Ayesha Akther Popy

Ayesha Akther Popy Ayesha Akther Popy is ready to give you full computer skill and freelancing service.
(1)

সাধারণত ফ্রিল্যান্সররা বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস এর মাধ্যমে বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে থাকেন। মূলত এই...
31/08/2023

সাধারণত ফ্রিল্যান্সররা বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস এর মাধ্যমে বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে থাকেন। মূলত এই মার্কেটপ্লেসগুলো আউটসোর্সিংকারিদের সাথে ফ্রিল্যান্সারদের সংযোগ স্থাপন করে থাকেন। যারা আউটসোর্সিং বা জব পোস্ট করে থাকেন তাদের বলা হয় বায়ার বা ক্লায়েন্ট এবং যারা কাজগুলো সম্পন্ন করেন তাদের বলা হয় সেলার বা ফ্রিল্যান্সার। বর্তমানে বহুল ব্যবহৃত মার্কেটপ্লেসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় তালিকায় রয়েছে ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম সহ আরো বেশ কিছু অনলাইন সাইট রয়েছে। মার্কেটপ্লেসগুলো সেলারদের কাছ থেকে ক্ষেত্র বিশেষে ১০% থেকে ২০% পর্যন্ত চার্জ নিয়ে থাকে। এই সাইটগুলোতে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কাজ শেষ হওয়ার পর ক্লায়েন্ট এর কাছে বারবার টাকা চাওয়া বা ধর্না দেয়ার বিষয় থাকে না। কারন সবকিছু ঠিকঠাক সম্পন্ন হলে ক্লায়েন্ট এর একাউন্ট থেকে অটোমেটিকালি সেলার এর একাউন্টে ডলার ট্রান্সফার হয়ে যায়।

26/08/2023

🙋‍♂️সময়ের সাথে সাথে প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং এর চাহিদা বাড়ছে । আর ফ্রিল্যান্সিং এর চাহিদা যেমন বাড়ছে তেমনি নেটওয়ার্ক মার্কেটিং এর চাহিদা বাড়ছে আপনি না চাইলেও আগামী ৫ বছর এর মধ্যে কোন না কোন ভাবে নেটওয়ার্ক মাকেটিং এর সাথে যুক্ত থাকবেন। তাই সময় নষ্ট না করে নেটওয়ার্ক মাকেটিং এর কাজ শিখে ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম করুন.✅✅✌️

Digital marketing ki(What is Digital marketing) **বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। পৃথিবী এখন হাতের মুঠোয়। এখন ঘরে বসে মানু...
25/08/2023

Digital marketing ki(What is Digital marketing)

**বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। পৃথিবী এখন হাতের মুঠোয়। এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরা খবর রাখতে পারেন।

**ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা বা বিজ্ঞাপন দেওয়া।সোসাল মিডিয়া গুলোতে বিজ্ঞাপন দেওয়ার হার সবচেয়ে বেশি।
এর কারন বিশ্বে ৫৫.৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যাবহার করছে তার মধ্যে ৭৫শতাংশ মানুষ নিয়মিত সোসাল মিডিয়া ব্যবহার করছে।

আরো সহজ ভাষায় বলা যায়,ইন্টারনেটের সাহায্যে কোনো প্রডাকট বা সেবা অনলাইেন মানুষের মাঝ পৌঁছে দেওয়া বা প্রচার প্রচারনা করাকে Digital marketing বলে।
★★৷ সোশাল মিডিয়া ওDigital মাধ্যম গুলোকে কাজে লাগিয়ে ব্যবসার পথ উন্নত হচ্ছে।

Digital marketing এর কতগুলো মাধ্যম আছে। তার মধ্যে
সেরা মাধ্যম গুলো হলোঃ
👉Search engine optimization (SEO)
👉Search engine marketing (SEM)
👉Content Marketing
👉Social Media Marketing (SMM)
👉Digital Display Marketing
👉Mobile Marketing
👉Email Marketing
👉Affiliate Marketing

🌹Search Engine Optimization (SEO) কী🌹
★SEO হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ওয়েব সাইটের কীওয়াডকে সার্চ ইঞ্জিনেকে রেনক করানো হয়।
SEO হলো তিন ধরনেরঃ
1.white hat SEO
2.Gray Hat SEO
3.Black hat SEO

🌹Search engine marketing (SEO) বা
হলো একটি ব্যপক মার্কেটিং কৌশল যা প্রাথমিকভাবে ব্যবসায় ট্রাফিক ড্রািইভ করবে।

🌹Content marketing
*যে কোন বিষয় অথবা বস্তু সম্পর্কে একটি সাজানো কনটেন্ট তার মান বাড়াতে সাহায্য করে।
🌹Social Midia Marketing
বিশ্বে মোট ইন্টারনেট ব্যবহারকারীদের 75%কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত।এই বিশাল অংশের মানুষের কাছে সহজে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়া।

🌹Digital Display Marketing
digital display বিজ্ঞাপনগুলো কিছুটা ব্যয়বহুল। ওয়েবসাইট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্যানার,স্লাইড শো, ছবি বা ভিডিও আকারে বিজ্ঞাপন প্রদর্শন করা কে ডিজিটাল ডিসপ্লে মারকেটিং বলে। 👍Mobile Marketing
জিএসএমএর হিসেবে বিশ্বেমোবাইল সংযোগ এর সংখ্যা ৪৯২ কোটি।মোবাইল ফোন ব্যবহার করে আরো বেশি সফলভাবে যে কোনো পন্যের প্রচার বিক্রয় করা যায় অনেক দ্রুত।
🌹 Email Marketing
Email marketing তিন ধরনেরঃ
1.Email Tamplate
2.Email Collection
3.Email Delivery
🌹Affiliate Marketing
Affiliated marketing টি কে সাধারণত বলা হয় যায় অন্যের প্রোডাক্ট মার্কেটিং।

👉ইমেল মার্কেটিং কি?ইমেইল মার্কেটিং এর জেনারেশন এর মাধ্যমে আমরা সম্ভাব্য ক্রেতা দের ফোন নাম্বার, ইমেইল এড্রেস এগুলো ডেলিভ...
19/08/2023

👉ইমেল মার্কেটিং কি?

