21/09/2023
ুদ্র_মেঘ
#পাঠ=3
বাসায় গিয়ে মেঘ ওর রুমের দরজা বন্ধ করে দিয়ে দরজার কাছেই বসে পরে কান্না করতে থাকে আর বলে
"আমি তো আমার অতীতকে ভুলতে চাই তাহলে কেন বারবার আমার সামনে আমার অতীত ধরা দিচ্ছে " কান্না করতে করতে আবার নিজেরই আনমনে বলে " ছি ছি আজ আমি কি করলাম এইখানে তো সমুদ্রের কোনো দোষ ছিল না আর সে তো কিছু জানেই না তাহলে কেন আমি তার সাথে এমন করলাম নিশ্চয় আমার জন্য অনুকে আবার সবার সামনে ছোট হতে হয়েছে " মেঘের এই কথার মাঝে ফোন বেজে ওঠে মেঘ দরজার কাছে থেকে উঠে এসে ফোনটা হাতে নিয়ে দেখে অনু ফোন করেছে মেঘ অনুর ফোন দেখে বলে " নিশ্চয় মেয়েটা আজ আমার জন্য ওর ভাইয়ের সামনে ছোট হয়েছে এই জন্য যদি আমার সাথে কোনো সম্পক না রাখে " মেঘের ভাবনার মাঝে অনুর ফোন কেটে গিয়ে আবারও বেজে ওঠে মেঘ আর দেরি না করে ফোনটা রিসিভ করে অনুকে কোনো কিছু বলতে না দিয়ে মেঘই বলতে শুরু করে
অনু প্লিজ রাগ করিস না আর আমার সাথে তোর বন্ধুত নষ্ট করিস না দেখ তুই ছাড়া আমাকে আর কেউ বোঝে না,,,,,, তুই চাইলে আমি তোর ভাইয়ের কাছে গিয়ে মাফ চাইব তাও তুই আমার সাথে সম্পক নষ্ট করিস না ( আমি)[ কথা গুলো কান্না করতে করতে বললাম ]
রিলেক্স,,,, তুই আগে শান্ত হ আর আমি একটুও রাগ করিনি আর ভাইয়াও কিছু মনে করেনি,,,, আর তুই কি বললি তোর সাথে সম্পক কেন নষ্ট করব এসব তো আমার জন্যই হচ্ছে সেদিন যদি আমি তোকে না দেখাতাম তাহলে আজ এত কিছু হতো না আর তোকেও এত কষ্ট পেতে হতো না তুই আমাকে মাফ কর ( অনু)
এসব কিছু কপালে ছিল তাই হয়েছে এতে তোর কোনো দোষ নেই ( আমি)
শোন তোকে এসব কিছু থেকে বের হতে হবে কারণ সব ছেলে এক হয় না ( অনু)
হুম ( আমি)
আজ আমার ভাই বলে আমি ম্যানেজ করতে পেরেছি অন্য দিন যদি অন্য কেউ হয় তখন কি করব ভেবে দেখেছিস তাই প্লিজ এসব থেকে বের হ আমার জন্য ( অনু)হুম ( আমি)
কি হুম হুম করছিস,,,, শোন এর পরবর্তী দিন যদি এসব দেখি তাহলে কিন্তু সত্যি সত্যি সব সম্পক শেষ করে দেব ( অনু) [ কথাটা ভয় দেখানোর জন্য বলেছি জানি এতে কাজ হবে]
এই না না না এইভাবে বলিস না আমি তোর সব কথা শুনবতাও তুই সম্পক নষ্ট করিস না ( আমি)
ঠিক আছে শোন কাল সকাল সকাল চলে আসিস( অনু)
আচ্ছা,,, কথার মাঝেই কে যেন দরজায় ঠকঠক করলো " এই শোন কে যেন ডাকছে পরে কথা বলি( আমি)
কে আবার দেখ তোর দাদী না হয় তোর সেই ছোট মা ( অনু)
আবার শুরু করলি( আমি)
আচ্ছা রাখছি আর কিছু তো মনে হয় খাসনি এখনো কাজ করার আগে কিছু খেয়ে নে ( অনু)
আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল,,, "আচ্ছা আমি খাইনি ও বুঝলো কিভাবে মেয়েটা সত্যি আমাকে অনেক ভালোবাসে তাইতো আমি ও ওকে যেকোনো কিছুর মূল্য চাই " আমার ভাবনার মাঝেই আবার দরজায় কে যেন কড়া নারল দরজা খুলে দেখি ছোট মা দাড়িয়ে আছে
