Citagan Choto Bulet

Citagan Choto Bulet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Citagan Choto Bulet, Publisher, Chittagong New market, Chittagong Division.

Best pic 🥰🥰🥰🥰🥰
06/02/2023

Best pic 🥰🥰🥰🥰🥰

১৭ বছর পড়ালেখা করেপড়ালেখার পাঠ চুকিয়ে চাকরিরআবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।তখন প্র...
03/02/2023

১৭ বছর পড়ালেখা করে
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির
আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে
"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর
ওয়ার্কশপে কাজ শিখলেই হতো !
- পাশ করার ৪ বছরের মধ্যে
বিয়ে করতে গেলে পাত্রীর মা
"প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই দিয়ে
বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে
১৭ বছর পড়ালেখা না করে তো ব্যাবসার
চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি
টাকা থাকতো !
- সার্টিফিকেট আর ২
টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ
কি কোন পার্থক্য থাকছে ?
১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার
টাকা বেতনে সকাল ৯টা টু রাত ৯টা
ডিউটির অফার আসে, তাহলে নামের
আগে ওই "ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট"
শব্দের
দরকার কি ?
সিএনজি চালিয়েও ১৫ হাজারের ও
বেশী ইনকাম করা যায় !

 ❤️❤️❤️
21/01/2023

❤️❤️❤️

❤️❤️❤️❤️
06/01/2023

❤️❤️❤️❤️

26/12/2022

মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়িনি
একটু পড়েই দেখুন না🙏 জাযাকাল্লাহ।❤️

পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি -

"মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।"

يُجَرِّدُونَنِي مِنْ مَلَابِسِي

তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে,

يَغْسِلُونَني

আমাকে গোসল করাবে,

يَكْفِنُونَنِي

(তারপর) আমাকে কাফন পড়াবে,

يُخْرِجُونَنِي مِنْ بَيْتِي

আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে,

يَذهَبُونَ بِي لِمَسَكِنِي الجَدِيدِ (القَبْرُ)

আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে,

وَسَيَأتِي كَثِيرُونَ لِتَشْيِيْعِ الجَنَازَتِي

আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে,

بَلْ سَيَلْغِي الكَثِيرُ مِنهُم أَعْمَالَهُ وَمَوَاعِيدَهُ لِأَجْلِي دَفْنِي

অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে,

وَقَدْ يَكُونُ الكَثِيرُ مِنهُم لَمْ يَفَكِّرْ في نَصِيحَتِي يَوماً مِنْ الأيّامِ

কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না,

أَشْيَائِي سَيَتِمُّ التَّخَلُّصُ مِنهَا

আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো,

مَفَاتِيحِي

আমার চাবির গোছাগূলো,

كِتَابِي

আমার বইপত্র,

حَقِيبَتِي

আমার ব্যাগ,

أَحْذِيَتِي

আমার ‍জুতোগুলো,

وإنْ كانَ أَهْلِي مُوَفِّقِينَ فَسَوفَ يَتَصَدِّقُونَ بِها لِتَنْفَعَنِي

হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে,

تَأَكِّدُوا بِأَنَّ الدُّنيا لَنْ تَحْزَنْ عَلَيَّ

এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দু:খিত হবে না অপেক্ষাও করবে না,

وَلَنْ تَتَوَقَّفْ حَرَكَةُ العَالَمِ

এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে যাবে না,

وَالاِقْتِصَادُ سَيَسْتَمِرُ

অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসাবাণিজ্য সবকিছু চলতে থাকবে,

وَوَظِيْفَتِي سَيَأتِي غَيرِي لِيَقُومَ بَها

আমার দায়িত্ব (কাজ) অন্য কেউ সম্পাদন করা শুরু করবে,

وَأَمْوَالِي سِيَذْهَبُ حَلَالاً لِلوَرَثِةِ

আমার ধনসম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে

বিশ্বকাপ আসলেই আমি বড় ভাইদের সাথে বিশেষ করে বন্ধুদের সাথে মজা নেওয়ার জন্য বিভিন্ন পোস্ট করে থাকি।আলহামদুলিল্লাহ কখনো কোন...
25/12/2022

বিশ্বকাপ আসলেই আমি বড় ভাইদের সাথে বিশেষ করে বন্ধুদের সাথে মজা নেওয়ার জন্য বিভিন্ন পোস্ট করে থাকি।আলহামদুলিল্লাহ কখনো কোনো বন্ধু এবং বড় ভাইয়ের সাথে আমার দুই কথা হয়নি ভবিষ্যৎকাল হবেও না।কিন্তু আমি আমার পোস্টগুলা কোনো বাল পাকনা বেয়াদবকে মিন করে দিনা মানে ছোট ভাই।
তারা হুদাই আমার পোস্টে আজেবাজে মন্তব্য করে বসে।
যেটা তাদের বাবা মায়ের সাথে করতে করতে অভ্যস্ত।
আজকে তাদের খুঁজে খুঁজে ব্লক করে দেওয়ার দিন এসেছে 🤩
পরিশেষে বলতে চাই লিও আমার পছন্দের একজন কিন্তু মজা নেওয়ার জন্য আমি ট্রল করতাম 😄
দেখা হবে ২৬ সালে 🇧🇩🇧🇷

মধ্যবিত্ত পরিবার মরে গেছে।😥 ১। চাউল 1 বস্তা  =  3000/-২। তৈল 5 লিটার  =  1000/-৩। গ্যাস                =  1400/-৪। তরকার...
25/12/2022

মধ্যবিত্ত পরিবার মরে গেছে।😥

১। চাউল 1 বস্তা = 3000/-
২। তৈল 5 লিটার = 1000/-
৩। গ্যাস = 1400/-
৪। তরকারী = 2000/-
৫। মাছ ও মুরগী = 2000/-
৬।ঔষধ+ডাক্তার = 2500/-
৭।প্রসাধনী = 1000/-
৮।মুদিবাজার = 2000/-
৮। বিদ্যুৎ বিল = 1000/-
৯।মোবাইল খরচ = 500/-
১০ l যাতায়াত = 3,000/-
-------------------------------------------------
সর্বমোট = 19,400/- টাকা।

বাসা ভাড়া যোগ হবে ,গোশত বাদই দিলাম, ধরে নিলাম খাওয়ার তৌফিকই নাই। তারপর হাত খরচ আছে, কোন আত্মীয় স্বজনরা আসলে মেহমানদারী করা এবং আত্মীয় স্বজনদের দাওয়াতে যাওয়া, কাপড় চোপড় কেনা এসব কিছু ই বাদ😥🥀

-Collected-

21/12/2022

বন্ধু যখন হিজারার প্রেমে পরে🤣

Address

Chittagong New Market
Chittagong Division

Alerts

Be the first to know and let us send you an email when Citagan Choto Bulet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Citagan Choto Bulet:

Videos

Share

Category

Nearby media companies