ইলিশের বাড়ি চাঁদপুর

ইলিশের বাড়ি চাঁদপুর Chandpur News, Presents The Latest Bangla News Of Chandpur District In Online. The Most Reliable Loc The Most Reliable Local Newspaper In Chandpur Bangladesh.
(14)

Phone: +8801823292897

সৌদির প্রবাসী এই ভাইয়ের বাড়ি চাঁদপুর। নতুন আসছে প্রায় ২০ থেকে ২৮ দিন হবে।  গাড়ি এক্সিডেন্ট করে একটা পা হারান এবং সে ব...
11/12/2023

সৌদির প্রবাসী এই ভাইয়ের বাড়ি চাঁদপুর। নতুন আসছে প্রায় ২০ থেকে ২৮ দিন হবে। গাড়ি এক্সিডেন্ট করে একটা পা হারান এবং সে বাসশহারা। কোন কথা সঠিক মত বলতে পারেনা । এই ভাইটা শুধু এটাই বলতে পারে আমার বাসা চাঁদপুর। সৌদি আরব আল -কাসিম কিং ফাহাদ হসপিটালে ভর্তি আছে। শেয়ার করে তার পরিবারের ঠিকানা পেতে সহয়তা করুন।

কোন ব্যক্তি চিনে থাকলে এই নাম্বারে যোগাযোগ করুন । ০৫৩৪৫২৫৮৬৪ ইমু ও হোয়াসএ্যাপ নাম্বার।

চাঁদপুরে ঘুরতে আসার এখন উপযুক্ত সময় ।লোকেশন: চাঁদপুর বড় স্টেশন ।
11/12/2023

চাঁদপুরে ঘুরতে আসার এখন উপযুক্ত সময় ।
লোকেশন: চাঁদপুর বড় স্টেশন ।

এক মানবতার ফেরিয়াওলার বিদায়...ইনএনও হাজীগঞ্জ “যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়” চাঁদপুরের হাজীগঞ্জ উপজেল...
11/12/2023

এক মানবতার ফেরিয়াওলার বিদায়...ইনএনও হাজীগঞ্জ

“যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়”

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম জনসাধারন আপনাকে খুব মিস করবে, আপনি ছিলেন সাধারন জনগনের বন্ধু। যেখানেই থাকেন ভাল থাকবেন, নিরন্তর শুভ কামনা ও দোয়া রইল আপনার জন্য।

11/12/2023

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রাতের এক অসাধারণ দৃশ্য

 #বিষয়টি_অতি_জরুরীকাঁচা খেজুরের রস থেকে সাবধান। নিপা ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা প্রকট। এ ভাইরাসে আক্রান্তদের শতকরা ৭...
11/12/2023

#বিষয়টি_অতি_জরুরী

কাঁচা খেজুরের রস থেকে সাবধান। নিপা ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা প্রকট। এ ভাইরাসে আক্রান্তদের শতকরা ৭১ ভাগ মানুষ মারা যায়, যেখানে করোনা আক্রান্তদের মাত্র ১ ভাগ মারা গেছে।

-সিভিল সার্জন, চাঁদপুর।

ঠিক রাত ১২.১৫ মিনিটে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসবে এম ভি ময়ূর-১০ লঞ্চ টি 🙂
09/12/2023

ঠিক রাত ১২.১৫ মিনিটে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসবে এম ভি ময়ূর-১০ লঞ্চ টি 🙂

ছবির ভদ্রলোক গতকাল পাবনায় ধান কাটতে গিয়ে  রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) এর কামড়ে মৃত্যুবরণ করেন। এই প্রানঘাতী বিষধর সাপটি আশ...
09/12/2023

ছবির ভদ্রলোক গতকাল পাবনায় ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) এর কামড়ে মৃত্যুবরণ করেন।

এই প্রানঘাতী বিষধর সাপটি আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে পুরো দেশে। ধারনা করা হয়, বন্যার সময় ভারত থেকে ভেসে এসেছে এই সাপ। খুব দ্রুত এবং সংখ্যায় অনেকগুলো করে বাচ্চা দেয়।

কৃষকরা ধান কাটতে যেতে পারছেন না। জীবনের ঝুঁকি নিয়ে কাটতে হচ্ছে। এই সাপের এন্টিভেনম সম্ভবত সব জায়গায় এভেইলেবেল নেই।

