07/11/2024
⛔ সনাতনীরা অনলাইনে যেসব ভুল করে নিজেদের ক্ষতি করেন ⛔
১. সনাতন ধর্মের বিরুদ্ধে নেগেটিভ খবরের লিংক সব জায়গায় ছড়িয়ে দেন, ফলে সেসব পেইজ বা পোস্ট রিচ পায় যা নিতান্ত বোকামি ।
২. ফেইক পেইজ, প্রোফাইল বা পোস্ট মেসেঞ্জার গ্রুপে বহুজনকে পাঠান, সবাই গিয়ে কমেন্ট করে বা দেখে যায় কারণে এগুলোর প্রচার বাড়ে
৩. কোনটা ফেইক আর কোনটা সত্যিকার সেই প্রোফাইল না দেখেই অনুসরণ করেন
৪. পেইজ ও গ্রুপের মধ্যে পার্থক্য জানেন না, পেইজ উন্মুক্ত স্থান, সেখানে নানা মন্তব্য করে বিপদ ডেকে আনেন
৫. প্রতিবাদমূলক লেখা বা কোন ঘটনার প্রমাণে এংগ্রি রিয়েক্ট দিয়ে সেই পোস্টের রিচ কমান ও পেইজ/আইডির ক্ষতি করেন ।
৬. তথ্যমূলক ও সত্যিকারের তথ্য শেয়ার না করে, গুজব বা ভ্রান্ত উড়ো খবর শেয়ার করেন
যতক্ষণ অব্দি সনাতনীরা প্রযুক্তি সম্পর্কে সর্বস্তরে সচেতন না হবে ততোক্ষণ পর্যন্ত অনলাইনে সনাতন ধর্ম সম্পর্কে অপপ্রচার রোধ করা যাবেনা।
©বাংলাদেশ অগ্নিবীর