Afsana's World

Afsana's World Hlwww everyone
I am here to share my experience of life with you..,,

15/10/2024
দূর থেকে অনেকের লাইফ খুব সর্টেট লাগে, অনেক ব্লেসড মনে হয় তাদের। But they literally fought to be blessed.কারোর খুব সুন্দ...
19/12/2023

দূর থেকে অনেকের লাইফ খুব সর্টেট লাগে, অনেক ব্লেসড মনে হয় তাদের। But they literally fought to be blessed.
কারোর খুব সুন্দর ক্যারিয়ার দেখলে লাগে আরেহ! কী সেরা!
কিন্তু এটার জন্য সে কি স্যাক্রিফাইস করছে সে এবং তার পরিবারই বলতে পারবে।

দূর থেকে কারোর সুন্দর সাজানো পরিবার দেখলে শান্তি লাগে, কিন্তু এটার জন্য সে কী অশান্তি ভোগ করছে বা করতেছে সে ই জানে।
কারোর ক্যারিয়ার হইলে পরিবার হয় না, পরিবার হইলে হয় না ক্যারিয়ার! সবাইকেই কিছু না কিছু হারাইতে হয় জীবনে,একটা কিছু শুরু করলে অন্য কিছুর জন্য দেরি হয়ে যায়।
সাফল্য আর শান্তির সংজ্ঞা সবার জন্য এক না, সবার সংজ্ঞা এক হওয়াও উচিত না। তাইলে দুনিয়ায় বৈচিত্র থাকবে না।

কথায় বলে- যে রাঁধে সে চুল ও বাঁধে। এত সব বাজে কথা বাংলা ভাষায় কেমনে প্রচলিত আছে! মানুষের প্রত্যাশা একদম পাহাড়ের চূড়ায় নিয়ে বসায় দিছে।
অথচ এসব কথার যারা প্রচলন এবং প্রসারণ করছে তারাও আসলে একই সাথে রাঁধতে আর চুল বাঁধতে পারে নাই।

May Allah bless all the working women from this generation who are trying their best to conserve their existence.
May Allah make their heart strong like stone , so that they can bear, hear and absorb anything and everything.

অনেক উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা দেখছি ফুড আপ্পির ভিডিও দেখে বলছেন কেন পড়াশোনা করেছি। উনার ইনকাম ১০ লাখ!!! তো মাসে ১০ লাখ টাক...
11/12/2023

অনেক উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা দেখছি ফুড আপ্পির ভিডিও দেখে বলছেন কেন পড়াশোনা করেছি। উনার ইনকাম ১০ লাখ!!!

তো মাসে ১০ লাখ টাকা নিয়ে আপনি পারবেন নিজের অপ্রয়োজনীয় পারিবারিক হিস্ট্রি এভাবে সমাজে বিক্রি করতে?

ভাই আপনি ডাক্তার ,ইঞ্জিয়ার ,ক্যাডার হয়ে এসব ভিডিও শেয়ার করে বলেন ,জীবনে পড়াশোনা করে কি করলাম। উনার ইনকাম ১০ লাখ।

এটা করে নিজের শিক্ষাকে ,ডিগ্রীকে সমাজে ছোট করেন। ঢাকা ইউনিভার্সিটি সহ আর ও অনেক জায়াগা থেকে অনেক বড় ডিগ্রী নিয়েও বহু মেয়েরা তিন বেলা রান্না করে সংসার করছে তার মানে এই না যে এসব ১০ লাখ টাকা ইনকাম করা এই ধরনের মানুষেরা তাদের থেকে অনেক বড়। শিক্ষার গুরুত্ব আজীবন ছিলো ,থাকবে।

ভাই ১০ লাখ তো কি হইছে? টাকাই সব? টাকা তো নেচেগেয়ে ,ন্যাংটা হয়ে কত মানুষই আয় করছে ,আপনিও করবেন? অনেকের কাছেই এমন ১০ লাখ টাকার শুণ্য পয়সাও মূল্য নেই। সবাই আত্মসম্মান বিক্রি করেনা।

Address

Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afsana's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Chittagong

Show All