Ajijul Bin Taji

Ajijul Bin Taji জানি পুলিশ করবে হামলা
হবে জেল মামলা
তবুও মোরা দারাবো রুখে
ইনশাআল্লাহ
(2)

07/10/2024

সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক সিরাত মাহফিলে,
ঐতিহাসিক বক্তব্য।
মুফতী সাখাওয়াত হোসেন রাজি হাঃফিঃ।

06/10/2024

ঈমান তো এমনই হওয়া উচিৎ। সবধরনের হামলা হতে পারে নামাজ ছাড়তে রাজি না।
এক কথায় ইমামের ঈমান যখন র*কে*টের চাইতেও শক্তিশালী।

04/10/2024

শিক্ষা কারীকুলাম নিয়ে বাইতুল মোকাররম উত্তাল।
শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস হাঃফিঃ।

03/10/2024

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে করে।
আজ রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে ইবনে শায়খুল হাদীস হাফিজাহুল্লাহ এর বক্তব্য।

03/10/2024

মূর্তি বানানো ও তার পুজাঁ করা সম্বন্ধে হি*ন্দুদের বেদে কি শাস্তি বর্ননা করা হয়েছে দেখুন।👇👇

যজুর্বেদ ৪০ নং অধ্যায় ৯ নং মন্ত্র।

অন্ধং তমঃ প্রবশন্তি যেহসংভূতিমুপাসতে।
ততো ভুয় ইব তে তমো য উ সম্ভূত্যাঃ রতাঃ॥

অনুবাদ:- অন্ধকারাচ্ছন্ন নরকে প্রবেশ করবে ঐব্যক্তি যে প্রকৃতির উপাসনা করে। ততোধিক অন্ধকারাচ্ছন্ন নরকে প্রবেশ করবে ঐব্যক্তি যে স্থাপিত বস্তুর অর্থাৎ হাতে বানানো বস্তুর উপাসনায় রত।

তবুও আমার হি*ন্দু ভাইয়েরা কিভাবে এসব মূর্তির পূজা করে আমার বোধগম্য হয় না।
অনেকেই না জেনেই করছে।
বাতিল উপাস্যদের স্বরুপ বর্ণনা ও তাদের উপাসনার শাস্তি সম্পর্কে কোরআনে অগণিত বর্ণিত হয়েছে।
আল্লাহ তায়ালা ছহীহ বুঝ দান করুন।
🖊️ Ajijul Bin Taji

28/09/2024

শত্রুর খাঁচায় বন্দী হয়ে লড়াই করা যায় না.❤️
ইবনে শায়খুল হাদীস হাফি শায়খের পেইজ মুহাম্মাদ মামুনুল হক Mamunul Haque লাইক দিয়ে পাশেই থাকুন

27/09/2024

ময়মনসিংহ শহরে

ইবনে শাইখুল হাদিস.।

ভারতের হি*ন্দু* পু*রো*হীত সে রাসুল সাঃ ও আয়েশা রাঃ এর বিবাহ নিয়ে কটুক্তি করে।অথচ সে যাকে ভগবান বলে দাবি করে,  নাম তার শ্...
26/09/2024

ভারতের হি*ন্দু* পু*রো*হীত সে রাসুল সাঃ ও আয়েশা রাঃ এর বিবাহ নিয়ে কটুক্তি করে।
অথচ সে যাকে ভগবান বলে দাবি করে, নাম তার শ্রী কৃষ্ণ।
যদিও রাসুল সাঃ এর সাথে তার কোন তুলনায় হয়না। তবুও সনা*তনী*দের ধারণা অনুযায়ী কিছু তো বলতেই হয়।
আসেন শ্রী কৃষ্ণ সম্পর্কে আপনাদের কিছু জানাই। 👇👇

