। কেও সন্ধান পেয়ে থাকলে জানানোর অনুরোধ রইল।
যোগাযোগ:
01894-147553
01822-646498

এখন থেকে পাইন্দংয়ে পাচ্ছেন মিঠা পানির বিভিন্ন প্রজাতের মাছের পোনা...এইচ.বি এন্টারপ্রাইজের প্রতিষ্ঠান "চট্টগ্রাম বিসমিল্ল...
09/08/2023

এখন থেকে পাইন্দংয়ে পাচ্ছেন মিঠা পানির বিভিন্ন প্রজাতের মাছের পোনা...

এইচ.বি এন্টারপ্রাইজের প্রতিষ্ঠান "চট্টগ্রাম বিসমিল্লাহ হ্যাচারিটি" গড়ে উঠেছে পাইন্দং উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে প্রধান সড়কের পাশেই খেজুরতল এলাকায়। এখানে আপনি পাবেন রুই, কাতাল, মৃগেল, কালিঘনি, নাইলেটিকা, কার্প, পাঙ্গাশ, ঘাসকার্পসহ বিভিন্ন প্রজাতের মিঠা পানির মাছের পোনা ও রেনুপোনা, (এ ক্যাটাগরির পোনা)
তাছাড়া এখানে পেপে কলাসহ বিভিন্ন দেশিয় ফলজ বাগান রয়েছে...

যোগাযোগ,
শেখ বখতিয়ার ইকবাল কোম্পানি
পাইন্দং, উত্তর হাইদচকিয়া, ফটিকছড়ি, চট্টগ্রাম
01813584030

দক্ষিণ পাইন্দং ৭নং ওয়ার্ডের বক্সুর ঘাটায় জু'য়া খেলার প্রতিবাদ করায়, এনাম কে ছু'রি দিয়ে জ'খম করা হয়েছে। সে বর্তমানে চট্টগ...
07/08/2023

দক্ষিণ পাইন্দং ৭নং ওয়ার্ডের বক্সুর ঘাটায় জু'য়া খেলার প্রতিবাদ করায়, এনাম কে ছু'রি দিয়ে জ'খম করা হয়েছে। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

পোষ্টঃ পাইন্দং ০৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার সালাহ উদ্দীন সরওয়ারের ফেজবুক আইডি থেকে সংগ্রহ.৷

05/08/2023

চট্টগ্রাম-২ ফটিকছড়ির সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি'র ব্যক্তিগত সফরে ওমানে তার সাথে ঘটে যাওয়া ঘটনার সত্যতা নিয়ে বিস্তারিত...

পাইন্দংয়ের সন্তান বোরহান উদ্দিন বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন...পাইন্দংয়ের সন্তান মোঃ বোরহান উদ্দিন ৪১তম...
03/08/2023

পাইন্দংয়ের সন্তান বোরহান উদ্দিন বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন...

পাইন্দংয়ের সন্তান মোঃ বোরহান উদ্দিন ৪১তম বিসিএসে শিক্ষ ক্যাডার হিসেবে (ব্যবস্থাপনা) সুপারিশ প্রাপ্ত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করা শেষ করেন।

পাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন হেড মাওলানাও মিয়াজির বাড়ি নিবাসী জনাব মরহুম সিরাজুল মোস্তফার সন্তান।

আন্তরিক অভিনন্দন তার প্রতি...

২০২০অর্ধ-বার্ষিক পরীক্ষার মার্কসিট নিয়ে ফয়সালের মা অফিসে এসেছিলেন। ছেলেটাও সাথে ছিল। ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, ছেলে ম...
29/07/2023

২০২০
অর্ধ-বার্ষিক পরীক্ষার মার্কসিট নিয়ে ফয়সালের মা অফিসে এসেছিলেন। ছেলেটাও সাথে ছিল। ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, ছেলে মার্কশিটে গণিত বিষয়ের নম্বরে কাঁটাছেড়া করেছে। ওভাররাইট করে যে নাম্বার লিখা হয়েছে তাতে মোট যোগফল মিলে না। আইডিয়া করে যে নাম্বার পাওয়া যায় তাতে যোগফল মিলে। পরে দেখা যায়, ফয়সাল মার্কসিটে কাঁটাছেড়া করেছিল। উল্লেখ্য, ফয়সালের মা তাকে শাস্তি দিয়েছিলেন। পরে অভিযোগ করে কাঁটাছেড়ার বিষয়টি নিশ্চিত হয়েছিলেন। অফিসে উপস্থিত ব্যক্তি ফয়সালের মাকে নিজের ছেলের ছোট একটি অপরাধকে গুরুত্বের সাথে দেখায় ধন্যবাদ দিয়েছিলেন। আমার চোখে তাঁর চেহারায় একজন শ্রেষ্ঠ মা ও অভিভাবককে দেখেছিলাম।

২০১৯
নির্বাচনী পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগের এক মেয়ে অকৃতকার্য হয়েছে। ফর্ম ফিলাপের অনুরোধ নিয়ে অফিসে এসেছিলেন মেয়েটির মা। অনুরোধে কাজ হয়নি। বিজ্ঞানের শিক্ষার্থী কম ছিল। চাইলে তাকে সুযোগ দেওয়া যেত। কিন্তু অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সমস্যা হবে তাই দেওয়া হয়নি। অফিসের মেয়েটির মা তার ছেলের জন্য আক্ষেপ করে বলেন, আজ তাঁর ছেলে দেশে থাকলে ফর্ম ফিলাপ করিয়ে ছাড়তেন। উল্লেখ্য উক্ত ছেলেটি ঢিলেঢালা রাজনৈতিক পরিচয় ছিল। তবে সেটা সুবিধার জন্যই ব্যবহার করত।

২০২৩
বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষকেরা বাড়ি ফিরেছেন দুপুর ১ টারও আগে। কিন্তু বিদায়ী শিক্ষার্থীরা বিকাল ৫টা পর্যন্ত স্কুলে অবস্থান করেছিল। গান-বাজনা, খাওয়া-দাওয়া, ধস্তাধস্তি, সেলফি তোলা ইত্যাদি চলছিল। উল্লেখ্য, প্রায় শিক্ষার্থীর হাতে স্মার্টফোন ছিল।

অভিভাবকগণ স্কুলমুখী হলে কোন সমস্যায় আর সমস্যা থাকে না। স্কুলের ভিতরে রাজনৈতিক পরিচয়ে ছোট ছোট ছেলেদের দাদাগিরির সুযোগ না থাকলে তারা পড়াশোনায় মনোযোগী হত। স্কুলের আশেপাশে বখাটে ছেলেদের উৎপাত না থাকলে শিক্ষার্থীরা বিভিন্ন খারাপ বিষয়ের প্রভাব থেকে মুক্ত থাকত। শ্রেণি কার্যক্রম পরিচালনায় কঠোর নীতি অবলম্বন করলে শিক্ষার মান উন্নত হত এবং শিক্ষার্থীদের নৈতিক উন্নতি হত।

অভিভাবকদের স্কুলমুখী করার দায়িত্ব স্কুল ম্যানেজিং কমিটির। স্কুলের পরিবেশ ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলার দায়িত্ব অভিভাবকদের। শ্রেনি কার্যক্রম পরিচালনায় কঠোর নীতি অবলম্বনের দায়িত্ব বিদ্যালয় প্রধানের।

আসলে আমরা এক পক্ষ আমাদের ছেলেদের ধ্বংস করে দিচ্ছি, আরেকটি পক্ষ কারো গায়ে ব্যর্থতার দায় তোলে দেবার চেষ্টা করছি। কিন্তু শিক্ষায় ব্যর্থতার দায় কারো একার যেমন নয়, তেমনি শিক্ষায় সফলতার সুফল কেউ একা ভোগ করে না। কারণ শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এখানে সব পক্ষের সমান অংশগ্রহণ বাধ্যতামূলক।

লেখক-
মুহাম্মদ মুছা
সহকারী শিক্ষক
আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

Address

Paindong
Chittagong
4350

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় পাইন্দং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় পাইন্দং:

Videos

Share

Category

Nearby media companies



You may also like