Sallu Vai

Sallu Vai আল্লাহ উত্তম পরিকল্পনাকারী🖤

26/09/2024

জীবিকা নির্বাহের জন্য
কোন কাজই ছোট নয়।

Nice & Attractive 😎
22/09/2024

Nice & Attractive 😎

সে যদি পানিতে   পরে যায় তারে বাচাইতে আবার   একটা উদ্ধার টিম যেতে হবে  সুতরাং  এই সব ফাইজলামি বাদ দিয়া  যদি সম্ভব হয় কিছু...
24/08/2024

সে যদি পানিতে পরে যায় তারে বাচাইতে আবার একটা উদ্ধার টিম যেতে হবে সুতরাং এই সব ফাইজলামি বাদ দিয়া যদি সম্ভব হয় কিছু দান করেন দয়া করে 🫵🤷‍♂️ Miraz Afridi

23/08/2024

পুত্র সন্তানের মা হলেন ফেনী থেকে হেলিকপ্টারে আনা সেই অন্তঃসত্ত্বা নারী!❤️

বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণসকলে সহোযোগিতা কামনা করছি। যোগাযোগঃ ০১৮৩৪২৯৯০৮৮
23/08/2024

বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ
সকলে সহোযোগিতা কামনা করছি।
যোগাযোগঃ ০১৮৩৪২৯৯০৮৮

23/08/2024

বরুড়া উপজেলার বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা

23/08/2024

05

কুমিল্লার বুড়িচং এর অবস্থা আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে৷ অনেক রেস্কিউ টিম আর স্পিডবোট দরকার। এখনই কিছু না করলে আল্লাহ না করুক ফেনীর মতো অবস্থা হতে বেশি সময় লাগবে না৷ যারা ঢাকা থেকে বোট নিয়ে আসতেছেন রেস্কিউ টিম হিসেবে, আপনারা প্লিজ বুড়িচং মুভ করেন!

23/08/2024

টু বি অনেস্ট, ফেসবুকে যে পরিমাণ বোটের ছড়াছড়ি দেখা যাচ্ছে বাস্তবে অতো বোট ফেনীতে আসে নি। ঢাকা থেকে আগত বোটগুলো আটকে আছে জ্যামে৷ অনেকেই নানা ফোন নাম্বার দিচ্ছেন বোট দিচ্ছে এই সেই বলে, তবে বাস্তবে এসব ফোন নাম্বার অফ। আল্লাহর কাছে দুয়া করা ছাড়া আমাদের কোনো গতি নেই। তবে একটা পজেটিভ নিউজ হলো ফুলগাজী পরশুরাম জায়গাগুলোতে পানি কিছুটা কমছে।

23/08/2024

সবার প্রতি আবারও বিনীতভাবে অনুরোধ 🚨
আপনারা একটা যায়গায় ফোকাস না করে বন্যা কবলিত প্রতিটা যায়গায় ফোকাস করুন, পাশাপাশি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যারা কাজ করছেন অথবা করবেন তারা দয়া করে ইউনিয়ন ভিক্তিতে আলাদা হয়ে কাজ করুন। প্রতিটা ইউনিয়ন খুব বাজে অবস্থায় আছে,পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে এক কথায় ব্ল্যাক আউট হয়ে আছে।
কেউ দয়াকরে সেদিকেও নজর দিন! কিছু স্পিডবোট,বোট এর ব্যাবস্থা করুন 🚨
সবাই পাশে দাঁড়ান,চৌদ্দগ্রামবাসিরা আপনারা কয়েকজন মিলে মিলে দল বানিয়ে সবাইকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করুন❤️‍🩹

23/08/2024

বন্যার্তদের সহায়তায় কেউ যদি শুকনা খাবার (মুড়ি,চিড়া,গুড়,বিস্কুট,স্যালান) দিতে চান, আজ সকালের মধ্যে বরুড়া কলেজে নিয়ে আসুন। গণত্রান সংগ্রহ কর্মসূচি চলবে।

যে সকল শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের দায়িত্বে  আছো তাদের বলছি, তোমরা রিক্সাওয়ালাদের বা সিএনজিতে যাত্রী ওঠা নামার একটু স...
10/08/2024

যে সকল শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের দায়িত্বে আছো তাদের বলছি, তোমরা রিক্সাওয়ালাদের বা সিএনজিতে যাত্রী ওঠা নামার একটু সময় দিও।
২-৩ মিনিটে আহামরি কোনো সমস্যা হবে না।
আজ সন্ধ্যার পরের কাহিনি। রিক্সায় যাইতেছি আর এক রিক্সাওয়ালা মামার চোখের পানি পড়তেছে আর বলতেছে, মামা যেখানে সারাদিন ৭০০-৮০০ টাকার মতো ইনকাম করি সেখানে আজ সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত ২০০ টাকার মতো পাইছি। এইয়া দিয়া ক্যামনে কি!!
ছাত্ররা যদি স্ট্যান্ডে আমাদের ৩-৪ মিনিট সময় দেয় তাহলে তাহলে ২-১ জন যাত্রী নিতে পারি।
আমার ফ্রেন্ডলিস্টে অনেকেই আছে ট্রাফিকের দায়িত্বে যার জন্য এই পোস্ট টা দেয়া।
আশা করি বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা ভাই 🙏
তোমাদের প্রতি ভালোবাসা অবিরাম ❤️

কপি পোস্ট

ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে বরুড়া বাজারের ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ রোভার স্কা...
09/08/2024

ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে বরুড়া বাজারের ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
Salman Hossain Hossain Salman

Barura Shahid Smrity Govt College Rover Scout Group, Cumilla District Rover

17/07/2024
05/06/2024

বিয়ের ১ম বছরঃ স্বামী বলে স্ত্রী শুনে।
বিয়ের ২য় বছরঃ স্ত্রী বলে স্বামী শুনে।
বিয়ের ৩য় বছরঃ দু’জনেই বলে পাড়া-পড়শী সবাই শুনে !

05/06/2024

যখন প্রেম করতাম মাসে দু'বার তোমাকে ছেলেপক্ষ দেখতে আসবে শুনতাম। অথচ আজ তিন বছর পরেও তোমার বিয়া হয় নাই!

এটাই Marketing...

25/05/2024
21/05/2024
12/05/2024

ছোটবেলায় মা’য়ের কাছ থেকে ১ টাকা ২ টাকা নিয়ে স্কুলের সামনের আচার খেয়ে যে মজাটা পেতাম। এখন হাজার টাকার খাবারেও সেই মজাটা আর পাই না।

কথা বাস্তব 😎
29/04/2024

কথা বাস্তব 😎

27/04/2024

মুসাফিরের জীবন 🖤

23/04/2024

❝শত বছর পূর্তি উপলক্ষ্যে আমরা আছি সবাই ❞
কাদবা তলগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়..!
- শত বছর পূর্তি ২০২৫
Comedown Start💥

Eid Day 😎
11/04/2024

Eid Day 😎


10/04/2024

Eid Mubarak Guys 🤣😎

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sallu Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sallu Vai:

Videos

Share


Other Digital creator in Chittagong

Show All