Abdul Goni Madani

Abdul Goni Madani নেককাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে,এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না। মায়িদা-২

04/10/2024

জুম'আর খুতবা || ০৪-১০-২০২৪
আলোচনার বিষয়: প্রতিবেশীর হক (দ্বিতীয় পর্ব)
আলোচক: হাফেজ আব্দুল গনি মাদানী
পরিচালক: মাদ্রাসা আত-তাআউন ইসলামী কমপ্লেক্স
At-Tawaun Islami Complex
স্থান: সেরাপাড়া আব্দুলপুর আহলে হাদীস জামে মাসজিদ,গোদাগাড়ী, রাজশাহী।

22/09/2024

নতুন করে গঠিত
পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে যারা আছে তাদের দেখার পরেও একজন মুসলিম কিভাবে বলে সে 'স্বাধীন’?

পাঠ্যপুস্তকের সংশোধন ও পুনর্মাজিত করার জন্য কমিটিতে যাদেরকে রাখা হয়েছে, তাদের মধ্যে ইসলামের প্রতিনিধিত্বকারী কেউ নেই।
এমনকি এই কমিটির কয়েকজনের ঘোর ইসলামোফোবিয়া রয়েছে।
কমিটির সবগুলোই কমবেশি বামপন্থী বা নাস্তিক চিন্তাধারা লালন করে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামী শিক্ষার সমন্বয় জরুরি নয় কি?
একজন মুসলিম হিসেবে আমাদের কী ভাবা উচিত?”

#ইসলামিকশিক্ষা
#পাঠ্যপুস্তক
#স্বাধীনতা

29/08/2024

নিশ্চয়ই এই পৃথিবী আল্লাহর, তিনি তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী করেন।
-সুরা আরাফ-১২৮

‘ভাতের’ পণ্য বয়কট নিয়ে আলাপ হচ্ছে দেখে, আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি। সপ্তাহখানেক আগে আমি শ্যাম্পু কিনতে বাজারে গেছি। প...
23/08/2024

‘ভাতের’ পণ্য বয়কট নিয়ে আলাপ হচ্ছে দেখে, আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি। সপ্তাহখানেক আগে আমি শ্যাম্পু কিনতে বাজারে গেছি। পাইকারি বাজারের একগাদা দোকান আছে আরডিএ মার্কেটের পাশে। অনেকগুলো দোকান ঘুরতে হয়েছে সেদিন, কেবল ‘ভাতের’ উৎপাদিত শ্যাম্পু নিব না বলে। আমি যখন বলছি, ‘ভাতের’ পণ্য নিব না; তখন কেউ কেউ অবাক হলেন, আবার কেউ কেউ হলেন বিরক্ত! একটা দোকানেও না পেয়ে শেষে আরডিএ মার্কেটের এক শপ থেকে আমাদের দেশে উৎপাদিত মেরিল শ্যাম্পু নিয়ে আসলাম। বয়কটের ব্যাপারটা যে আরও ব্যাপকভাবে ও বড়ো পরিসরে হওয়া দরকার, সেটা বোঝানোর জন্য এই ছোট্ট ঘটনা উল্লেখ করলাম।

‘ভাত’ নামক দেশটাকে তো আমরা ছোটোবেলা থেকেই অত্যন্ত অপছন্দ করি। কিন্তু পণ্য বয়কটের ব্যাপারে তেমন সচেতন ছিলাম না। পরবর্তীতে আমি নিজে থেকে বয়কট করেছি এদেরকে অনেক কয় বছর হলো। তারপরেও আমার ভুল হতো অনেকসময়, কিংবা যাচাই করতে অসুবিধা হতো, পণ্যটা দেশী, না ‘ভাতীয়’! পিনাকী সাহেব যখন ভাতীয় পণ্য বয়কটের ডাক দিলেন, তখন ‘দেশিতো (desh*to)’ নামের একটা অ্যাপের সন্ধান পেলাম। যারা অ্যাপটা তৈরি করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এটা আমার জন্য যাচাই করাকে সহজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। [অ্যাপের লিংক : https://play.google.com/store/apps/details?id=org.desh*to.user]

