Aparupa Debi Moury

Aparupa Debi Moury I am ready to give you full computer skill and freelancing service.

মুক্তপেশা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরনের কাজ করেন তাদের ব...
26/08/2023

মুক্তপেশা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরনের কাজ করেন তাদের বলা হয় "মুক্তপেশাজীবী" বা ফ্রিল্যান্সার।মুক্তপেশার কাজের পরিধি অনেক বেশি। বিশ্বব্যাপী এধরনের কর্মপদ্ধতির চাহিদা ক্রমশ বাড়ছে। জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে থাকা কয়েকটি কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো:

লেখালেখি ও অনুবাদ: নিবন্ধ , ওয়েবসাইট কন্টেন্ট, সংবাদ বিজ্ঞপ্তি, ছোট গল্প, প্রাপ্তবয়স্কদের গল্প এবং এক ভাষা থেকে অন্য ভাষায় ভাষান্তরকরণ উল্লেখযোগ্য।
সাংবাদিকতা: যারা এবিষয়ে দক্ষ তারা বিভিন্ন দেশি-বিদেশি পত্রপত্রিকায় লেখালেখির, চিত্রগ্রহণের পাশাপাশি ইন্টারনেটভিত্তিক জনসংযোগ করে থাকেন।
গ্রাফিক্স ডিজাইন: লোগো, ওয়েবসাইট ব্যানার, ছবি সম্পাদনা, অ্যানিমেশন ইত্যাদি।
ওয়েব ডেভলপমেন্ট: ওয়েবসাইট তৈরি, ওয়েবভিত্তিক সফ্‌টওয়্যার তৈরি, হোস্টিং ইত্যাদি।
কম্পিউটার প্রোগ্রামিং: ডেস্কটপ প্রোগ্রামিং থেকে ওয়েব প্রোগ্রামিং সবই এর আওতায় পড়ে।
ইন্টারনেট বিপণন: ইন্টারনেটভিত্তিক বাজারজাতকরণ কার্যক্রম, যেমন ব্লগ, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে বিপণন।
গ্রাহক সেবা: দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির গ্রাহককে টেলিফোন, ইমেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহাজ্যে তথ্য প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা করা।
প্রশাসনিক সহায়তা: দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির বিভিন্ন কাজের ডাটা এন্ট্রি করণ, ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা ইত্যাদি* প্রশাসনিক সহায়তা: দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির বিভিন্ন কাজের ডাটা এন্ট্রি করণ, ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা ইত্যাদি।
ইন্টারনেটভিত্তিক মুক্তপেশার চর্চায় বিশ্বব্যপী বিভিন্ন ওয়েবসাইট তাদের সেবা বিস্তৃত করেছে, এবং এসব মধ্যস্থ ব্যবসায়ীদের (মিডিয়া) মাধ্যমে উপকৃত হচ্ছে বিশ্বব্যাপী ক্রেতা এবং ভোক্তা উভয়েই। এসব ওয়েবসাইটে যে-কেউ অ্যাকাউন্ট খুলে নিজেদের কাজের বিবরণ জানিয়ে বিজ্ঞাপন দিতে পারেন, এবং অপরপক্ষে যে-কেউ অ্যাকাউন্ট খুলে বিজ্ঞাপিত কাজের জন্য উপযুক্ত মনে করলে আবেদন করেন। এদের উভয়ের মধ্যে লেনদেনকৃত পরিমাণ অর্থের একটা অনুপাত এসকল মধ্যস্থ ব্যবসায়ী ওয়েবসাইটগুলো গ্রহণ করে, এবং এটাই তাদের মুনাফা। অনলাইনভিত্তিক এরকম কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইটের মধ্যে উল্লেখযোগ্য আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম, ফাইভার, গুরু ইত্যাদি।

ক্যারিয়ার গড়ুন ফ্রি-ল্যান্সিং  এ।কেন???বর্তমান চাকুরির প্রতিযোগিতা কিংবা অফলাইন ব্যবসার  অবস্থার চেয়ে আপনার এই মুক্ত পেশ...
28/03/2023

ক্যারিয়ার গড়ুন ফ্রি-ল্যান্সিং এ।
কেন???
বর্তমান চাকুরির প্রতিযোগিতা কিংবা অফলাইন ব্যবসার অবস্থার চেয়ে আপনার এই মুক্ত পেশায় নিজের ভিত্তি শক্ত করা সম্ভব হবে নিশ্চিতভাবে।কিভাবে??????
তা জানতে হলে চোখ রাখতে হবে আমার কন্টেন্টে❣️❣️❣️

স্কিল টেস্ট এক্সাম আগামীকাল লাস্ট সাবমিশন।কাজ করে যাচ্ছি।আশা করি রেজাল্ট ভাল হবে।যেদিন রেজাল্ট পাব সেইদিন এই পোস্ট টি পো...
21/01/2023

স্কিল টেস্ট এক্সাম আগামীকাল লাস্ট সাবমিশন।কাজ করে যাচ্ছি।আশা করি রেজাল্ট ভাল হবে।যেদিন রেজাল্ট পাব সেইদিন এই পোস্ট টি পোস্ট হবে
তাই সবার দোয়া পেয়েছি এই আশা করেই এক্সাম এ বসছি

Welcome  to my world
18/01/2023

Welcome to my world

ভিডিও ব্লগিং বিভাগ নির্বাচনআপনি কি ভাবে ভিডিও ব্লগিং শুরু করতে চাচ্ছেন তা নির্বাচন করতে হবে। একটু বিস্তারিত বলা যাকইনফরম...
15/01/2023

ভিডিও ব্লগিং বিভাগ নির্বাচন
আপনি কি ভাবে ভিডিও ব্লগিং শুরু করতে চাচ্ছেন তা নির্বাচন করতে হবে। একটু বিস্তারিত বলা যাক

ইনফরমেটিভ ভিডিও ব্লগিংঃ আপনি একটি ইউটিউব চ্যানেল খুলেন যার মাধ্যমে আপনি মানুষকে বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান করে। এই ক্ষেত্রে আপনাকে কখনো ফেস দেখাতে হবে না। শুধু স্ক্রিন ভিডিও রেকর্ড করতে হবে।

ইনফরমেটিভ ভিডিও ব্লগিং করার জন্য প্রচুর তথ্য সংগ্রহ করতে হয়। প্রতিটি ব্লগ তৈরি করার জন্য দুই হতে তিন দিন পর্যন্ত সময় লাগে।

