Akash Das

Akash Das জয় হবে মানবতার, একদিন বন্যপ্রাণী & অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ 🥰

-কান্না করো না মা♥️তুমি আছ দেইখা পৃথিবীটা এতো সুন্দর🥰
12/04/2024

-কান্না করো না মা♥️

তুমি আছ দেইখা পৃথিবীটা এতো সুন্দর🥰



- মা মানেই অক্সিজেন..!🖤🌸🥰
11/04/2024

- মা মানেই অক্সিজেন..!🖤🌸🥰







-ঈদের ছুটিতে বাড়ি ফিরার কাছে...  জীবনের এতো অভিযোগ তাহ্ কিছুই নয় 🥰
10/04/2024

-ঈদের ছুটিতে বাড়ি ফিরার কাছে...

জীবনের এতো অভিযোগ তাহ্ কিছুই নয় 🥰

-আমার ছেলের জন্য আর নতুন জামা কেনা হলো নাহ্🥲🙄🥲 রিকশা চালক বাবা💝
02/04/2024

-আমার ছেলের জন্য আর নতুন জামা কেনা হলো নাহ্🥲🙄🥲

রিকশা চালক বাবা💝

-কিছু ছবির ক্যাপশন হয় না 😥যারা বুঝে তারা এমনিতেই শেয়ার করে 😥
12/12/2023

-কিছু ছবির ক্যাপশন হয় না 😥

যারা বুঝে তারা এমনিতেই শেয়ার করে 😥


বাবা মানে বটবৃক্ষ, তিনি একাই একটি প্রতিষ্ঠান। বাবা এমন একজন ব্যক্তি, যিনি যেকোনো পরিস্থিতিতে আগলে রাখেন, ছায়ার মতো পাশে...
17/11/2023

বাবা মানে বটবৃক্ষ, তিনি একাই একটি প্রতিষ্ঠান। বাবা এমন একজন ব্যক্তি, যিনি যেকোনো পরিস্থিতিতে আগলে রাখেন, ছায়ার মতো পাশে থাকেন, নির্ভরতা দেন। নিজের শত সমস্যা সত্ত্বেও সন্তানদের সুরক্ষিত রাখেন, সন্তানের জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। আপাতগম্ভীর খোলসের আড়ালে থাকে তাঁর অন্য রূপ।
অথচ কখনো মন খুলে বলা হয়নি, বাবা তোমাকে অনেক ভালোবাসি❤️❤️❤️❤️


Today,s Best photo
❤❤❤❤❤❤
























Today,s Best photo ❤❤❤❤❤❤
17/11/2023

Today,s Best photo
❤❤❤❤❤❤
























-জীবন মানে নিরন্তর ছুটে চলা.. পদে পদে বাধা-বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্র...
17/11/2023

-জীবন মানে নিরন্তর ছুটে চলা.. পদে পদে বাধা-বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া.. সংগ্রাম এবং সাফল্য – এই তো জীবন!🥰

-জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়েছুড়ে হারিয়ে যেতে হয়!🥰

-লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়- তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরো শক্তিশালী, আরো অভিজ্ঞ, আরো দক্ষ- এটাই তো সত্যিকারের বিজয় 🤷‍♂️

Today's Best video
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️




14/09/2023

#নিজের_বলার_মতো_একটা_গল্প_আকাশ

13/09/2023

জীবন যোদ্ধে হার না মানা সৈনিক 🥰
ভিক্ষুক বলতে সাধারণত সেই সব ব্যক্তিদের বোঝায় যারা ভিক্ষা করে তাদের জীবন পরিচালনা করে থাকে। ভিক্ষা করা মোটেই ভালো কোনো কাজ নয়। তবুও ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি একটি পেশার মতো। ভিক্ষুকরা সাধারণত তাদের জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করে থাকে। যে ভিক্ষা করে জীবন নির্বাহ করে থাকে সে হয় কোনো প্রতিবন্ধী নয়তো জীবন যুদ্ধে ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কোনো ভীতু সৈনিক।আমাদের দেশে অনেক ভিক্ষুক রয়েছে যাদের রাতে ঘুমানোর জন্য ছোট একটা আশ্রয় ও নেই। ভিক্ষুকরা জীবনে পরিশ্রম করার ভয়ে ভিক্ষা করে থাকে।
#নিজের_বলার_মতো_একটা_গল্প_আকাশ #স্বপ্নের_ফেরিওয়ালা #মানবতারফেরিআওলা

বয়সটা এক, কিন্তু জীবনটা ভিন্ন। আল্লাহ অসহায় মানুষের, সহায় হোনআমিন।
08/09/2023

বয়সটা এক, কিন্তু
জীবনটা ভিন্ন।
আল্লাহ অসহায় মানুষের, সহায় হোন
আমিন।

কারো হাসির কারণ হতে পারাটা অত্যন্ত আনন্দের।মানবতা মানুষের হৃদয়ে আঁচড় কাটুক 🥰 #মানবতারফেরিআওলা
07/09/2023

কারো হাসির কারণ হতে পারাটা অত্যন্ত আনন্দের।
মানবতা মানুষের হৃদয়ে আঁচড় কাটুক 🥰
#মানবতারফেরিআওলা

সাহায্য করার জন্য অনেক ধন সম্পদ থাকা লাগে নাহ্। দেওয়ার মত মনমানসিকতার প্রয়োজন।
07/09/2023

সাহায্য করার জন্য অনেক ধন সম্পদ থাকা লাগে নাহ্।
দেওয়ার মত মনমানসিকতার প্রয়োজন।

'সব মানুষের চলার পথ মসৃন হয়না…..বেঁচে থাকার তাগিদে সর্বদা সংগ্রাম করে চলতে হয়। শত কষ্টের মাঝেও তাদের মুখ থেকে হাসি বিলীন...
06/09/2023

'সব মানুষের চলার পথ মসৃন হয়না…..
বেঁচে থাকার তাগিদে সর্বদা সংগ্রাম করে চলতে হয়।

শত কষ্টের মাঝেও তাদের মুখ থেকে হাসি বিলীন হয় না...।
এই সংগ্রামী মানুষগুলোকে জানাই সসস্র সালাম.....🙄

ওরা পরিবারের বোঝা নয়।ওরা পরিবারের একটা অংশ '   #স্বপ্নের_ফেরিওয়ালা
04/09/2023

ওরা পরিবারের বোঝা নয়।
ওরা পরিবারের একটা অংশ '

#স্বপ্নের_ফেরিওয়ালা

29/08/2023

ইচ্ছে গুলো যদি পবিত্র হয়🥰
স্বপ্ন গুলো একদিন পূরণ হবে ইনশাআল্লাহ

জীবন অনেকটা বইয়ের মতো । একটা অধ্যায় খারাপ মানে এই না যে পরের অধ্যায় গুলো খারাপ হবে🖤 ইচ্ছে পূরণ এক অদ্ভুত অনুভূতি...

ব্যাপক ফুরফুরে লাগে এবং পরের সব কিছু ম্যাজিকের মতো ঘটতে থাকে... সেই জন্য দরকার ব্যাপক পরিশ্রম, দক্ষতা, সততা এবং লেগে থাকা !

তাই অনেকবার ব্যর্থ হলেও স্বপ্ন দেখা কখনো বন্ধ করা যাবে না, কারণ স্বপ্ন পূরণের অনুভূতি সকল ব্যর্থতার গ্লানিকে ধুয়ে মুছে ফেলে এক নিমিষে !

#সাধারণ_থেকে_অসাধারণ_হয়ে_উঠার_চর্চা


#নিজের_বলার_মতো_একটা_গল্প_আকাশ দাস

দায়িত্ব কখনো বয়স বুঝে নাহ্ দায়িত্বের কাছে হেরে যায় হাজারো স্বপ্ন 😪মাথায় যখন সংসারের বোঝা উঠে তখনই বুঝা যায় জীবনের চলার ...
28/08/2023

দায়িত্ব কখনো বয়স বুঝে নাহ্
দায়িত্বের কাছে হেরে যায় হাজারো স্বপ্ন 😪

মাথায় যখন সংসারের বোঝা উঠে তখনই বুঝা যায় জীবনের চলার পথ আস্লেই কতটাহ্ কঠিন 😪

#স্বপ্নের_ফেরিওয়ালা Akash Das Free Motion #মানবতারফেরিআওলা

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের রেকর্ড গড়া ... হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন  #রমেশ_বাবু ভারতের দাবার ইতিহাসের নতুন প...
25/08/2023

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের রেকর্ড গড়া ... হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন #রমেশ_বাবু

ভারতের দাবার ইতিহাসের নতুন প্রতিভা তামিলনাড়ুর মাত্র ১৮ বছর বয়সী গ্রান্ডমাস্টার #রমেশবাবু প্রজ্ঞানন্দ 🇮🇳
সম্প্রতি দাবা এর বিশ্বকাপের সেমিফাইনালে সে বিশ্বের 3 নং আমেরিকার দাবাডু Fabiano Karuana কে ট্রাইব্রেকারে হারিয়ে পৌঁছে গেছেন দাবা বিশ্বকাপের ফাইনালে ..💎

ফাইনালে ওর প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর নরওয়ের ম্যাগনেস কার্লসেন ..
আপাতত বিশ্ব দাবা রাঙ্কিংয়ে 29 নং এ থাকা প্রজ্ঞানন্দ ফাইনালে কতটা লড়াই দিতে পারে এটাই দেখার বিষয়,
তবে জিতে গেলে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে দাবা বিশ্বকাপ জেতার ইতিহাস গড়বেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ.. 🇮🇳💙

জীবনটা বড়ই কঠিন।জীবন মানেই প্রতিনিয়ত সমস্যা আর সমস্যা।জীবনে যে যুদ্ধ করে টিকে থাকতে পারে সেই জীবনে সফল।

নিজের জায়গা কেউ তৈরি করে দিবে না।নিজে সংগ্রাম করে নিজের পারফেক্ট জায়গা তৈরি করে নিতে হবে।

কেউ সাপোর্ট করবে না সবাই হতাশ করতে চেষ্টা করবে।সাপোর্ট পাওয়া ভাগ্যের ব্যাপার।কই জন সাপোর্ট পাই?

তাই কারো উল্টা পাল্টা কোথায় কান না দিয়ে নিজের পথ নিজে খুঁজে নিতে হবে।নিজে চেষ্টা করে আত্মবিশ্বাস নিয়ে কঠোর পরিশ্রম এর মাধ্যমে নিজের জায়গা তৈরি করে নিতে হবে 🥰


#দাবা InsideSport

 #এই জগতে 'গরীব মানুষ'রে কেউ চিনে নাহ্ অথচ গরীবের মহা মূল্যবান শ্রম ছাড়াজগতের কেউ চলতে পারে নাহ্ 😪বিঃদ্রঃ- কখন কার দরজা...
24/08/2023

#এই জগতে 'গরীব মানুষ'রে কেউ চিনে নাহ্
অথচ গরীবের মহা মূল্যবান শ্রম ছাড়া
জগতের কেউ চলতে পারে নাহ্ 😪

বিঃদ্রঃ- কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন,

অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়।
আমাদের সবার উচিৎ নিজ নিজ অবস্থান থেকে গরীব & অসহায় মানুষ দের পাশে দাঁড়ানো 🥰

YouTube Link:https://youtube.com/

#স্বপ্নের_ফেরিওয়ালা Akash Das Free Motion

আত্মহত্যার প্রবনতা ছিল, জীবনে দুইবার তিনি সুইসাইডাল চিন্তা করেছিলেন। একবার শৈশবে অভাবের বঞ্চনায়, আবার পরিণত বয়সে যখন তার...
22/08/2023

আত্মহত্যার প্রবনতা ছিল, জীবনে দুইবার তিনি সুইসাইডাল চিন্তা করেছিলেন। একবার শৈশবে অভাবের বঞ্চনায়, আবার পরিণত বয়সে যখন তার সব আছে, তখন।

শৈশব দিয়েই শুরু করি, তার পরিবারে তিনবেলা খাবারের নিশ্চয়তা ছিল না, দুপুরে রান্না হলে, রাতের খাবার ছিল অনিশ্চিত।

অনেকেই শৈশবে ফিরে যেতে চায়, কিন্তু তিনি কখনো শৈশবে ফিরতে চান না। প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা, অভাব আর বঞ্চনার অনুভূতি তার স্মৃতিতে প্রবল।

ক্ষুধা পেটে রাস্তায় যখন হাটতেন তখন দেখতেন বিত্তবানরা দামী খাবার খাচ্ছে, তিনি তাকিয়ে থাকতেন, যদি কখনো কেজন তাকে দেখে খাবার তুলে দেয়! কেউ দেয়নি।

তিনি উপলব্ধি করতেন জন্মগত কারনে গরীব বঞ্চিত, আশেপাশের ধনী মানুষগুলোকে দেখে তিনি তিনি অবাক বিস্ময়ে ভাবতেন ওদের অনেক আছে তবুও কেন ওরা আমাদের টেনে তুলছে না? খুব ছোট বয়সেই তিনি বুঝে যান ধনী গরীবের বৈষম্য।

সংখ্যালঘু নির্যাতনের কারনে প্রায় সব সদস্য দেশ ছেড়ে বহু আগেই চলে গিয়েছিল, কেবল টিকে ছিল তার পরিবার। তিনি কখনো তার আত্মীয়দের দেখেননি। বিপদে কখনো পাননি নির্ভরতার ছায়া।

বাবা ছিলেন তৃতীয় শ্রেণির সরকারী কর্মচারী। যে সামান্য আয় তাতে পাঁচ ছেলেমেয়েকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো প্রতিনিয়ত। অভিমান হতো খুব বাবা মার প্রতি, এই সমাজের প্রতি।

শারিরিক কিছু প্রতিবন্ধকতা কারনে স্কুলে কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহন করেনি, পরিবারেও তিনি ছিলেন আলাদা, একাকী।

পড়াশুনায় মারাত্মক খারাপ ছাত্র ছিলেন। ফেল করতেন অন্তত ছয় সাত সাবজেক্টে। বন্ধুহীন তিনি শুয়ে শুয়ে সৃষ্টিকর্তাকে ডাকতেন কেবল- আমাকে একটা সুযোগ দাও, আমি ভালো কিছু করবো।

মিরাকেল ঘটল যেন, যেই ছেলে কখনো অংকে পাশ করতে পারেনি, সে নব্বই পচানব্বই করে পাওয়া শুরু করল। কিন্তু ঐ যে অভাব যার নিত্যসঙ্গী পথ তার এতো মসৃণ নয়, এসএসসি পর টাকার অভাবে দুই বছর বন্ধ ছিল পড়াশুনা করতে পারেননি, নিজে টিউশনি করিয়ে টাকা জমিয়ে ইন্টারে ভর্তি হন।

এরপর কেবল এগিয়ে চলা। ইঞ্জিনিয়ারিং পাশ করেন, একের পর এক সিভি ড্রপ করেন,সিও পোস্ট থেকে কেরানী। অল্প সময়ের ব্যবধানেই চাকুরী পেয়ে যান, একে একে দেশের টপ প্রাইভেট অর্গানাইজেশনের উচ্চ পদে কাজ করেন তিনি, আরও বড় পোস্টে বড় কর্মকর্তা করে পাঠানো হয় বিদেশে।

কিন্তু বিদেশের মাটিতে প্রবল সম্পদের মাঝে থেকে তিনি উপলব্ধি করেন, জীবনের অর্থ কী? একদিন তার টাকা ছিল না, টাকার অভাবে ঘরে ভাত ছিল না, আজ টাকা আছে কিন্তু এই টাকা দিয়ে কি হবে? ছাদের কিনারায় দাড়িয়ে তিনি ভাবে যদি লাফিয়ে পড়ি, মরে যাব, দুইদিন সবাই কাঁদবে, তারপর ভুলে যাবে। তবে কেন এতো সংগ্রাম, তবে কেন এই মানবজনম?

জীবনের অর্থ খুজেতে তিনি বের হন। পথে খুঁজেন কিছু বোকা মানুষ। কারন বোকারাই গড়তে জানে, চালাকরা খোঁজে স্বার্থ। কিছু বোকা মানুষ পেয়ে যান, মাত্র পাঁচজনকে নিয়ে গড়ে তুলেন একটি সংগঠন। সেই সংগঠনটি আজ লাখ লাখ অভুক্ত, বঞ্চিত, আশাহীন মানুষের বেঁচে থাকার ভরসা, আশার প্রদীপ।

জীবনের প্রতি তার এক্সপেকটেশন নেই, তিনি পরিশ্রম করতে জানেন, সফলতা চান না, কেবল হেঁটে যেতে চান

তার হাতে গড়া সংগঠনটির নাম বিদ্যানন্দ। এক টাকার আহার।

তিনি #কিশোর_কুমার_দাস
আজ কিশোর কুমার দাসের হেঁটে যাওয়া পথের সঙ্গী সমগ্র বাংলাদেশ
#তিনি_আমাদের_সময়ের_আশার_বাতিঘর

(Collected)

াকা_আহার
#বিদ্যানন্দ
#পড়বো_খেলবো_শিখবো

হাইরে মানবতা 🙄
20/08/2023

হাইরে মানবতা 🙄

একমুঠো ভাত পেলেই এক টুকরো চাঁদের হাসি ফুটে🥰
20/08/2023

একমুঠো ভাত পেলেই
এক টুকরো চাঁদের হাসি ফুটে🥰

এটা সাধারণ কোন পা নয়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করে যাওয়া পা।ভালো থাকুক পৃথিবীর সকল বাবা 💖   #বাবা
20/08/2023

এটা সাধারণ কোন পা নয়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করে যাওয়া পা।
ভালো থাকুক পৃথিবীর সকল বাবা 💖

#বাবা

-মেয়ে তুমি রাজকন্যা ততক্ষণ তোমার বাবা বেঁচে আছে যতক্ষণ👰‍♀️
20/08/2023

-মেয়ে তুমি রাজকন্যা ততক্ষণ

তোমার বাবা বেঁচে আছে যতক্ষণ👰‍♀️

জীবনের মানে খুঁজে শেষ করা যাবে নাহ্  কোনদিন।জীবন মানেই এক অঘোষিত যুদ্ধ।প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা।ভালোভাবে বেঁচে থাকা...
20/08/2023

জীবনের মানে খুঁজে শেষ করা যাবে নাহ্ কোনদিন।জীবন মানেই এক অঘোষিত যুদ্ধ।প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা।

ভালোভাবে বেঁচে থাকার সংগ্রাম।প্রতিনিয়ত বুঁকে হাজারো কষ্ট আর মুখে মুচকি হাসি নিয়ে চলা।জীবনের ক্ষুধা মেটাতে,ছেলেমেয়েদের মুখে হাসি ফোঁটাতে দুটো ভাতের জন্য যাদের নিত্যকার পথচলা জীবনের পূর্ণাঙ্গ সংজ্ঞা তারাই জানে।হাড়ভাঙা পরিশ্রম,এই দু'মুঠো ভাতের জন্য যুদ্ধ,এটাই হয়তো জীবন।

আবার সংগ্রামের মাধ্যমে জীবনের রঙ বদলায়।মানুষ সুখী হয়।টোকাই বিত্তবান হয়।বিত্তবান গরীব হয়ে যায়।মধ্যবিত্ত হয়তো আবার মধ্যবিত্ত রয়।কেউ আবার পদার্পণ করে উচ্চবিত্তের জীবনে।জীবন এমনই।

আজ যে ধনী,কাল সে গরীব।ভাঙাগড়ায় জীবন চলে জীবনের মতো।কিন্তু যুদ্ধটা সবাইকেই করতে হয়।কেউ জিতে আর কেউ হারে।

বিঃদ্রঃ- কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন,

অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়।

আমাদের সবার উচিৎ নিজ নিজ অবস্থান থেকে গরীব & অসহায় মানুষ দের পাশে দাঁড়ানো 🥰

YouTube Link:https://youtube.com/

Akash Das

লাইফে এতটুকু বড় হতে চাই 🙄যাতে এদের পাশে দাড়াতে পারি 🥰ইনশাআল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাবো।বাকি টা উপর আলার হতে 🙄 #মানবতারফে...
15/08/2023

লাইফে এতটুকু বড় হতে চাই 🙄

যাতে এদের পাশে দাড়াতে পারি 🥰
ইনশাআল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাবো।
বাকি টা উপর আলার হতে 🙄

#মানবতারফেরিআওলা

প্রসঙ্গ যখন গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর তখন মানবতার ফেরিওয়ালা প্রিয় ফিরোজ হাসান ভাই সেরা 🥰ফিরোজ হাসান ভাই কে ...
08/08/2023

প্রসঙ্গ যখন গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর তখন মানবতার ফেরিওয়ালা প্রিয় ফিরোজ হাসান ভাই সেরা 🥰

ফিরোজ হাসান ভাই কে সাধারণত সবাই চেনেন যে তিনি একজন মানবতার ফেরিওয়ালা তিনি দেশে দেশে ভ্রমণ করেন এবং মানুষকে সাহায্য সহযোগিতা করে ।

সাধারণত তিনি ভ্রমণ করতে ভালোবাসেন এবং ভ্রমণের ফাঁকে মানুষকে সাহায্য করতে ভালোবাসেন 🥰

কতটুকু লাভকরি জানি নাহ্ ব্রাদার, তবে আপনাকে নাহ্ দেখলে বুঝতামই নাহ্ যে মানবতা বলে কিছু আছে এই পৃথিবীতে 🥰

#মানবতারফেরিআওলা
Free Motion

Address

Chittagong
CHITTAGONG

Alerts

Be the first to know and let us send you an email when Akash Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akash Das:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Chittagong

Show All

You may also like