ইমেইল মার্কেটিং এর জেনারেশন এর মাধ্যমে আমরা সম্ভাব্য ক্রেতা দের ফোন নাম্বার, ইমেইল এড্রেস এগুলো ডেলিভারি করার পরে তাদেরকে এসএমএস বা ই-মেইল এর মাধ্যমে আমাদের অফারগুলো করে থাকি।

অনলাইন ইন্টারনেটে ডিজিটালি যেকোনো পণ্য (product) বা সার্ভিস (service) মার্কেটিং করার এ অনেক সহজ এবং লাভজনক উপায়। Email marketing এমন একটি online marketing technique যার দ্বারা আপনি আপনার product বা কনটেন্ট এর জন্য অনেক কাস্টমার ইমেইল (email) এর মাধ্যমে ঘরে বসেই পেয়ে যাবেন। এবং, আপনার product এর মার্কেটিং করার জন্য কোনো জায়গায় যেতে হবেনা। এটাই হলো ইমেইল মার্কেটিং।

👉  ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যম...
17/08/2023

👉 ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

👉 কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে? (What are the skills do you need for Freelancing?)
অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং (Freelancing) করতে পারবো? কি কি জিনিস দরকার এই কাজের জন্য? আসলে সত্যি কথা বলতে তেমন কিছুই লাগবে না আপনাকে এই পেশা শুরু করার জন্য। প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য্য। এগুলো থাকলেই আপনি এই সেক্টরে নিমিষেই সফল হবেন।

এর পাশাপাশি আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা এবং কাজ চালানোর মতো ইংরেজি জানা। ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারনা ও গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা এক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে। এই ছিল মুলত প্রয়োজনীয় বিষয়াবলী যা আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য যোগ্য করে তুলবে।

সফল হতে হলে তিনটা জিনিস জরুরী1)পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে।2)চেতনা বা সাধনা থাকতে হবে।3)সমালোচনার ভয়কে আত্মসংযম র...
16/08/2023

সফল হতে হলে তিনটা জিনিস জরুরী
1)পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে।
2)চেতনা বা সাধনা থাকতে হবে।
3)সমালোচনার ভয়কে আত্মসংযম রেখে হজম করার শক্তি থাকতে হবে।

**আমরা অনেকেই পরিশ্রম করতে পারিনা, এটা যতটানা শারীরিক কারন তার থেকে অধিক হচ্ছে মানসিক কারণ,যার জন্য পরিশ্রম করার মনবল হারিয়ে যায়।

**যে কোন কাজ বা আপনার স্বপ্নের জন্য অবশ্যই আপনাকে চেতনা বা সাধনা করতে হবে,নতুবা কখনোই সফলতা আসবেনা।

**সমালোচনার ভয়কে গিলে খেয়ে ফেলতে হবে, যদি আপনি সমালোচনার ভয়কে গ্রাস করতে না পারেন,তাহলে ওই ভয়টাই একদিন আপনাকেই গ্রাস করে ফেলবে।
কে কি বলল, কে কি করলো, ওটা দেখার বিষয় না,
আপনি আপনার কাজের উপর বিশ্বাস রেখে কাজ করুন সফলতা আসবেই🥰

T- Shirt design
16/08/2023

T- Shirt design

Name logo design... 👇
16/08/2023

Name logo design... 👇

15/08/2023

ফ্রিল্যান্সিং মেয়েদের জন্য সুবিধাজনক একটি পেশা। বাসায় বসে কাজ করা যায়, যাতায়াতের জন্য সময় ও অর্থ ব্যয় করতে হয় না। তাই শুধু মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং প্রয়োজন না যারা বেকার জীবন পার করছেন বা চাকরির পাশাপাশি বাড়তি আয় করতে চান তাদের জন্য ও ফ্রিল্যান্সিং করা প্রয়োজন।

আজকে আমরা জানব আউটসোর্সিং সম্পর্কে --১। আউটসোর্সিং কি?২। আউটসোর্সিং সেক্টরে ক্যারিয়ার গড়তে হলে কি কি করতে হবে?৩। আউটসোর্...
11/08/2023

আজকে আমরা জানব আউটসোর্সিং সম্পর্কে --
১। আউটসোর্সিং কি?
২। আউটসোর্সিং সেক্টরে ক্যারিয়ার গড়তে হলে কি কি করতে হবে?
৩। আউটসোর্সিংয়ে কি কি কাজ রয়েছে?
৪। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি কি?
১। আউটসোর্সিং কি?
ইন্ডাস্ট্রিটি ইন্টারনেট মাধ্যমের উপর নির্ভরশীল হয়ে সততার ও আত্মবিশ্বাসের সাথে কাজ করার প্রসেসই হলো আউটসোর্সিং। এই সেক্টরের যে-কোনো কাজ কোম্পানির অভ্যন্তরীণ কর্মচারীকে দিয়ে করানো হয়ে থাকে। এই ডিজিটাল যুগে চাহিদাপূর্ণ ক্যারিয়ারগুলোর মধ্যে একটি হলো এই আউটসোর্সিং। দক্ষ, ধৈর্য্যশীল, এবং সৃষ্টিশীল হলো আউটসোর্সারের মুল গুন ।

২। আউটসোর্সিং সেক্টরে ক্যারিয়ার গড়তে হলে বেশ কিছু জিনিসের হরহামেশাই প্রয়োজন হয়ে থাকে এই আউটসোর্সিং সেক্টরে।
✅ নতুন কাজ শিখতে অনাগ্রহ প্রকাশ করা যাবে না।
✅ নিয়মিত নিজেকে নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে নিজেকে আরো বেশি দক্ষ করে তুলতে হবে।
✅ধৈর্য্য ধরে লেগে থাকার মন মানসিকতা থাকতে হবে।
✅কাজ পেলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার মন-মানসিকতা থাকতে হবে।
✅ যে, যে বিষয়ে দক্ষ সে বিষয়ে নিজের জ্ঞানকে আগের চাইতে আরো ধারালো করে তুলতে হবে।

৩। আউটসোর্সিংয়ে কি কি কাজ রয়েছে?
আউটসোর্সিং সেক্টরে মূলত গ্রাহকের চাহিদা অনুযায়ী এই কাজগুলি একজন আউটসোর্সারকে করে দিতে হয়। যেমনঃ-
✅ কাস্টমার সার্ভিস
✅ ওয়েব ডেভেলাপমেন্ট
✅ওয়েবসাইট মেইনটেইনেন্স
✅গ্রাফিক ডিজাইন
✅অ্যাকাউন্টিং এবং বুককিপিং
✅সেলস এবং মার্কেটিং
✅কপিরাইটিং
✅ডিজাইন ও ম্যানুফ্যাকচারিং
✅ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্টেন্স
✅ব্যাক অফিস অ্যাসিস্টেন্স
✅ কাস্টমার সার্ভিস ইত্যাদি ।

৪। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি কি?
খুব সহজ করে পার্থক্য করার চেষ্টা করলে বলতে হয়। একজন ফ্রিল্যান্সার নিজেই নিজের আইটি রিলেটেড কাজ করে থাকে । একজন মানুষ কর্তৃক কর্মকান্ড যার নির্ধারিত কোন নিয়োগকর্তা থাকে না এমন কাজ হলো ফ্রিল্যান্সিং।
আউটসোর্সিং একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে চুক্তিবদ্ধ করে মূল কাজটি সমন্বয় এবং সম্পন্ন করে এবং একটি সাংগঠনিক প্রক্রিয়ায় কাজ শেষ হয় সেই কাজটিকেই মূল বলা হয় আউটসোর্সিং ।
আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন কোনো কাজ ইচ্ছার বিরুদ্ধে করতে বাধ্যগত হবেন না। কিন্তু আউটসোর্সিং করতে গেলে কাজ নিয়ে ফেলার পরে পছন্দ না হলেও সেই কাজটি আপনাকে করতে হবে।
সবাইকে ধন্যবাদ🥰


Happy success biz family

✅ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য ৫ টি টিপস:👉১। ধর্য্যশীল হতে হবে, কিছু দিন চেষ্টা করে হতাশ হয়ে কাজ ছেড়ে দেওয়া যাবে না। হত...
11/08/2023

✅ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য ৫ টি টিপস:

👉১। ধর্য্যশীল হতে হবে, কিছু দিন চেষ্টা করে হতাশ হয়ে কাজ ছেড়ে দেওয়া যাবে না। হতাশা এবং ব্যর্থতা আসবেই, কিন্তু ধর্য্যের সহিত লেগে থেকে সফলতার দিকে এগিয়ে যেতে হবে।

👉২। শুধু কোনো একটি বিষয়ের উপর দক্ষতা অর্জন করলে হবে না, বিভিন্ন মার্কেটপ্লেসের উপর ও দক্ষতা অর্জন করতে হবে। কিভাবে মার্কেটপ্লেসে কাজ করতে হয় তা শিখতে হবে। অনেক মার্কেটপ্লেস আছে কাজ করার জন্য, কিন্তু আমি মনে করি নতুনদের জন্য ফাইভার ও পিপল পার আওয়ার বেস্ট এবং সহজ।

👉৩। ফ্রিল্যান্সিং শুরু করেই যে রাতা-রাতি লাখ লাখ টাকা আয় করা শুরু করবেন বা বড়লোক হয়ে যাবেন এমন চিন্তা-ভাবনা মাথা থেকে ডিলিট করে দিতে হবে।

👉৪। ফ্রিল্যান্সিং করে অনলাইনে ইনকাম করার অনেক পথ আছে, কিন্তু আপনি যদি একাধিক পথ থেকে আয় করার চেষ্টা করেন তাহলে ব্যর্থতার সম্ভাবনা অনেক বেশি। তাই যেকোনো একটি পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

👉৫। ইংলিশ ভালো জানতে হবে। যারা ইংলিশ ভালো জানে তারা অন্নান্য দক্ষ ফ্রীলান্সারদের থেকে অনেক বেশি ইনকাম করে। তাই ডে বাই ডে ইংলিশ চর্চা করে ভালোভাবে আয়ত্ত করতে হবে।

01/07/2023

🫴 ফ্রিল্যান্সিং ।।
যেটা কী না হাজারো ব্যক্তির জীবিকা নির্বাহের প্রথম মাধ্যম হয়ে উঠেছে ।।

এখন শুধু ছেলেরাই নয় হাজারো নারীও ফ্রিল্যান্সিং কাজে নিজেকে দক্ষ করে মাসে ইনকাম করছে লক্ষাধিক টাকা।
মেয়েরা ও পারে নিজেকে প্রতিষ্ঠিত করতে 🌹

Happy freelancing
Happy success biz family ❤️

29/06/2023

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাকসেস বিজ ফ্যামেলির পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
Freelancing Life
Success biz family
The Future begins Here.

➡️নিশ (Niche) কি? ✨নিশ মানে হল একটি স্পেসিফিক  বিষয়। যেমন একটি ব্লগ তৈরি করলেন এবং ব্লগে টেকনোলজি বিষয়ে পোস্ট লিখবো। ...
24/06/2023

➡️নিশ (Niche) কি?

✨নিশ মানে হল একটি স্পেসিফিক বিষয়। যেমন একটি ব্লগ তৈরি করলেন এবং ব্লগে টেকনোলজি বিষয়ে পোস্ট লিখবো। তাহলে তখন আমাদের ব্লগের নিশ হবে টেকনোলজি। অর্থাৎ আমরা ব্লগে যে বিষয়ের উপর আর্টিকেল লিখবো সে বিষয়টাই হচ্ছে একটা নিশ।

💁‍♀️নিশ কেন গুরুত্বপূর্ণ?
নিশ কেন গুরুত্বপূর্ণ তার উত্তর রয়েছে আমাদের নিজের কাছেই। মানে যদি প্রশ্ন করা হয় কেন ব্লগিং সেক্টরে কাজ করি, উত্তরে সবাই প্রায় একই কথা বলবে, একটি সফল কেরিয়ার গড়তে। আর এই সফল কেরিয়ারের অন্যতম একটি শর্ত হচ্ছে সঠিকভাবে নিশ বাছাই করা।

☑️যদি আমরা আমাদের পছন্দমত ভালো নিশ নির্বাচন করতে না পারি তাহলে ব্লগে ভালো মানের আর্টিকেল লেখাটা বেশ কঠিন হয়ে পড়ে। পছন্দমত ও ভালো মানের নিশ নির্বাচন করার অনেকগুলো সুবিধা রয়েছে।

☑️পছন্দমত নিশ হওয়ার কারণে আর্টিকেলটি মানসম্মত, সাজানো গোছানো এবং অর্থপূর্ণ হবে। আর মানসম্মত আর্টিকেলের কারনে ভিজিটররা আর্টিকেল পড়ে সন্তুষ্ট হবে। এর ফলে ব্লগে ভিজিটর বাড়তে থাকবে এবং সাইট র‍্যাংক করবে। #ব্লগ অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়ে যাবে।এই হচ্ছে সঠিকভাবে নিশ বাছাই করার ফলাফল।

নিশ পছন্দমত এবং সঠিকভাবে না হয়, তাহলে ব্লগ বা আর্টিকেল সুন্দর হবেনা
তাই যেকোনো বিষয় এর নিশ সিলেক্ট করে তার উপর আমরা আমাদের আর্টিকেল সুন্দর করে তৈরি করতে পারি।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কী?ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরুর আগে প্রথমেই আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আসলে...
17/06/2023

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কী?

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরুর আগে প্রথমেই আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আসলে কী?

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেদিকে বায়ার বা ক্লায়েন্ট কাজ করিয়ে নেয় এবং ফ্রিল্যান্সররা কাজ সম্পূর্ণ করে দিয়ে টাকা উপার্জন করেন।

আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান এবং নিজের ক্যারিয়ার গড়তে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে পারদর্শী হতে হবে। এর জন্য সেরা কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে।

কন্টেন্ট রাইটিং কি?🤔ইন্টারনেটে কনটেন্ট এর উপর আলোচনা কিংবা পোস্টের কোন শেষ নেই। কিন্তু সবগুলো আলোচনা বা পোস্ট কি কনটেন্ট...
12/06/2023

কন্টেন্ট রাইটিং কি?🤔

ইন্টারনেটে কনটেন্ট এর উপর আলোচনা কিংবা পোস্টের কোন শেষ নেই। কিন্তু সবগুলো আলোচনা বা পোস্ট কি কনটেন্ট এর আওতায় পড়ে। প্রকৃতপক্ষে, কোন ধরনের আলোচনা বা পোস্টগুলো কনটেন্ট এর আওতায় পড়ে - তা জেনে নিন আজকের আলোচনা থেকে।

👉কোন নির্দিষ্ট বিষয় নিয়ে যখন ইন্টারনেটে আকর্ষণীয়ভাবে বিস্তারিত আলোচনা লিখিত বা পাঠ করে তুলে ধরা হয় তখন তাকে কনটেন্ট বলে।

👉কনটেন্ট চার ধরনের বিষয় নিয়ে হতে পারে:

১। ছবি বা ইমেজ
২। ভিডিওর মাধ্যমে
৩। অডিওর মাধ্যমে
৪। লিখিতভাবে

এই চারটি বিষয়ের যে কোনোটির উপর কনটেন্ট লেখা হোক না কেন, যদি নির্দিষ্ট বিষয় নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করা না হয়, তবে তা কনটেন্ট এর আওতায় পড়বে না।

👉লেখালেখির ক্ষেত্রে কমপক্ষে ১০০-২০০ বা তার বেশি শব্দের মধ্যে কনটেন্ট লিখতে হবে। তবে কারো লেখা কপি করা যাবে না।

আপনি যে ভাষায় কনটেন্ট লিখেন না কেন, তার ব্যাকরণের নিয়ম-কানুন ঠিক রেখে ভাষাটাকে প্রাঞ্জল করে তুলতে হবে। ভাষার মধ্যে বৈচিত্র্যতা আনতে হবে।

👉যেকোনো কনটেন্টের চারটি অংশ থাকে। যেমন:

১। Title/শিরোনাম
২। Introduction/সূচনা
৩। Body/মূল অংশ
৪। Conclusion/উপসংহার

♥️Title/শিরোনামে আপনি কনটেন্টটি সম্পর্কে এমন একটি বাক্য লিখতে পারেন, যা কনটেন্টের পুরো বিষয়কে ধারণ করে।💚

🤎Introduction/সূচনাতে আপনি কনটেন্টটি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে পারেন ।💜

💚Body/মূল অংশে আপনি পুরো কনটেন্টের বিবরণ তুলে ধরবেন।♥️

💛Conclusion/উপসংহার অংশে আপনি সংক্ষিপ্তভাবে এমন কিছু তুলে ধরতে পারেন, যা আপনি পুরো কনটেন্টের মাধ্যমে বুঝাতে চেয়েছেন।💚

👉 কন্টেন্ট রাইটারের দক্ষতা:

একজন কনটেন্ট রাইটারের অনেকগুলো দক্ষতার প্রয়োজন রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো -
১। ভাষাগত জ্ঞান (যে ভাষায় কনটেন্টটি লেখা হবে)
২। কোনো বিষয় নিয়ে গবেষণা করার দক্ষতা
৩। ভাষার মধ্যে প্রাঞ্জলতা আনতে পারা
৪। সহজবোধ্য করে তোলার ক্ষমতা
৫। ভাষায় বৈচিত্র্যতা আনতে পারা
৬। শুদ্ধ বানানে লেখার দক্ষতা

👉 ভালো কনটেন্ট তৈরির উপায়:

১। অনলাইনে বিভিন্ন কনটেন্ট গুলো ভালোভাবে পড়ে একটা সামগ্রিক ধারণা অর্জন করা।
২। কনটেন্টের বাক্যগুলোতে প্রয়োজনে আগে-পরে ব্যাক্যের সাথে মিল রেখে কার্টুন বা ইমোজি রিয়েক্ট ব্যবহার করা।
৩। অন্যের কনটেন্ট কপি পেস্ট না করে স্বতন্ত্র কনটেন্ট তৈরি করা।
৪। বানান এবং বাক্য গঠনের দিকে খেয়াল রাখা।
৫। অনেক বড় লেখা না লিখে প্রয়োজনে প্যারা আকারে ছোট ছোট করে লেখা।
৬। নিশ্চিত না হয়ে অনুমানের ভিত্তিতে কোন তথ্য না দেওয়া।
৭। নির্দিষ্ট কোনো তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য সূত্র ব্যবহার করা।
৮। যথাযথ কি-ওয়ার্ড ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা।
৯। নিয়মিত চর্চা করা।

👉কনটেন্টকে আকর্ষণীয় করার উপায়:

১। আকর্ষণীয় Title/শিরোনাম ব্যবহার করা।
২। সঠিক Introduction/সূচনা তৈরি করা।
৩। কন্টেন্টের Body/মূল অংশ সাজিয়ে লিখা।
৪। অনুপ্রেরণামূলক Conclusion/উপসংহার তৈরি করা।

🥀পরিশেষে এটিই বলব যে, আপনার মন কি চাচ্ছে, আপনি কোন বিষয়ে লিখতে চান, সেই বিষয়ে ভালো করে জানুন, সঠিক তথ্য সংগ্রহ করে তা উপস্থাপন করুন। তবে আপনার কনটেন্টটি আকর্ষণীয় হয়ে উঠবে এবং তা পাঠকের কাছে গুরুত্ব পাবে।🌹

তুমি বেকার...? _17-18 বছর পড়াশোনা করেও বেকার শব্দ শুনতে হয় কারন এই 17-18 বছর আমরা শুধু পড়াশোনাই করেছি কিন্তু কোনো দক্ষতা...
11/06/2023

তুমি বেকার...?

_17-18 বছর পড়াশোনা করেও বেকার শব্দ শুনতে হয় কারন এই 17-18 বছর আমরা শুধু পড়াশোনাই করেছি কিন্তু কোনো দক্ষতা অর্জন করতে পারিনি।

_ দিন শেষে আপনার সার্টিফিকেট এক সাইডে রেখে আপনার কোনো দক্ষতা বা কোনো কাজে অভিজ্ঞতা আছে কিনা সেটা দেখে চাকরি দেয়া হয়,
_চাকরি পেতে হলে সার্টিফিকেট এবং দক্ষতা ২ টাই প্রয়োজন।

_তাই আমরা চাইলেই পড়াশোনার পাশাপাশি ঘরে বসে অনলাইন কাজ করে দক্ষতা অর্জন করতে পারি এবং ইনকাম ও করতে পারি।

চলুন ফ্রিল্যান্সিং শিখি ঘরে বসে কাজ করে দক্ষতা এবং ইনকাম করি....

Freelancing

পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং-----------------------------------অনেকেই পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন মুক্ত পেশাজীবী (ফ...
01/06/2023

পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং
-----------------------------------
অনেকেই পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন। যাঁদের কম্পিউটার, স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ আছে, তাঁরা যথাযথ দক্ষ হয়ে ফ্রিল্যান্সিং ক্ষেত্রে কাজ করতে পারেন। সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। জেনে নিন সেগুলো সম্পর্কে:

১. ফ্রিল্যান্সিং একটু কম বয়সে শুরু করা ভালো, কারণ পড়াশোনার পাশাপাশি আপনি কাজ করতে পারবেন। তবে একাজে যথেষ্ট ধৈর্য থাকতে হবে।

২. প্রথমেই আপনাকে ইন্টারনেট সম্পর্কে খুব ভালো ধারণা তৈরি করতে হবে। এরপর আপনাকে খুঁজে বের করতে হবে কোন বিষয়টি নিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট প্রভৃতি। এরপর ওই নির্দিষ্ট বিভাগ সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করুন।

৩. আপনি এসইও নিয়ে কাজ করলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করবেন, যা আপনাকে একটি স্থায়ী ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।

৪. প্রাথমিক ধারণা লাভের জন্য আপনি ইউটিউবে খোঁজ করুন, পাশাপাশি ফ্রিল্যান্সিং কমিউনিটি যেমন আপওয়ার্ক বাংলাদেশ বা আরও ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারেন।

৫. পাশাপাশি আপনি ভালো একজন মেন্টর খুঁজে বের করতে পারেন।

৬. কাজ শেখার পর স্থানীয় কিছু কাজ করে আপনি পোর্টফোলিও তৈরি করুন।

৭. এরপর ভালো মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মে নিজের প্রোফাইল তৈরি করুন।

৮. পাশাপাশি অনুরোধ থাকবে, আপনার পড়াশোনার ক্ষতি করবেন না। পড়াশোনার ফাঁকে সময় পেলে নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয় হাতেকলমে শিখতে পারেন।-prothomAlo, ছবি: ইন্টারনেট।

ফ্রিল্যান্সিং করার জন্য সবার আগে কি দরকার জানেন? মাইন্ডসেট। তবে এটা শুধু ফ্রিল্যান্সিং এর জন্য না৷ যে কোনো কাজেই অনেক বে...
31/05/2023

ফ্রিল্যান্সিং করার জন্য সবার আগে কি দরকার জানেন?
মাইন্ডসেট।
তবে এটা শুধু ফ্রিল্যান্সিং এর জন্য না৷ যে কোনো কাজেই অনেক বেশি দরকার।
কেনো মাইন্ডসেট এত বেশি দরকার? কীভাবে তৈরি হবে এই মাইন্ডসেট?
আমি আমার বিগত ৫ বছরের এক্সপেরিয়েন্স থেকে দেখেছি (যেহেতু অনেক জায়গায় কোর্স করেছি+নিজে করাচ্ছি) যখন কেউ আর্নিং পোস্ট দেয় বাকিরা বুঝুক বা না বুঝুক তার উপর ঝাপিয়ে পরে আর সে-ও সেই কাজ করতে চায়!
তারপর যদি জিজ্ঞাসা করেন কি কাজ করতে চান? তখন বলবে আপনার মতো!!!
অথচ সে ব্যক্তি জানেই না এটা কি কাজ। আর কেউ কেউ যদি ফ্রিল্যান্সিং টার্ম-টা জেনেও থাকেন তাহলে তাদের ধারণা অনলাইন থেকে ইনকাম করা যায়-এই পর্যন্তই সীমাবদ্ধ থাকে!
এবার আপনি চিন্তা করুন এই টুকু ধারণা নিয়ে কি কারো পক্ষে আদোতে এই সেক্টরে কিছু করা সম্ভব?
কখনোই না।
এইজন্য আগে দরকার মাইন্ডসেট। মাইন্ডসেট মানে আগে আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং আসলে কী? কীভাবে করে? কাজ করতে কি কি লাগে? কাজ গুলো কীভাবে আসে? কারা এই কাজ গুলো দেয়?
এই সেক্টরে সাক্সেস হতে হবে কীভাবে? কতদিনে আর্নিং শুরু করা যায়? ধৈর্য না ধরলে কী হবে?
এছাড়াও আরো যারা সফল ফ্রিল্যান্সার -তাদের কাছে থেকে জানতে হবে কীভাবে পরিশ্রম করে তারা সফল হলো?
কতটা পরিশ্রম আজকে তাদের এই জায়গায় নিয়ে আসলো?
যারা ফ্রিল্যান্সিং করতে এসে ব্যর্থ হয়েছে, তাদের কাছে থেকে জানতে হবে কেনো তারা ব্যর্থ হলো। কোথায় তাদের ঘাঁটতি ছিলো? কি কি করলে তারাও আজ সফল হতে পারতো?
এইসব প্রশ্নের উত্তর আপনাকে আপনার মাইন্ডসেট ঠিক করতে সাহায্য করবে। এছাড়াও, এই প্রশ্ন গুলোর উত্তর কিন্তু চাইলেই গুগলে আর ইউটিউবে খুঁজে বের করা যায়।
আর যারা অলস, এসব সাধারণ প্রশ্নের উত্তর ও খুঁজতে পারবে না, নিজেদের জ্ঞানের পরিধি বাড়াতে সময় দিবে না -তাদের পক্ষে ফ্রিল্যান্সিং কখনোই সম্ভব নয়।
একথা বড় করে নোট করে রাখতে হবে৷

❝ডিজিটাল মার্কেটিং- Digital Marketing❞ফ্রিল্যান্সিং জগতে বর্তমানে সব থেকে জনপ্রিয় সেক্টরটি হল ডিজিটাল মার্কেটিং। বর্তমা...
31/05/2023

❝ডিজিটাল মার্কেটিং- Digital Marketing❞

ফ্রিল্যান্সিং জগতে বর্তমানে সব থেকে জনপ্রিয় সেক্টরটি হল ডিজিটাল মার্কেটিং। বর্তমানে অনলাইনে যেসব থ্রিল্যান্সিং কাজের চাহিদা তুলনামূলক ভাবে বেশি তার মধ্য Digital Marketing অন্যতম।

জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের বাহিরে এমনকি বাংলাদেশের লোকাল মার্কেটের Digital Marketing কাজের চাহিদা অনেক বেশি। বর্তমানে ছোট বড় বিভিন্ন ধরনের ব্যবসা বা প্রতিষ্ঠানগুলো অনলাইনে নিজেদের প্রচারণার কাজ করে থাকে, যার ফলে এই কাজের পরিধি যেমন বাড়ছে তেমনি ডিজিটাল মার্কেটারদেরও চাহিদা বাড়ছে।

তবে, ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটি সেভর, আর এই সেন্টারে আবার আলাদা অনেকগুলো ক্যাটেগরি বা কাজের ক্ষেত্র রয়েছে।
চাইলে Digital Marketing এর যেকোনো এক বা একাধিক ক্যাটেগরিতে দক্ষতা অর্জন করে Freelancing Career শুরু করা যেতে পারে।
ডিজিটাল মার্কেটিং এ কি কি ধরনের জব পাওয়া যায় এবং এসব জবের স্যালারি কেমন তা দেখুন এই লিংকে- Types of Jobs in Digital Marketing by Indeed

ডিজিটাল মার্কেটিং এর প্রধান যেসব ক্যাটেগরি রয়েছে

• Search Engine Optimization (SEO)
• Social Media Marketing (SMM)
• Content Marketing
⚫ Email Marketing
• PPC (Pay Per Click)
Mobile Marketing
⚫ Influencer Marketing
⚫ Affiliate Marketing
⚫ Video Marketing !!

আমাদের এই ব্যস্ততাময় ফ্রিল্যান্সিং জীবনে টাইম ম্যানেজমেন্ট করা খুবই কঠিন।কিন্তু আপনি যদি সঠিকভাবে আপনার টাইম ম্যানেজ করত...
30/05/2023

আমাদের এই ব্যস্ততাময় ফ্রিল্যান্সিং জীবনে টাইম ম্যানেজমেন্ট করা খুবই কঠিন।কিন্তু আপনি যদি সঠিকভাবে আপনার টাইম ম্যানেজ করতে পারেন তাহলে দেখবেন আপনার স্ট্রেস অনেক কমে যাবে, আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়বে কয়েকগুণ।
চলুন আজকে জেনে নেই তাইম ম্যানেজমেন্টের সহজ কিছু টিপস!

টাইম ম্যানেজমেন্ট করার ৫টি সহজ উপায়ঃ

১. কাজের প্রায়োরিটি সেট করুনঃ সবার প্রথমে আপনার কাজগুলো গুছিয়ে একসাথে লিখে ফেলুন। তারপর ঠিক করুন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো, সেগুলো কে লিস্টে শুরুর দিকে রাখুন। সেই কাজ কাজগুলো করার জন্য অন্যগুলোর তুলনায় একটু বেশি সময় ব্যয় হাতে রাখুন।

২. কাজের শিডিউল বানানঃ কাজ শুরু করার আগে থেকেই শিডিউল বানিয়ে রাখুন। আপনার কাজ, অবসর সময়, কতক্ষণ ব্রেক নিবেন সবকিছু শিডিউলে স্পষ্টভাবে যুক্ত করুন। যতটুকু সম্ভব, নিজের শিডিউল মেইনটেইন করার চেষ্টা করুন।

৩. কাজের ফোকাস ধরে রাখুনঃ আপনার কাজে বিক্ষিপ্ততা আনে এমন সবকিছু এড়িয়ে চলার চেষ্টা করুন। সময়ের সাথে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য স্কাজ শুরু করার সময় সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন বন্ধ রাখুন।

৪. প্রযুক্তির সঠিক ব্যবহারঃ সময় ব্যবস্থাপনামূলক অনেক এপস আছে যেমন টু-ডু লিস্ট, ক্যালেন্ডার ব্যবহার করুন। এই ধরনের প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, আপনি আপনার কাজের ট্র্যাকিং ধরে রাখতে পারবেন।

৫. ব্রেক নিনঃ নিজেকে মাঝেমাঝে অবসর দিন, মাঝে মাঝে কোথাও টুর দিতে পারেন । কারণ, নিয়মিত ব্রেক, বিনোদন আপনার ব্রেইনকে সুস্থ, রিফ্রেশড রাখতে সাহায্য করে। যা পরবর্তিতে আপনার কাজ করার প্রোডাক্টিভিটি কে অনেকগুণে বাড়িয়ে তোলে।

একটা লাল গাড়ি কিনুন - লোকেরা বলবে আপনার উচিত ছিলনীল গাড়ি কেনা। একটি ব্যবসা শুরু করুন - লোকেরা আপনাকে বলবে চাকরি করা উচ...
29/05/2023

একটা লাল গাড়ি কিনুন - লোকেরা বলবে আপনার উচিত ছিল
নীল গাড়ি কেনা। একটি ব্যবসা শুরু করুন - লোকেরা আপনাকে বলবে চাকরি করা উচিত ছিল। একটি ব্যবসা শিখুন -
লোকেরা বলবে আপনার অন্যকিছু নিয়ে পড়ালেখা করা উচিত ছিল। প্রত্যেকেরই সবকিছু সম্পর্কে মতামত আছে। এইটা না ঐটা, ঐটা না এইটা…
আমি,আপনি, আমরা সবাইকে খুশি করার চেষ্টা করে করে পাগল হয়ে যাই।
দয়া করে চেষ্টাও করবেন না।
শুনুন, হাসুন, সম্মতি দিন এবং তারপরে তাই করুন
যা আপনি করছিলেন কিংবা করতে যাচ্ছিলেন।

 #২ টি ঘটনা: ১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল ২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল কি শিখলাম:...
29/05/2023

#২ টি ঘটনা:
১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল
২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল

কি শিখলাম:
২টি কোম্পানি আজ মার্কেটে খুব খারাপ অবস্থায় আছে
√ সময়ের সাথে নিজেকে আপডেট করুন, অন্যথায় আপনি টিকতে পারবেন না।
√ কোন ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি নিন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুন।

#আরো ২ টি ঘটনা:
১. Google কোম্পানি YouTube এবং Android কিনে নিয়েছে।
২. Facebook কোম্পানি Instagram এবং WhatsApp কিনে নিয়েছে।

কি শিখলাম:
√এত শক্তিশালী হয়ে যান যে আপনার শত্রুরা আপনার মিত্র হয়ে যায়।
√দ্রুত বড় হয়ে উঠুন। প্রতিযোগিতা আপনাথেকেই নির্মুল হয়ে যাবে।

#আরো ২ টি ঘটনা:
১. বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২. এলন মাস্ক ছিলেন একটি কাঠের কারখানার শ্রমিক।

কি শিখলাম:
√মানুষের অতীত কাজের ভিত্তিতে বিচার করবেন না।
√ আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার সাহস এবং কঠোর পরিশ্রম তা নির্ধারণ করে।

#আরো ২ টি ঘটনা:
১. কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে KFC তৈরি করেছিলেন।
২. KFC কর্তৃক প্রত্যাখ্যাত জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন।

কি শিখলাম:
√বয়স শুধুমাত্র একটি সংখ্যা - আপনি যে কোন বয়সে সফল হতে পারেন।
√জীবনে কখনো হাল ছাড়বেন না - কেবল মাত্র তারাই জয়ী হবেন যারা কখনো হাল ছাড়েননি।

#২ টি শেষ ঘটনা:
১. ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারককে অপমান করেছিলেন।
২. সেই ট্র্যাক্টর নির্মাতা ল্যাম্বোরগিনি তৈরি করেছেন।

কি শিখলাম:
√কখনই কাউকে অবমূল্যায়ন করবেন না বা অসম্মান করবেন না।
√সাফল্য হল সেরা প্রতিশোধ।

∆ আপনি যে কোন বয়সে এবং যেকোনো পটভূমি থেকে সফল হতে পারেন।
∆ বড় স্বপ্ন দেখুন, লক্ষ্য স্থির করুন,কঠোর পরিশ্রম করুন।

কখনোই হাল ছাড়বেন না, জীবনে আশা হারাবেন না। জয় নিশ্চিত।

ভিডিও এডিট করা এখন আমাদের প্রায় সকলেরই প্রয়োজন হয়। সুতরাং, ভিডিও এডিটিং কি তা নিয়ে আমাদের প্রায় সকলেরই ধারণা আছে। তবে, ভ...
29/05/2023

ভিডিও এডিট করা এখন আমাদের প্রায় সকলেরই প্রয়োজন হয়। সুতরাং, ভিডিও এডিটিং কি তা নিয়ে আমাদের প্রায় সকলেরই ধারণা আছে। তবে, ভিডিও এডিটিং করে অনলাইন থেকে আয় করার বিষয়টি হয়তো অনেকের কাছেই স্বপ্নের মতো।

কিন্তু স্বপ্ন মনে হলেও এটা সত্যি যে আপনি চাইলে বাড়িতে বসে ভিডিও এডিটিং করার মাধ্যমে আয় করতে পারেন। ভিডিও এডিট করে আয় করার জন্য হতে হবে প্রফেশনাল ভিডিও এডিটর, video editing job কোথায় পাওয়া যায় সেসম্পর্কেও জানতে হবে।

মোবাইল ভিডিও এডিটিং সফটওয়্যার | Video Editing Software for Android
অনেকের মাথায় নিশ্চই প্রশ্ন আসবে যে আমাদের হাতে থাকা মোবাইল ফোনটির সাহায্যে কি আমরা ভালো এডিটিং করতে পারি?

তো এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, বর্তমানে অসংখ্য ভালো এডিটিং অ্যাপ রয়েছে যার সাহায্যে প্রোফেশনাল ভাবে ভিডিও এডিটিং করা সম্ভব।

এমন একটি অ্যাপ হলো;

Kine Master,

এই অ্যাপগুলো ব্যাবহার করে আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন এবং করতেও পারেন। আর অ্যাপগুলো একদমই ফ্রিতে ব্যাবহার করতে পারেন।

এখন প্রশ্ন হলো ফ্রীতে যে ভিডিও এডিটিং অ্যাপগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে এডিট করা ভালো হবে নাকি পেইড এডিটর দ্বারা ভিডিও এডিট করলে সেটি ভালো হবে।এক্ষেত্রে পেইড ভিডিও এডিটর অ্যাপগুলো একটু এগিয়ে থাকবে। কিন্তু তার মানে এইটা না যে ফ্রীতে যে অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও এডিট করা যায়, সেগুলো ভালো নয়।

অবশ্যই সেগুলো ভালো, কিন্তু তফাৎ একটাই, ফ্রী ভিডিও এডিটর অ্যাপগুলোর থেকে প্রিমিয়াম অ্যাপগুলোতে অনেক বেশি এবং আকর্ষনীয় ফিচার পাওয়া যায়, যা প্রফেশনাল Video Edit করার জন্য গুরুত্বপূর্ণ।

ভিডিও এডিট করে আয় করা যায় কিভাবে?
এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে ভিডিও এডিটিং কি এবং কিভাবে আমরা এডিটিং শিখে নিতে পারি। তবে চলুন এখন জেনে নেই কিভাবে এডিটিং করার মাধ্যমে আমরা আয় করতে পারি।

১. সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট
বর্তমানে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক গুলোতে প্রচুর মানুষ সক্রিয় থাকে প্রতিনিয়ত। অসংখ্য সোশ্যাল মিডিয়া রয়েছে যেমন: ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইত্যাদি। এদের মধ্যে ফেসবুক অন্যতম। তাই ফেসবুককে কাজে লাগিয়ে মূলত আমরা ক্লায়েন্ট খুঁজবো। ক্লায়েন্ট বলতে মূলত বুঝানো হয়েছে আপনি যার ভিডিও এডিট করার মাধ্যমে আয় করবেন তাকে।

ক্লায়েন্ট খোঁজার প্রথমে আপনাকে একটি কার্ড বানিয়ে নিতে হবে। কার্ড মানে হচ্ছে আপনার একটি ছবি থাকবে এবং সেখানে আপনার কাজ সম্পর্কে বিস্তারিত বলা থাকবে, যেটিকে সহজ ভাষায় কার্ড বলা হয়েছে। এটির মাধ্যমে ক্লায়েন্ট এর কাছে প্রতিদ্বন্দীদের থেকে এগিয়ে রাখতে পারবেন।

এখন আপনি ভিডিও এডিটিং বিষয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত হন সাথে আপনার কাজ সম্পর্কে পোস্ট করুন।

তাছাড়া নিজের একটি ফেসবুক পেজ বানিয়েও প্রচারণা চালাতে পারেন। যেখানে আপনার কাজের স্যাম্পল পোস্ট করতে পারেন, যা ক্লায়েন্ট এর আস্থা অর্জন করতে ব্যাপক কার্যকরী।

এইভাবে আপনি সোশ্যাল মিডিয়া থেকে সহজে ক্লায়েন্ট পেয়ে ,তাদের ভিডিও এডিট করে আয় করতে পারেন।

স্বপ্ন জয়ের নেশা থাকলে কোন প্রতিবন্ধকতাই বাঁধা হতে পারে না। চেষ্টা, পরিশ্রম যে মানুষকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে তার...
28/05/2023

স্বপ্ন জয়ের নেশা থাকলে কোন প্রতিবন্ধকতাই বাঁধা হতে পারে না। চেষ্টা, পরিশ্রম যে মানুষকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে তারই উদাহরন Abed Seraj , চারদিকে যখন আইটির জয় জয়কার তখন তিনি বয়সের বাধাকে প্রতিবন্ধকতা না ভেবে একদল তরুণের সাথে শুরু করেছিলেন গ্রাফিক ডিজাইন কোর্স। প্রতিদিন ক্যাম্পাসে এসে অনুশীলন, প্রয়োজনে মেন্টরের সহায়তা নেয়া সবই ছিল তার একান্ত চেষ্টা।

তার পরিশ্রমের ফল তিনি পেয়েছেন কোর্স চলাকালীনই। লোকাল মার্কেটে কাজের পাশাপাশি ৬৮ বছর বয়সে রাজত্ব করছেন আন্তর্জাতিক মার্কেটপ্লেসগুলোতেও। শীর্ষ স্থানীয় সকল মার্কেটপ্লেসে তার সফল পদচারণা জানলে আমাদের মতই অবাক হবেন আপনিও। বর্তমানে তার অর্জন Freelancer.com-এ ৩৫+ কন্টেস্ট জয়, 99 Design-এ ২টি কন্টেস্ট জয়! পাশাপাশি Upwork.com-এ Top Rated Freelancer এবং Fiverr.com-এ Level-2 সেলার হিসেবে কাজ করছেন। সম্প্রতি তিনি LEDP থেকে ডিজিটাল মার্কেটিং শেখেন এবং ঐ ব্যাচের Top Earner শিক্ষার্থী হিসেবে পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন। তার এত সব অর্জনের একাংশ হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। তিনি সকল বয়সের মানুষের অনুপ্রেরণা এতে কোন সন্দেহ নেই।

Eid Mubarak 💕
24/04/2023

Eid Mubarak 💕

Google Docs কি? 🤔Google Docs ব্যবহারের নিয়ম ও সুবিধা কি?🤔🤷গুগল ডকস হলো এমন একটি ফ্রি অনলাইন সার্ভিস যা সম্পর্কে সবার জা...
05/04/2023

Google Docs কি? 🤔
Google Docs ব্যবহারের নিয়ম ও সুবিধা কি?🤔

🤷গুগল ডকস হলো এমন একটি ফ্রি অনলাইন সার্ভিস যা সম্পর্কে সবার জানা উচিত। একটি ফ্রি ও পাওয়ারফুল সার্ভিস হওয়া স্বত্বেও এটি সম্পর্কে জানেন না অধিকাংশ মানুষ। লেখালেখি থেকে শুরু করে কোনো বিষয় নোট করা পর্যন্ত, প্রায় সকল ধরনের টেক্সট ভিত্তিক কাজে গুগল ডকস / Google Docs ব্যবহার করা যায়।
🙋গুগল ডকস হলো গুগল এর একটি ফ্রি অ্যাপ্লিকেশন সেবা, যাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর অনলাইন
ভার্সনের সাথে তুলনা করা চলে। গুগল এর এই অনলাইন ওয়ার্ড প্রসেসিং সার্ভিস চালু করা হয় ২০০৬সালে।

👉অনলাইন প্রোগ্রাম হওয়ায় ডকস এর ফাইলসমূহ ক্লাউডে জমা হয়ে থাকে। স্টোরেজে কোনো জায়গা দখল না করার পাশাপাশি একাধিক ডিভাইসে একই ফাইল নিয়ে কাজ করা সম্ভব হয় গুগল ডকস ব্যবহার করে। এছাড়া গুগল ডকস অন্যদের সাথে শেয়ার করা যায়, যার মাধ্যমে একাধিক ব্যক্তি একই ডকুমেন্টে কাজ করতে পারে।

