Z I Swapnil Vlogs

Z I Swapnil Vlogs সকল প্রশংসা একমাত্র আল্লাহতায়ালার।

27/08/2023

চাঁদের দেশে কৃষিজাত পন্য উৎপাদনে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। আর এতে নিয়োজিত আছেন কৃষিতে পি এইচ ডি ডিগ্রীধারী একজন স্বনামধন্য বিজ্ঞানী।
ভিডিও ক্রেডিটঃ MBA TIMES

22/08/2023

যদিও ৯০ দশকের গান, কিন্তু আজও সেই চিরচেনা সুরে মানুষের মনে জায়গা করে আছে।

20/08/2023

“শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.) সম্পর্কে বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েক-

‘বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মুসলিম উম্মাহর সম্পদ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে জান্নাতে নবী এবং তাঁর সাহাবিদের পাশে স্থান করে দিন।’
- Dr Zakir Naik

14/08/2023

‘ডিমের দাম ১২ টাকার বেশি রাখলেই ব্যবস্থা’

বিস্তারিত কমেন্টে...

13/08/2023

বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব খুবই অসুস্থ।
মহান আল্লাহ যেন কুরআনের এই পাখিকে দ্রুত সুস্থ করে কুরআনের ময়দানে ফিরিয়ে দেন।-আমিন

একটা মানুষ টানা ১৫ মিনিট অনর্গল ইংরেজি বললে, একটু আধটু এদিক সেদিক হতেই পারে।😁😁
13/08/2023

একটা মানুষ টানা ১৫ মিনিট অনর্গল ইংরেজি বললে, একটু আধটু এদিক সেদিক হতেই পারে।😁😁

11/08/2023

সবাই বলে নারী/পুরুষ কিসে আটকায়? জানি না ভাই কে কিসে আটকায়,তবে আমি একদিন চরম ভাবে বাথরুমে আটকে ছিলাম পানির অভাবে।😁😁

I've just reached 200 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
08/08/2023

I've just reached 200 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

এক আপু স্ট্যাটাস দিছে আমার বাবুটা গোল্ডেন A+ পাইছে!আমি কমেন্ট করলাম, আপনার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি!😊😊বুঝলাম না,...
02/08/2023

এক আপু স্ট্যাটাস দিছে আমার বাবুটা গোল্ডেন A+ পাইছে!

আমি কমেন্ট করলাম, আপনার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি!😊😊

বুঝলাম না, আপুটি নক দিয়ে রেগে গিয়ে ব্লক করার আগে বলে, ওই হ্যালো, মাথামোটা নাকি?😠😠
আমি ভালোবেসে আমার বয়ফ্রেন্ড কে বাবু ডাকি, আর আপনাদের কে ফেসবুক আইডি খুলে দেয় কে?😡😡

একটু পর আরেক আপু স্ট্যাটাস দিলো, আলহামদুলিল্লাহ, আমার বাবুটা গোল্ডেন A+ পাইছে!

প্রথমবারের ভুল থেকে শিক্ষা নিয়ে কমেন্ট করলাম-
আপনার বয়ফ্রেন্ডের জন্য শুভ কামনা আপু,😊🥰

বুঝলাম না এইবার এই আপুটিও নক দিয়ে রেগেমেগে বললো-
কোথায় থেকে আসেন আপনারা? বাবু আমার ছেলের নাম?🤬🤬
ব্লক করলাম আপনাকে😡😡

কি অবস্থা ফেসবুকের কিছুই বুঝলাম না!🙂
এখন আইডি কি অফ করে দিমু নাকি?😒😒

আইডি অফ করে দিলে আপনাদের বিনোদন দিবে কে?☹️🥹
©️

জীবন ও বাস্তবতাছেলেটা আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট আনতে স্কুল গেছে।রেজাল্টে সে A+ পেয়েছে। সে প্রচুর খুশি।ফেরার পথে রিক্সা...
28/07/2023

জীবন ও বাস্তবতা

ছেলেটা আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট আনতে স্কুল গেছে।
রেজাল্টে সে A+ পেয়েছে। সে প্রচুর খুশি।
ফেরার পথে রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বললো,,, " আজ আমার লাইফের সবচেয়ে বড় স্বপ্ন টা পূরণ হলো! আমিA+ পেলাম।"
দেখা যাক ভবিষ্যত আমায় কোন জায়গায় নিয়ে যায়...!!!
!পেছন ফিরে রিক্সা ওয়ালা বললো"Congratulations
আমি রফীক আলী। Golden A+ ২০১৩ batch.
সুতরাং রেজাল্ট কখনও কারো ভবিষ্যত নির্ধারণ করতে পারে না! কারণ এটা বাংলাদেশে! 🙂
ছবি: প্রতীকী

