সংবাদ জগৎ

সংবাদ জগৎ সাদা কালোর সন্ধানে Sonbad Jogot established its place in the media scene of Bangladesh on February 14, 2018. songbad jogot.

It started its journey with a sense of challenge and a feeling of humility to serve this nation as a truly independent news/media website. Sonbad Jogot has provided real time news update, using utmost modern technology since 2020. It also provides archive of previous news, and printing facility of the specific news items. One can easily find latest news and top breaking headlines from Bangladesh a

nd around the world within a short span of time from the online news portal. com, the Bangladesh’s leading online news portal, is updating 24/7 with entertainment, lifestyle, special reports, politics, economics, culture, education, information technology, health, sports, columns and features. The news based site enriched with all the elements of country’s traditional newspapers. A group of youngster journalists are working for the online news portal. Sonbad Jogot is trying to build a bridge with Bengali language people around the world and want to create a new dimension to the country’s online news portal.

গতকাল রোববার দেশি পেঁয়াজ প্রতি কেজি ১৯৬ থেকে ২২০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হয়েছে।
11/12/2023

গতকাল রোববার দেশি পেঁয়াজ প্রতি কেজি ১৯৬ থেকে ২২০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হয়েছে।

মনোনয়ন ফরম জমা দিতে এসে 'আচরণ বিধি ভঙের' বিষয়ে প্রশ্ন করা মাত্র সাংবাদিকের দিকে তেড়ে গেলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফি...
30/11/2023

মনোনয়ন ফরম জমা দিতে এসে 'আচরণ বিধি ভঙের' বিষয়ে প্রশ্ন করা মাত্র সাংবাদিকের দিকে তেড়ে গেলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী; আর তার অনুসারীরা চড়াও হল সাংবাদিকদের ওপর।
প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে রেগে যান চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান, গালি দিয়ে ওই সাংবাদিককে হাত দিয়ে ধাক্কা দেন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জেলা প্রশাসক বলেছেন, সাংবাদিকরা লিখিত আবেদন করলে তিনি নির্বাচন বিধিমালা অনুসারে ব্যবস্থা নেবেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।বু...
29/11/2023

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার (২৯ নভেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে নমিনেশন দেওয়া হলেও শরিকদের জন...
29/11/2023

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে নমিনেশন দেওয়া হলেও শরিকদের জন্য ১০০ আসন ছেড়ে দেওয়া হবে।

চট্টগ্রামে আইনজীবীদের চেম্বারের সামনে থেকে জুতা চুরির হিড়িক।
28/11/2023

চট্টগ্রামে আইনজীবীদের চেম্বারের সামনে থেকে জুতা চুরির হিড়িক।

চট্টগ্রামে বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি।আজ বুধবার এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে বিভাগীয় সাইবার ট্রাইবুন্যাল আদ...
28/11/2023

চট্টগ্রামে বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি।
আজ বুধবার এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে বিভাগীয় সাইবার ট্রাইবুন্যাল আদালতে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া আসামি মো. মনির খাঁন মাইকেল বিচারক জহিরুল কবিরকে লক্ষ্যে করে এ জুতা ছুড়ে মারেন।

অক্সিজেন মোড়ে গাড়ি এক্সিডেন্ট
26/11/2023

অক্সিজেন মোড়ে গাড়ি এক্সিডেন্ট

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ সকাল সাড়ে ১১টায় প্রকাশ করা হবে।আজ সকালে প্রধানমন্ত্রী শেখ...
26/11/2023

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ সকাল সাড়ে ১১টায় প্রকাশ করা হবে।
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করা হবে। পরে শিক্ষামন্ত্রী দীপু মনি এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।

25/11/2023

চট্টগ্রামে ভবন ধস,,লাইভ সবশেষ

বিকাশে ২০ হাজার পাঠান বিয়ের খবর বলবো : সাংবাদিককে নোবেল সোমবার বিকেলে বিয়ের বিষয়ে জানতে ফোন দেওয়া হলে এই গায়ক সাংবাদিকদে...
22/11/2023

বিকাশে ২০ হাজার পাঠান বিয়ের খবর বলবো : সাংবাদিককে নোবেল

সোমবার বিকেলে বিয়ের বিষয়ে জানতে ফোন দেওয়া হলে এই গায়ক সাংবাদিকদের বলেন, আমাকে ২০ হাজার টাকা বিকাশে পাঠান তাহলে আপনাকে বিয়ের খবর জানাবো।

নোবেলকে ফোন দিতে তার কণ্ঠে নেশার আভাস পাওয়া যায়। পুরো নেশায় চুড় হয়েছিলেন। সাংবাদিক পরিচয় পেয়েই বললেন, আমি সাংবাদিক পছন্দ করি না। তারপরে বলেন, আপনারা যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে আবার হাইলাইট করেন। আমার ভালো খবর তুলে ধরেন, আমার আর আমার বৌয়ের ফটোশুট করেন।

বৌয়ের ফটোশুট প্রসঙ্গ টেনে জানতে চাওয়া হয়, কবে বিয়ে করেছেন? এ সময় নোবেল বলেন, আপনাকে কেন বলবো? বলবো সব বলবো আমাকে ২০ হাজার টাকা বিকাশে পাঠান। তাহলে সব ইনফরমেশন আপনাকে দেব।

সদ্য আমদানি করা নতুন কোরিয়ান কোচের জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর ফেলার জন্য তৈরি হচ্ছে...
21/11/2023

সদ্য আমদানি করা নতুন কোরিয়ান কোচের জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর ফেলার জন্য তৈরি হচ্ছে...

ব্রেকিং নিউজ.....!!! ট্রেনের নাম - কক্সবাজার এক্সপ্রেস!!! আগামীকাল থেকে টিকেট বিক্রি শুরু!!প্রথম যাত্রার তারিখ ০১-ডিসেম্...
21/11/2023

ব্রেকিং নিউজ.....!!!
ট্রেনের নাম - কক্সবাজার এক্সপ্রেস!!!
আগামীকাল থেকে টিকেট বিক্রি শুরু!!
প্রথম যাত্রার তারিখ ০১-ডিসেম্বর-২০২৩ ইংরেজি ।
টিকেট পাওয়া যাবে অনলাইন ও কাউন্টারে - একই সাথে আগামীকাল সকাল ৮ টা থেকে ।। যেতে পারবেন একসাথে ৭৮০ জন যাত্রী!!!

নতুন সম্পর্কে জড়িয়েছেন বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। খুলনার মেয়ে ফারজান আরশির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। নতুন প্রেমিক...
21/11/2023

নতুন সম্পর্কে জড়িয়েছেন বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। খুলনার মেয়ে ফারজান আরশির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। নতুন প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফেসবুক প্রকাশ করেছেন নোবেল। ছবিতে তার বুকে মাথা রেখে আছেন আরশি। ক্যাপশনে লেখা, ‘ক্যাপশন কি লেখা লাগবে? আরশি (সঙ্গে লাভ ইমোজি)।’

জানা গেছে, খুলনার মেয়ে আরশি। জনপ্রিয় স্থানীয় ফুড ব্লগার নাদিম আহমেদের স্ত্রী তিনি। নিজেও ফ্যাশন-লাইফস্টাইল বিষয়ক ব্লগ করেন।

#গায়কনোবেল #মাইনুলআহসাননোবেল

শিশুশিল্পী হিসেবে অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে সিমরিন লুবাবা। সম্প্রতি এই খুদে শিল্পী ভীষণভাবে ট্রলের শিকার...
16/11/2023

শিশুশিল্পী হিসেবে অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে সিমরিন লুবাবা। সম্প্রতি এই খুদে শিল্পী ভীষণভাবে ট্রলের শিকার হলে তার মা জাহিদা ইসলাম জানিয়েছিলেন আইনি পদক্ষেপ নেবেন তারা। হঠাৎই মেয়েকে নিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন লুবাবার মা।

বুধবার (১৫ নভেম্বর) ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে লুবাবার ফেসবুক থেকে। ছবিতে দেখা যাচ্ছে, ডিবি প্রধানের সঙ্গে দেখা গেছে লুবাবাকে। সঙ্গে ছিলেন তার মা জাহিদা ইসলাম।

ডিবি কার্যালয়ে যাওয়া প্রসঙ্গে লুবাবার মা বলেন, ‘‘কয়েক দিন আগে থেকেই ভাবছিলাম এখানে আসব। তবে তেমন কিছু না। এমনিতেই এসেছি ওনার (ডিবি প্রধানের) সঙ্গে দেখা করতে।’’

আইনি পদক্ষেপ নিতেই কি এই দেখা করা? এমন প্রশ্নের উত্তরে জাহিদা ইসলাম বলেন, “এখনই কিছু বলতে চাচ্ছি না, দেখা যাক কী হয়।”
এর আগে লুবাবার মা সংবাদমাধ্যমকে বলেছিলেন, “লুবাবা বাচ্চা একটা মেয়ে। ওর নামে ফেক আইডি খোলা হচ্ছে, লুবাবা টিকটক ব্যবহার করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। আর এসব ফেক আইডি দিয়ে মানুষকে বিভ্রান্ত ও প্রতারণা করা হচ্ছে।”
এদিকে সামাজিক মাধ্যমে ট্রলের কারণে মিডিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি শিশুশিল্পী সিমরিন লুবাবা। বিষয়টি সংবাদমাধ্যমকে লুবাবার মা জাহেদা ইসলাম জেমি জানিয়েছিলেন।
সে সময় লুবাবার মা বলেন, “আমার ছোট মেয়েটাকে নিয়ে যেভাবে সামাজিক মাধ্যমে ট্রল করা হচ্ছে, তাতে ও কষ্ট পাচ্ছে। আমি মা হয়ে সেটা বুঝতে পারছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে। এমনিতেই ও কিছুদিন পর মিডিয়াকে একদমই বিদায় জানাবে, আর এর মধ্যেই শুরু হয়েছে ট্রল।”
ট্রলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জাহেদা ইসলাম আরও বলেন, “আমার মেয়ে কেন্দে (কেঁদে) দিয়েছে বলেছে আর এতেই সমালোচনা শুরু করেছে কতিপয় মানুষ। লুবাবার নানি মানে আমাদের পূর্বপুরুষ ইরান ও ভারতের। ফলে ভাষায় ওই সব অঞ্চলের টান থাকবে, এটা স্বাভাবিক। এটা নিয়ে একটা বাচ্চা মেয়েকে এভাবে আক্রমণ করার মানে হয় না। আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেব।”

16/11/2023

বিএনপির ডাকা অবরোধের সবশেষ পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছিল চট্টগ্রাম নগরী থেকে সৱাসৱি

16/11/2023

বিএনপির ডাকা অবরোধের সবশেষ পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছিল নগরীর নতুন চান্দগাঁও থানা মোৱ থেকে সৱাসৱি

16/11/2023

সরাসরি ইসলামি আন্দোলন এর বিক্ষোভ মিছিল। বায়েতুল মোকাররম মসজিদ থেকে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা
15/11/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

বলিউডের পরিচালক রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ‘পিপ্পা’য় ব্যবহৃত হয়েছে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ-কপাট’ গানটি। আর এই গান...
15/11/2023

বলিউডের পরিচালক রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ‘পিপ্পা’য় ব্যবহৃত হয়েছে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ-কপাট’ গানটি। আর এই গানের রিমেকের সংগীতায়োজন করেন ভারতীয় সুরকার এ আর রাহমান। এতেই বাঁধে বিপত্তি। অভিযোগ উঠেছে গানের সুর বিকৃত করা হয়েছে। এতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে নজরুল-ভক্তদের মধ্যে
তাই প্রতিবাদস্বরুপ এ আর রহমানের গান গাইলেন আলোচিত ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সোমবার (১৩ নভেম্বর) রাতে ভারতের এই সংগীত শিল্পীর ‘জয় হো’ গান গেয়েছেন হিরো আলম। আগামীকাল মঙ্গলবার বিকেলে হিরো আলমের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি রিলিজ করা হবে।
হিরো আলম বলেন, ‘কারার ওই লৌহ কপাট’ যে গান শুনলে এখনো মানুষের গা শিউরে ওঠে। এই গানটি বিকৃতি করেছেন এ আর রহমান। তারই প্রতিবাদস্বরূপ জয় হো গান গাইলাম।

জেনে নিন চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ভাড়া ও যাতায়াতের সময় ।♦️চট্টগ্রাম-কক্সবাজার ভাড়া...👉দ্বিতীয় শ্রেণী(সাধারণ) ৫৫৳👉দ্...
14/11/2023

জেনে নিন চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ভাড়া ও যাতায়াতের সময় ।
♦️চট্টগ্রাম-কক্সবাজার ভাড়া...
👉দ্বিতীয় শ্রেণী(সাধারণ) ৫৫৳
👉দ্বিতীয় শ্রেণী(এক্সপ্রেস) ৭০৳
👉কমিউটার ট্রেন ৮৫৳
👉সুলভ শ্রেণী ১০৫৳
👉শোভন শ্রেণী ১৭০৳
👉শোভন চেয়ার ২০৫৳
👉স্নিগ্ধা (এসি চেয়ার) ৩৮৬৳
👉প্রথম চেয়ার/সিট ৩১১৳
👉প্রথম বার্থ ৪৬৬৳
👉এসি সিট ৪৬৬৳
👉এসি বার্থ ৬৯৬৳
__________________________
১.♦️ চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৬.৩০ টায়
কক্সবাজার পৌঁছাবে সকাল ১০ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস 🔥
২.♦️চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ৩.১৫
কক্সবাজার পৌছাবে সন্ধ্যা ৭ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস 🔥
৩.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০
কক্সবাজার পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।
৪.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯.৩০ টায়
কক্সবাজার পৌছাবে দুপুর ১ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার
৫.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ১০ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২.৩০ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস 🔥
৬.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০ টায়
চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস
৭.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ৫ টায়
চট্টগ্রাম পৌঁছাবে ৮.৫০ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার
৮.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে বিকাল ৫ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।
___________________________
👉সংগৃহীত তথ্য

২০ মিনিট এ চলে যাবেন বিমান বন্দরে...
14/11/2023

২০ মিনিট এ চলে যাবেন বিমান বন্দরে...

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসে ঘুরতে পারবেন পর্যটকরা। দুটি টুরিস্ট বাস এনেছে কক্সবাজার জেল...
13/11/2023

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসে ঘুরতে পারবেন পর্যটকরা। দুটি টুরিস্ট বাস এনেছে কক্সবাজার জেলা প্রশাসন। এই দুটি বাস চলবে কক্সবাজারের পর্যটন জোন থেকে দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ দিয়ে।

মূলত এসব বাস দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় করে তুলতে নতুন সংযোজন করা হয়েছে কক্সবাজারে। কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী। তাই দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আকর্ষণীয় করতে প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় নতুন করে সংযোজন করা হয়েছে টুরিস্ট বাসের।

দুটি বাসের মধ্যে একটি বাস কক্সবাজার সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটকদের নিয়ে রেজুখাল ব্রিজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেয়া হবে ব্রিজের অপরপ্রান্তে অবস্থান করা টুরিস্ট বাসে। এই বাস মেরিন ড্রাইভের পাতুয়ারটেক পর্যন্ত চলাচল করবে। এই যাত্রায় দীর্ঘ মেরিন ড্রাইভে যেসব পর্যটন স্পট রয়েছে বাস ওই স্পটে থামবে এবং পর্যটকদের তা ঘুরে দেখানো হবে।

প্রতিটি বাসে ৫৫ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। বাসগুলোতে থাকছে নানা ধরনের সুযোগ-সুবিধা। আশা করা যায়, পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে এই টুরিস্ট বাস বা ছাদখোলা বাস।

03/11/2023

এইমাত্র পাওয়া
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে একটি কার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের দেয়ালে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।
হতাহতের খবর এখনো জানা যায় নি।

31/10/2023

রাতের বঙ্গবন্ধু টানেল

31/10/2023

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেলে কর্মরত
এই সেই ঝুমুর, কি কথা হয়েছিল প্রধানমন্ত্রীর সাথে?

টেলিভিশনে লাইভ দেখে খুশিতে কেঁদে ফেলেছিলেন ঝুমুরের বাবা-মা৷

চট্টগ্রামের ইপিজেড থানার সিমেন্স হোস্টেল এলাকায় একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায়...
31/10/2023

চট্টগ্রামের ইপিজেড থানার সিমেন্স হোস্টেল এলাকায় একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে বিজেএমইএ হাসপাতালের অদূরে এ ঘটনা ঘটে বলে নিউজনাউকে নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন।
তিনি বলেন ‘সিমেন্স হোস্টেলের সামনে সকাল ৬টার পূর্বমুহুর্তে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাসটি সল্টগোলা থেকে ঘুরিয়ে ইপিজেডের দিকে আসছিলো। মূলত দুইজন লোক যাত্রীবেশে উঠে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি। জড়িতদের শনাক্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা যাচাই-বাছাই করছি। যেহেতু গার্মেন্টস টাইম, সেখানে অনেক লোকই ছিলো।’
এর আগে, গতকাল (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে খুলশী থানাধীন জিইসি গরীবুল্লাহ শাহ এলাকার দামপাড়া বাস কাউন্টারের সামনে পার্কিং করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেই ঘটনায়ও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার বিএনপির মহাসমাবেশ চলাকালীন দলটির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে সমাবেশ পণ্ড হয়ে যায়। বিএনপির অভিযোগ পুলিশের হামলায় তাদের সমাবেশ পণ্ড হয়। এর প্রতিবাদে পরের দিন রবিবার দেশব্যাপী সকাল–সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। হরতাল শেষে টানা তিনদিন (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) সড়ক-রেল-নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা দেয় তারা। গতকাল সোমবার জামায়াতও একই কর্মসূচি দিয়েছে। তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ।

28/10/2023

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সরাসরি সম্প্রচার

ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত বাঁশখালী সাধনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম।
26/10/2023

ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত বাঁশখালী সাধনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম।

ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে বাঁশখালীর অবস্থা খুব ভয়াবহ। বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন, রাস্তায় গাছ পড়ে যোগাযোগ এর  খা...
26/10/2023

ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে বাঁশখালীর অবস্থা খুব ভয়াবহ।
বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন, রাস্তায় গাছ পড়ে যোগাযোগ এর খারাপ অবস্থা, আগামী এক সপ্তাহে ও বৈদ্যুতিক লাইন চালু করা সম্ভব হবে কিনা সন্দেহ রয়েছে ,অসংখ্য ঘরবাড়ি ,গাছপালা, রাস্তা ঘাট, বৈদ্যুতিক খুঁটি ভেঙে চুরমার হয়ে গেছে। বাঁশখালী গার্লস কলেজ, বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট, বৈলছড়ি, চেচুরিয়ার কিছু চিত্র।
আল্লাহ সবাইকে হেদায়েত করুন ।

চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশমুখে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধুর ম্যুরাল
22/10/2023

চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশমুখে
তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন
বঙ্গবন্ধুর ম্যুরাল

শুলকবহর  ফ্লাইওভার এর মুখের এই জায়গাটা দীর্ঘ দিন ধরে এই অবস্থায় পড়ে আছে। পাবলিকের ভোগান্তির শেষ নাই
07/10/2023

শুলকবহর ফ্লাইওভার এর মুখের এই জায়গাটা দীর্ঘ দিন ধরে এই অবস্থায় পড়ে আছে। পাবলিকের ভোগান্তির শেষ নাই

04/10/2023

ন্যাশনাল এনভায়রনমেন্ট & হিউম্যান রাইটই ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা কমিটির নবাগত উপদেষ্ঠাদের সম্মাননা অনুষ্টান অনুষ্টিত

চট্টগ্রামে ভয়াবহ আগুন, ৬০ ঘর পুড়ে ছাইবন্দরনগরী চট্রগ্রামের বায়েজিদে আমিন কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে...
04/10/2023

চট্টগ্রামে ভয়াবহ আগুন, ৬০ ঘর পুড়ে ছাই
বন্দরনগরী চট্রগ্রামের বায়েজিদে আমিন কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ৬০টিরও বেশি ঘর। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বুধবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ এলাকার আমিন কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বায়েজিদ, কালুরঘাট ও চন্দরপুরা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ওই কলোনির ৬০টিরও বেশি ঘর পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

04/10/2023

গেল পায়ে হেঁটে ফিরল লা*শ হয়ে !
চট্টগ্রাম মেক্স হসপিটালে রিং পড়াতে এসে ডা.এসকে মল্লিকের ভূ*ল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু , অভিযোগ স্বজনদের।

চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটে আগুন।
29/09/2023

চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটে আগুন।

28/09/2023

চট্টগ্রামরে বৃহত্তম জশনে জুলুস পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ৫১ তম জুলুস থেকে সরাসরি
#জুলুস #জশনেজুলুস২০২৩ #

28/09/2023

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ৫১ তম জশনে জুলুস থেকে সরাসরি

এই মুহূর্ত গাড়ি এক্সিডেন্টে মারা গিয়েছে মহিলা টি।পরিচয় পেতে সহযোগিতা করুন, বর্তমান আশ্ শেফা  হসপিটালে আছে সাতকানিয়া থা...
26/09/2023

এই মুহূর্ত গাড়ি এক্সিডেন্টে মারা গিয়েছে মহিলা টি।

পরিচয় পেতে সহযোগিতা করুন, বর্তমান আশ্ শেফা হসপিটালে আছে
সাতকানিয়া থানায় যোগাযোগ করবেন 01320107787

ব্রেকিং নিউজআনোয়ারা ১৫ নং ঘাটে ভ*য়াবহ আ*গু*ণ!  অসংখ্য দোকান পুড়ে ছাই। এখনো পর্যন্ত আ*গু*নের সুত্রপাত জানা যায়নি।বিস্তারি...
25/09/2023

ব্রেকিং নিউজ
আনোয়ারা ১৫ নং ঘাটে ভ*য়াবহ আ*গু*ণ! অসংখ্য দোকান পুড়ে ছাই। এখনো পর্যন্ত আ*গু*নের সুত্রপাত জানা যায়নি।

বিস্তারিত আসছে...

চট্টগ্রাম নগরীর এক কিলোমিটার এলাকায় গাড়ি এক্সিডেন্ট  একজনের মৃত্যু হয়েছে বাকিরা গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যালে।
25/09/2023

চট্টগ্রাম নগরীর এক কিলোমিটার এলাকায় গাড়ি এক্সিডেন্ট একজনের মৃত্যু হয়েছে বাকিরা গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যালে।

Address

4211 Hathazari Road, Chattogram
Chittagong
4211

Alerts

Be the first to know and let us send you an email when সংবাদ জগৎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সংবাদ জগৎ:

Videos

Share

Nearby media companies