তারা যে আমাদের প্রাণ প্রিয় নবীজী কে নিয়ে কটুক্তি করে! তারা আয়েশা রাঃ এর বিবাহ নিয়ে প্রশ্ন তুলে, আরে আয়েশা রাঃ এর সাথে তো রাসুল সাঃ এর বিবাহ আল্লাহর পক্ষ হতে হয়েছে। এবং আবু বকর রাঃ নিজে তাদের বিয়ে দিয়েছেন।
আর কৃষ্ণ যার জীবনের পুড়োটা কেটেছে রাসলীলায়, কখনও বস্ত্রহরণ কখনও মামীর সাথে প্রেম কখনও বা চাচাতো বোন কে আরও অন্য নাড়ীকে অপহরণ করে বিয়ে।
একে একে সব ঘটনা দিলাম। 👇👇👇
🥻শ্রী কৃষ্ণের বস্ত্রহরণ 🥻
এটি এমন একটি কাজ, যার রহস্য ভেদ করতে কৃষ্ণের পূজারী এবং কৃষ্ণের ভক্তদের গলদগর্ম হতে হয়।
ব্যপারটি এতই লজ্জা জনক যে, এর অতি ভাসা ভাসা বর্ননাও অশ্লীল ও জঘন্য বলে বিবেচিত হবে। সে জন্য যতদূর সম্ভব শালীনতা রক্ষা করেই ঘটনাটির বিবরণ দেয়া হলো। যাতে কৃষ্ণ সম্পর্কিত বর্ণনাটি অসম্পূর্ণ থেকে না যায়। ঘটনাটি হলো কতিপয় গোপিনী জলকেলি ও স্নানের উদ্দেশ্যে নদীতে নামার সময় নিজেদের বস্ত্র যমুনা নদীর তীরে রেখেছিল। এ ধরনের কাজ আজ কালও (ভারতের) কোথাও কোথাও হয় বলে শুনা যায়। কৃষ্ণ স্নানরত গোপিনীদের বস্ত্র হরণ করে নদীর তীরবর্তী একটি কদম্ব বৃক্ষে আরোহন করলেন। স্নান শেষে গোপিনীগন তাদের বস্তু ফেরত দেবার জন্য কৃষ্ণের নিকট আকুল আবেদন জানাল। তিনি তাদের অনুরোধ রক্ষা করলেন, তবে এ শর্তে যে, প্রত্যেকেই একে একে বৃক্ষের নিকটে এসে তার কছে নিজ নিজ কাপড়ের জন্য আবেদন জানাবে। বিবস্ত্র অবস্থায় পানি থেকে উঠে হাত দুটো মাথায় রেখে কৃষ্ণের সন্মুখে প্রণামরত অবস্থায় উপস্থিত হয়েই তা সম্ভব হয়েছিল। যখন তারা একে একে তা করল, তখন পরিতুষ্ট হয়ে কৃষ্ণ তাদের প্রত্যেকের বস্ত্র ফেরত দিলেন।
📗 শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ১০ম স্কন্দ ২২ অধ্যায়ে এ ঘটনাটি উল্লেখ রয়েছে।

♦️শ্রী কৃষ্ণের রাসলীলা♦️

শ্রী কৃষ্ণের যৌবন কাল ছিল বৃন্দাবনের যুবতীদের সাথে অবৈধ মেলা মেশার ঘটনায় ভরপুর। এ সব ঘটনা কৃষ্ণের রাসলীলা নামে পরিচিত। রাস হচ্ছে একটি চক্রাকার নৃত্য, যাতে নৃত্যরাত পরুষ এ নারীর হাত একে অন্যের হাতের সাথে আবদ্ধ থাকে। এটা এখনও দেশের (ভারতের) বন্য উপজাতির মাঝে প্রচলিত আছে বলে শুনা যায়।
কথিত আছে যে বৃন্দাবনের গোপীদের সাথে কৃষ্ণ প্রায়ই এ নৃত্য উপভোগ করতেন। তাদেরও ছিল তার প্রতি দারুণ আসক্তি। বিষ্ণু পুরাণ, হরিবংশ ও ভগবতে এ সব নৃত্যের বর্ণনা রয়েছে। কৃষ্ণের প্রতি গোপীদের যে আসক্তি, শাস্ত্রকারদের সবাই তাকে ধর্মানুুরাগ ভগবতপ্রেম হিসেবে ব্যাখ্যা করেছেন। কৃষ্ণের প্রতি এ প্রেম নিবেদনে আপত্তির কিছুই তারা দেখতে পাননি। কিন্তু অন্যদের বেলায় যে অত্যন্ত গর্হিত এ ব্যপারে তারাও একমত। রাসলীলার সাধারন প্রকৃতি, দৃশ্য, লগ্ন, ঋতু, সুমধুর সঙ্গীতলাহরীর লয়তালের সাথে নারীদেরকে আকর্ষণ করা, নৃত্য ও নানা ভঙ্গিতে কৃষ্ণের প্রতি প্রেম নিবেদন করা এবং আবেগের অভিব্যক্তি প্রকাশের ব্যাপারে শাস্ত্রকারদের কোন দ্বিমত নেই। এসবের বর্ণনায় বিষ্ণু পুরাণ যেখানে আড়াল আবডালের আশ্রয় নিয়ে ব্যাপারগুলোকে শালীনতার তাদের দেখা গভীর ভেতরে ধরে রাখার প্রয়াস পেয়েছেন, সেখানে হরিবংশ নির্দ্বিধায় তা প্রকাশ করে দিয়েছেন। তবে এ সবের বর্ণনায় ভগবত অশ্লিলতার কোন কিছুই অবশিষ্ট রাখেননি।