যাদের স্বামী পরকীয়ায় আসক্ত তাদের স্বামীর খাবার প্লান থেকে ডিম, দুধ, গরুর মাংস, ঘি , বাদাম, রসুন বাদ দিয়ে দিন। আলু আর ভাত...
28/07/2023

যাদের স্বামী পরকীয়ায় আসক্ত
তাদের স্বামীর খাবার প্লান থেকে ডিম, দুধ, গরুর মাংস, ঘি , বাদাম, রসুন বাদ দিয়ে দিন।

আলু আর ভাত বেশি করে খাওয়ান। দুধ চা বেশি চিনি দিয়ে খাওয়াবেন।

চিড়বিড় ভাব, ফূর্তি কমে যাবে। কথা দিলাম।
যেহেতু ঘরেরটা খেয়ে বনের মোষ তাড়াবে।
তাহলে তাড়ানোর মত বল শক্তি কমায় ফেলেন।

এই পোস্ট আবার ললো হয়ে স্বামীকে দেখাবেন না। তখন ওয়াইফ এর ওয়াইফাই বন্ধ করে দিবে🙄🙄
সেভ করে রাখুন সময়ে কাজে দিবে।

🤭🤭ফানি পোস্ট

(সংগৃহীত)

14/07/2023

আজকে কাকার খবর আছে।😁😁

09/07/2023

সব কথার উত্তর দিতে যাবেন না।
একটু থামুন,অপেক্ষা করুন।
দেখবেন, হয়তো উত্তর বদলে যাবে।
নয়তো আর উত্তর দিতেই মন চাইবে না।

তর্কে জেতা নয়,
বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ।

তামিমের অবসরে মানুষ এত কান্না করতেছে আমি অবসর নিলে মানুষ কত না কান্না করবে তাই ভেবে অবসর নিতেছি না:- নাজমুল হাসান পাপন।
06/07/2023

তামিমের অবসরে মানুষ এত কান্না করতেছে আমি অবসর নিলে মানুষ কত না কান্না করবে তাই ভেবে অবসর নিতেছি না:

- নাজমুল হাসান পাপন।

সিঙ্গাপুর খ্যাত সন্দ্বীপে কোনো একদিন। #সন্দ্বীপ
04/07/2023

সিঙ্গাপুর খ্যাত সন্দ্বীপে কোনো একদিন।
#সন্দ্বীপ

এরপরও যদি একটু ঝাঁঝ কমে এই অমূল্য জিনিসের
02/07/2023

এরপরও যদি একটু ঝাঁঝ কমে এই অমূল্য জিনিসের

01/07/2023

কে ছেড়ে গেলো,কে অবহেলা করলো,কে ইগনোর করলো, কে আপনার নামে বদনাম ছড়ালো,এসব Avoid করার জন্য শক্তিশালী হোন।
এই ছোট ছোট জিনিস গুলো মানুষের ভেতর থেকে সমস্ত সুখ কেড়ে নেয়!
অন্যের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচতে শিখুন, দেখবেন জীবনের অর্ধেক কষ্ট দূর হয়ে গেছে।

01/07/2023

মোশাররফ করিম ফানি ভিডিও।

29/06/2023

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক । ঈদ হোক আনন্দময় ও বরকতময়।

26/06/2023
আাহা! এমন করে কেউ কোনদিন বলল না...💔😁😁😁
26/06/2023

আাহা!
এমন করে কেউ কোনদিন বলল না...💔
😁😁😁

"টাইটানের ধ্বংসাবশেষের খোঁজ দিল রোবট ভিক্টর ৬০০০" প্রায় সাড়ে ১২ হাজার ফুট গভীরে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশে...
25/06/2023

"টাইটানের ধ্বংসাবশেষের খোঁজ দিল রোবট ভিক্টর ৬০০০"