টিউটোরিয়াল ভিডিও গুলো কিন্তু ইনফরমেটিভ ব্লগের ক্যাটাগরির মধ্যে পরে।

কাস্টমার রেফার করে ব্লগিং আয়

যে সব ভিডিও ব্লগিং করার জন্য চেহারা দেখাতে হয়

ফুড ব্লগিং
স্টোর রিভিউ
শর্ট নাটক
প্রাঙ্ক ভিডিও
ডেইলি ব্লগ
ডোনেশন ভিডিও, ইত্যাদি
উপরে উল্লেখ করা প্রতিটি ভিডিও ব্লগিং করার জন্য আপনাকে চেহারা দেখাতে হবে।

কন্টেন্ট ব্লগিং পরে ভিডিও ব্লগিং দ্বিতীয় স্থানে আছে। ভিডিও ব্লগিং করার জন্য জনপ্রিয় মাধ্যম ইউটিউব। বর্তমান সময়ে মানুষ গু...
15/01/2023

কন্টেন্ট ব্লগিং পরে ভিডিও ব্লগিং দ্বিতীয় স্থানে আছে। ভিডিও ব্লগিং করার জন্য জনপ্রিয় মাধ্যম ইউটিউব। বর্তমান সময়ে মানুষ গুগলের পরে ইউটিউবে বেশি সার্চ করে তথ্য খোঁজার জন্য। এবং দিন দিন ভিডিও ব্লগিং জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

ভিডিও ব্লগিং শুরু করার আগে মাইন্ড সেটাপ করতে হবে অন্যের খারাপ মন্তব্য পড়ার জন্য। আপনি যত ভালো ব্লগ তৈরি করেন না কেন খারাপ মন্তব্য মানুষ করবেই।
নিজের ফেস অন্যকে দেখানো জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি বিষয়টা যতটা সহজ মনে করছেন ঠিক তত টা সহজ নয়। কারন নিজের ফেস অন্য কে দেখানোর ক্ষেত্রে অনেক সাহস লাগে।

আপনার পাড়া প্রতিবেশীর খারাপ মন্তব্য শোনার জন্য তৈরি হতে হবে। ভিডিও ব্লগিং শুরু করার কিছু দিনের মধ্যে বাসা এবং প্রতিবেশীর নেগেটিভ কমেন্ট শেনার জন্য মানুষিক ভাবে প্রস্তুতি নিতে হবে।

জনপ্রিয়তা পাওয়ার পর তা ধরে রাখার পরিবেশ তৈরি করতে হবে। মিডিয়া এমন একটি জগত যার মাধ্যমে আপনি একদিনের মধ্যে শূণ্য হয়ে যেতে পারেন

মানুষ এমনেই সুযোগ পায়না।আর কিছু মানুষ সুযোগ পেয়ে হারায়।এমন মানুষ হয়ে যাবেন না।সুযোগ পেলে সুযোগ কে কাজে লাগান।তাহলেই আপনি...
12/01/2023

মানুষ এমনেই সুযোগ পায়না।আর কিছু মানুষ সুযোগ পেয়ে হারায়।এমন মানুষ হয়ে যাবেন না।সুযোগ পেলে সুযোগ কে কাজে লাগান।তাহলেই আপনি স্মার্ট 🥰🥰🥰

বাংলাদেশে এখন ই-কমার্স ও এফ-কমার্সের (ফেসবুক নির্ভর বাণিজ্য) বড় একটি বাজার তৈরি হয়েছে। নিজে উদ্যোক্তা হয়ে কিংবা অনলাইন ক...
12/01/2023

বাংলাদেশে এখন ই-কমার্স ও এফ-কমার্সের (ফেসবুক নির্ভর বাণিজ্য) বড় একটি বাজার তৈরি হয়েছে। নিজে উদ্যোক্তা হয়ে কিংবা অনলাইন কেনাকাটার এসব প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল বিপণন কর্মকর্তা হিসেবে চাকরির সুযোগ রয়েছে। বর্তমানে দেশি-বিদেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়।
যেসব প্রতিষ্ঠানের বিক্রয় ও বিপণনের কাজ আছে, তার প্রায় সবগুলোতে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ আছে। ছোট-বড় প্রতিষ্ঠানে বর্তমানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মডারেটরের মতো নতুন কিছু চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে।

এ ছাড়া ঘরে বসে ফ্রিল্যান্সার হিসেবেও এই খাতে দেশি-বিদেশি বিভিন্ন কাজের সুযোগ রয়েছে। আর নিজে উদ্যোক্তা হতে চাইলেও ডিজিটাল মার্কেটিংয়ের এই দক্ষতা নানাভাবে কাজে আসবে।

আপনি যখন এগুতে যাবেন আপনাকে থামিয়ে দেবার মানুষ অনেক।লড়াই করতে হবে আপনার নিজের সাথে নিজেকে।অনেকেই আপনি যা করবেন তাই  খারা...
11/01/2023

আপনি যখন এগুতে যাবেন আপনাকে থামিয়ে দেবার মানুষ অনেক।লড়াই করতে হবে আপনার নিজের সাথে নিজেকে।
অনেকেই আপনি যা করবেন তাই খারাপ বলবে।তাই বলে আপনি থেমে যাবেন???????
মানূষের কথায়???
নতুন কিছু শিখা সেটা করা এই ব্যাপার গুলা সমাজ প্রথমে কখনোই মেনে নেয়না।
আজ থেকে ৫ বছর আগেও ফ্রি-ল্যান্সিং যে এতটা ডিমান্ডেবল হয়ে যাবে সেটা কেউ জানতোনা।আজ এটি বিশ্বে রাজত্ব করছে।সুতরাং লোকের কথা না শুনে নিজের ভালটা নিজে বুঝেন।

 #কন্টেন্ট  লিখছি কিন্তু মানুষ দেখছেনা এই সমস্যার সমাধান... #অডিয়েন্স টার্গেট করা (Audience Targeting)আপনি গল্প লিখলেন, ...
11/01/2023

#কন্টেন্ট লিখছি কিন্তু মানুষ দেখছেনা এই সমস্যার সমাধান...
#অডিয়েন্স টার্গেট করা (Audience Targeting)
আপনি গল্প লিখলেন, নিয়মিত কন্টেন্টও লিখতে থাকলেন, সুন্দর সুন্দর সব ভিডিও-ও তৈরি করলেন। কিন্তু আপনার কাস্টোমার বেইসকে ঠিকঠাকভাবে শনাক্ত করতে না পারায় আপনার এই সব চেষ্টা আর পরিশ্রম নেহাত পানিতে চলে গেলো। এমনটা হয়।
আপনার পণ্যের সম্ভাব্য ভোক্তা করা, আপনি যে জিনিসটির মার্কেটিং করতে চাচ্ছেন সেটার যথাযথ টার্গেট কারা—এই বিষয়টি যদি আপনি নিশ্চিত না থাকেন এবং সেই অনুযায়ী কাজ না করেন, তবে আপনার সব পরিশ্রমই বৃথা!

