চাঁপাইনবাবগঞ্জ আমাদের গর্ব

চাঁপাইনবাবগঞ্জ আমাদের গর্ব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চাঁপাইনবাবগঞ্জ আমাদের গর্ব, Digital creator, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ, Chapai.

ঐতিহ্য, সাংস্কৃতি, বিনোদন, খবর এবং বিভিন্নধরনের পরমর্শ ও আনন্দ মজা করে সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
সবাইকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

03/09/2024
02/09/2024

চাঁপাইনবাবগঞ্জের সাবেক এম্পি ওদুদের, ওদুদনামা।

27/08/2024

কিছু কমু না 🤫🤫

21/08/2024

আজ বুধবার
২১ আগস্ট ২০২৪
১৫ সফর ১৪৪৬ হিজরি
০৬ ভাদ্র ১৪৩১
-------------------------
আজ সূর্যোদয়- ৫:৩৫ মিনিট
আজ সূর্যাস্ত- ৬:২৭ মিনিট

উপদেষ্টাগণ দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। সমন্বয়করা আহতদের খোঁজ রাখতে হাসপাতালে দৌড়াচ্ছেন৷ আর একদল আছে তাদের দাবি-দাওয়া...
20/08/2024

উপদেষ্টাগণ দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। সমন্বয়করা আহতদের খোঁজ রাখতে হাসপাতালে দৌড়াচ্ছেন৷ আর একদল আছে তাদের দাবি-দাওয়া নিয়ে।

গত ১৫ বছর তো কথাও বলতে পারেননি। আর এখন ১৫ দিনেই অস্থির হয়ে যাচ্ছেন?

ওনারা রোবট নন। ওনাদের সময় দিন। অধৈর্য হবেন না। আস্থা রাখুন।

-মিজানুর রহমান আযহারী

বোনের বাসায় লুকিয়ে ছিলেন দিপু মনি, ভাগ্নে'কে ধমক দিয়ে "মোবাইল টিপা বাদ দিয়ে পড়তে বসো" বলায় রেগে ৯৯৯ নাম্বারে কল দিয়ে ধরি...
19/08/2024

বোনের বাসায় লুকিয়ে ছিলেন দিপু মনি, ভাগ্নে'কে ধমক দিয়ে "মোবাইল টিপা বাদ দিয়ে পড়তে বসো" বলায় রেগে ৯৯৯ নাম্বারে কল দিয়ে ধরিয়ে দিলো : পলক 🫢🫢

কথাটা কতটুকু সত্যি জানতে?

18/08/2024

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের আওয়ামী চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে যাওয়ায় জনগন গনধোলাই দেয়।

এই চেয়ারম্যান নোয়াব আলী কোন ধরনের নির্বাচন ছাড়া চেয়ারম্যান হয়। তাকে ভোট ছাড়া চেয়ারম্যান বানিয়েছিল সাবেক অবৈধ ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

17/08/2024

সেই মজা না?

14/08/2024

চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে দালাল ধরলেন শিক্ষার্থীরা।

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা।

13/08/2024

১৩/০৮/২০২৪ ভোর রাত ৩.৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকায় ডাকাতি করার সময় ৪ জন ডাকাত সদস্য, ছাত্র ও জনতার হাতেনাতে ধরা পড়েছে। তাদের হালকা পাতলা উত্তম মাধ্যম দেওয়ার পর পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়।

আজ থেকে পুরাতন ব্রিজের টোল আদায় বন্ধ করেছে সেনাবাহিনী।
13/08/2024

আজ থেকে পুরাতন ব্রিজের টোল আদায় বন্ধ করেছে সেনাবাহিনী।

11/08/2024

উত্তরা পাসপোর্ট অফিসের দুই ঘু'ষখোরকে ধরিয়ে দিল ছাত্র সমাজ।

পরিবর্তন শুরু হয়েছে।
সেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করুন।

"পরিবর্তন আসবেই"

দেখে নিন কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।
09/08/2024

দেখে নিন কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।*কোন রিচার্জ লাগবে না*শুধ...
09/08/2024

এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

*কোন রিচার্জ লাগবে না
*শুধুমাত্র ৯-১০ আগস্ট ২০২৪ এর জন্য প্রযোজ্য

08/08/2024

বিএনপি নেতা ইলিয়াস আলীর সাথে কি হয়েছিলো শুনুন র‍্যাবের এই ভাইটির মুখে কি নির্মমভাবে ওরা মানুষকে হত্যা করত!

এধরণের জঘন্য কাজ যেন পৃথিবীর কোন মানুষের সাথে না হয়। আর কারো স্বজন যেন এভাবে হারিয়ে না যায়।

ড. মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বতিকালীন  সরকার গঠনের সিদ্ধান্ত।
06/08/2024

ড. মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বতিকালীন সরকার গঠনের সিদ্ধান্ত।

সম্পর্ক বদলে গেলে একটি পলকে।
06/08/2024

সম্পর্ক বদলে গেলে একটি পলকে।

06/08/2024

ব্রেকিং নিউজ:

জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভুলে যেন না যায়..
06/08/2024

ভুলে যেন না যায়..