প্রায় সাড়ে ১২ হাজার ফুট গভীরে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই পাওয়া গেছে টাইটান ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ। আর এ কাজে বড় ধরনের ভূমিকা রেখেছে ফরাসি রোবট ‘ভিক্টর ৬০০০, দূর থেকে নিয়ন্ত্রণে সক্ষম রোবটটি সমুদ্রের ২০ হাজার ফুট বা ৬ হাজার মিটার গভীরে যেতে পারে।
টানা ৭২ ঘণ্টা পানির নিচে কাজ করতে সক্ষম ভিক্টর ৬০০০ রোবট নিয়ন্ত্রণের জন্য ফ্রান্সের ল্যা আটলান্টা জাহাজে একটি নিয়ন্ত্রণকক্ষ রয়েছে। এই কক্ষ থেকেই সমুদ্রের গভীরে থাকা রোবটটির বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করেন ২৫ জন কর্মী।

সুত্রঃ রয়টার্স, প্রথম আলো

আদার বেপারীরা এবার শুধু জাহাজে না উড়োজাহাজেও উঠতে পারবে। 😁😁ফ্যাক্ট:- আদার অবিশ্বাস্য মূল্য বৃদ্ধি
06/06/2023

আদার বেপারীরা এবার শুধু জাহাজে না উড়োজাহাজেও উঠতে পারবে। 😁😁
ফ্যাক্ট:- আদার অবিশ্বাস্য মূল্য বৃদ্ধি

04/06/2023

পাকিস্তানি শিল্পী আলী আব্বাসের জনপ্রিয় একটি গান।

হে আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দিয়ে এই উত্তপ্ত পৃথিবীকে শীতল করে দাও।
04/06/2023

হে আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দিয়ে এই উত্তপ্ত পৃথিবীকে শীতল করে দাও।

08/05/2023

তীব্র গরমে প্রচন্ড লোডশেডিংয়ের শঙ্কা।
বন্ধের পথে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র।
ভিডিও ক্রেডিটঃ

30/04/2023

কি দরদ মাখা কন্ঠ, মনে হচ্ছে আসমান থেকে ফেরেশতা এসে কুরআন তিলাওয়াত করছে।

দুপুরে এক অভাবী ব্যক্তি এসে বললেন, হযরত! হাজার দুইয়েক টাকা হবে? খুব সমস্যায় আছি। মাসের বেতন পেলেই দিয়ে দিব। আমি বললাম, ভ...
27/04/2023

দুপুরে এক অভাবী ব্যক্তি এসে বললেন, হযরত! হাজার দুইয়েক টাকা হবে? খুব সমস্যায় আছি। মাসের বেতন পেলেই দিয়ে দিব। আমি বললাম, ভাই! হাতে টাকা নাই। যা ছিল শেষ। তারপরও দেখি আসরের সময় আইসেন। আল্লাহ হয়তো কোনো ব্যবস্থা করবেন। লোকটা 'আলহামদুলিল্লাহ' বলে চলে গেলেন।

বিকেলে আমি বাসায় কম্পিউটারে কাজ করছিলাম। হঠাৎ ঢাকা থেকে ফোন। মসজিদের জয়েন্ট সেক্রেটারি উনি৷ বললেন- আমি হাজার দুইয়েক টাকা পাঠালে আজকের মধ্যে কাউকে দান করতে পারবেন? অভাবী ব্যক্তি দেখে? আমি নীরব হয়ে গেলাম। ভাবছিলাম দুপুরের অভাবী লোকটার সাথে আল্লাহর কি গভীর সম্পর্ক। বিকেলে তার রব তার জন্য সত্যি সত্যি দুই হাজার টাকার ব্যবস্থা করলেন। এরপর বিকাশে দুই হাজার নয়, তিন হাজার টাকা আসল।

মাগরিবের পর অফিস রুমে আমি ও আমার মু'আজ্জিন বসা। লোকটাকে ডাকলাম। বললাম, দুপুরে আমার কাছে টাকা চাইলেন। কী করবেন টাকা দিয়ে? লোকটা বললেন- গত রাতে গ্যাস সিলিন্ডার শেষ হয়েছে৷ এদিকে আপন বোন হাসপাতালে ভর্তি। টাকার অভাবে দেখতে যেতেও পারছি না! খুব আদরের বোন হুজুর! এ বলে লোকটার চোখ ছলছল করে উঠে। জিজ্ঞেস করলাম, আমি দিতে না পারায় আপনি কী করেছেন পরে? লোকটা বললেন- হযরত! আপনার কাছে না পেয়ে মনটা ভেঙে যায়। মালিকরে ডাকলাম৷ বললাম, মালিক! চার চারটা সন্তান নিয়ে কিভাবে চলব? আমার কিছু হলে আমার পরিবারটার কী হবে? হুজুর! বুক ফেটে কান্না আসছিল তখন।

