আলকরা,চৌদ্দগ্রাম,কুমিল্লা।

আলকরা,চৌদ্দগ্রাম,কুমিল্লা। আলকরা ইউনিয়ন সহ দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ।

একটি শোক সংবাদ--নির্ভীক কলম যোদ্ধা, সাংবাদিক ও লেখক,  কুমিল্লা,চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের  শিলরী গ্রামের সূর্য সন্তান, ...
25/01/2024

একটি শোক সংবাদ--

নির্ভীক কলম যোদ্ধা, সাংবাদিক ও লেখক, কুমিল্লা,চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের সূর্য সন্তান, ফেণী জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব শাহজালাল রতন আজ রাত সাড়ে আটটায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্নাহ ইলাইহি রাজিউন। কাল সকাল দশ ঘটিকায় ফেণীতে এবং এগার ঘটিকায় পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

7 January update
05/01/2024

7 January update

31/12/2023
30/12/2023
নৌকা vs ফুলকপি
30/12/2023

নৌকা vs ফুলকপি

ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন। আলকরা ইউনিয়নের কাইচ্ছুটি গ্রামের বিশিষ্ট শিল্পপতি খায়েজ আহমেদ ভুইয়া আজ ০২.০৫মি: এ ই...
21/07/2023

ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন।
আলকরা ইউনিয়নের কাইচ্ছুটি গ্রামের বিশিষ্ট শিল্পপতি খায়েজ আহমেদ ভুইয়া আজ ০২.০৫মি: এ ইন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন, আল্লাহ উনার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুন। আমিন।

ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধি আর অনাবিল আনন্দ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রানে...দেশও বিদেশে অবস্থানর...
29/06/2023

ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধি আর অনাবিল আনন্দ।
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রানে...
দেশও বিদেশে অবস্থানরত সকল বন্ধু বান্ধব ও সংগঠনের সাথে যুক্ত সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।

এক বিশাল গরু ছাগলের হাট।স্থান চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ।
26/06/2023

এক বিশাল গরু ছাগলের হাট।
স্থান চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ।

ঐতিহাসিক চিওড়া কাজীর বাজারের আজকের কুরবানির গরুর হাট...🐂🐃
25/06/2023

ঐতিহাসিক চিওড়া কাজীর বাজারের আজকের কুরবানির গরুর হাট...🐂🐃

24/06/2023

Tahadi Foods & Spices
এর সৌজন্যে

আজ শনিবার পদুয়া হাইস্কুল মাঠে বিশাল গরু ছাগলের হাট বাজার চলছে।
24/06/2023

আজ শনিবার পদুয়া হাইস্কুল মাঠে বিশাল গরু ছাগলের হাট বাজার চলছে।

কুমিল্লা হাইওয়ে রোড়ে সুয়াগাজিতে  ভয়াবহ দূর্ঘটনায় প্রায় ৫০ জনের মতো আহত ও ২ জন নিহত হয়েছে বলে এ পর্যন্ত খবর পাওয়া গিয়েছে।
11/06/2023

কুমিল্লা হাইওয়ে রোড়ে সুয়াগাজিতে ভয়াবহ দূর্ঘটনায় প্রায় ৫০ জনের মতো আহত ও ২ জন নিহত হয়েছে বলে এ পর্যন্ত খবর পাওয়া গিয়েছে।

শোক সংবাদ আলকরা ইউনিয়নের দামারপাড়া নিবাসী ডাক্তার জানে আলম ভাই (সাংবাদিক) কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।...
24/05/2023

শোক সংবাদ

আলকরা ইউনিয়নের দামারপাড়া নিবাসী ডাক্তার জানে আলম ভাই (সাংবাদিক) কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ডাক্তার জানে আলম ভাই দক্ষিণ চৌদ্দগ্রামের পরিচিত মুখ।
জানে আলম ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন ভাইকে মাফ করে দেন (আমিন)

21/05/2023

আলকরা ইউনিয়নের যে কোন গ্রামের একজন কলম সৈনিক #এডমিন ও #মডারেটর প্রয়োজন কেউ যদি আমাদের সাথে কাজ করতে আগ্রহী হন।

তাহলে বিস্তারিত পরিচয় দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন....?