অতএব, আগে আপনার অডিয়েন্সকে চিনে নিন। তাদের টার্গেট করেই আপনার কন্টেন্ট তৈরি করুন। আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে যাতে আপনার পণ্যের আবেদন থাকে বা সৃষ্টি হয়, সেটা নিশ্চিত করার জন্য অডিয়েন্সের মাইন্ডসেট জানুন আর সেই অনুযায়ী নিজের কাজকে মানসম্মত করে তুলতে চেষ্টা করুন।

  কথাটি কি অনেকেই জানতে চান।এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি আপনার ওয়েবসাইটকে অপ্টিমাইজ করার নিয়মের একটি সেট যা...
10/01/2023

কথাটি কি অনেকেই জানতে চান।

এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি আপনার ওয়েবসাইটকে অপ্টিমাইজ করার নিয়মের একটি সেট যাতে এটি সার্চ ইঞ্জিনের অর্গানিক ফলাফলে উচ্চতর র‍্যাঙ্কিং অর্জন করতে পারে। সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটের দৃশ্যমানতা বাড়াতে এবং আরও ট্রাফিক পেতে এটি অনুসরণ করার প্রক্রিয়া।

সবচেয়ে গুরুত্বপূর্ণ এসইও কাজগুলি এর সাথে করতে হবে:

ব্যবহারকারীরা কী অনুসন্ধান করছেন তা সনাক্ত করা আপনার পণ্য এবং পরিষেবাগুলির সাথে সম্পর্কিত৷
এমন সামগ্রী তৈরি করা যা ব্যবহারকারীদের খুশি করবে
বিভিন্ন এসইও কৌশলের মাধ্যমে সার্চ ইঞ্জিন ক্রলার এবং অ্যালগরিদমকে সঠিক সংকেত প্রদান করা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অ্যালগরিদম আপডেটের কারণে যে কোনো পোস্টের রিচ কমে যাওয়ায় হতাশায় ভুগছেন ফেসবুক নির্ভর উদ্য...
10/01/2023

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অ্যালগরিদম আপডেটের কারণে যে কোনো পোস্টের রিচ কমে যাওয়ায় হতাশায় ভুগছেন ফেসবুক নির্ভর উদ্যোক্তারা। এমন অবস্থায় করণীয়

বিষয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ৭টি পরামর্শ দিয়েছেন। আজকের

যুগান্তর প্রযুক্তি টিপসে সেসব পরামর্শ বিস্তারিত লিখেছেন- মো. ইকরাম

জুকারবার্গের মতে, ফ্রেন্ডস এবং ফ্যামিলির পোস্ট এবং যে পোস্টগুলোতে অর্থবোধক অ্যাংগেজমেন্ট আছে, এ রকম পোস্টগুলোকে ফেসবুক রিচ বাড়িয়ে দেবে।

বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে ৭টি পয়েন্ট উল্লেখ করেছেন।

সর্বশেষ প্রকাশিত পোস্ট সর্বশেষ পোস্টকেই ফেসবুক ব্যবহারকারীর নিউজফিডে শো করবে। অর্থাৎ ব্যবহারকারী পেজে সকালে একটা পোস্ট করলে যে বিকাল বা রাতে ফেসবুকে ঢুকেছে, সে তার প্রোফাইলে অন্য পেজগুলোর পোস্ট দেখবে, যেগুলো হয়তো কিছুক্ষণ আগে পোস্ট করা হয়েছে, কিন্তু পুরোনো পোস্ট তার প্রোফাইলে দেখাবে না।

নিয়মিত পোস্ট দিতে হবে

ফেসবুকে পোস্ট রিচ বাড়াতে চাইলে গ্র“পে, প্রোফাইলে এবং অবশ্যই পেজে প্রতিদিন ৫-৭টা করে পোস্ট করতে হবে।

পোস্টের লাইক, কমেন্ট এবং শেয়ার সংখ্যা হিসাব

কোনো পোস্টের লাইক, কমেন্ট এবং শেয়ার কি পরিমাণ রয়েছে, সেটির ওপর ফেসবুক পোস্টটির গুরুত্ব বোঝার চেষ্টা করে। এর মধ্যে শেয়ারের ভ্যালু বেশি, ২য় হচ্ছে কমেন্ট, ৩য় হচ্ছে লাইক। অর্থাৎ এমন পোস্ট করতে হবে, যাতে মানুষজন কমেন্ট করতে বাধ্য হয় এবং শেয়ার করতে আগ্রহী হয় তবেই রিচ বাড়বে।

ব্যবহারকারী যেসব পেজে যুক্ত থাকেন

পেজের আগের পোস্টগুলোতে যে মেম্বার কোনো ধরনের অ্যাংগেজ ছিল না, সেই পোস্টকে ওই মেম্বারের নিউজফিডে প্রদর্শন করবে না। সুতরাং পেজের ১ লাখ মেম্বার থাকলেও লাভ নেই, যদি কোনো পোস্টে তাদের অ্যাংগেজমেন্ট না থাকে। তাই পেজে সেলস পোস্টের পাশাপাশি প্রতিদিন কিছু অ্যাংগেজমেন্ট পোস্ট, কমপক্ষে কুইজ পোস্ট হলেও যাতে করা হয়। তাহলে মানুষজন কমেন্ট করবে, তাতেই কাজ হবে।