মুচকি হেসে বললাম আপনার মালিক আপনার ডাকে সাড়া দিয়েছেন। উনি আপনার জন্য ঢাকা থেকে একজনকে ঠিক করেছেন। ঐ লোককে আপনি চিনেন না। তিনিও আপনাকে চিনেন না। আপনার দুই হাজার দরকার। তিনিও দুই হাজার দিবেন। আপনার মালিকই এই যোগসূত্র তৈরি করেছেন। তবে আপনার মালিক আপনাকে একটু বেশিই দিয়েছেন। চেয়েছেন দুই হাজার। মালিক আপনাকে তিন হাজার দিয়েছেন। বিকাশ নাম্বারটা দিন। লোকটা হাটুতে মাথা গুজে মালিক! মালিক! বলে কান্নায় ভেঙে পড়েন। পাশে বসা মু'আজ্জিনের চোখেও পানি। আমি হাসার মাধ্যমে সুখের কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করছিলাম।

লোকটা উঠে চলে গেল মসজিদে। সেজদায় পড়ে মালিকের কৃতজ্ঞতা আদায় করল।

এশার পর ফোন দিলাম ঢাকার সেই দাতাকে। পুরো ঘটনা বলার পর জিজ্ঞেস করলাম,আচ্ছা আল্লাহ আপনাকেই কেন পছন্দ করলেন তাঁর এক প্রিয় বান্দার চাহিদা পূরণের জন্য? উনি নীরব হয়ে গেলেন। বুঝতে পারছিলাম উনিও আবেগাপ্লুত।

আসলে দুই হাজার টাকা কিছুই না এ সমাজে৷ কিন্তু দেখুন এই সামান্য টাকার মধ্যেই আমার রবের কি কুদরেতরই না প্রকাশ ঘটেছে।

26/04/2023

ঈদের সেমাই খেতে খেতে কান্না করছেন সেলিম মাস্টার। কারণ? দুই কন্য বাবার পেনশনের ৪২ লাখ টাকা নিয়ে বাবাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে। উনি কান্না করতে করতে বলছেন; " টাকা ত কামাই করসি তাদের জন্যই"

একটা হাদীস মনে পড়লো:

হযরত আবদুল্লাহ্ ইবন উমর (রা) বলেন, প্রতিপালকের সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং প্রতিপালকের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। (আল-আদাবুল মুফরাদ, ২)

21/04/2023

রোজার শেষ দিকে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেচে থাকতে পারত না? মা বাবা বেচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে!

সংগৃহীত:

সন্ধ্যা রাতে তরুণী বসে পড়ছে ক্লাসের পড়ামাথা চুলকায় মাথা যে তার খুশকি উকুনে ভরা।কাছে চিকন চিরুনি পেয়ে মারতে লাগল মাথা...
12/02/2023

সন্ধ্যা রাতে তরুণী বসে পড়ছে ক্লাসের পড়া
মাথা চুলকায় মাথা যে তার খুশকি উকুনে ভরা।

কাছে চিকন চিরুনি পেয়ে মারতে লাগল মাথায়
উকুন খুশকি পড়তে লাগল খোলা বইয়ের পাতায়।

বইয়ের পাতায় জ্যান্ত উকুন পিলপিলিয়ে হাঁটে
পিষে তাদের মারছে খুকি শক্ত নখের পিঠে।