সাপটি চেনা সহজ। গায়ে ডায়মন্ড শেপের ছোপ। জায়গা থেকে সহজে নড়ে না। অন্য সাপ পায়ের শব্দ পেলে সরে যায়, এরা সরে না। বিপদ টা এখানেই।

সবাইকে সতর্ক থাকার অনুরোধ।

শুরু হয়ে গেছে আমাদের----  #চাঁদপুরের মাসব্যাপী বিজয় মেলা,,, সবাইকে আমন্ত্রণ রইল --- 😇______-ইলিশের বাড়ি চাঁদপুর,,, #ম...
09/12/2023

শুরু হয়ে গেছে আমাদের
---- #চাঁদপুরের মাসব্যাপী বিজয় মেলা,,, সবাইকে আমন্ত্রণ রইল --- 😇
______-ইলিশের বাড়ি চাঁদপুর,,,

#মেলা #চাঁদপুর #মেঘনা #ইলিশ #সারাদেশ

09/12/2023

📍চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র🏫🏬

চাঁদপুরের মানুষ এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ভাষা ও দক্ষতা নিয়ে বিদেশে গেলে আয় করতে সমস্যা হবে না। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আপনাদের জন্যই করা হয়েছে। কারন আপনারা যাতে দক্ষ হয়ে বিদেশ যান। গত বছর চাঁদপুর থেকে বিদেশে গিয়েছে ৪৫ হাজার পাঁচ’শ জন।

সেই ক্ষেত্রে চাঁদপুরের অবস্থান ৫ম। আর কুমিল্লার অবস্থান প্রথম। দেশের উন্নয়নে যে আপনাদের ভূমিকা রাখছেন তাই বলবো আপনারা আরো এগিয়ে যান। দক্ষ হয়ে বিদেশে গেলে কোন প্রবাসীই বিপদে পড়েন না। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা কিংবা আপনাদের সন্তানদের এই টিটিসি থেকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাবেন। তাহলে তারা আর কোন বিপদে পড়বে না।

পরিবারের জীবনমান উন্নয়নসহ দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে। কোন ঝুঁকির মধ্যেও থাকবে না তারা। আগামী পাঁচ বছর এই এরিয়াটি হবে প্রাকৃতিক পরিবেশে সাজানো দৃষ্টিনন্দন ক্যাম্পস। কারিগরি শিক্ষা গ্রহনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উন্নত শিখরে পৌঁছানো সম্ভব। আর কর্মময় জীবনে অনেকেই কারিগরি শিক্ষার মাধ্যমে সাফল্য অর্জন করেছে।

video credit: MR. Mahi Bhai

#চাঁদপুর #কারিগরি #প্রবাসী #প্রশিক্ষণ #বিদেশ #পার্সপোট #ইলিশ

চাঁদপুরের ইলিশ ❤️❤️❤️ #লোকেশন হরিনা ফেরিঘাট, চাঁদপুর।
09/12/2023

চাঁদপুরের ইলিশ ❤️❤️❤️

#লোকেশন হরিনা ফেরিঘাট, চাঁদপুর।

টিনের খেলনা পিস্তল 👍 প্রতি ঈদে এই গুলি না কিনলে তো ঈদ ও মনে হয় হতো না কার কার ।
09/12/2023

টিনের খেলনা পিস্তল 👍
প্রতি ঈদে এই গুলি না কিনলে তো ঈদ ও মনে হয় হতো না কার কার ।

ফেলে আসা দিনগুলোতে নৌকার গুণ টানার দুর্লভ একটি ছবি। দেশ-বিদেশের পুরনো সব ছবি দেখতে যুক্ত হোন ইলিশের বাড়ি চাঁদপুর।
09/12/2023

ফেলে আসা দিনগুলোতে নৌকার গুণ টানার দুর্লভ একটি ছবি।

দেশ-বিদেশের পুরনো সব ছবি দেখতে যুক্ত হোন ইলিশের বাড়ি চাঁদপুর।

 #চাঁদপুর_মুক্ত_দিবস_আজআজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, চাঁদপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি-হানাদার বাহিনীর কবল থেক...
08/12/2023

#চাঁদপুর_মুক্ত_দিবস_আজ

আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, চাঁদপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি-হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল নদীবিধৌত চাঁদপুর জেলা।