যারা এদেশের মুসলিমদের চরম দুশমন হিসেবে স্বীকৃত, যুগের পর যুগ ধরে আমাদেরকে বিপদে ফেলতে আগ্রহী, তাদের পণ্য বয়কট করা আমার নিজের গরজ ও দায়িত্ব মনে করি আমি। সৌদি ফতোয়া বোর্ডের সাবেক সদস্য আল্লামা আব্দুল কারিম আল-খুদাইর হাফিজাহুল্লাহ পণ্য বয়কট নিয়ে একটা কথা বলেছিলেন, “আপনার পিতা বা পরিবারের সাথে যাদের দুশমনি আছে, আপনি যদি তাদের পণ্য বয়কট করেন, তাহলে কেউ কি আপনাকে দোষারোপ করবে? তাহলে তার ব্যাপারটা কেমন হতে পারে, যে সকল মুসলিমদের সাথে তার দুশমনি জাহির করেছে?!” [দ্রষ্টব্য : https://youtu.be/JR6Jq2CeCUQ?si=ca__xHgI4dLhY7Qi]

অনেকে বলতে পারেন, সম্মিলিত ও কার্যকরী পদক্ষেপ ছাড়া একা একা পণ্য বয়কট করে কোনো লাভ আছে? আমি মনে করি, আছে। আমার অন্তর শান্তি পাবে, আল্লাহদ্রোহী দুশমনদের প্রতি আমার চরম ঘৃণার এই বহিঃপ্রকাশের কারণে আমি ইসলামের ‘ওয়ালা ও বারা’-র নীতি বাস্তবায়নের সওয়াব পাব ইনশাআল্লাহ। আল্লামা সুলাইমান আর-রুহাইলির কোনো লেখা বা অডিয়ো ক্লিপে আমি এরকমটা জেনেছি, কেউ ব্যক্তিগতভাবেও যদি দুশমন kaফিরদের প্রতি ঘৃণায় তাদের পণ্য বয়কট করে, তাহলে সে সওয়াব পাবে। এই কথার রেফারেন্স আমার কাছে আপাতত নেই, পেলে দিব, ইনশাআল্লাহ।

কুয়েতের সালাফি আলিম শাইখ উসমান আল-খমিস হাফিজাহুল্লাহ গাজ্জায় আগ্রসনের ব্যাপারে বলেছিলেন, “একজন মুসলিম গাজ্জার ভাইদের জন্য সর্বনিম্ন যেই কাজটি করতে পারে, সেটা হলো তাদের প্রতি জুলুমকারী রাষ্ট্র এবং তাদেরকে পৃষ্ঠপোষণকারী রাষ্ট্রগুলোর পণ্য বয়কট করা।” [দ্রষ্টব্য : https://youtu.be/vVD0ACBHv6Y?si=0wjiy_zJ2fEf8J9u]

শাইখ অন্যত্র বলেছেন, “আমি বলছি না, ihuদি ও জাionবাদীদেরকে প্রকাশ্যে পৃষ্ঠপোষণকারী রাষ্ট্রগুলোর পণ্য কেনা হারাম। কিন্তু আমি তাদেরকে উৎসাহ দিই, যারা আত্মসম্মানবোধ ও মুসলিম ভাইদের প্রতি ভালোবাসার কারণে এসব রাষ্ট্রের পণ্য কেনা থেকে বিরত থাকে।” [দ্রষ্টব্য : https://youtube.com/shorts/r3AfkAfLHsU?si=18Q7NQw5ijWpL4V-]

সৌদি আরবের সাবেক চিফ জাস্টিস এবং সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক সদস্য ইমাম সালিহ আল-লুহাইদান বলেছেন, “মুসলিমদের প্রতি জুলুমকারীদের পণ্য বয়কটের ব্যাপারে মুসলিমরা একজোট হলে, সেটা এক ধরনের jiহাদ হিসেবে বিবেচিত হবে।” [দ্রষ্টব্য : https://youtu.be/DYEBSKjxwxo?si=Px5Mjjt1C1105Afk]

এখন অনেক সালাফি ভাই বলতে পারেন, ‘শাসকের অনুমতি ছাড়া কোনো পণ্য বয়কট চলবে না।’ জি, আমরা জানি, ভাই, এরকম মত কিছু সালাফি বিদ্বান দিয়েছেন। আমি অধম ইমাম সালিহ আল-ফাওজানের ফতোয়া দেখেছি, তাঁর মতে শাসকের অনুমতি ছাড়া কাফিরদের পণ্য বয়কট করা যাবে না। এছাড়াও আল্লামা জাইদ আল-মাদখালি রাহিমাহুল্লাহ, আল্লামা সালিহ আস-সুহাইমি, আল্লামা মুহাম্মাদ বিন হাদি আল-মাদখালি প্রমুখ থেকে এরকম ফতোয়া আছে।