♦️রাধা কৃষ্ণের প্রেমলীলা: ♦️

কৃষ্ণের জীবনের তাবৎ অশ্লীলতাপূর্ণ কাজের মধ্যে জগন্যতম হচ্ছে- রাধা নামক গোপীর সংগে তার অবৈধ জীবনযাপন। রাধার সাথে তার যে অবৈধ সম্পর্ক ছিল তার একটি সুন্দর বর্ণনা ব্রহ্ম বৈবর্ত পুরাণে চিত্রায়িত হয়েছে। কৃষ্ণের স্ত্রী রুক্ষিনী ছিলেন বিধর্ভরাজ ভীষ্মকের কন্যা, আর রাধার স্বামী ছিলেন কৃষ্ণের মামা আয়ান। নিজের বৈধ স্ত্রী রুক্ষিনীকে পরিত্যাগ করে এবং পরস্ত্রী রাধাকে প্ররোচিত করে কৃষ্ণ তার সাথে পাপ পূর্ণ জীবন যাপন করেছিলেন। এ পাপের জন্য তিনি কোন দিন অনুতপ্ত বা অনুশোচনা করেননি।

তার সর্বমোট স্ত্রী ১৬০০৮ বা ১৬১০৮ জন। এর মধ্যে মূল স্ত্রী হলো ৮ জন।
১৬ হাজার বিয়ের কথা না হয় বাদেই দিলাম। আট জনকে যে বিয়ে করেছে সে বিয়ে গুলো কিভাবে করেছে তা পর্যালোচনা করলেই বুঝে আসবে।
♦️কৃষ্ণের প্রধান আট স্ত্রীর সাথে তার বিবাহের ধরণ: ♦️
কৃষ্ণের প্রধান যে আট স্ত্রী ছিল, তাদের সাথে তার বিবাহের কাহিনী খুবই চমকপ্রদ। সার সংক্ষেপে তা এখানে উল্লেখ করা হল।

♦️রুক্ষিনী:♦️ তার বিবাহ কৃষ্ণের মামাতো ভাই শিশুপালের সাথে হওয়ার কথা ছিল। যে দিন বিবাহের অনুষ্ঠানটি হবে, ঠিক তার আগের দিন কৃষ্ণ তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। এ ভাবেই কৃষ্ণের সাথে তার বিবাহ হয়।

♦️সত্যভামা: ♦️ তিনি ছিলেন যাদব প্রধান ছত্রজিতের কন্যা। ছত্রজিত কৃষ্ণের ভয়ে ভীত ছিলেন এবং তার করুণা লাভের উদ্দেশ্যে নিজ কন্যা সত্যভামাকে তার সাথে বিবাহ দিতে সম্মত হয়েছিলেন।
♦️জাম্বাবতী:♦️ তিনি ছিলেন ভল্লুক প্রধান জাম্বাবনের কন্যা। জাঘাবন। জনৈক যাদবের একটি মূল্যবান পাথর অপহরণ করে ছিলেন। এ পাথরটি উদ্ধারের জন্যে কৃষ্ণ দীর্ঘ কালীন সময় তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। যুদ্ধে জাম্বাবন পরাজিত হলেন। সন্ধির শর্ত স্বরুপ কৃষ্ণকে নিজের কন্যা দান করলেন।

♦️কালিন্দি ♦️স্বামী হিসেবে কৃষ্ণকে পাওয়ার জন্য তিনি কঠোর সাধনা করেছিলেন। দীর্ঘ সাধনার ফলেই তিনি তার সাথে দাম্পত্য বন্ধনে আবদ্ধ হতে পেরেছিলেন।

♦️মগ্রবিন্দ: ♦️ তিনি ছিলেন কৃষ্ণের চাচাত বোন। কৃষ্ণ তাকে সয়ংবর সভা থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল।