১৯৭১ সালের ৮ডিসেম্বর চাঁদপুর সদর থানার সামনে বিএলএফ বাহিনীর প্রধান মরহুম রবিউল আউয়াল কিরণ প্রথম চাঁদপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন।

১৯৭১ সালের ৭ এপ্রিল চাঁদপুরে পাক হানাদার বাহিনী দুটি বিমান থেকে সেলিংয়ের মাধ্যমে আক্রমণের সূচনা করে। তাদের প্রথম দিনেই নৃশংস হামলায় শহরের বাণিজ্যিক এলাকা পুরানবাজারের এক নারী পথচারী শহীদ হন। এর পরের দিন বিকেলে প্রায় পাঁচ শতাধিক পাকসেনার একটি বহর চাঁদপুর শহরে প্রবেশ করে।

চাঁদপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্প তৈরি করে পাকিস্তানি সেনারা। আর পাকিস্তানি সেনা অফিসারদের জন্য পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজটি নির্ধারণ করা হয়েছিল।

এরপর গঠন করা হয় ‘শান্তিবাহিনী’। শান্তিবাহিনী ও পাক-হানাদার বাহিনী বিভিন্ন জায়গায় চালাতে থাকে বর্বরোচিত অত্যাচার ও হত্যাযজ্ঞ। হানাদার বাহিনীর প্রধান টর্চার সেল ছিলো শহরের বড়স্টেশন। সেখানে রেলওয়ের স্থাপনাগুলোতে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের ধরে এনে নির্যাতন করা হতো। তাদের হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়া হত।

মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে চাঁদপুর পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে ২০১৩ সালে বড় স্টেশনের বধ্যভূমিতে নির্মাণ করা হয় ‘রক্তধারা’।

এর আগে শহীদ মুক্তিযোদ্ধা সুশীল, শংকর ও খালেকের নামে ট্রাক রোডে নির্মাণ ‘মুক্তিসৌধ’ এবং চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে লেকের ওপর ভাসমান মুক্তি স্মৃতিসৌধ ‘অঙ্গীকার’ নির্মাণ করা হয়। এছাড়া চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্বাধীনতা যুদ্ধে শহীদদের নামের তালিকাসংবলিত একটি স্মৃতিফলক এবং চাঁদপুর পৌরসভার অর্থায়নে শহরের পাঁচ রাস্তার মোড়ে ‘শপথ চত্বর’ নির্মাণ করা হয়।

#মুক্ত_দিবস

অভিনন্দন চাঁদপুরের কচুয়ার সাবেক এসিল্যান্ড বর্তমানে মতলব উত্তরের নবাগত  উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা।
08/12/2023

অভিনন্দন

চাঁদপুরের কচুয়ার সাবেক এসিল্যান্ড বর্তমানে মতলব উত্তরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা।

 #শুভ_জন্মদিন_শিক্ষামন্ত্রী_ডা_দিপু_মনিঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করে চিকিৎসক হওয়ার পরও আইন বিষয়ে জানার ...
08/12/2023

#শুভ_জন্মদিন_শিক্ষামন্ত্রী_ডা_দিপু_মনি

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করে চিকিৎসক হওয়ার পরও আইন বিষয়ে জানার আগ্রহে কমতি পড়েনি তার।

মেধাবী এই নারী মার্কিন যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনির্ভাসিটির স্কুল অব পাবলিক হেলথ থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রিও অর্জন করেন।

চাঁদপুর জেলার বাসিন্দা এই নারীর নাম দীপু মনি। তার পরিচিতি চাঁদপুর ও দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহল ছুঁয়েছে অনেক আগেই।

আওয়ামী লীগ সরকার আমলের ২০০৯-১৩ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের হাল ধরেছেন ডা. দীপু মনি। বর্তমানে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।

আজ তার শুভ জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জন্মগ্রহণ করেন। তিনি দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীও।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রথম কাউন্সিল নির্বাচিত সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদের কন্যা।

তার স্বামী বাংলাদেশ সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট ও একটি আন্তর্জাতিক ল’ফার্মের প্রধান তৌফীক নাওয়াজ। তৌফীক নাওয়াজ ধ্রুপদী সংগীতের উৎস হিসেবে পরিচিত ‘আলাপ’-এর একজন শিল্পী। এ দম্পতির ঘরে দুই সন্তান রয়েছে- তওকীর রাশাদ নাওয়াজ ও তানি দীপাবলি নাওয়াজ।