ধন্যবাদ...
এডমিন প্যানেল।

14/05/2023

আলহামদুলিল্লাহ ❤️
ঘূর্ণিঝড় এর গতিপথ হঠাৎ এভাবে ঘুরে যাওয়া আল্লাহর ইচ্ছা ছাড়া আর কিচ্ছু না।
আল্লাহ অনেক বড় ডিজাস্টার্স থেকে বাঁচিয়ে দিয়েছেন।

দুর্যোগকালীন চৌদ্দগ্রাম উপজেলার আশ্রয় কেন্দ্রের নাম ও মোবাইল নাম্বার।আলকরা ইউনিয়নে ২টি আশ্রয় কেন্দ্র ১)পদুয়া সুফিয়া রহমা...
13/05/2023

দুর্যোগকালীন চৌদ্দগ্রাম উপজেলার আশ্রয় কেন্দ্রের নাম ও মোবাইল নাম্বার।
আলকরা ইউনিয়নে ২টি আশ্রয় কেন্দ্র
১)পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়
যোগাযোগ :প্রধান শিক্ষক মাহবুবুল হক ০১৭১৫৭৩৮৭০০
২)আলকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ : রোকসানা আক্তার
০১৮১৬৩৬২৪০৯

13/05/2023

ঘূর্ণিঝড় মোখা:
কুমিল্লার ৬টি উপজেলা ঝূঁকিপূর্ণ চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, দাউদকান্দি, মেঘনা ও হোমনা।

সুখবর, সুখবর, সুখবর  Tahadi Foods & Spices  -                                                                           ...
10/05/2023

সুখবর, সুখবর, সুখবর
Tahadi Foods & Spices - তাহাদি পণ্য অর্ডার করে সাজিয়ে নিন আপনার ঘর।
তাহাদি ফুড এন্ড স্পাইসেস কোম্পানির পণ্য অর্ডার করে জিতে নিন, ফ্রিজ, ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, মাইক্রো ওভেন, ব্লেন্ডার মেশিন এবং রাইস কুকার সহ আরো অনেক আকর্ষণীয় পুরস্কার।
প্রতি ১ হাজার টাকার অর্ডার কনফর্ম করলেই পণ্যের সাথে পেয়ে যাবেন ১ টি করে র‍্যাফেল ড্র টিকিট।
লাইভ ড্র হবে কুরবানির ঈদ ২০২৩ইং এর ৪র্থ দিন।
তাহাদি ফুড এন্ড স্পাইসেস আপনাকে দিচ্ছে ভেজালমুক্ত খাঁটি মসলার নিশ্চয়তা।
ঘরে বসে হোম ডেলিভারি পেতে এখনই ভিজিট করুন www.tahadifood.com অথবা আমাদের ফেসবুক পোস্টে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কমেন্ট করে আর্ডার করুন।
বিস্তারিত জানতে কল করুন 01844253571/01844253572 এই নাম্বারে।
তাহাদি ফুড এন্ড স্পাইসেস, খাঁটি পণ্যের বিশ্বস্ত নাম।

চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দিলে এক ব্যক্তিকে চুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক। চৌদ্দগ্রাম প্রতিনিধি :কুমিল্লার চৌদ্দগ্রামে মা...
27/04/2023

চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দিলে এক ব্যক্তিকে চুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক।

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় আবদুল মালেক (৫০) নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহষ্পতিবার ভোর আনুমানিক ৪টায় ঢাকা এয়ারপোর্ট থেকে অভিযুক্ত বাহার (২৬) কে আটক করেছে পুলিশ।

বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টায় (২৬এপ্রিল) উপজেলার শুভপুর ইউনিয়নের উনকুট বাজারে এ ঘটনা ঘটে। নিহত মালেক উনকোট গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মাদক সেবনের জন্য একই গ্রামের প্রবাসী কবির আহম্মেদের ছেলে মাদকাসক্ত বাহার নিহত আবদুল মালেকের দোকানের পিছনে খালি জায়গায় প্রবেশের চেষ্টা করে। এসময় আব্দুল মালেক তাহার দোকানের পিছনে মাদক সেবনে বাঁধা দিলে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। বুধবার রাত সাড়ে নয়টার আব্দুল মালেক দোকান বন্ধ করার সময় ঘাতক বাহার ধারালো ছুরি নিয়ে হামলা করে। এসময় আব্দুল মালেকের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে ঘাতক বাহার। উপর্যুপরি ছুরিকাঘাতে আবদুল মালেক বাঁচার জন্য শোর চিৎকার করলে ঘাতক বাহার পালিয়ে যায়। চিৎকার শুনে বাজারের আসে পাশে থাকা লোকজন এসে আবদুল মালেককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে ব্যবসায়ী মালেকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মালেকের স্ত্রী ও শিশু কন্যাদের চিৎকারে আকাশ বাতাশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসাইল অপু জানান, ঘাতক বাহারকে কিছুদিন আগে মাদক সেবনে বাধা দেন নিহত আবদুল মালেক। বুধবার দোকানে বন্ধ করার সময় এলাকার চিহ্নিত মাদকাসক্ত বাহার সাথে থাকা ছুড়ি দিয়ে আকস্মিকভাবে ছুড়িকাঘাত করে ব্যবসায়ী আব্দুল মালেককে হত্যা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ববিউল হোসেন জানান, বুধবার রাতে আবদুল মালেক নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে ছুড়িকাঘাতে গভীর ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, হত্যার ঘটনায় রাতেই ঢাকা এয়ারপোর্ট থেকে ঘাতক বাহারকে আটক করেছে পুলিশ। হাসপাতাল থেকে রাতে লাশটি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাকরি হারালেন "মানবিক পু'লি'শ" খ্যাত আলোচিত ও প্রসংশীত পু'লি'শ সদস্য শওকত হোসেন-এম কাওছার :চাকরিচ্যুত করা হয়েছে চট্টগ্রা...
27/04/2023

চাকরি হারালেন "মানবিক পু'লি'শ" খ্যাত আলোচিত ও প্রসংশীত পু'লি'শ সদস্য শওকত হোসেন-

এম কাওছার :
চাকরিচ্যুত করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল শওকত হোসেনকে, যিনি ‘মানবিক’ পুলিশ হিসেবে দেশে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছিলেন।

গত ১৬ এপ্রিল তার চাকরিচ্যুতির আদেশে স্বাক্ষর করেন সিএমপির বন্দর বিভাগের উপ-কমিশনার শাকিলা সোলতানা।

আদেশের কপি পাঠানো হয়েছে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের দফতরে।
আদেশে বলা হয়েছে, ‘৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এছাড়া অভিযুক্ত (শওকত হোসেন) শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং বেওয়ারিশ মানুষ নিয়ে মানবিক কার্যক্রমে ব্যস্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয়, এমন বক্তব্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানোর পর তাকে চাকরিচ্যুত করা হয়েছে’।
শওকত হোসেন নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা।

২০০৫ সালে তিনি পুলিশ কনস্টেবল পদে যোগ দেন। ২০০৯ সালে ঢাকা থেকে বদলি হন রাঙামাটিতে।
সেখান থেকে বদলি হয়ে আসেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে। চাকরির পাশাপাশি তিনি তিন বছরের ডিপ্লোমা এবং দুই বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন করেন। ২০১১ সাল থেকে তিনি চট্টগ্রামে অসহায়, দুস্থ ও বেওয়ারিশদের চিকিৎসা সেবা দিয়ে প্রশংসিত হন।
২০১৯ সালে তৎকালীন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদেশে মানবিক পুলিশ ইউনিটের যাত্রা শুরু হয়। সিএমপি কমিশনার ওই সময় ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা দেন এই ইউনিটকে।

২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ডবলমুরিং থানা এলাকায় এক মাহফিলে অতিথি হিসেবে গিয়ে তিনি বক্তব্য দেন। সেই বক্তব্যের জেরে পরে তাকে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে বদলি করে কর্ণফুলী থানায় পাঠানো হয়।

সিএমপির উপকমিশনার (সদর) মোহাম্মদ আবদুল ওয়ারীশ বলেন, কনস্টেবল শওকত হোসেনের চাকরিচ্যুতির আদেশ হয়েছে। তিনি চাইলে এ আদেশের বিষয়ে আপিল করতে পারেন সিএমপি কমিশনারের কাছে। এছাড়া চাইলে প্রশাসনিক ট্রাইব্যুনালেও যেতে পারেন।

এ ব্যাপারে শওকত হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য জানা যায়নি।

Address

Alkora, Chauddagram, Cumilla
Chauddagram
3583

Telephone

+27631539020

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলকরা,চৌদ্দগ্রাম,কুমিল্লা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Chauddagram media companies

Show All

You may also like