Papiya Sp

Papiya Sp Papiya is ready to give you freelancing service & full computer skill. Digital marketer expert.

09/04/2024

আগে জানতাম না জীবন মানে কি। এখন মনে হয় জীবন মানে যুদ্ধ। কখনো নফসের সাথে, কখনো শয়তানের সাথে, কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শরীরের সাথে আবার কখনো চেনা-অচেনা মানুষের সাথে।😒😔😞

08/04/2024

রিমাইন্ডার....মানুষ অনেক ফুঁসলাবে, নানান রকমের চক্রান্ত করবে। কিন্তু কাউকে নিজের ঈদের জামা দেখাবেন না। দেখালেই পুরান হয়ে যাবে।😁

05/04/2024

আসসালামু আলাইকুম। জুম্মাহ মোবারক।

04/04/2024

প্রথমদিকে আপনি আমার যে ব্যবহারটা দেখেন, সেটা আমার শিক্ষা। আর কালক্রমে যে ব্যবহার আপনি পান, সেটা আপনার অর্জন😎।

একটা ভয়ংকর রাতের স্বাক্ষী সিলেটবাসী😞খুব ই খারাপ অবস্থা প্রচন্ড শিলা বৃষ্টি হয়ে গেলো 😞যা এর আগে কখনো ই কেউ দেখেনি।       ...
01/04/2024

একটা ভয়ংকর রাতের স্বাক্ষী সিলেটবাসী😞

খুব ই খারাপ অবস্থা প্রচন্ড শিলা বৃষ্টি হয়ে গেলো 😞যা এর আগে কখনো ই কেউ দেখেনি।





31/03/2024

আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে।রমজানের রহমত বরকতের দিনগুলো কেমন যাচ্ছে সবার?খুব তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে মনে হচ্ছে 😒

28/03/2024

Before Iftar : 5ta beguni khabo, 5ta alur chop khabo, 1botol pani, 2glass shorbot

During Iftar : drinking water and shorbot more and more then I'm chit potang🥹

28/03/2024

ইয়া আল্লাহ,
আমাদেরকে এমন হৃদয় দান করুন,
যে হৃদয় আপনার ফয়সালার উপর অসন্তুষ্ট হবেনা।

27/03/2024

বিয়ের পরে প্রথম যে ধরাটা খাবেন যে জীবনেও দু:খের স্ট্যাটাস দিতে পারবেন না ।
যে যাই বলেন এইটাই সত্যি

কারন,ভুক্তভোগী 🤦‍♀️





27/03/2024

সূরা ইয়াসিন এর এমন একটি আয়াত আছে যেটা জিকির করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়।

-সালামুন কাওলাম মীর রাব্বীর রাহীম-
সুবহানাল্লাহ

( আয়াতঃ৫৮)








26/03/2024

এতো দিন আমার কাজ ছিলো বিভিন্ন পেইজে গিয়ে ড্রেসের দাম জিজ্ঞেস করে ,দাম শুনার পর একটা দীর্ঘশ্বাস ফেলে মেসেজ সীন না করা!

এই যে একটা বেপার🙄😬

ইহার সমাপ্তি ঘটল🥰❤️😍with Md. Saymon Islam 😘🥰❤️

আলহামদুলিল্লাহ শশুর বাড়ি থেকে আমার ঈদ উপহার চলে আসছে❤️🥰

আন্তরিকভাবে দুঃখিত☹️😒
উপহারের পিক দিতে পারছিনা😞

কারন আমার ঈদ শেষ হয়ে যাবে 😁







25/03/2024

সেহেরি তে সবার আগে উঠে সব কাজ করে সবাইকে ডেকে খাইয়ে সবার পরে ঘুমানো মানুষটাকে আল্লাহ তুমি হাজার বছর হায়াত দিও আমিন🤲










24/03/2024

তাহাজ্জুদ ও ফজর একসাথে আদায়কৃত ব্যক্তির দোয়া ধনুকের তীরের মতো আল্লাহ কবুল করেন সুবহানআল্লাহ

রাতে ১ ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করুণ জীবনে










24/03/2024

যারা সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজিয়ে ফেলেন এই রমজান তাদের জন্য সুখ বয়ে আনুক। যারা ভারী অন্তর নিয়ে মোনাজাত তুলে কান্না থামাতে গিয়ে আবার কেঁদে ফেলেন, এই রমজান তাদের জন্য শান্তি নিয়ে আসুক।

যারা একটা দোয়া কবুলের জন্য এই পবিত্র মাস রমজানের জন্য অপেক্ষা করে ছিলেন তাদের দোয়া আল্লাহ কবুল করুক। এই মাস যেনো সবার জন্য রহমতের বরকতের আর মুক্তির হয়। সকল প্রকার দু:খ, কষ্ট কিংবা হতাশা থেকে মুক্তি হয়৷

সকলের ভিতরের হাহাকার এই পবিত্র মাসের উসিলায় দূর হয়ে যাক

আল্লাহহুম্মা আমিন 🤲











23/03/2024

যারা কুরআন খতম করছেন তাদের জন্য বেশ উপকারী একটি পরামর্শ হচ্ছে— প্রতিদিনের তিলাওয়াতের সময় সাথে বড় একটি বোতলে পানি প্রস্তুত রাখবেন । যেদিন যতটুকু পড়বেন, পড়া শেষে কারো সাথে কথাবার্তা বলার আগেই উক্ত পানিতে ফুঁ দিয়ে রাখবেন ।

এভাবে পুরা খতমের ফুঁ দেয়া পানি বাসায় হেফাজত করবেন । বিভিন্ন রোগব্যাধি, বাচ্চাদের ভয় পাওয়া, পেটে ব্যথা, জ্বীন, জাদু, বদনজর ইত্যাদি ইত্যাদি অনেক চিকিৎসার ক্ষেত্রেই এই পানি বহুত কাজে আসবে— ইনশাআল্লাহ্।

ফিল্টার করা পানি নিলে ভালো হয় । যাতে পরবর্তীতে পানি শীঘ্রই নষ্ট না হয়ে যায়।








23/03/2024

আসসালামু আলাইকুম🌺। শুভ সকাল🌻
আজকের সকাল টা কুয়াশাচ্ছন্ন।

শীত বিদায় নিতে চাইছে না একদম। গ্রীষ্ম জোর করেই এন্ট্রি নিতে চাইছে মনে হচ্ছে । বসন্ত অপমানিত হয়ে এক কোণে পড়ে আছে হায়রে। বর্ষা রোজ সন্ধ্যায় একবার করে থ্রেট দিয়ে যাচ্ছে কি একটা অবস্থা । কি একটা ওয়েদার 🙄?









আলহামদুলিল্লাহ ইফতারের পর এই চায়ের চুমুক পুরাই রিফ্রেশ করে দেয়😌আমার ধারণা এইটা🥰😍
22/03/2024

আলহামদুলিল্লাহ ইফতারের পর এই চায়ের চুমুক পুরাই রিফ্রেশ করে দেয়😌
আমার ধারণা এইটা🥰😍





21/03/2024

হারামে কিন্তু আরাম নাই..
আপনি কাকে বিশ্বাস করবেন? চারদিকে শুধু মিথ্যাবাদীর ছড়াছড়ি। আল্লাহ তায়ালা হেফাজত করুন সবাইকে।







Shout out to my newest followers! Excited to have you onboard! Amal Mondal, Sujon Mia, Md Sakib, Prianka Islam
21/03/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Amal Mondal, Sujon Mia, Md Sakib, Prianka Islam

21/03/2024

কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না।

যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।

তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন,

ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন!
সুবহানাল্লাহ 🌺
(সূরা আয-যুমারঃ ১০)







20/03/2024

প্রকৃতির মতো অন্তরও শূন্যস্থান পছন্দ করে না। আপনি যদি অন্তরের শূন্যস্থান আল্লাহর স্মরণ দিয়ে পূর্ণ না করেন, সেই শূন্যস্থান শয়তানের ওয়াসওয়াসায় পূর্ণ হয়ে যাবে।

আল্লাহ আমাদের সবাইকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুক আমিন।

18/03/2024

🍀মানুষ যদি দুনিয়ার সম্পদ অর্জন করে ধনী হয়, তুমি আল্লাহর নৈকট্য লাভ করে ধনী হও। তারা যদি আনন্দিত হয় দুনিয়াকে নিয়ে, তবে তুমি আনন্দিত হও আল্লাহকে নিয়ে (তাঁর আনুগত্য করে)। তারা যদি বন্ধুবান্ধব আর প্রিয়জনদের সঙ্গ পছন্দ করে, তবে তুমি আল্লাহর নৈকট্যশীল হওয়াকে ভালোবেসে নাও।

তারা যদি সম্মান ও মর্যাদা লাভের আশায় দুনিয়ার রাজা-বাদশাহদের সাথে পরিচিত হয়ে তাদের নৈকট্য অর্জন করে, তবে তুমি পরিচিত হও আল্লাহ তাআলার সাথে, তাঁকে ভালোবাসতে শেখো, তাহলে তুমিই থাকবে সম্মান ও মর্যাদার উচ্চ আসনে।🍀

[আল-ফাওয়ায়িদ, ১৫২]






14/03/2024

জিজ্ঞেস করা হলো, সিজদাহর ক্ষমতা কতটুকু? জবাবে বলা হলো, সাড়ে ছয়শ পাখা থাকা সত্ত্বেও জিবরাইল আলাইহিস সালাম যে দূরত্ব অতিক্রম করতে সক্ষম হননি কখনো,বান্দার এক সিজদাহ অনায়াসেই সেই দূরত্ব অতিক্রম করতে সক্ষম

সুবহানআল্লাহ।
জুম্মা মোবারক 🕌🕋

Address

Chittagong

Telephone

+8801988766106

Website

Alerts

Be the first to know and let us send you an email when Papiya Sp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Papiya Sp:

Videos

Share


Other Digital creator in Chittagong

Show All