কিরে কলেজ থেকে এসেছিস সেই কখন কিছু খেয়ে নে,,,, একটু পর দেখবি তোর দাদী আবার ডাকাডাকি শুরু করছে তখন আর খাওয়ার সুযোগ পাবি না ( ছোট মা)
তুমি যাও আমি আসছি,,,, আমার বলার সাথে ছোট মা চলে গেল আমিও ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিয়ে রান্না করি,,,,, রাতে সবার খাওয়া শেষ হলে নিজের খাওয়া শেষ করে সব এঁটো থালাগুলো পরিষ্কার করে রাখি আর সব সবজি কেটে ফ্রিজে রাখি কারণ সকালে ওঠে সব কাজ করতে গিয়ে আমার কলেজের দেরি হয়ে যায়,,,, সব কাজ শেষ করে ঘরে গিয়ে পড়তে বসি পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুম ভাঙলো ঘড়ির এলামে তাড়াতাড়ি উঠে বইখাতা গুছিয়ে রেখে ওজু করে নামাজ আদায় করে নিলাম তারপর রোজকার মতো সব কাজ করে কলেজে গেলাম আজও দাদী নতুন কোনো ফন্দি করেছিল। কিন্তু কোনো লাভ হয়নি। আমি রিকশা করে কলেজে গিয়ে দেখি অনু দাঁড়িয়ে আছে,,,, আমাকে দেখে এগিয়ে এসে হালকা জড়িয়ে ধরল। তারপর ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে বসার পরে ম্যাডাম বলল " কাল নবীন বরণ অনুষ্ঠান সেখানে সব মেয়েদের শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি পরে আসতে হবে আজ আর কোনো ক্লাস হবে না তোমরা সবাই অনুষ্ঠানের কাজে হাত লাগাও
" ম্যাডাম কথা শেষ করে চলে গেলেন কিন্তু আমি পড়লাম বিপদে আমি শাড়ি কই পাবে এখন,,,, আমি আর অনু ক্লাস থেকে বের হয়ে মাঠে গিয়ে বসে পরি
আচ্ছা কাল কি রংয়ের শাড়ি পরবি তুই ( অনু)
আমি শাড়ি পরব না আর কলেজেও আসব না ( আমি)
কেন,,,, ওওহ বুঝতে পেরেছি শাড়ি নেই ( অনু)
অনুর কথায় মন খারাপ করে মাথা নিচু করলাম আমাকে মাথা নিচু করতে দেখে অনু আবার বলল
চিন্তা করিস কেন আমি আছি না ( অনু)
তুই কি করবি ( আমি)
কিছু না চল এখন ( অনু)
কোথায়,,,, দেখ আমি কিন্তু তোর কাছে থেকে শাড়ি নিতে পারবনা ( আমি)
চুপ বেয়াদব মেয়ে সবসময় এমন করলে হয় না আমি যা বলছি তাই হবে,,,, ( অনু)
কিন্তু ( আমি)
কোনো কিন্তু নয়,,,, আচ্ছা আমি শাড়ি দিলে তুই নিতে পারবি না কিন্তু ( অনু)
কি কিন্তু ( আমি)
কিছু না চল এখন আমার সাথে ( অনু) এই বলে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কাউকে একটা ফোন করল সাথে সাথে একটা গাড়ি চলে এলো গাড়িতে বসলে সোজা চলে এলো একটা অফিসের সামনে এর মাঝে অনেক কথা বলেছি অনুকে কিন্তু কোনো কথার উত্তর দেইনি শেষ মেষ একটা ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে গাড়ি থেকে নামার পর দেখলাম ১০ তলার একটা বিশাল অফিস তারপর লিফটে করে গেলাম একটা রুমে একটু পর একজন আসলো মাথা তুলে তাকাতেই দেখি
ওমা এ এখানে কেন 😱😱😱😱😱😱😱
চলবে,,,,,
R... Khan
বি: দ্র: ( ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)না