ধুলাবালি উকুন খুশকি হাজার ময়লা মাখা
বইখানিরে বছর শেষে বাক্সে হল রাখা।

বিকেল বেলা খবর কাগজ পড়তে বসে দাদু
কোলে নিয়ে নাদুস নুদুস নাতনি সোনা যাদু।

হঠাৎ সোনা দাদুর কোলেই করে দিল হিসু
কিছুই তো নেই পেপার হল মুত্র মোছার টিস্যু।

ছোট্ট শিশুর সর্দি নাকে মুছতে ডাকে মা কে
মায়ের হাতের পেপার ছিল মারল ঘষা নাকে।

মল মূত্র সর্দি মাখা ময়লা পেপার যত
তুলে রাখল সেই বাক্সে ময়লা বইয়ের মত।

কাগজ পেয়ে বাঁধল বাসা টিকটিকি ও উই
তেলাপোকা ইঁদুর বাবু সঙ্গে ই*তর দুই।

বাসা বেঁধে ইঁদুর বাচ্চা দিচ্ছে মাসে মাসে
কাগজ মাখে প্রসবকালীন ময়লা রক্ত রসে।

বাথরুম নেই তেলাপোকার নেই কো ধুয়ার জল
এই কাগজেই ত্যাগ করে তাই মূত্র এবং মল।

হঠাৎ করে কাগজ কেনার হকার ব্যাটা এসে
টিকটিকিদের সুখের বাসা ভেঙ্গে দিল শেষে।

কিনে নিল পুরনো কাগজ হাজার ময়লা যাতে
পৌঁছে গেল আচার মুড়ি ফুচকাওয়ালার হাতে।

এই কাগজে আমরা সবাই খাবার রেখে খাই
দোহাই লাগে এমন কাজটি আর করো না ভাই।

পথের ধারে আচার দেখে জ্বিবে এল জল
মুখে নেস নে কাগজে ভাই তেলাপোকার মল।

ময়লা জেনেও কাগজে খাই আমরা আজব বোকা
সভ্য সাজের অন্তরালে ময়*লা খাও*য়ার পো*কা।

বিষাক্ত কাগজ
ফেরদৌস আহমেদ
বই কালের চিত্র

05/02/2023

এশিয়া উপমহাদেশে যেভাবে মাজারের উৎপত্তি হয়েছে।

15/01/2023

ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে, গরীবের প্রধান অতিথি হওয়া সম্মানের।

12/01/2023

টাকা পয়সার ঋণ একদিন পরিশোধ করা যায়, কিন্তু দূঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিন পরিশোধ করা যায় না।

জিতে যাওয়াটাই কি জীবনে সবকিছু..?!কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভাল দৌড়চ্ছিলেন, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গে...
02/12/2022

জিতে যাওয়াটাই কি জীবনে সবকিছু..?!

কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভাল দৌড়চ্ছিলেন, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে।তার পেছন পেছনই ধেয়ে আসছেন স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ।

শেষ সীমানার অল্প একটু আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন আবেল মুতাই, তিনি ফিনিশিং লাইন বুঝতে না পেরে ভাবলেন তিনি জিতে গেছেন আর দৌড়ের গতি কমিয়ে দিলেন...!!

তার পেছনে থাকা স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ আন্দাজ করে ফেললেন আবেল মুতাইয়ের কনফিউশানের ব্যাপারটা, আর সাথে সাথেই স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেলকে বলতে শুরু করলেন, দৌড় শেষ হয়নি, তুমি দৌড়তে থাকো...!!
আবেল স্প্যানিশ ভাষা না বুঝে আরো বিভ্রান্ত হয়ে পড়ে। ইভান বুঝতে পারে আর কোনো উপায় নেই... সে আবেলের কাছাকাছি এসে একরকম ধাক্কা মেরে ভিক্ট্রি লাইন পার করে জিতিয়ে দেয় আবেল মুতাই কে...!!

দৌড় শেষ হবার পর সাংবাদিকরা ঘিরে ধরে ইভানকে। প্রশ্ন একটাই, তুমি এইরকম কেন করলে..??

ইভান ফার্নান্ডেজ বললেন, আমি একটি সামাজিক পৃথিবী চাই যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব।
সাংবাদিকরা সন্তুষ্ট হয়না এই জবাবে, সাংবাদিক প্রশ্ন করে, কিন্তু তুমি না জিতে ওকে জিতিয়ে দিলে কেন..??
ইভান ফার্নান্ডেজ বললেন জয়টা আমার প্রাপ্য ছিলোনা, যে প্রাপ্য ছিলো আমি তাকে সাহায্য করেছি মাত্র। আর এমন জয় দিয়ে কি পাবো, একটা মেডেল...?
যেখানে নৈতিকতা থাকবে না...
আমার মা আমাকে সে শিক্ষা দেয় নি....।

কাহিনীটা পড়ে এক অন্যরকম অনূভুতি হলো...