ডা. দীপু মনি দশম জাতীয় সংসদে চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) এর প্রতিনিধিত্ব করছেন। এমপি পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

সামাজিক উন্নয়ন ও প্রশাসনিক ক্ষেত্রে তার অনন্য অবদানের জন্য তিনি মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে তিনি পুনরায় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ৬ জানুয়ারি ২০১৯-এ তিনি একাদশ জাতীয় সংসদের অধীনে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা মার্কা নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন চাঁদপুর -৩ আসন নিয়ে।

শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বগ্রহণের পর নানা সাফল্য দেখিয়েছেন দীপু মনি।

আজ তার জন্মদিনে তাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাঁদপুরের বাসিন্দাসহ শিক্ষা ক্যাডারের সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুভেচ্ছা জানাচ্ছেন।

জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন ইলিশের বাড়ি চাঁদপুর।

08/12/2023

আজ ৮ ডিসেম্বর
চাঁদপুর মুক্ত দিবস
১৯৭১সালের এই দিনে পাক সেনাদের হাত থেকে মুক্ত হয় প্রানের শহর চাঁদপুর।

শীতের মেঘাচ্ছন্ন একটি রোমাঞ্চকর দিন☺️ ইলিশের বাড়ি চাঁদপুর বড় স্টেশন, মোলহেড, চাঁদপুর।
07/12/2023

শীতের মেঘাচ্ছন্ন একটি রোমাঞ্চকর দিন☺️ ইলিশের বাড়ি চাঁদপুর

বড় স্টেশন, মোলহেড, চাঁদপুর।

06/12/2023

কুইজ-১
বলতে হবে চাঁদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কে উত্তোলন করেছিলেন? 👇

 #বিষয়টি_অতি_জরুরীচাঁদপুরের কচুয়ার সুরমা সুপার বাসে লোকটা কে অচেতন করে সব নিয়া গেছে মলম পাটি। লোকটি এখন ও অচেতন কেউ চিনে...
06/12/2023

#বিষয়টি_অতি_জরুরী

চাঁদপুরের কচুয়ার সুরমা সুপার বাসে লোকটা কে অচেতন করে সব নিয়া গেছে মলম পাটি। লোকটি এখন ও অচেতন কেউ চিনে থাকলে যোগাযোগ করেন।

কচুয়া সুরমা বাস কাউন্টারে। আপনার একটি শেয়ার উনার পরিবারের সন্ধান দিতে পারে

এটা আবার কোন দেশ? এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ রামু রেলওয়ে স্টেশন।
06/12/2023

এটা আবার কোন দেশ?
এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ
রামু রেলওয়ে স্টেশন।

পল্লী অঞ্চলে আশার বাতিঘর 'ইউনিয়ন ডিজিটাল সেন্টার'ইউনিয়ন ডিজিটাল সেন্টার হচ্ছে ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য-প্রযুক্তিনির...
06/12/2023

পল্লী অঞ্চলে আশার বাতিঘর 'ইউনিয়ন ডিজিটাল সেন্টার'

ইউনিয়ন ডিজিটাল সেন্টার হচ্ছে ইউনিয়ন পরিষদে
স্থাপিত তথ্য-প্রযুক্তিনির্ভর একটি অত্যাধুনিক তথ্য ও জ্ঞানকেন্দ্র (টেলিসেন্টার) যার উদ্দেশ্য হলো তৃণমূল
মানুষের দোরগোড়ায় তথ্যসেবা নিশ্চিত করা।

এ কেন্দ্র থেকে গ্রামীণ জনপদের মানুষ খুব সহজেই তাদের বাড়ীর কাছে পরিচিত পরিবেশে জীবন ও জীবিকাভিত্তিক তথ্য ও প্রয়োজনীয় সেবা পায়।

৮৪৬৮ টি কেন্দ্রে দেয়া হয় ৩০০ ধরনের সেবা উপকারভোগী প্রায় ৪কোটি মানুষ।

সাহাপুর রাজবাড়ি চাঁদপুর জেলার অন্তর্গত শাহরাস্তি উপজেলায় অবস্থিত একটি রাজবাড়ি বা জমিদার বাড়ি।আনুমানিক পনের শতকের সময...
06/12/2023

