Voice of Aziz

Voice of Aziz তথ্য দিন।নাগরিক সাংবাদিকতায় যুক্ত হোন

22/04/2024
আপনাদের সাথে থেকে শিখতে চাই সাংবাদিকতার আদ্যোপান্ত।
19/04/2024

আপনাদের সাথে থেকে শিখতে চাই সাংবাদিকতার আদ্যোপান্ত।

19/04/2024

এদের একটা স্বভাব কাজের চেয়ে বিশ্রাম নিতে চায়......

আপনারা আমার পেশাদারিত্ব ও আন্তরিকতা দেখেছেন।আমার অপেশাদারিত্ব ও দায়িত্বহীনতা দেখতে চান কি?
18/04/2024

আপনারা আমার পেশাদারিত্ব ও আন্তরিকতা দেখেছেন।
আমার অপেশাদারিত্ব ও দায়িত্বহীনতা দেখতে চান কি?

12/04/2024

Big shout out to my newest top fans! Tamannara Haque Monne

প্রিয় সাংবা‌দিক ভাই‌য়েরা, আপনাদের লেখনীতে বাজবে দেশ, উন্নত হবে জাতি, বাস্তবায়িত হবে বাংলার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু ...
06/04/2024

প্রিয় সাংবা‌দিক ভাই‌য়েরা, আপনাদের লেখনীতে বাজবে দেশ, উন্নত হবে জাতি, বাস্তবায়িত হবে বাংলার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা, উন্নয়নে মুখরিত হবে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আগামীর পথে ডিজিটাল বাংলাদেশ। আমার শেষ কথা, “আরতির খেলা তজবির মালা জপিলে লাগিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সবকিছু বাজে।” সত্য জানেন, সত্য জানাবেন, এগিয়ে যাবেন মানবের কল্যাণে।

 # বর্তমান সাংবাদিকতা  #এক গ্রুপ গর্ত তৈরি করে,আরেক গ্রুপ সেই গর্তে পড়ে                এবংঅন্য গ্রুপ ভেংচি কেটে হাসে!ফ্য...
06/04/2024

# বর্তমান সাংবাদিকতা #
এক গ্রুপ গর্ত তৈরি করে,
আরেক গ্রুপ সেই গর্তে পড়ে
এবং
অন্য গ্রুপ ভেংচি কেটে হাসে!

ফ্যাক্ট: মফস্বল সাংবাদিকতা

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি।
04/04/2024

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি।

04/04/2024

Big shout out to my newest top fans! কে প্লাস টিভি

বাইক চালিয়ে যাচ্ছিলাম  মাথায় হেলমেট ছিল না। সামনে দেখি ট্রাফিক পুলিশের অস্থায়ী চেক পোস্ট। তাদের এক সদস্য আমাকে হাতের ইশা...
03/04/2024

বাইক চালিয়ে যাচ্ছিলাম মাথায় হেলমেট ছিল না। সামনে দেখি ট্রাফিক পুলিশের অস্থায়ী চেক পোস্ট। তাদের এক সদস্য আমাকে হাতের ইশারায় দাঁড় করালেন। কাছে এসে প্রথমেই পরিচয় জানতে চাইলেন আমার।

আমি বললাম- ভাই আমি একজন নিরীহ সাংবাদিক।
গাড়িতে প্রেস লেখা নাই কেন?
উত্তরে বললাম, ভাই আমার লজ্জা লাগে তাই দিইনি।

নিরীহ সাংবাদিক হলেও সেদিন তিনি আর কথা বাড়াননি। সঙ্গে সঙ্গে হাতের ইশারায় বললেন, 'যান যান।'

যেটি বলতে চাইছিলাম সাংবাদিকতা দিন দিন লজ্জাজনক পেশায় পরিণত হচ্ছে। কোথাও গিয়ে সাংবাদিক পরিচয় দিতে লজ্জাবোধ কাজ করে। কারণ?????

দেশের যে কোনো প্রয়োজনে, পাশে আছি নির্ভয়ে ✊
03/04/2024

দেশের যে কোনো প্রয়োজনে, পাশে আছি নির্ভয়ে ✊

ভালো থাকতে চাইলে লোভ সামলাতে হবে...
01/04/2024

ভালো থাকতে চাইলে লোভ সামলাতে হবে...

সাংবাদিকতা করার জন্য কোন সংস্থার পদ পদবী প্রয়োজন হয় না। শুধুমাত্র যে ইলেকট্রনিক অথবা প্রিন্ট মিডিয়ার দায়িত্বে আছেন  ত...
31/03/2024

সাংবাদিকতা করার জন্য কোন সংস্থার পদ পদবী প্রয়োজন হয় না। শুধুমাত্র যে ইলেকট্রনিক অথবা প্রিন্ট মিডিয়ার দায়িত্বে আছেন তার পরিচয়পত্র ও কলমের শক্তি অর্জন করুন, তাহলে দেখবেন সম্মানের সাথে সাংবাদিকতার দায়িত্ব পালন করা সম্ভব। আপনারা যে প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, সেটার নাম ও আপনার পদবি প্রচারে আনলে আপনার এবং প্রতিষ্ঠানের জন্য মঙ্গল হবে।

সৎ সাংবাদিকতা এখন বড় চ্যালেঞ্জ।
27/03/2024

সৎ সাংবাদিকতা এখন বড় চ্যালেঞ্জ।

দৈনিক আজকালের সংবাদ ২৬/০৩/২৪
27/03/2024

দৈনিক আজকালের সংবাদ ২৬/০৩/২৪

24/03/2024

কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু তা'আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন।
-

সাংবাদিক বেড়েনি "সাংবাদিকতার নামে পথে ঘাটে প্রশাসন ও জনপ্রতিনিধি'সহ প্রভাবশালীদের পাচাটা দালাল বেড়েছে।সুতরাং কোনটা সাংবা...
23/03/2024

সাংবাদিক বেড়েনি "সাংবাদিকতার নামে পথে ঘাটে প্রশাসন ও জনপ্রতিনিধি'সহ প্রভাবশালীদের পাচাটা দালাল বেড়েছে।সুতরাং কোনটা সাংবাদিক আর কোনটা দালাল আপনাকেই জানতে হবে চিনতে হবে। না চিনলে ব্যর্থতা আপনার।শুধুই শুধুই সাংবাদিকতার মত গুরুত্বপূর্ণ পেশাকে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কারও নেই।

22/03/2024
একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি
22/03/2024

একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি

22/03/2024

সততা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতা-এই চারটি বিষয়কে সব সময় মাথায় রাখি। এগুলোই আমার শক্তি, এগিয়ে চলার অনুপ্রেরণা।

রাজতন্ত্র না থাকলেও টাকার রাজত্ব চলমান।
19/03/2024

রাজতন্ত্র না থাকলেও টাকার রাজত্ব চলমান।

Address

Cox'sbazar
Chittagong

Telephone

+8809638509118

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Aziz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Aziz:

Share


Other Broadcasting & media production in Chittagong

Show All

You may also like