কিন্তু এর বিপরীত ফতোয়াও উলামাদের থেকে আছে। ইমাম সালিহ আল-লুহাইদান রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, “শাসকের অনুমতি ছাড়া কাফিরদের পণ্য বয়কট করা যাবে না, এমন ধরনের কথা সঠিক নয়।” [দ্রষ্টব্য : https://youtu.be/T3_coqWjxZA?si=N7usd6dHZQgZUGEd]

ইমাম আলবানি রাহিমাহুল্লাহ নিজে বুলগেরিয়ার পণ্য বয়কট করার ডাক দিয়েছিলেন, কারণ সেসময় তারা মুসলিমদেরকে মেরে ফেলছিল। এমনকি তিনি বলেছিলেন, তাদের পণ্য বয়কট করা ওয়াজিব। [দ্রষ্টব্য : https://youtu.be/MxdU22mv5Kc?si=Udj7j0wgIh5CEbQJ]

সৌদি আরবের হাতেগোনা কয়েকজন বিশিষ্ট কিবার উলামার অন্যতম আল্লামা আব্দুল আজিজ আর-রাজিহি হাফিজাহুল্লাহ তাঁর ফতোয়ায় উল্লেখ করেছেন, তিনি fraন্সের পণ্য বয়কট জারি রাখার মত পোষণ করেন এবং এটাও জানিয়েছেন, তাঁর পূর্বে এই ফতোয়া দিয়েছেন আল্লামা ইবনু জিবরিন এবং আল্লামা আব্দুর রহমান আল-বাররাক। [দ্রষ্টব্য : https://youtu.be/KLRJT2bVAZ0?si=b-JsusMyGfoJT0Qc]

সুতরাং কেউ যদি শাসকের অনুমতির জন্য ওয়েট করেন, সেটা তাঁর ব্যাপার। আমরা সাধারণ মানুষ, উলামা নই; আমাদের অন্তর ভিন্ন মতের উলামাদের দিকে ঝুঁকেছে, তাই আমরা তাঁদেরকে ফলো করছি। দয়া করে মানহাজ-কার্ড খেলে মুসলিমদের বিপদের সময় বিতর্ক তৈরি করবেন না। মুসলিম ভাইবোনদের কষ্ট দেখলে তাঁদের জন্য আমাদের অন্তরে স্বভাবজাতভাবে দয়া, রহমত, উদ্বেগ ও সহানুভূতি তৈরি হয়। আমরা আকিদার কিতাবপত্রেও আমাদের ইমামদের থেকে মুসলিমদের এই স্বভাবজাত চরিত্রের পাঠ শিখেছি।

শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাঁর বিখ্যাত আকিদার কিতাব ‘আকিদা ওয়াসিতিয়্যা’-র উপসংহারে লিখেছেন, “আহলুস সুন্নাহ ওয়াল জামাত নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগত কথার মর্মার্থকে বিশ্বাস করে। নবিজি বলেছেন, ‘মুমিন মুমিনের জন্য অট্টালিকা সদৃশ, যার একাংশ অন্য অংশকে শক্তিশালী করে। এরপর তিনি হাতের আঙুলগুলো অন্য হাতের আঙুলের ফাঁকে ঢুকালেন।’ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ‘মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়ার্দ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের ন্যায়। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার সমস্ত দেহ ডেকে আনে জ্বর ও অনিদ্ৰা।’” উদ্ধৃতি সমাপ্ত।

আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। আমিন।
Md Abdullah Mridha

09/08/2024

চমকপদ বৈষম্য!-কাকে বলে!!?

