![হরেকৃষ্ণ কৃষ্ণ ময় শুভ সকাল একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। পাপীর সাধ্য নাই তত পাপ করে ॥একবার মাত্র শুদ্ধভাবে হ...](https://img5.medioq.com/599/978/501874705999783.jpg)
30/09/2024
হরেকৃষ্ণ কৃষ্ণ ময় শুভ সকাল
একবার কৃষ্ণ নামে যত পাপ হরে।
পাপীর সাধ্য নাই তত পাপ করে ॥
একবার মাত্র শুদ্ধভাবে হরিনাম করলে যত পাপ হরণ হয়, তত পাপ করার সাধ্য কোন পাপীর নেই।
সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ।
অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ॥
#অনুবাদঃ- সর্ব প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥
হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্ ।
কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা ॥
#অনুবাদঃ- এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য কোন গতি নেই, আর অন্য কোন গতি নেই, আর অন্য কোন গতি নেই।🌿🌺🌿👏👏
️ 🌿🌺🌿জয় শ্রীকৃষ্ণ🌿🌺🌿👏