19/05/2023
ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা সমূহ হচ্ছেঃ
কাজের ক্ষেত্রে স্বাধীনতা
সময়ের স্বাধীনতা
অবস্থান বা স্থান ভিত্তিক স্বাধীনতা
ঘরে বসে কাজ করার সুবিধা
নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা
নিজের মূল্য নিজেই নির্ধারনের স্বাধীনতা
অবসরের ক্ষেত্রে কোন বাঁধা না থাকা
উপার্জনের স্বাধীনতা
একক বা দলগত কাজের সুবিধা
একই সময়ে কয়েকটি কোম্পানীতে কাজ করার স্বাধীনতা
দ্রুত উপার্জন করতে পারার সুবিধা
নিজের কাজের প্রতি সৎ থাকা
ফ্রিল্যান্সিং এর সুবিধা গুলোর বিস্তারিত বর্ণনাঃ
কাজের ক্ষেত্রে স্বাধীনতা
ফ্রিল্যান্সিং জব সেক্টরে আপনি সর্বদা কাজের ক্ষেত্রে স্বাধীনতা পাবেন! এখানে কাজের ক্ষেত্রে স্বাধীনতা মানে, আপনি চাইলে অর্ডার নিতেও পারেন, আর আপনার যদি সমস্যা থাকে তাহলে অর্ডার না ও নিতে পারেন! এই সেক্টরে একজন বায়ার আপনাকে নক দিয়ে তার সমস্যার কথা বলবে, তার কাজের কথা বলবে! এখন তার কাজ করার মতো সময়, ইচ্ছা, বা অন্য কোন কারণে আপনি যদি তার কাজ করতে না চান, তাহলে সে কখনোই আপনাকে জোর করতে পারবে নাহ!
তাহলে কাজের ক্ষেত্রে বিস্তর স্বাধীনতা পাচ্ছেন না? আপনি যে কোন চাকরির কথা বলেন, আপনি কিন্তু নির্দিষ্ট দিন এবং সময় মেনে কাজ করতে বাধ্য! কিন্তু ফ্রিল্যান্সিং এ আপনি চাইলে কাজ নিবেন, আর না চাইলে কাজ নিবেন না, সেটা সম্পুর্ণ আপনার ব্যাপার! কেউ আপনাকে সেই জন্য কিচ্ছু বলবে না, বা তাদের সেই অধিকার নেই! তবে, আপনি যদি কোন কাজ নিয়ে থাকেন, তাহলে নির্দিষ্ট সময় বা ডেডলাইনের (Deadline) মধ্যে সেই কাজ জমা দেওয়া আপনার জন্য আবশ্যক!