• দেশে সর্বমোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৫ টি।
• সরকারি ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা: ০০টি।

• সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা:৬২৮ টি।
• সরকারি দাখিল মাদ্রাসার সংখ্যা: ০০টি।

• সরকারি স্কুল অ্যান্ড কলেজের সংখ্যা: ৬৩ টি।
• সরকারি দাখিল অ্যান্ড আলিম মাদ্রাসা: ০০টি।

• সরকারি কলেজের সংখ্যা: ৫৪ টি।
• সরকারি আলিম মাদ্রাসার সংখ্যা: ০০টি। সরকারি কওমি কোনো মাদরাসায় নাই। গন্ধও নাই। সামান্য সংযোজনে কপি করলাম।

• সরকারি ডিগ্রি (পাস)+ অনার্স কলেজের সংখ্যা: ৪৪৬ টি।
• সরকারি ফাজিল মাদ্রাসার সংখ্যা: ০০টি।

• সরকারি স্নাতকোত্তর (মাস্টার্স) কলেজের সংখ্যা: ১৯৮ টি।
• সরকারি স্নাতকোত্তর (কামিল) মাদ্রাসার সংখ্যা : ০৩ টি।

Copied

05/08/2024

আলহামদুলিল্লাহ।

 #জরুরী_গুরুত্বপূর্ণ একটি দু'আবর্তমান সময়ে সবাই বেশি বেশি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।----------------মাদ্রাসা সার্বিক ...
27/07/2024

#জরুরী_গুরুত্বপূর্ণ একটি দু'আ
বর্তমান সময়ে সবাই বেশি বেশি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
----------------
মাদ্রাসা সার্বিক বিষয় উন্নয়ন করার জন্য আপনাদের আর্থিক সহযোগিতা ও দু'আ একান্তভাবে কামনা করছি। এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদউসের সদস্য হিসেবে মনোনীত করুন আমীন
🕌আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান:মাদ্রাসা আত-তাআউন ইসলামী কমপ্লেক্স এ সাদকায়ে জারিয়ার কাজে শরীক হৌন
🏛️ ব্যাংক একাউন্ট⤵️
AC No :2050 777 02 491639 03
Islami Bank Bangladesh Limited
Branch. Nachol agent banking
♻️ মোবাইল একাউন্ট⤵️
বিকাশ পার্সোনাল ও নগদ :
01306 552412
☎️সার্বিক যোগাযোগ ⤵️
হাফেজ আব্দুল গনি মাদানী
পরিচালক: আত-তাআউন ইসলামী কমপ্লেক্স
শিয়ালা মোড়, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
☎ মোবাইল : 01750 639429
🤝 আপনারা সকলেই আমন্ত্রিত💐🌹
🌻জাযাকাল্লাহু খাইরান 🤲

প্রতিবাদ হোক...
17/07/2024

প্রতিবাদ হোক...

 #আশুরায়ে_মুহররম।আগামী মঙ্গলবার (১৬ জুলাই) ও বুধবার (১৭ জুলাই) অথবা বুধবার (১৭ জুলাই) ও বৃহস্পতিবার (১৮ জুলাই) সিয়াম রাখ...
15/07/2024

#আশুরায়ে_মুহররম।
আগামী মঙ্গলবার (১৬ জুলাই) ও বুধবার (১৭ জুলাই) অথবা বুধবার (১৭ জুলাই) ও বৃহস্পতিবার (১৮ জুলাই) সিয়াম রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
----------------
বাকী কাজ সম্পন্ন করার জন্য আপনাদের আর্থিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদউসের সদস্য হিসেবে মনোনীত করুন আমীন
🕌আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান:মাদ্রাসা আত-তাআউন ইসলামী কমপ্লেক্স এ সাদকায়ে জারিয়ার কাজে শরীক হৌন
🏛️ ব্যাংক একাউন্ট⤵️
AC No :2050 777 02 491639 03
Islami Bank Bangladesh Limited
Branch. Nachol agent banking
♻️ মোবাইল একাউন্ট⤵️
বিকাশ পার্সোনাল ও নগদ :
01306 552412
☎️সার্বিক যোগাযোগ ⤵️
হাফেজ আব্দুল গনি মাদানী
পরিচালক: আত-তাআউন ইসলামী কমপ্লেক্স
শিয়ালা মোড়, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
☎ মোবাইল : 01750 639429
🤝 আপনারা সকলেই আমন্ত্রিত💐🌹
🌻জাযাকাল্লাহু খাইরান 🤲

13/07/2024

আয় হুজুর দিয়েএকটু মোনাজাত করে নে
সম্মিলিত মোনাজাত করতে বলায় কঠিন হুংকারী দিলেন ৷
কাজী এ এম ইউসুফ জাহান

আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ। রিজিয়া সাদ ইসলামিক সেন্টার কুষ্টিয়া।
28/06/2024

আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ।
রিজিয়া সাদ ইসলামিক সেন্টার কুষ্টিয়া।

27/06/2024

ঈদুল আযহার সালাত -২০২৪

26/06/2024

রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি এ সাক্ষ্য দেয় যে, “আল্লাহ্ ছাড়া কোন ইলাহ্ নেই এবং মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রাসূল” আল্লাহ্ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেন।
সহীহ্ মুসলিম হা/১৫১

ঈদ মোবারক।
16/06/2024

ঈদ মোবারক।

ঈদুল আযহার সালাত ||১৭-০৬-২০২৪দড়িকোমরপুর, কুমারখালী,কুষ্টিয়া।
15/06/2024

ঈদুল আযহার সালাত ||১৭-০৬-২০২৪
দড়িকোমরপুর, কুমারখালী,কুষ্টিয়া।

মুজদালিফায় রাত্রি যাপন নেই রাজপ্রাসাদ, নেই বিলাসবহুল ভবন, নেই দামী বিছানা, নেই চাদর, যে রাতে ধনী গরিব সব সমান।যে রাতে মা...
15/06/2024

মুজদালিফায় রাত্রি যাপন
নেই রাজপ্রাসাদ, নেই বিলাসবহুল ভবন, নেই দামী বিছানা, নেই চাদর, যে রাতে ধনী গরিব সব সমান।

যে রাতে মানুষ কেবল মাত্র মহান রবের সন্তুষ্টির জন্য খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এই রাতটি আমাদের সকলের নসিবে লিখে দিন, আমিন।
হে আল্লাহ আমাদের প্রত্যেকে ক্বাবার মেহমান হিসাবে কবুল করুন।

আজকের দিনের জন্য শ্রেষ্ঠ দোআ।
14/06/2024

আজকের দিনের জন্য শ্রেষ্ঠ দোআ।

14/06/2024
জুম'আর খুতবা ||১৪-জুন-২৪লাইভ হবে এই পেজ থেকে Abdul Goni Madani  ইনশাআল্লাহ।
13/06/2024

জুম'আর খুতবা ||১৪-জুন-২৪
লাইভ হবে এই পেজ থেকে Abdul Goni Madani ইনশাআল্লাহ।

10/06/2024

তা'লীমী বৈঠক ||০৭-০৬-২০২৪
নন্দলালপুর আহলে হাদীস জামে মাসজিদে, কুমারখালী,কুষ্টিয়া।

তা'লীমী বৈঠক ||০৭-০৬-২০২৪নন্দলালপুর আহলে হাদীস জামে মাসজিদ,কুমারখালী কুষ্টিয়া। আমার পেজে স্বাগত Abdul Goni Madani
08/06/2024

তা'লীমী বৈঠক ||০৭-০৬-২০২৪
নন্দলালপুর আহলে হাদীস জামে মাসজিদ,কুমারখালী কুষ্টিয়া।
আমার পেজে স্বাগত Abdul Goni Madani

তা'লীমী বৈঠক,তারিখ:৭ জুন ২০২৪, সময়: মাগরীব পর।স্থান:নন্দলালপুর আহলে হাদীস জামে মাসজিদ, কুমারখালী কুষ্টিয়া।
06/06/2024

তা'লীমী বৈঠক,
তারিখ:৭ জুন ২০২৪, সময়: মাগরীব পর।
স্থান:নন্দলালপুর আহলে হাদীস জামে মাসজিদ, কুমারখালী কুষ্টিয়া।

উমার ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা (যাইতূনের) তেল খাও এবং তা শরীরে মালিশ কর। কেননা এটা বারকাত ...
31/05/2024

উমার ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা (যাইতূনের) তেল খাও এবং তা শরীরে মালিশ কর। কেননা এটা বারকাত ও প্রাচুর্যময় গাছের তেল।
সহীহ্‌, ইবনু মা-জাহ (১৩১৯)

প্রথম সাময়িক পরিক্ষা -২০২৪ইংআত-তাআউন ইসলামী কমপ্লেক্স।
28/05/2024

প্রথম সাময়িক পরিক্ষা -২০২৪ইং
আত-তাআউন ইসলামী কমপ্লেক্স।

Address

Chapai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Goni Madani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies