25/12/2021
শোক সইবার শক্তি দাও প্রভু। 😢🙏
ঘরে বসেই নিশ্চিন্তে আপনার প্রয়োজনীয় ?
(3)
Chittagong
4000
Be the first to know and let us send you an email when TheParijat.com.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to TheParijat.com.bd:
মহামারীর প্রাক্কাল আমাদের জীবনের এক নতুন আবর্তন। মানবজীবনের তেতো বাস্তবতার সম্মুখীন গোটা জগৎ। এই তান্ডবক্ষণকে কেউ কাজে লাগিয়েছে, কেউবা করেছে অপব্যাবহার। বিশ্বাসের সাথে বলা যায়, চার দেয়ালের অন্ধকারে বন্দী হয়ে বই পড়ে কাটানো সময় প্রকৃত অর্থে জীবনকে করেছে আলোকিত। বইপড়া পৃথিবীর শ্রেষ্ঠ শখ এ বিষয়ে যেমন কোন দ্বিধা নেই, "বই কিনে দেউলিয়া" বাক্যটি ব্যাবহারও অযৌক্তিক হয়ে দাঁড়িয়েছে। "বইয়ের প্রতিটি শব্দ আপনার জীবন আলোকিত করুক" এই দৃঢ়বাক্য ধারণ করে খুব সহজেই সবার কাছে পছন্দের বইটি পৌঁছে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস "পারিজাত"।
এ প্রয়াস বেসাতির দাবাচাল নয়, এ প্রয়াস দেশের প্রতিটি মানুষের কাছে বইয়ের প্রতিটি সত্য শব্দ পৌঁছে দেওয়ার। এ বিশাল স্বপ্নকে লালন করে শূণ্য থেকে পদচারণা "পারিজাত"র। আমরা নিশ্চিত, এ পদচারণায় অনভিজ্ঞতার ফসল স্বরুপ ভুল শুদ্ধের মিশ্রণে ভরপুর হবে। আমরা এও বিশ্বাস করি এই মিশ্রণ থেকে "ভুল" শব্দের শতকরা ভাগ একদিন শূণ্যের কোঠায় পৌঁছবে। এই বিশ্বাসকে অটুট রেখে সূচনা হল "পারিজাত"র যাত্রা। আপনাদের নিরবচ্ছিন্ন সঙ্গ আমাদের সাহস যোগাবে। প্রাণ পাবে "পারিজাত"। 📷:) "বইয়ের প্রতিটি সত্য শব্দ আপনার জীবন আলোকিত করুক। 📖
"পারিজাত"র ঝুলিতে আপনার জন্য থাকছে সৃজনশীল, সাহিত্য, একাডেমিক, চাকুরী প্রস্তুতিমূলক বইসহ সকল প্রকার বই। 📕📕
শুভ পাঠ 📷