♦️সত্যবতী♦️তিনি ছিলেন অযোদ্ধার রাজা নগ্নজিতের কন্যা। কৃষ্ণ নগ্নজিতের কয়েকেটি দুষ্ট ষাঁড় হত্যা করে ছিলেন। এ কাজের পুরুষ্কার হিসেবে তিনি সত্যবতীকে লাভ করে ছিলেন।
📌ভাদ্র📌 তিনি সম্পর্কে কৃষ্ণের বোন। প্রচলিত প্রথা অনুসারে কৃষ্ণ তাকে বিবাহ করে ছিলেন।
♦️লক্ষণ♦️ তিনি ছিলেন মাদ্রারাজ বৃহৎসেনের কন্যা। কৃষ্ণ তাকেও সয়ংবর সভা থেকে অপহরন করে নিয়ে গিয়ে ছিলেন।
এই ছিল কৃষ্ণের আটটি বিবাহের ধরণ। এ পদ্ধতি শুধু নিজের জন্যই তিনি গ্রহন করেছিলেন তা নয়, তিনি তার পরম বন্ধু অর্জুনকে সুভদ্রার সাথে বিবাহের যে পরামর্শ দিয়েছিলেন, তা নিজের বিবাহের পদ্ধতি থেকে মুটেই ভিন্ন ছিলনা।
আটজনের মধ্যে তিন জনকেই অপহরণ করে বিয়ে করেছে।

তার জীবনী লিখতে গেলে আরও বহু কথা রয়েছে, যুদ্ধের সময় যেই অনৈতিক কাজগুলো করেছিলো তা নিয়ে বলতে গেলে বহু কথা।
শুধু মাত্র তার জীবনের লীলা খেলার একটা দিক তুলে ধরলাম।
তাই স*না*তনী ভাইদের বলবো রাসুল সাঃ কে নিয়ে কটুক্তি করার পূর্বে নিজেদের তথাকথিত ভগবানদের জীবনীর দিকে তাকাবেন।
আমরা আমাদের রাসুল সাঃ কে নিজের সবকিছু থেকে বেশি ভালোবাসি।
অতএব তাকে নিয়ে কটুক্তি করলে কাউকে ছাড় দেওয়া হবেনা। ইনশাআল্লাহ।
বিঃদ্রঃ... এখানে মোটেও তাদের ধর্ম বা শ্রী কৃষ্ণ অবতার কে কটুক্তি করা উদ্দেশ্য ছিল না। শুধু মাত্র বুঝাতে চাইলাম তারা আমাদের রাসুল সাঃ কে নিয়ে কথা বলতে আসার আগে যেন তার জীবনী টা দেখে নেয়। শুধু মনে করিয়ে দিলাম। যা উল্লেখ করেছি একটা ঘটনাও মিথ্যা বা বানোয়াট নয়। তাদের ধর্মীয় শাস্ত্র থেকেই নেওয়া।

🖊️ Ajijul Bin Taji
তারিখ.. পঁচিশ / আট / চব্বিশ।

22/09/2024

আপা বেশি উড়তেছিলো.. হ্যাডাম বাইড়া গেছিলো।
পাকনামি টা ছুঠাই দিছে।

22/09/2024

কি লজ্জা তার মনোমুগ্ধকর।
বাংলার ইতিহাসে এই প্রথম!
এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বজয়ী হাফেজ সালেহ্ আহমদ তাকরীম..

22/09/2024

মনমুগ্ধকর দৃশ্য। মাশা আল্লাহ!
সকল বিদ্বেষ ভুলে আমরা যদি এক হয়ে যাই, তবে আমাদের রুখে দেবার সাধ্য কারো নাই।

আল্লাহ আমাদের জন্য মঙ্গলের ফয়সালা করুন। আমীন।

আজকে হেফাজতের খাস কমিটির বৈঠকে মাওলানা জুনায়েদ আল হাবিব হাফি. কে সভাপতি এবং মাওলানা মা*মু*নু*ল হক হাফি. কে সেক্রেটারি কর...
21/09/2024

আজকে হেফাজতের খাস কমিটির বৈঠকে মাওলানা জুনায়েদ আল হাবিব হাফি. কে সভাপতি এবং মাওলানা মা*মু*নু*ল হক হাফি. কে সেক্রেটারি করে হেফাজতের সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. কর্তৃক ঘোষিত হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ঢাকা মহানগর কমিটি পুনর্বহাল করা হয়েছে। এই কমিটিতে পরামর্শ সাপেক্ষে সংযোজন এবং বিয়োজন করা হবে।

20/09/2024

তোফাজ্জল হত্যাকান্ড নিয়ে কঠিন হুংকার দিলেন।
আল্লামা মা*মু*নু*ল হ*ক হাফিঃ।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Ajijul Bin Taji posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajijul Bin Taji:

Videos

Share


Other Digital creator in Chittagong

Show All