আমাদের পরিবার-সমাজ, আমাদের শিক্ষা-সংস্কৃতি শুধুমাত্র আমাদেরকে জিততেই শেখাচ্ছে কাউকে জেতাতে শেখায়নি কখনো।
আমাদের শুধু জেতা প্রয়োজন,
সফল হওয়া প্রয়োজন
সেটা যেভাবেই হোক যে কোন মাধ্যমেই হোক।

কাউকে জেতানোর মধ্যেও জিতে যাওয়া থাকতে পারে
কাউকে সাহায্য করার মধ্যেও সফলতা থাকতে পারে
এগুলা কখনোই আমাদের শিক্ষায়
আমাদের চিন্তায় নেই,
কেনো নেই...!!

সংগৃহীত

25/11/2022

জ্বীন থে‌কে সতর্কতা!
শায়খ বিন বাযকে জিজ্ঞেস করা হলো, বেসিনে গরম পানি ঢাললে কি জীনদের সমস্যা হয়?

উত্তরে বিন বায (রহ:) বলেন- "হ্যাঁ, বেসিনে কিংবা মাটিতে গরম পানি ফেলার আগে যেন 'বিসমিল্লাহ' পড়ি। এতে করে সেখানে কোনো বসবাসকারী থেকে থাকলে তারা সরে যাবে।

তিনি আরও বলেন, আমি একবার এক আছরগ্রস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম, তার ওপর সওয়ার হওয়া জ্বীনের কাছে জানতে চাওয়া হলো- কেন তুমি একে কষ্ট দিচ্ছো?

জ্বীন জানালো- সে গরম পানি ঢেলে বেসিনের পাইপে থাকা আমার ছেলেকে মেরে ফেলেছে তাই।

আমরা বললাম- সে তো জানতো না, সেখানে কেউ ছিল।

জ্বীন বললো- সে কেন 'বিসমিল্লাহ' পড়েনি? বাসমালা (বিসমিল্লাহ) পড়লে আমরা সতর্ক হয়ে স্থানান্তর হয়ে যেতে পারি।

বেসিনে বা অন্য কোথাও গরম পানি ঢালার আগে অবশ্যই উচ্চ শব্দে 'বিসমিল্লাহ' পড়ে নিন।

তাই নিজে সচেতন হোন এবং পোস্ট টি শেয়ারের মাধ্যমে অন্যদেরও সচেতন হতে সহায়তা করুন।

(সংগৃহিত)

23/11/2022

অামরা শ্রেষ্ঠ জীব হয়ে জন্ম নেওয়ার পরেও কখনো কখনো অামাদের স্বভাব চরিত্র হিংস্র প্রানীর চেয়ে নিকৃষ্ট হয়ে থাকে। 🤔🤔

চিপস খাওয়া থেকে সাবধানঃ☠️কথায় আছে- "এক প্যাকেট চিপস কেনা মানে টাকা দিয়ে বাতাস কেনা" ।  গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ফুলিয়ে ...
16/11/2022

চিপস খাওয়া থেকে সাবধানঃ☠️

কথায় আছে- "এক প্যাকেট চিপস কেনা মানে টাকা দিয়ে বাতাস কেনা" ।
গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ফুলিয়ে রাখাকে Slack Filling বলে। আর ভিতরে নাইট্রোজেন গ্যাস দেয়া হয় দুইটি কারনে-
১. বাইরের প্রেশারে যেন চিপস না ভেঙে যায়।
২. নাইট্রোজেন গ্যাস চিপ্স কে দীর্ঘদিন মচমচা রাখে।
আসুন এবার স্বাদের জিনিসে বিস্বাদের গল্প শুনাই।।

বাচ্চারা কাঁন্দে, তাই তাঁর হাতে চিপস দিলেন। বাচ্চা ঠান্ডা! কিন্তু এইটা দিয়ে যে বাচ্চার ভবিষ্যত শেষ করে দিলেন । সেটা থেকে যায় অজানায়। ১৯৯০ সালের দিকে বাংলাদেশে প্রথম আলুর চিপস বানানো শুরু করে। মাত্র ৩০ বছরের ইতিহাসে এই আলুর চিপস বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে।। যদিও আমেরিকা আলু চিপস আবিষ্কৃত হয় ১৮৫৩ সালে এক্সিডেন্টাল ভাবে।

আসুন জেনে নেই - এই চিপস কিভাবে সব পাল্টায় দিলো। বাংলাদেশের ৩০ বছরের উপরে ৩০% মানুষের উচ্চ রক্তচাপ আছে।। আর ৫০ বছরের উপরে প্রায় ৬৫% মানুষের উচ্চ রক্তচাপ আছে। এই হিসেবে বাংলাদেশে কয়েক কোটি প্রেশারের রোগী আছে। যদিও ডায়াগনোসিস হয় বা হইছে ১০% এর কম। এতো প্রেশার কই থেকে আসল দেশে। আর এতো অল্প বয়সে প্রেশারে কেমনে ধরে?

