চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের আওয়ামী চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে যাওয়ায় জনগন গনধোলাই দেয়।
এই চেয়ারম্যান নোয়াব আলী কোন ধরনের নির্বাচন ছাড়া চেয়ারম্যান হয়। তাকে ভোট ছাড়া চেয়ারম্যান বানিয়েছিল সাবেক অবৈধ ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে দালাল ধরলেন শিক্ষার্থীরা।
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা।
১৩/০৮/২০২৪ ভোর রাত ৩.৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকায় ডাকাতি করার সময় ৪ জন ডাকাত সদস্য, ছাত্র ও জনতার হাতেনাতে ধরা পড়েছে। তাদের হালকা পাতলা উত্তম মাধ্যম দেওয়ার পর পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়।
উত্তরা পাসপোর্ট অফিসের দুই ঘু'ষখোরকে ধরিয়ে দিল ছাত্র সমাজ।
পরিবর্তন শুরু হয়েছে।
সেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করুন।
"পরিবর্তন আসবেই"
বিএনপি নেতা ইলিয়াস আলীর সাথে কি হয়েছিলো শুনুন র্যাবের এই ভাইটির মুখে কি নির্মমভাবে ওরা মানুষকে হত্যা করত!
এধরণের জঘন্য কাজ যেন পৃথিবীর কোন মানুষের সাথে না হয়। আর কারো স্বজন যেন এভাবে হারিয়ে না যায়।
এই বাচ্চাটার পুলিশের উপর এতো আক্ষেপ আসলো কোথা থেকে? বিচারক মানিক আবার রাজাকারের বাচ্চা বলে গালি না দেই তাকে।
আজ চাঁপাইনবাবগঞ্জের, পাইকড়তলা মোড় এলাকায় ভ্যান চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ে এরা দুইজন। এরা দুইজন চাঁপাইনবাবগঞ্জের মসজিদ পাড়া এলাকার বাসিন্দা দাবী করে। পরে এদের উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নবনির্মিত রাবার ড্যামের পাশে গোসল করতে নেমে দুপুর ১:৩০ দিকে এক যুককের মৃত্যু হয়েছে। জানা গেছে ছেলেটির নাম শুভ তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরুপনগর এলাকায়।
এই মুহুর্তে আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রচুর ঝড় বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন।
আল্লাহর মাইর দুনিয়ায় বাইর।
ফিলি*স্তিনের পতাকায় লাথি মেরে উড়ে গেলেন সেই ব্যাক্তি।
পশ্চিম তীরে একটি রাস্তার ধারে খোলা স্থানে উড়ছে ফিলি*স্তিনের একটি পতাকা। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন এক ইসরা*য়েলি। পরে তিনি পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন। সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বো*মার বিস্ফো*রণ ঘটে। এতে আহত হন ওই ব্যক্তি।
চাঁপাইনবাবগঞ্জ কোট চত্তর নববর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত হয়েছি
নামোশংকরবাটী, হেফজুল উলুম মাদ্রাসা ঈদগাহ মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছি।
একদিন পঞ্চগড়, তেতুলিয়া চা বাগানে ঘুরাঘুরি।
প্রত্যেকটি সফলতার পেছনে লুকিয়ে আছে সঠিক উদ্দেশ্য ও কঠোর পরিশ্রম। 🏋️🚴♂️
লাইক👍, কমেন্ট✒️, শেয়া↗️ করে পাশে থাকার জন্য অনুরোধ করছি।
তাদের শিক্ষাসফর, আমাদের শিক্ষা সফর।
চাঁপাইনবাবগঞ্জের অন্যতম সর্ব বৃহৎ আহলে হাদিস ঈদ জামায়েত। কয়েক মিনিটেই লাখো মানুশের সমাগম।
নামোশংকরবাটী, আহলে হাদিস ঈদ গাহ ময়দান, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ।