Mehra's Mom Cooking Recipe

Mehra's Mom Cooking Recipe Through this page of mine, I give different types of tips to increase your beauty and we provide different types of services.
(4)

Which you can see through this page and you can receive our services from us through online. আমার এই পেজের মাধ্যমে আপনাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকি এবং আমরা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি। যা আপনারা এই পেজের মাধ্যমে দেখতে পারবেন এবং আমাদের থেকে আপনারা আমাদের সার্ভিস গুলো গ্রহণ করতে পারবেন অনলাইনের মাধ্যমে।

01/09/2023

#চোখের_পানি_ধরে
_রাখতে_পারবেনা_কেউ
আপনি জান্নাতে নিজ গৃহে বসে আছেন । এমন সময় দরজায় কেউ নক করলো । দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে । তিঁনি বলবেন ‘চলো আল্লাহ সুবহানুওতায়ালার সাথে দেখা করে আসি ।’
সে তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে এসে দেখতে খুব সুন্দর একটা বাহন তাঁর জন্য প্রস্তুত । বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণি মুক্তা খচিত পিলারে সাজানো ।
জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে । এমন সময় আলো দেখবে । আলোর পর আরো আলো । তারপর আরো আলো ।
জান্নাতীরা তখন উল্লসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবে ‘ আমরা কি আল্লাহকে দেখছি ?’
না, আমরা সে পথেই ছুটছি । ফেরেস্তা বলবেন ।
হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ -
* আস সালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ *
আল্লাহ সুবহানুওয়াতায়ালা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের ।
উফফ ভাবা যায় সে মুহূর্তটা !!!
আল্লাহু আকবার ।
আল্লাহ সুবহানুওয়াতায়ালার সালামের জবাবে তখন জান্নাতীরা বলবেন,
আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম।
হে আল্লাহ! আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উৎসারিত হয়।। আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী ।
তখন আল্লাহ সুবহানুওয়াতায়াল
া জিজ্ঞেস করবেন,
তোমরা কি খুশী ? তোমরা কি সন্তুষ্ট ?
ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন ! আমরা অসন্তুষ্ট হই কি করে !
জান্নাতীরা জবাব দিবেন ।
আল্লাহ সুবহানুওয়াতায়ালা তখন জিজ্ঞেস করবেন,
তোমাদের আর কি চাই ?
তখন আমরা (ইনশাআল্লাহ) বলবো-আর কিছু চাই না ।
না না । আজ তো দেয়ার দিন । আমি আরও দিব । বলো কি চাই ।
তখন আমরা (ইনশাআল্লাহ) সমস্বরে বলে উঠবো-
ও আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই ।
আমরা আপনাকে মিছ করছি ।
আপনাকে দেখিনি কখনও । আপনাকে আমরা ভালবাসি ।
আল্লাহ সুবহানুওয়াতায়ালা তখন পর্দা সরিয়ে দেবেন ।
সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি । চোখ বন্ধ করে একটু ভাবি । সারাজীবন দুনিয়াতে যাকে ডেকেছি । যাকে না দেখে চোখ দুটো অঝোরে কেঁদেছে । কাউকে না বলা আমার একান্ত কথাগুলো যাকে বলেছি । খুব বিপদে কেউ নেই পাশে, কেঁদে কেঁদে যাকে বলেছি । পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্হা যিনি করেছেন । কত চাওয়া, মাকে বলিনি, বাবাকেও না , রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছি । কত অপরাধ করেছি, কেউ দেখেনি । একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন ।বারবার

29/08/2023

প্রিয় চট্টগ্রামবাসী,
আসসালামু আলাইকুম।

আশা করি ভালো আছেন। আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সংক্ষেপে লিখতেছি। চট্টগ্রামে দিন দিন ডিভোর্সের হার বৃদ্ধি পাচ্ছে😪 অল্প মনমালিন্যে সমাধানের পথ হিসেবে ডিভোর্স কে বেচে নিচ্ছেন। ডিভোর্সের পর কেউ শান্তিতে থাকেনা। আপনি ডিভোর্স নেওয়ার আগে আপনার সন্তানদের কথা চিন্তা করুন। অন্য একজন ডিভোর্স নেওয়া পুরুষ বা মহিলার দিকে লক্ষ্য করুন তার জীবনে কি চলতেছে।

পুরুষ বা মহিলা ডিভোর্স নানিয়ে এভাবে সমাধান করুন-
★ পরিবারকে সর্বোচ্চ সময় দিন।
★ ছোট ছোট বিষয় গুলো সেক্রিফাইস করুন।
★ একে অন্যকে বিশ্বাস করুন।
★ আপনার স্বামী বা স্ত্রীর বিশ্বাসটা ধরে রাখুন।
★ নিজের ধর্মীয় অনুসাশন মেনে চলুন।

আল্লাহ আমাদের সবাইকে ডিভোর্স নামক মহামারি থেকে রক্ষা করুক। আমিন

27/08/2023

ব্রেকিং নিউজ:-🕌
🇺🇸 আমেরিকার মসজিদে মাইকে আজান দেওয়ার অনুমতি মিলেছে।
আলহামদুলিল্লাহ!!❤️

26/08/2023

★তোমরা সিজদায় বেশি- বেশি দোয়া করো। কেনোনা সিজদা হচ্ছে দোয়া। কবুলের উপযুক্ত সময়। মুসলিম হাদিস : ৮৭০

25/08/2023

বাঙালি যতই ব্যাস্ত থাকুক না কেন ,

রাস্তায় কোন ঝগড়া দেখলে দাড়াবেই 🙄

24/08/2023

ভারত বানাইছে টাটা কার!" জাপান বানাইছে টয়েটা কার!" পাকিস্তান বানাইছে রাজাকার! " বাংলাদেশ বানাইছে দুইটা মহিলা সরকার! " তাইতো দেশে হাহাকার! " কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ!"
মাঝখানে আমরা জনগণ শেষ "'..

23/08/2023

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী যাদের দৈনিক আয়
১৪৮ টাকার কম তারা হতদরিদ্র!
অথচ নিজেকে শুধু গরিব জানতাম, আমি আসলে এক হতদরিদ্র!

22/08/2023

আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন, যে তুমি খুশি হয়ে যাবে।"

(সূরা আদ দূহা:৫)

17/08/2023

— চলেন আজকে সবাই নিজেদের একটা দুঃখের কথা বলি..!🥹

_"আমার বাবা নেই"_😥

সকাল থেকেই কেন জানি ওনার জন্যে বুকফেটে কান্না আসতেছিল।গতকাল উনার অসুস্থতা নিয়ে হাসপাতালে আসার ভিডিও টা বারবার চোখে ভেসে ...
14/08/2023

সকাল থেকেই কেন জানি ওনার জন্যে বুকফেটে কান্না আসতেছিল।
গতকাল উনার অসুস্থতা নিয়ে হাসপাতালে আসার ভিডিও টা বারবার চোখে ভেসে আসতেছিল। উনার সুস্হতার জন্যে মন থেকে কতবার এমনি দোয়া চলে এসেছে তার হিসেব নেই।
সবার মৃত্যু অনিবার্য। তবুও কেন যানি আমার মনে হত উনি একদিন এই দেশের রাষ্ট্রপ্রধান হয়ে দেশকে নেতৃত্ব দিবে। যা আমি মন থেকেই চাইতাম।
উনার চলে যাওয়া টা হচ্ছে একটা উজ্জ্বল নক্ষত্রের বিলীন হয়ে যাওয়া।
ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।
আমিন

12/08/2023

নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায় এইসব না কইরা পড়তে বস.!
না হয় নেক্সট এক্সামে তুই নিজেই আটকায় যাবি.!😒

11/08/2023

পোস্টটা যার সামনে পড়বে, দয়া করে একটা সালাম দিয়ে যাবেন, একটু মানসিক শান্তি দরকার,

সবার সালামের উত্তর দিবো ইনশাল্লাহ। 😊

11/08/2023

সর্বশ্রেষ্ঠ দো'আ হলো
আলহামদুলিল্লাহ।
আর-
সর্বোত্তম যিকির হলো
লা ইলাহা ইল্লাল্লাহ।

11/08/2023

#ব্রেকিং_নিউজ
ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন কংগ্রেসে।
আলহামদুলিল্লাহ্ ।
❤️💞💝👍💖

09/08/2023

নবীজির কণ্ঠে কোরআন তিলাওয়াত এতোই সুন্দর ছিলো যে,,💖💖

আবু জাহেলও লুকিয়ে লুকিয়ে শুনতো--!!💖💖
সুবহানাল্লাহ,,🤲💖💖

09/08/2023

একটা সুন্নতের কথা বলে যান,
যেমন বসে পানি পান করা সুন্নত,,

09/08/2023

সারাদিন কাজ করেন
একটু আলহামদুলিল্লাহ
বলার সময় হবে
❤️💞💝💖💝

08/08/2023

!!! আপনি কি!!!
বিনা ঔষধে মোটা হতে চান...?
তাহলে মৌমাছির চাকে ঢিল মেরে
🐝💣
ধৈর্য ধরে বসে থাকুন,,,☺😜🤣😂😝

05/08/2023

এতো রাতে না ঘুমিয়ে পাশের বিল্ডিং এর টিনের চালে বৃষ্টির শব্দ শুনতেছি,আমার কাছে সেই ভালো লাগে💖💞
আর কার কার কেমন লাগে জানাবেন 🧐

05/08/2023

বাসার সে-ই ছোট্ট বাবুর পিকচার দেও
যে কী না, সবসময় বাসাকে জমিয়ে রাখে🥰

05/08/2023

ভেঙে পড়োনা, নিরাশ হইয়োনা আল্লাহর সাহায্য অতি নিকটে।
এটা আল্লাহর ওয়াদা
আলহামদুলিল্লাহ 💖🌺💞

05/08/2023

একজন প্রকৃত মুসলমান শত বিপদের পরেও নিজের রবকে ভুলে যায়না।। 🖤

সবকিছুর জন্য 💞🌺💖আলহামদুলিল্লাহ!!🌸💝❤️💖

মন ভরে যাওয়ার মত সুন্দর 💖এটি   glass beach ছবি সংগৃহীতPlz follow my page
03/08/2023

মন ভরে যাওয়ার মত সুন্দর 💖এটি glass beach

ছবি সংগৃহীত

Plz follow my page

02/08/2023

- মাবুদ'গো মালাকুল মউত তো ঠিকই পাঠাইবা😥
- এর আগে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দিও🤲
- আমিন!❤️💝💖💞💝

02/08/2023

- বউমাঃ চলুন মা আজ আমরা বাহিরে খেতে যাই,😊

- শাশুড়ীঃ ভাত তরকারি নিয়ে উঠোনে গিয়ে বসো আমি আসতেছি🤣
লে বউমা😝😁😝

31/07/2023

এক মেয়ে লটারি তে ৫ কোটি টাকা পেয়েছে!!🥹🫰

কোম্পানি চিন্তা করলো হঠাৎ এই সংবাদ মেয়েকে জানালে মেয়ে খুশিতে ম/রে যেতে পারে!!🥹🥹

তাই বল্টু কে পাঠানো হলো এমনভাবে বলার জন্য যাতে মেয়ে খুশিতে না ম/রে!!😌😌

বল্টু মেয়েকে গিয়ে বললঃ🙂👍

মনে করেন,,আপনি ৫ কোটি টাকা পেলেন তাহলে কি করবেন?🤐😬

মেয়েঃ আপনার সামনে নাচবো, আপনাকে ভালবাসবো,

বিয়ে করব শুধু এটাই না অর্ধেক টাকা আপনাকে দিয়া দিব!!🥹🫡

শা/লা বল্টু নিজেই খুশিতে ম/ই/রা গেল!🥲🥲🥲

সংগৃহীত

29/07/2023

পৃথিবীর সবচেয়ে ভয়াবহ একাকিত্বের নাম কবর...! হে মহান আল্লাহ, আপনি কবর বাসীসহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন, আমিন।

26/07/2023

_ অতিরিক্ত চিন্তা বাদ দাও,
-যা তাকদীরে আছে তাই হবে,মুচকি হেঁসে বলে দাও!🌸🌼
-আলহামদুলিল্লাহ্-!🖤🌸
💝💖🌺💐

25/07/2023

~I Wish~
...একদিন ..
গোটা বিশ্বকে শাসন করবে মুসলমান..!
আর সংবিধান হবে আল কোরআন ..!📖
~In-sha allah ~

যাদের স্বামী পরকীয়ায় আসক্ত তাদের স্বামীর খাবার প্লান থেকে ডিম, দুধ, গরুর মাংস, ঘি , বাদাম, রসুন বাদ দিয়ে দিন। আলু আর ভাত...
24/07/2023

যাদের স্বামী পরকীয়ায় আসক্ত
তাদের স্বামীর খাবার প্লান থেকে ডিম, দুধ, গরুর মাংস, ঘি , বাদাম, রসুন বাদ দিয়ে দিন।

আলু আর ভাত বেশি করে খাওয়ান। দুধ চা বেশি চিনি দিয়ে খাওয়াবেন।

চিড়বিড় ভাব, ফূর্তি কমে যাবে। কথা দিলাম।
যেহেতু ঘরেরটা খেয়ে বনের মোষ তাড়াবে।
তাহলে তাড়ানোর মত বল শক্তি কমায় ফেলেন।

এই পোস্ট আবার ললো হয়ে স্বামীকে দেখাবেন না। তখন ওয়াইফ এর ওয়াইফাই বন্ধ করে দিবে🙄🙄
সেভ করে রাখুন সময়ে কাজে দিবে।

(সংগৃহীত)

24/07/2023

পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে 😏
কিন্তু বান্ধার সাথে আল্লাহর সম্পর্কের শেষ নাই 🌹

24/07/2023

- হ্যা আমি শিক্ষিত 😇
- কারন আমি সবচেয়ে সেরা বইটি পড়তে পারি 😊

❏ আল-কুরআন 📖❤️ আলহামদুলিল্লাহ ❤️

আমি চির কৃতজ্ঞ সেই রবের প্রতি 🥰যিনি আমাকে হযরত মুহাম্মদ সাঃ, উম্মত করে দুনিয়া পাঠিয়েছে🤗🥰 ৫০ ওয়াক্ত থেকে ৫ ওয়াক্ত নামাজ...
21/07/2023

আমি চির কৃতজ্ঞ সেই রবের প্রতি 🥰
যিনি আমাকে হযরত মুহাম্মদ সাঃ, উম্মত করে দুনিয়া পাঠিয়েছে🤗🥰 ৫০ ওয়াক্ত থেকে ৫ ওয়াক্ত নামাজ দিছেন এবং ৫ ওয়াক্ত নামাজ কায়েম করলে ৫০ ওয়াক্তের সওয়াব পাওয়া

আলহামদুলিল্লাহ 🥀💖

20/07/2023

অনেক গরম পরছে তাই না?
আল্লাহর শুকরিয়া আদায় করেন
যে পরিমাণ পাপ আমরা করছি এতো দিনে আকাশ থেকে আগুন পড়ার কথা ছিল 😰🥺
😭😭😭

প্রতিটি বিল্ডিং এ যদি এই বেসিন টা লাগানো হতো, তাহলে ওযু করে পা ধুয়ার জন্য আর বিড়ম্বনায় পড়ত হতো না💖
19/07/2023

প্রতিটি বিল্ডিং এ যদি এই বেসিন টা লাগানো হতো, তাহলে ওযু করে পা ধুয়ার জন্য আর বিড়ম্বনায় পড়ত হতো না💖

19/07/2023

আলহামদুলিল্লাহ
আল্লাহর অশেষ রহমতে আমরা বেচে আছি, শোকরিয়া আদায় করি।।
💞💐🌹💖🌺💝

17/07/2023

যেখানে নামাজ নেই সেখানে সফলতা নেই 🌸
-যেখানে নামাজ আছে সেখানে সফলতা আসবেই ❤️❤️

- ইনশাআল্লাহ.!🥰🌸

16/07/2023

আপনি যে পজিশনে আছেন,
সেটা অনেকের কাছে স্বপ্ন।
হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন।
আলহামদুলিল্লাহ 💝

14/07/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 20k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।

✅Follow For Follow ✅
Mehra's Mom Cooking Recipe

Address

Oxygen, Munni Commissioner Goli, Byzid
Chittagong

Telephone

+8801690151625

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehra's Mom Cooking Recipe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehra's Mom Cooking Recipe:

Share

Nearby media companies


Other Digital creator in Chittagong

Show All