আমরা জানি চিপসের প্রতি এক আউন্সে সোডিয়াম থাকে প্রায় ২০০ মিলিগ্রাম। তাও ভালো আয়ন পিউর সোডিয়াম ক্লোরাইড না। মনোসোডিয়াম গ্লুটামেট, বা টেস্টিং সল্ট। খাইতে খুব মজা লাগে। কিন্তু প্রতিদিন উচ্চ ডোজে শরীরে লবণ প্রবেশ করছে। এই লবন জীবনের শুরু থেকেই আপনার Renin Angiotensin system কে উত্তেজনার সিগনাল দিয়ে যায়। সে তখন Aldoesterone সাথে পাল্লা দিয়া শরীরের ফ্লুইড ভলিউম বাড়িয়ে রাখে।
সাথে সাথে Hyperosmolarity এর জন্য ADH release হতে থাকে। শুরু হয়ে যায় অল্প বয়সেই হাই প্রেশার। চিপস এ যেহেতু হাই ক্যালরি আলু কার্বোহাইড্রেট থাকে। তাই তারা শরীরে সহজেই জমা হতে পারে। সেই জমার ফলে খুব দ্রুত ওজন বাড়তে থাকে। সাথে বাড়ে চর্বিও। সেই চর্বি জমা হয় রক্তনালীতে। রক্তনালী হার্টে বন্ধ হলে হার্ট এটাক। আর ব্রেইনে বন্ধ হলে স্ট্রোক অবধারিত (Ischemic stroke).. আর আগেই সৃষ্ট হাই প্রেশারে রক্তনালী ছিড়ে যেতে পারে। তাতে হবে Hemorrhagic stroke... হাই ক্যালরি influence এ বার বার ইনসুলিনের বেটা সেল ধ্বংসের পায়তারাও চলে পাশাপাশি।

এক সময় ধরা পড়ে ডায়াবেটিস। এছাড়াও মনোসোডিয়াম গ্লুটামেট শরীরে ক্যান্সার তৈরির রিস্ক ফ্যাক্টর!

তাহলে হিসাব করে দেখুন - "একটা শিশুর জীবন শুরুর সাথে সাথে চিপস দেয়ার নাম করে শরীরে হাই প্রেশার, ডায়াবেটিস, স্থূলতা, ক্যান্সার ইত্যাদির বীজ বপন করে দিচ্ছেন"!😥

"আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না!""আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই"আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড! যা মনে আসে তাই বলেন! গাল...
16/11/2022

"আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না!"
"আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই"

আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড! যা মনে আসে তাই বলেন! গালাগাল সহ সরাসরি মুখের উপর সব বলে দেন! সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত! সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!

ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয় ।

যে ব্যক্তি:

★ সরাসরি কাউকে লাঞ্চিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে।
★ কাউকে তাচ্ছিল্য ভরে কোনকিছু নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু দ্বারা)
★ কারও অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যাঙ্গ করে।
★ কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে।
★ কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে।
★ কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।
★ সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে।
★ কাউকে এমন কোনো কথা বললো যাতে আরেকজন কষ্ট পাবে।
★ অসন্মান করে কথা বললো।

উপরোক্ত ব্যাক্তিরাই মূলতঃ "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত।
আল্লাহ্‌ তায়ালা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন। আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।

নবী (সাঃ) বলেছেন, "যার ভিতরে নম্রতা নেই, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত"।

আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নেয়ামত পেয়ে গেছেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।

আমীন।

Collected

04/11/2022

সূরা-মূলকের হৃদয়স্পর্শী তেলাওয়াত। ❤️❤️

Address

Chittagong
4202

Telephone

+8801617225820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Z I Swapnil Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Z I Swapnil Vlogs:

Videos

Share



You may also like