17/11/2023
⚽Australia 7-0 Bangladesh
অস্ট্রেলিয়ার বর্তমান র্যাংকিং ২৭।গত ২৪ বছরে অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাইপর্ব হতে বাদ পড়ে নি।যে দল আর্জেন্টিনা বা ব্রাজিলের মত দলকেও রুখে দিতে সক্ষম। সেই দেশের সাথে ১৮৭ তম স্থানে বাংলাদেশ হারাতে, যে হারে বাংলাদেশ দল নিয়ে ট্রোল হচ্ছে তা হতাশা জনক।
সাম্প্রতিক সময়ে মালদ্বীপের সাথে ভালো খেলা বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথেও ভালো খেলবে এমন আশা যারা করেছিল তারা অতি আবেগি। বাংলাদেশ কদিন আগেও মালদ্বীপ,নেপাল,ভুটানের সাথে ৫ গোল খেত,সেই তুলনায় বাংলাদেশ আজ অতি খারাপ খেলেছে বলে আমার মনে হয় না।
ফুটবলে উন্নতি করতে হয় ধীরে ধীরে। এক দশকে ২-১ বার র্যাংকিং এর প্রথম সারির কোন দেশের সাথে খেলে জয় বা ড্রয়ের আশা করা উচিত নয়।মিতুল মারমা সবে জাতীয় দলে এসেছে,এত বড় দলের সাথে নার্ভাস ঠাকা স্বাভাবিক। ১৫০-১৬০ এ থাকা মালদ্বীপকে আমরা হারাচ্ছি।বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সমর্থন দিন,ধীরে ধীরে ১০০ তে থাকা,এরপর ৮০-৯০ এ থাকা,অতঃপর ৫০-৬০ থাকা দলকেও আমরা হারাব।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন দীর্ঘমেয়াদি পরিকল্পনা করুক।বাংলাদেশও এক সময় অস্ট্রেলিয়াকে হারাবে,ইনশাআল্লাহ।
জাপান আরো ১০ বছর আগেই বিশ্বকাপ জেতার পরিকল্পনা নিয়েছিল।এখন জার্মানির মত দল জাপানের কাছে টানা দুই ম্যাচে ৪ গোলে হারে।ভারত এক যুগ আগে যেই কুয়েতের কাছে নয় গোল খেত,সেই ভারত এখন কুয়েতকে হারিয়ে দেয়।চার বছর পর পর বাছাইপর্ব এলে যদি ফুটবলে উন্নতি করার কথা কর্তৃপক্ষের মনে পড়ে তবে ফুটবলে উন্নতি করা সম্ভব নয়।
দেখা যাবে,প্রতি চার বছরে অস্ট্রেলিয়া, জাপান বা সৌদি আরবের মত বড় দলকে পেয়ে খুব হাইপ উঠবে, বাংলাদেশ বড় ব্যবধানে হারবে এবং সারা বছর বাংলাদেশের খেলা না দেখা পাবলিক ট্রোল করবে।আর আমাদের মত কিছু লেখক এসে এই পোস্টের মত সান্ত্বনামূলক পোস্ট দিয়ে ফুটবল বিশ্লেষক ভেবে রাতে একটা আরামদায়ক ঘুম দিবে!!