✅গুগল ডকস ব্যবহার করা যাবে docs.google.com লিংকে প্রবেশ করে। এছাড়াও গুগল ড্রাইভ এর হোমপেজ থেকেও গুগল ডকস এর ফাইল তৈরী ও অ্যাকসেস করা যাবে। আবার গুগল ডকস এর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ ব্যবহার করেও গুগল ডকস ব্যবহারের সুবিধা রয়েছে।

আগামীকাল জুম লাইভ সেশনের মাধ্যমে ফ্রিল্যান্সিং সেক্টরে একটি প্রেকটিক্যাল ধারনা পাবে ইনশাআল্লাহ। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত...
04/04/2023

আগামীকাল জুম লাইভ সেশনের মাধ্যমে ফ্রিল্যান্সিং সেক্টরে একটি প্রেকটিক্যাল ধারনা পাবে ইনশাআল্লাহ।

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রেজিষ্ট্রেশনকৃত সকল পার্টিসিপেন্টদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

💁তিনটা জিনিস জীবনে ভীষণ  গুরুত্বপূর্ণ..                 ১। Choise (চয়েজ)                 ২। Chance (চান্স)              ...
04/04/2023

💁তিনটা জিনিস জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ..
১। Choise (চয়েজ)
২। Chance (চান্স)
৩। Change (চেইঞ্জ)

👉মনে রাখবেন,
ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আপনার আছে। আজকে নেয়া আপনার একটা পজেটিভ সিদ্ধান্ত, কাল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এটি হল (Choice) চয়েস।

👉শুনে রাখুন,
আপনি যা করছেন তা করতে থাকলে, যা পাচ্ছেন তা পেতেই থাকবেন। যদি এর চেয়ে ভালো কিছু পেতে চান তবে ভালোকিছু খুঁজুন ও শুরু করে দিন। এটি হল (Chance) চান্স / সুযোগ।

👉এবং,,
" অতীতকে আপনি বদলাতে পারবেন না,কিন্তু আপনি চাইলেই বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতকে বদলাতে পারেন" আর এটাই হল পরিবর্তন (Change)

Content writing!! ✍️Content writing কি এই বিষয়ে ভালো করে জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে কন্টেন্ট মানে কি সেই সম্পর্ক...
04/04/2023

Content writing!! ✍️

Content writing কি এই বিষয়ে ভালো করে জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে কন্টেন্ট মানে কি সেই সম্পর্কে। এখানে বাংলাতে কন্টেন্ট এর মানে হলো বিষয়বস্তু।

👉 সহজ ভাবে বললে, যখন আপনি সম্পূর্ন নিজের অভিজ্ঞতা এবং জ্ঞান ব্যবহার করে একটি আর্টিকেল লিখলে তখন সেটাকে কন্টেন্ট বলা যায়।

মনে করুন, আপনি একটি মোবাইলে ভিডিও রেকর্ড করে সেখানে কিছু তথ্য যুক্ত করে সুন্দর করে এডিট করলেন,তখন এই সম্পূর্ন ভিডিওকে একটি ভিডিও কন্টেন্ট বলতে পারবেন।

মনে রাখবেন কন্টেন্ট মানে শুধু লেখা (writing) এর মাধ্যমে তৈরি করা বিষয়বস্তু কে বলা হয় না।

সাধরণত কন্টেন্ট বলতে আমরা ৪ ধরনের বিষয়ে বুঝে থাকি। 👇

👉 Audio content: শব্দ বা ভয়েসের মাধ্যমে মাধ্যমে রেকার্ড করা কন্টেন্ট। যেমন, FM, podcast ইত্যাদি

👉 Text/Writing content: যে কন্টেন্ট গুলো লেখার মাধ্যমে তৈরি করা হয় সেগুলোকে টেক্সট/লেখা কন্টেন্ট বলে। যেমন, আর্টিকেল এবং বই ইত্যাদি।

👉 Image content: বিভিন্ন ধরনের ছবি এডিটিং করে তৈরি করা বিষয়বস্তু গুলোকে ইমেজ কন্টেন্ট বলা হয়। যেমন- Graphic, logo, template ইত্যাদি।

👉 Video content: বিভিন্ন ধরনের ভিডিও এক সাথে যুক্ত করে যে কন্টেন্ট গুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় ভিডিও কন্টেন্ট। যেমন – YouTube video, movies, web series ইত্যাদি।

আশাকরি কন্টেন্ট কি সেটা সহজে বুঝতে পারেছেন। তাহালে চলুন এবার নিচে থেকে জেনে আসি “কন্টেন্ট রাইটিং কি” সেই সম্পর্কে।

কন্টেন্ট রাইটিং কি? 🤔

কন্টেন্ট রাইটিং মানে হলো যেকোনো একটি বিষয়কে লেখনের মাধ্যমে সম্পূর্ন নিজের মতো করে তৈরি করা। সহজ ভাবে বললে, কন্টেন্ট রাইটিং মানে হলো এমন একটি লেখন যেখানে একাধিক বিষয়ের উপর তথ্য প্রদান করা হয়।

✍️এই লেখন গুলো বিভিন্ন বিষয়ের উপর হতে পারে। যেমন- ব্লগ আর্টিকেল, ষ্টোরি, পার্সোনাল রিভিউ, প্রডাক্ট প্রমোশন রিভিউ ইত্যাদি। Content Writing মূলত একটি বিষয়ের উপর কীওয়ার্ড (keyword) রিসার্চ করে লেখা হয়।

💁‍♀️তাছাড়া আপনি কন্টেন্ট রাইটিং এর কাজ গুলো নিজের ঘরে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন।

আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে অনেক বড়ো আপু এবং অনেক বড়ো ভাইয়ারা আছেন, যারা তাদের পড়ালেখা, সাংসারিক কাজ, অনেকে আছে...
29/03/2023

আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে অনেক বড়ো আপু এবং অনেক বড়ো ভাইয়ারা আছেন, যারা তাদের পড়ালেখা, সাংসারিক কাজ, অনেকে আছে চাকরির পাশাপাশি অনলাইনে দেওয়া অবসর সময়কে প্রফেশনালি কাজে লাগিয়ে নিজেকে ফ্রিল্যান্সিং এর উপর স্কিলআপ করে কাজ করে অনেক ভালো পজিশনে আছে।

কারণ নারীদের জন্য এই ফ্রিল্যান্সিং অনেক বড় একটা প্লাটফর্ম। যেখানে ঘরে বসে নিরাপদে থেকে কাজ করে ইনকাম করতে পারছে। কোন ঝুঁকি নেই।

💓 আল্লাহর রহমতে আমি এখন থেকেই বাসায় বসে ফ্রিল্যান্সিংয়ে নিজের একটা কেরিয়ার গঠন করে ফেলেছি। 🥰

😙 না যেতে হচ্ছে বাহিরে না পড়তে হচ্ছে ট্র্যাফিক জ্যামে, সকল কার্যক্রম বাসায় বসে অবসর সময়কে কাজে লাগিয়ে রিলাক্স সকল কাজ করছি।🤗

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Ayesha Akther Popy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayesha Akther Popy:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Chittagong

Show All

You may also like