06/08/2024

যে দেশের মানুষ আন্দোলন করে লুটপাটের অবসান ঘটালো। সেই মানুষ গুলোই উদযাপন করলো লুটপাট দিয়ে!

তাহলে পার্থক্য কোথায়???

এটা লজ্জার, এই জন্যই কি এতোগুলো তাজা প্রাণ ঝরালো? যে সকল ভাই শহীদ হয়েছেন তারা আমাদের জন্য কি দিয়ে, কি পেলেন?
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আবার প্রমানিত হলো।

১ম স্বাধীন হবার পর আমারা বাঙালি কম্বোল কাহিনী ও চোরের দল, চাটার দল পেয়েছিলাম। এবার এই ২০২৪ সালে এসে কি পেলাম লুটেরার দল। সংসদের মত জায়গায় চেয়ারে বসে পায়ের উপর পা তুলে সিগারেট খাইতে হলে?

03/08/2024

এই বাচ্চাটার পুলিশের উপর এতো আক্ষেপ আসলো কোথা থেকে? বিচারক মানিক আবার রাজাকারের বাচ্চা বলে গালি না দেই তাকে।

খেলা হবে উক্তির প্রবক্তা গতকাল রাতের ফ্লাইটে থাইল্যান্ড সিবিচে খেলার জন্য দেশ ছেড়েছেন।
03/08/2024

খেলা হবে উক্তির প্রবক্তা গতকাল রাতের ফ্লাইটে থাইল্যান্ড সিবিচে খেলার জন্য দেশ ছেড়েছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে আপডেট আসছে। ইনশাআল্লাহ সেনাবাহিনী ছাত্র-ছাত্রীদের পাশেই দাঁড়াবে।
03/08/2024

সেনাবাহিনীর পক্ষ থেকে আপডেট আসছে। ইনশাআল্লাহ সেনাবাহিনী ছাত্র-ছাত্রীদের পাশেই দাঁড়াবে।

03/08/2024

অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনাঃ

১। কেউ কোন ধরণের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না।

২। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোন ধরণের বিল পরিশোধ করবেন না।

৩। সকল ধরণের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন।

৪। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে।

৫। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোন ধরণের রেমিটেন্স দেশে পাঠাবেন না।

৬। সকল ধরণের সরকারি সভা, সেমিনার, আয়োজন বর্জন করবেন।

৭। বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না! কোন ধরণের পণ্য খালাস করবেন না।

৮। দেশের কোন কলকারখানা চলবেনা, গার্মেন্টসকর্মী ভাই বোনেরা কাজে যাবেন না!

৯। গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না।

১০। জরুরি ব্যাক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে।

১১। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যাতিত কোন ধরণের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু মাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে।

১২। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রান্জেকশন বন্ধ থাকবে।

১৩। বিজিবি ও নৌবাহিনী ব্যাতিত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে।

১৪। আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না।

১৫। বিলাস দ্রব্যের দোকান, শো রুম, বিপনী-বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে।

★হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন-ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহণ, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহণ, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী পরিবহণ সেবা চালু থাকবে।

★নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১-১টা পর্যন্ত খোলা থাকবে!

আসিফ মাহমুদ
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

19/05/2024

বর্তমানে মোবাইলে ১০০ টাকা রিচার্জে ৩৩ টাকা কাটা হয় কর। আসছে বাজেটে এটা বেড়ে ৩৯ টাকা হতে যাচ্ছে। ১০০ টাকা রিচার্জে থাকবে ৬১ টাকা।

18/05/2024

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নবনির্মিত রাবার ড্যামের পাশে গোসল করতে নেমে দুপুর ১:৩০ দিকে এক যুককের মৃত্যু হয়েছে। জানা গেছে ছেলেটির নাম শুভ তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরুপনগর এলাকায়।

16/05/2024

এই মুহুর্তে আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রচুর ঝড় বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন।

Address

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ
Chapai
6300

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাঁপাইনবাবগঞ্জ আমাদের গর্ব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

**অনলাইন আমের বাজার**

বিগত বছরের ন্যয় এই বছরও আমরা আমাদের নিজেদের বাগানের আম অনলাইনে বিক্রয় করতে যাচ্ছি। তাই আপনি যে কোন জাতের ১০০% ফরমালিন মুক্ত সরাসরি বাগান থেকে সংগ্রহ করা আম আমাদের এখান থেকে সংগ্রহ করে পরিবারকে নিয়ে নিশ্চিন্তে খেতে পারেন কিংবা বন্ধু-বান্ধব, আত্বিয়স্বজনকে গিফট করতে পারেন। সাশ্রয়ী মূল্যে গুনগত মানের আম সরবরাহ করায় আমাদের মূল লক্ষ। “গ্রাহকের তুষ্টিই, আমাদের সন্তুষ্টি।”

বিস্তারিত জানতে ইনবক্স করুন।