পূর্বের পোস্টের ধরন

একজন ব্যবহারকারীর আগে যে ধরনের পোস্টগুলো পড়ছে কিংবা কমেন্ট, লাইক করেছে, সে ধরনের পোস্টগুলোই বারবার প্রদর্শন করবে। ব্যবহারকারীর পছন্দ বুঝতে ফেসবুক আরও কিছু ডাটা বিবেচনা করে। কোন ধরনের পেজে লাইক দেয়, কোন টাইপ পোস্টগুলো পড়তে সময় ব্যয় করে ও ইন্টারেস্ট টপিকস ফেসবুক বোঝার চেষ্টা করে, সেই অনুযায়ী পোস্ট প্রদর্শন করবে। তাই সেলস পোস্ট করার সময়ও সেই প্রডাক্ট রিলেটেড কোনো শিক্ষামূলক কিংবা বিনোদনমূলক কোনো কনটেন্ট তৈরি করেন।

পোস্টে নেগেটিভ ফিডব্যাক বিবেচনা

পোস্ট কিংবা পেজে যদি কেউ রিপোর্ট করে কিংবা আনফলো করে তাহলে সেই পেজের কিংবা সেই ব্যক্তির পোস্টের রিচ ফেসবুক অনেক কমিয়ে দেয়। তাই বেশি মাত্রায় প্রডাক্ট বিজ্ঞাপন দিলে, মানুষজন তাদের নিউজফিডে বিজ্ঞাপন দেখতে দেখতে বিরক্ত হয়ে আনফলো করতে পারে। এ আনফলো করা লোকসংখ্যা বেড়ে গেলে বিপদ। মাথায় রাখতে হবে ফেসবুকে মানুষ বাজার করার জন্য ঢোকে না। একটু আনন্দ পেতে, আড্ডা দিতে, রিফ্রেশ হতে ঢোকে।

পোস্টটি অন্যের জন্য কতটা উপকারী

পোস্টটি মানুষজনের জন্য কতটা উপকারী কিংবা কতটা পছন্দ করেছে, সেটির ওপর ফেসবুক আপনার পোস্টের গুরুত্ব বোঝার চেষ্টা করে এবং সেভাবে রিচ বাড়িয়ে দেয়। সেজন্য এমন পোস্ট করতে হবে যাতে হা হা রিয়েক্ট না, লাইক কিংবা লাভ রিয়েক্ট পাওয়া যায়। তাহলে পোস্টের রিচ বেড়ে যাবে।

 #আসুন আজ জানি একজন শিক্ষক কি ফ্রি-লেন্সার হতে পারেন??? বর্তমানে শিক্ষকরাও যে কারণে ঝুঁকছে ফ্রিল্যান্সিংয়ে তার মধ্যে প্র...
07/01/2023

#আসুন আজ জানি একজন শিক্ষক কি ফ্রি-লেন্সার হতে পারেন???
বর্তমানে শিক্ষকরাও যে কারণে ঝুঁকছে ফ্রিল্যান্সিংয়ে তার মধ্যে প্রধান কারণ সম্মানের সাথে একটি আয়ের উৎস এটি।যেখানে ঘরে বসেই আয় হয়ে যায়।

#বাড়তি আয়ের আশায়: কিছু কিছু শিক্ষক এমনকি অন্যান্য পেশাদাররা ও তাদের বাড়তি আয়ের আশায় ফ্রিল্যান্সিং করছে। দিনে অফিস করে রাতে ফ্রিল্যান্সিং করছে৷ যারা সামান্য আয়ের শিক্ষকতা করে যেমন কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করে তারা পাশাপাশি ফ্রিল্যান্সিং ও করছেন। কারণ বাচ্চাদের ৩,৪ ঘন্টা ক্লাস করানোর পর সমস্ত দিন টাই পরে থাকে তাই বাকি সময় টা ফ্রিল্যান্সিং করার জন্য একদম উপযুক্ত।

#বাড়তি স্কিল ডেভেলপ করতে :
যখন একজন মানুষ ব্যস্ত থাকে তখন সে একটু রিলাক্স এর চিন্তা করে। কিন্তু লকডাউন এ দীর্ঘদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকদের সময় যেনো আর কাটছেনা। তাই শিক্ষকরা বাড়তি একটা স্কিল ডেভেলপ করতে অথবা ব্যস্ততার ভেতর সময় কাটাতে ফ্রিল্যান্সিং কে বেঁছে নিয়েছে। আবার এতে আরও একটি বড় সুবিধা হলো তারা এক্সট্রা টাকা ইনকাম করতে পারছেন।

মুলত এইসব কারণেই শিক্ষকরাও ফ্রিল্যান্সিং করছেন।

ডিজিটাল মার্কেটিং  এ নারীরা কতটুকু এগিয়ে যাচ্ছেন????নারীরা সফল সবদিকেই।তবে ডিজিটাল মার্কেটিং  এ যেহেতু একজন নারী ঘরে বসে...
06/01/2023

ডিজিটাল মার্কেটিং এ নারীরা কতটুকু এগিয়ে যাচ্ছেন????
নারীরা সফল সবদিকেই।তবে ডিজিটাল মার্কেটিং এ যেহেতু একজন নারী ঘরে বসেই মার্কেটিং করতে পারছেন সুতরাং সংসার সন্তান সামলে নারীরা এই সেক্টরে দ্রুত এগিয়ে যাচ্ছেন।
বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের ব্যাপারে বেশ সোচ্চার।
আর ডিজিটাল মার্কেটিং নারীকে কর্মমূখী করাতে আরো উৎসাহিত করছেন।
তাই আসুন ডিজিটাল মার্কেটিং করি...

 #কথায় আছে আমি নারী সবই পারি। #একজন গৃহিণী কে যখন সবাই বলেন সারাদিন তো ঘরেই বসে থাক,রান্না বান্না এ আর কঠিন কি?সবাই পারে...
06/01/2023

#কথায় আছে আমি নারী সবই পারি।

#একজন গৃহিণী কে যখন সবাই বলেন সারাদিন তো ঘরেই বসে থাক,রান্না বান্না এ আর কঠিন কি?সবাই পারে...
তখন আমাদের মা খাল্লাম্মা কিংবা আপা ভাবীদের মনে হয়তো অনেক কষ্ট হয়।
কারণ,এত কিছু করার পর ও কিছু করা আসলে টাকা ইনকামের সাথে রিলেটেড হয়ে গেছে।আর টাকা ইনকাম কি এত সহজ???
#চাকুরি বা ব্যবসা করতে হবে।চাকুরি সে তো এখন সোনার হরিণ। আপনি পড়লেই যে চাকুরি হবে তার কোন গ্যারান্টি নাই।বিশ্বাস না হলে বাংলাদেশে বেকার এর পরিসংখ্যান টা একটু চেক করবেন।

#ব্যবসা--যেন তেন ভাবে হয়না।ক্যাপিটল লাগে।বড় মাপের।সেটা কি সবার পক্ষে সম্ভব??????না।

তাহলে অল্প টাকায় একটা কোর্স করে হাতের এনড্রয়েড সেটটি ব্যবহার করে যেটা করতে পারেন সেটা হলো ফ্রি-ল্যান্সিং।আর বর্তমানে গৃহিণীরা ফ্র-ল্যান্সিং ক্যারিয়ারে সবচেয়ে বেশি সফল হচ্ছেন ***** #ডিজিটালমার্কেটিং #**** এ...

আপনি গৃহিণী নাম ঘুচিয়ে হয়ে উঠুন একজন ডিজিটাল মার্কেটার।যেই মানুষগুলা আপনাকে নিয়ে সমালোচনা করতো তাদেরকেই না হয় নিজের ডিজিটাল মার্কেটার হবার পরের ইনকামটা দিয়ে ট্রিট দিয়ে দিয়েন...

একজন ডিজিটাল মার্কেটার হতে সত্যিই একটা জিনিসই লাগে। সেটা হলো ইচ্ছা।আপনার ইচ্ছা থাকলে আপনি একজন সফল ডিজিটাল মার্কেটার হতে পারবেন❣️❣️❣️❣️

সময় গেলে সাধন হবেনা।বিখ্যাত এই গানটির  এই লাইনটি আমার খুবই পছন্দের...কারণ,সময় থাকতে আমরা অনেক কিছুই বুঝিনা।পরে আফসোস করি...
04/01/2023

সময় গেলে সাধন হবেনা।
বিখ্যাত এই গানটির এই লাইনটি আমার খুবই পছন্দের...
কারণ,সময় থাকতে আমরা অনেক কিছুই বুঝিনা।
পরে আফসোস করি।
এই যে অনলাইন ইনকাম নিয়ে এত এত পোস্ট দেখেন।আচ্ছা, এটা কি কখনো সম্ভব যে আপনি কোন কাজ করলেন না এমনে এমনে টাকা আসবে????????????????
এগুলা তো আসলে সম্ভব না।
কাজই ছেড়ে দিলেন শুরুতেই তাহলে কেমনে হবে।
আগে আপনার ফাউন্ডেশন টা মজবুত করুন।তারপর আসবে বিল্ডিং।
গোড়ায় গলদ করলে বিশ্বাস করুন কোন কিছুই হবেনা

একজন ডাক্তার কি ফ্রি-ল্যান্সিং  করতে পারেন?????????এই ধরণের প্রশ্ন সবসময় শোনা যায়।আচ্ছা কেন করতে পারবেন না???একজন ডাক্তা...
30/12/2022

একজন ডাক্তার কি ফ্রি-ল্যান্সিং করতে পারেন?????????
এই ধরণের প্রশ্ন সবসময় শোনা যায়।
আচ্ছা কেন করতে পারবেন না???
একজন ডাক্তার যদি SEO শেখেন তাহলে কোন একটি এলাকার একটি বিষয়ের জন্য সেরা ডাক্তারের তালিকায় গুগল তাকে সবার আগে তার নামটি দেখানোর জন্য প্রসেস করে দেবেন।আর এর ফলে একজন নব্য ডাক্তারের কি কি লাভ হতে পারে তা আর নাই বললাম❤️❤️❤️❤️❤️

বিশ্বাস না করলেও এটা সত্য গুগল এ আপনার নিজের নামটি সবার আগে দেখানোর প্রক্রিয়াটিও ফ্রি-ল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং এর ই একটি অপশন।
তাহলে আসুন দেরী না করে এই কাজ শিখে ফেলি...

মার্কেটিং মানে যেহেতু কোনো একটা কিছুকে সম্প্রসারণ করা সেটা কোনো পণ্য হোক বা কোনো পরিসেবা। যার মাধ্যমে একটা কোম্পানি তাদে...
28/12/2022

মার্কেটিং মানে যেহেতু কোনো একটা কিছুকে সম্প্রসারণ করা সেটা কোনো পণ্য হোক বা কোনো পরিসেবা। যার মাধ্যমে একটা কোম্পানি তাদের পণ্য বা পরিসেবার বিক্রি পরিধি বৃদ্ধি করে ব্র্যান্ডিং বৃদ্ধি করে।

এখন এই মার্কেটিং এর কাজটি যে করে থাকে তাকে আমরা বলি মার্কেটার। আর একজন মার্কেটার ভালো ভাবেই জানেন যে কিভাবে তার পরিসেবার মার্কেটিং করে তার টার্গেটেড লক্ষ্যে পৌঁছে যাবে। এই কাজটি যদি সে করতে না পারে তাহলে সে আর যাইহোক ডিজিটাল মার্কেটার না। তাহলে সে ডিজিটাল মার্কেটিং এ কিভাবে সফল হবে?

ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ ফ্রিতে শেখা সম্ভব। কিন্তু সেক্ষেত্রে আপনার অনেক সময় ব্যয় হবে। যদি সময় থাকে, তাহলে আপনি সময় ব্যয় করে সম্পূর্ণ ফ্রিতেই ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। আর যদি আপনার সামনে কোনো লক্ষ্য থাকে, কোনো মিশন থাকে, আপনি যদি ‘ডিজিটাল মার্কেটার’ হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তাহলে কিছুটা অর্থ ব্যয় করুন। অন্তত ৫ হাজার টাকা হলেও ব্যয় করুন। এটা আপনাকে অনেক অ্যাডভান্সড সাকসেস এনে দেবে।

ডিজিটাল মার্কেটিং এ কিভাবে সফল হব?
তাই আবারো বলছি, নিজেকে আগে ডিজিটাল মার্কেটিং এ স্কিলড করে তুলুন তাহলে আপনার কাজের অভাব হবেনা ইনশাআল্লাহ! আপনি কাজ করে কূলকিনারা পাবেননা। কেননা ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ের একটি ডিমান্ডিং প্রফেশন। দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে আর চলবেই।

সব শেষে বলবো আমার কাছ থেকে হোক বা অন্য কারো কাজ থেকে হোক ডিজিটাল মার্কেটিং টাকে হাতে কলমে শিখে ফেলুন এখুনি। তবে মেন্টর বাছাইয়ের ক্ষেত্রে অবসই গুরুত্বদিন, কারণ একজন ভালো মেন্টরেই পারে আপনাকে ভালো দিকনির্দেশনা দিতে।

আমি খুব অবাক হই যখন দেখি আমাদের দেশের অনেক মেধাবী ছাত্র চাকুরির অভাবে বেকারত্বকে অভিশাপ  ভেবে ঘরে বসে থাকে।অবাক হই কারণ,...
25/12/2022

আমি খুব অবাক হই যখন দেখি আমাদের দেশের অনেক মেধাবী ছাত্র চাকুরির অভাবে বেকারত্বকে অভিশাপ ভেবে ঘরে বসে থাকে।অবাক হই কারণ,তারা মানুষের ঘরে প্রাইভেট পড়ানোর জন্য টিউশন মিডিয়াগুলোতে টাকা দিয়ে টিউশন নেই।সেই টিউশন দুইমাসে ও চলে গেলে আসলে তার কিছুই করার থাকেনা।অথচ ওই টাকা টা দিয়ে সে যদি ফ্রি-ল্যান্সিং শেখে তাহলে সে অবশ্যই ইনকাম শুরু করতে পারবে এবং একটা সময় এই ইনকাম চাকুরির চেয়ে ও বেশি ইনকামে দাঁড়াবে।

কিন্তু না, আমরা খুব বেশি পরিমাণে সনাতনী হওয়াতে এখনো সেই পুরোনো পথেই এগিয়ে যাচ্ছি।

আসলে এই কেরিয়ারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত সম্মান দিয়েছেন সেখানে আমি আপনি একে কেরিয়ার না বলার তো কিছুই নাই।

আসুন ফ্রি-ল্যান্সিং শিখি, নিজের বেকারত্ব ঘুচায়❤️❤️❤️❤️❤️

ডিজিটাল মার্কেটিং এর ইতিহাস----এই প্রশ্নটি অনেকেই করে থাকেন যে, ডিজিটাল মার্কেটিং এর শুরুটা আসলে কিভাবে? ধরা হয় ১৯৯০ সা...
24/12/2022

ডিজিটাল মার্কেটিং এর ইতিহাস----
এই প্রশ্নটি অনেকেই করে থাকেন যে, ডিজিটাল মার্কেটিং এর শুরুটা আসলে কিভাবে? ধরা হয় ১৯৯০ সালে সার্চ ইঞ্জিন আর্চির যখন যাত্রা শুরু করে তখন থেকেই মুলত ডিজিটাল মার্কেটিং এর যাত্রা শুরু। ডিজিটাল মার্কেটিং এর যাত্রাটা বুঝতে হলে আগে ডিজিটাল মার্কেটিং টাইমলাইনটা দেখতে হবে।চলুন এক নজরে পড়ে ফেলি ডিজিটাল মার্কেটিং টাইমলাইন ঃ

– ১৯৯০ সালে কয়েকশো ওয়েবসাইট লিস্টিং এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন আর্চির যাত্রা শুরু

– ১৯৯৪ সালে AT&T এর প্রথম ক্লিকেবল ওয়েব এড ব্যানার রিলিজ, প্রথমবারের মতো ইকমার্স ট্রানসেকশন হয় নেটমার্কেট-এ এবং ইয়াহু তাদের কার্যক্রম শুরু করে

– ১৯৯৬ সালে HotBot, LookSmart, এবং Alexa রিলিজ করে ছোট ছোট সার্চ ইঞ্জিন বট। এই সার্চ ইঞ্জিন বট বা স্পাইডার নিজে নিজে ওয়েবে রিলিজ হওয়া ডাটা কালেক্ট করা শুরু করে।

– ১৯৯৭ সালে প্রথম সোশ্যাল মিডিয়া সাইট SixDegreee.com এর যাত্রা শুরু হয় যখনো কিনা মাইক্রোসফট এর MSN এবং গুগলের যাত্রা শুরু হয়নি।

– ১৯৯৮ সালে ইয়াহুতে যুক্ত হয় ওয়েব সার্চ অপশন এবং যাত্রা শুরু হয় গুগল সার্চ ইঞ্জিন এবংমাইক্রোসফট এর MSN এর।

– ২০০০ সাল থেকে ওয়েব জগতে রেভ্যুলুশন শুরু হয়। ইন্টারনেটের ইউজার ডাবল হয়ে যায়,

– ২০০১ এ প্রথম মোবাইল মার্কেটিং ক্যাম্পেইন চালু করে ইউনিভার্সাল মিউজিক।

– ২০০২ এ চালু হয় লিঙ্কডইন,

– ২০০৩ এ ওয়ার্ডপ্রেস এবং মাইস্পেস এর যাত্রা শুরু হয়।

– ২০০৪ এ জিমেইল নিয়ে আসে গুগল, একই বছর ফেইসবুক প্রাথমিকভাবে শুরু করে তাদের কার্যক্রম।

– ২০০৫ এ গুগল নিয়ে আসে ইউটিউব।

– ২০০৬ এ শুরু হয় টুইটার এর যাত্রা, এবং মাইক্রোসফট চালু করে লাইভ সার্চ। সাথে প্রথমবারের মতো ডিজিটাল মার্কেটিং এ স্প্লিট টেস্টিং এর চর্চা শুরু হয়।

– ২০০৭ এ টাম্বলার এবং আইফোন লঞ্চ হয়।

– ২০০৯ এ গুগলের ইন্সটেন্ট সার্চ রেজাল্ট চালু হয়। এবং একই বছর বন্ধ হয় গুগলের এফিলিয়েট নেটওয়ার্ক।

– ২০১০ সালে গুগল বাজ এবং হোয়াটসএপপ চালু হয়।

– ২০১১ তে গুগল বাজ সাটডাউন হয়, সাথে চালু হয় গুগল প্লাস এবং রিলিজ হয় গুগল পান্ডা।

– ২০১২ তে গুগলের নলেজ গ্রাফ চালু হয়, এবং সোশ্যাল মিডিয়া বাজেট ৬৪% ছাড়িয়ে যায়।

– ২০১৪ তে মোবাইলের ইন্টারনেট ইউজারের সংখ্যা পিসির ইন্টারনেট ইউজার এর সংখ্যা ছাড়িয়ে ফেলে। ফেইসবুক হোয়াটসএপ কিনে নেয়, এবং ফেইসবুক মেসেঞ্জার লঞ্জ করে, লিঙ্কডইন টেইলর্ড এড ফিচার যুক্ত করে।

– ২০১৫ তে স্ন্যাপচ্যাট ডিসকোভার ফিচার যুক্ত করে।

– ২০১৬ তে ফেইসবুক লাইভ এর যাত্রা শুরু।

আপনি জেনে অবাক হবেন বর্তমানে সারা বিশ্বে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫.১১ বিলিয়ন এবং এটি প্রতি নিয়তই বৃদ্ধি পাচ্ছে। আন্ড্রয়েট ফোন ব্যবহারকারী বৃদ্ধি পাওয়া মানে ইন্টারনেট ইউজার বৃদ্ধি পাওয়া।অপর দিকে ইন্টারনেট ইউজার বৃদ্ধি পাওয়া মানে, ডিজিটাল মার্কেটিং এর চাহিদা এবং গুরুত্ব বৃদ্ধি পাওয়া।

ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূলত ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে অনলাইনে কোন প্রোডাক্ট বা মার্কেটিং ক্যাম্প...
24/12/2022

ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূলত ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে অনলাইনে কোন প্রোডাক্ট বা মার্কেটিং ক্যাম্পেইন্স পরিচালনা করা। যত ধরনের অনলাইন মার্কেটিং আছে যেগুলোর মাধ্যমে আমরা কোন প্রোডাক্টের মার্কেটিং বা ক্যাম্পেইন করার জন্য যতগুলো পন্থা অবলম্বন করি সবগুলো মিলেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং বর্তমানে অনলাইন কেরিয়ারের পাশাপাশি টাকা ইনকামে ও বেশ উপরে আছে...

আবার অন্যভাবে বললে ডিজিটাল মার্কেটিং বলতে ইলেকট্রনিক যন্ত্র বা মাধ্যম ব্যবহার করে সম্পাদিত মার্কেটিংকে বোঝায়। ডিজিটাল মার্কেটিং ইলেকট্রনিক মাধ্যমের মাধ্যমে বিতরণ করা সমস্ত বিজ্ঞাপনের একটি বৃহত্তর শব্দ।

ডিজিটাল মার্কেটিং কত প্রকার??????

ডিজিটাল মার্কেটিং সাধারণত অনেক প্রকারের হয়ে থাকে।তার মধ্যে বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এ যে বিষয়গুলো সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে সেগুলো নিয়েই আজকে আমরা জানবো।

ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ

এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)

অনলাইন বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া মার্কেটিং

ইমেইল মার্কেটিং

এফিলিয়েট মার্কেটিং

কন্টাক্ট মারকেটিং

ইনবাউন্ড মার্কেটিং

অনলাইন প্রেস রিলিজ

 #ডিজিটাল মার্কেটিং বর্তমানে বেশ পরিচিত একটি টার্ম, যা হয়ত আপনি সোশ্যাল মিডিয়া বা কোনো ব্লগে শুনে থাকবেন। কি এই ডিজিটা...
22/12/2022

#ডিজিটাল মার্কেটিং বর্তমানে বেশ পরিচিত একটি টার্ম, যা হয়ত আপনি সোশ্যাল মিডিয়া বা কোনো ব্লগে শুনে থাকবেন। কি এই ডিজিটাল মার্কেটিং, এর সুবিধাসমূহ কি ও কিভাবে ডিজিটাল মার্কেটিং থেকে আয় করা যায়, সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই পোস্টে।

ডিজিটাল মার্কেটিং কি? – What’s Digital Marketing?
ইন্টারনেট বা যেকোনো ধরণের ডিজিটাল যোগাযোগ এর মাধ্যম ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচার চালানোকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেইল, সোশ্যাল মিডিয়া, ওয়েব-ভিত্তিক বিজ্ঞাপন এর পাশাপাশি এসএমএস, অডিও মার্কেটিং চ্যানেল, ইত্যাদিও অন্তর্ভুক্ত। অর্থাৎ যে মার্কেটিং ক্যাম্পেইনে ডিজিটাল যোগাযোগ অন্তর্ভুক্ত, সেটিই হলো ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং এর সুবিধা----
খুব সহজে বিশাল অডিয়েন্সের কাছে পোঁছানো যায় বলে ডিজিটাল মার্কেটিং অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরো অনেক সুবিধা বিদ্যমান, চলুন জেনে নেওয়া যাক ডিজিটাল মার্কেটিং এর উল্লেখযোগ্য সুবিধাসমূহ সম্পর্কে।

বিশ্বব্যাপী রিচ---
কোনো বিজ্ঞাপন যখন গ্লোবালি টার্গেট করে অনলাইনে পোস্ট করা হয়, তখন বিশ্বের সকল প্রান্তের ইন্টারনেট ব্যবহারকারীগণ উক্ত বিজ্ঞাপন দেখতে পাবেন। কোনো ব্যবসাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।

কৃষ্ণপক্ষ থাকে ১৫ দিন। বাকি ১৫ দিন থাকে শুক্লপক্ষ।অর্থাৎ  অমাবস্যার রেশ থাকে ১৫ দিন।বাকিটাতে থাকে পূর্ণিমা। জীবন ও তেমন।...
22/12/2022

কৃষ্ণপক্ষ থাকে ১৫ দিন। বাকি ১৫ দিন থাকে শুক্লপক্ষ।অর্থাৎ অমাবস্যার রেশ থাকে ১৫ দিন।বাকিটাতে থাকে পূর্ণিমা। জীবন ও তেমন।কাজের সফলতা হলো শুক্লপক্ষের দিন গুলোর মতো।কিন্তু কাজ করাটা হলো কৃষ্ণপক্ষের মতো।

আপনারা হয়তো ভাবছেন আমি আজ এত পক্ষ নিয়ে কথা বলছি কেন?এটা তো জ্যোতির্বিজ্ঞানীর কাজ।

হ্যাঁ ঠিক।কিন্তু আমি ও আজ এমন একটি কাজের সাথে জড়িত যেখানে আপনি কাজ করবেন যতোটা ফল অবশ্যই পাবেন ততোটা।কারণ,কাজই এখানে সব।কাজ করে ফল পাবেন না তা হবেনা তা হবেনা।।

বলছিলাম ডিজিটাল মার্কেটিং এর কথা।এই জগৎটাই এমন যে এখানে শুরুর দিকের সময় টা অনেকটা অমাবস্যা-পূর্ণিমার মতো ব্যাপার।কাজ করবেন যখন ফলটা পাবেন কিছুদিন পর।

কাজেত ধরণ অনেক ধরণের আছে।এই ধরণ গুলো নিয়ে আমি আসবো আবার পরের পোস্টে...

ফেইসবুকে পেইজ খুলে রাখলাম কিন্তু রিচ হচ্ছেনা।নিজের আইডি প্রফেশনাল কেন নয়???ইউটিউব চ্যানেল আছে বাট ইনকাম নাই।এই সমস্যার স...
21/12/2022

ফেইসবুকে পেইজ খুলে রাখলাম কিন্তু রিচ হচ্ছেনা।
নিজের আইডি প্রফেশনাল কেন নয়???
ইউটিউব চ্যানেল আছে বাট ইনকাম নাই।এই সমস্যার সমাধান চান????ফ্রি-ল্যান্সিং এ আগ্রহী হোন।এটাই পারে এর সমাধান করতে

সমাধান তখনই পাবেন যখন আপনি এই ব্যাপারগুলো বুঝবেন।এগুলা সম্পর্কে জানবেন শিখবেন।

আমরা অনেক ফেইসবুক ইউজারের প্রোফাইলে দেখি Digital Creator...
এর মানে কি?
কয়জন ফেইসবুক ইউজার এগুলা বলতে পারবেন বলুন তো????

আসুন আমরা এগুলা সম্বন্ধে জানি।আগ্রহী হই।
তাহলে আমার এম বি খরচ করে ফেইসবুক ব্যবহার করার পাশাপাশি ফেইসবুক ও আমাকে ইনকাম করার সুযোগ করে দিবে।
তাই নিজের ক্যারিয়ারকে ফ্রি -ল্যান্সিং এর মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করা উচিৎ।।
প্রধানমন্ত্রী ও বলেছেন ফ্রি-ল্যান্সিং করুন❤️❤️❤️

আগের পোস্টে লিখেছিলাম ব্লগ ব্লিখে কিভাবে আয় করা যায় সেই নিয়ে।সেই ধারাবাহিকতায় আজকে এলাম ব্লগ কি করে খুলবেন সেই বিষয়  নিয়...
21/12/2022

আগের পোস্টে লিখেছিলাম ব্লগ ব্লিখে কিভাবে আয় করা যায় সেই নিয়ে।সেই ধারাবাহিকতায় আজকে এলাম ব্লগ কি করে খুলবেন সেই বিষয় নিয়ে।

মোবাইল দিয়ে ফ্রিতে ব্লগ ওয়েবসাইট তৈরি করে মাসে স্মার্ট ইনকাম আয় করুন
মোবাইলে কিভাবে ব্লগ তৈরি করবেন??

বর্তমান সময়ে ব্লগ বানানো এবং নিজের একটি ব্লগ তৈরি করা অনেকটা সহজ হয়ে গেছে। করণ আমরা খুব সহজে Blogger.com বা WordPress Software দিয়ে একটি প্রফেশনাল ব্লগ তৈরি করে নিতে পারি। এই ব্লগ আপনি নিজে কারও কোনো রকমের সাহায্য ছাড়া বানিয়ে নিতে পারবেন।কিভাবে?

WordPress Software দিয়ে ব্লগ তৈরি করার জন্য আপনাকে কিছু টাকা খরচ লাগবে। কিন্ত আপনি যদি সম্পর্ন ফ্রিতে ব্লগ বানিয়ে নিতে চান তাহালে Google এর Blogger দ্বারা সম্পর্ন ফ্রিতে কোনো প্রকার টাকা পয়সা খরচ না করে একটি ব্লগ বানিয়ে নিতে পারবেন।

আজকে আমি এই পোস্টের মাধ্যমে আপনাদের Blogger Website ব্যবহার করে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ব্লগ সাইট বানিয়ে নিতে হয় সেটা বলবো। আর এটা বোঝার জন্য শুধু মন দিয়ে পড়বেন। তাহালে আপনি নিজে নিজে ব্লগ বানিয়ে নিতে পারবেন।

একটা কথা মনে করিয়ে দিতে চাই সেটা হলো প্রথমে আপনার ব্লগে কাজ করতে একটু ঝামেলা মনে হতে পারে কিন্ত পরে ঠিকই মজা পাবেন। বিশ্বের লক্ষ লক্ষ মানুষরা ব্লগিং কে তাদের ব্যবসা বানিয়ে নিয়েছে এবং তারা প্রতি মাসে প্রচুর পরিমানে টাকা আয় করছে। আপনি ও যদি চান তাহালে ব্লগিং করে ঘরে বসে আয় করতে পারেন প্রতি মাসে ২৫ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত। তার জন্য প্রথমে একটু ধৈর্য ধরে লেগে থাকবেন। আপনি সফল (Success) হবেন ১০০%.

 #আমি কিভাবে ব্লগ-এ লেখালিখি করে টাকা উপার্জন করতে পারি?এই প্রশ্ন অনেকেই করেন।তার মানে আপনি লেখালিখি করতে পারেন।যেহেতু আ...
20/12/2022

#আমি কিভাবে ব্লগ-এ লেখালিখি করে টাকা উপার্জন করতে পারি?এই প্রশ্ন অনেকেই করেন।

তার মানে আপনি লেখালিখি করতে পারেন।

যেহেতু আপনি লেখালিখি করতে পারেন সেহেতু আপনি ব্লগিং করে টাকা আয় করতে পারবেন

ইংরেজী,বাংলা যেই ভাষায় আপনি দক্ষ তা থেকে ফ্রিল্যান্সিং রাইটার হয়ে অনলাইন থেকে প্রতিমাসে ৩০০ হতে ১০০০ ডলার পর্যন্ত আয় করা যায়।

নিজের ব্লগিং ওয়েবসাইট

আপনি একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে লেখালেখি করা শুরু করতে পারেন। আপনার পছন্দের যে কোন একটি বিষয় নিয়ে লিখতে পারেন।

ব্লগ থেকে আয় করতে চাইলে বেশ কয়েকটি বিষয় জানতে হবে।

বেসিক এসইও
বেসিক এইচটিএমএল
বিষয় ভিত্তি লেখার অভিজ্ঞতা।
একটা সময় আপনি আপনার ওয়েবসাইট এ গুগল এ্যাডসন্স থেকে আয় করতে পারবেন।

Address

Mehedibag
Chittagong

Telephone

+8801864988689

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aparupa Debi Moury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aparupa Debi Moury:

Share


Other Digital creator in Chittagong

Show All