সাহাপুর রাজবাড়ি চাঁদপুর জেলার অন্তর্গত শাহরাস্তি উপজেলায় অবস্থিত একটি রাজবাড়ি বা জমিদার বাড়ি।

আনুমানিক পনের শতকের সময় এই রাজবাড়ি বা জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন রাজা শিবানন্দ খাঁ। ইতিহাস থেকে জানা যায় এই সাহাপুর রাজবাড়িটি ছিল প্রাচীন মেহের পরগনার রাজধানী।

এই রাজবাড়িটি অনেকের কাছে সাহাপুর চৌধুরী বাড়ি নামেও পরিচিত। এই জমিদার বাড়িতে জমিদারদের তৈরি করা একটা মঠ আছে। যার নাম সত্যরাম মজুমদারের মঠ।

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রতিবছরের মতো এই বছরেও ঝাঁকে ঝাঁকে অতিথি পাখিরা আসছে।লোকেশন : ফরিদগঞ্জ মধ্যে কেরোয়া চরগুদাড়া,ফরিদগঞ...
05/12/2023

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রতিবছরের মতো এই বছরেও ঝাঁকে ঝাঁকে অতিথি পাখিরা আসছে।

লোকেশন : ফরিদগঞ্জ মধ্যে কেরোয়া চরগুদাড়া,ফরিদগঞ্জ, চাঁদপুর।

Photography: M S Sadek

❣️🇧🇩

কুটির শিল্প উন্নয়নে সরকারের সাফল্য দেশে হস্ত ও কারু শিল্পের ২ হাজার ৪শ৩০ কোটি টাকার বাজার গড়ে উঠেছে। কুটির শিল্প আবহমান ...
05/12/2023

কুটির শিল্প উন্নয়নে সরকারের সাফল্য দেশে হস্ত ও কারু শিল্পের ২ হাজার ৪শ৩০ কোটি টাকার বাজার গড়ে উঠেছে।

কুটির শিল্প আবহমান বাংলার ঐতিহ্যের অন্যতম অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। বাংলার সভ্যতা, সংস্কৃতি ও জীবন দর্শনের সরলতা ফুটে ওঠে এ ধরনের শিল্পকর্মে। মূলত এ শিল্পের নির্মাতা বাংলার গ্রামীণ পল্লী অঞ্চলের মানুষজন। তারা এসব পণ্য উৎপাদন করে জীবিকা ও নিজেদের ব্যবহারের জন্য। কুটির শিল্পে ডিজাইন বা মোটিভে চিরাচরিত বাংলার জীবনরূপের প্রতিচ্ছবি ভেসে ওঠে।

সেজন্যই গ্রামীণ জীবন, প্রকৃতি, মানুষ, পশুপাখি, লতাগুল্ম, গাছপালা, নদ-নদী, চন্দ্র-সূর্য ও আসমানের লোকজ নকশা দিয়ে ভরা নৈসর্গিক গ্রামীণ দর্শনের স্বাদ পাওয়া যায় এ শিল্পকর্মে। কুটির শিল্প অঞ্চলভেদে অনেকের কাছে হস্তশিল্প, কারুশিল্প, শৌখিন শিল্প, গ্রামীণ শিল্প হিসেবেও পরিচিত। স্থানীয় চাহিদার পাশাপাশি শহরের অভিজাত, মধ্যবিত্তদের মধ্যেও কুটির শিল্পের আলাদা আবেদন রয়েছে, যা তৈরি করেছে বাণিজ্যিক সম্প্রসারণের ক্ষেত্র।

এছাড়া কুটির শিল্পের আন্তর্জাতিক প্রাঙ্গণে দেশীয় হস্তনির্মিত পণ্যের পরিচিতি ও রফতানির সম্ভাবনা রয়ে গেছে। যদিও আধুনিক প্রযুক্তির যুগে বাংলাদেশে শিল্প খাতে পুঁজিঘন এবং শ্রমসাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার বেড়ে যাওয়ার কারণে কুটির শিল্পকে কিছু বেগ পেতে হচ্ছে, তবে যথাযথ পরিকল্পনা নিয়ে এ শিল্পে কাজ করা হলে ভবিষ্যৎ অবশ্যই সম্ভাবনাময়।

05/12/2023

নির্দয় হাতছানি

কলমে- মোঃ মহসিন হোসাইন।
কন্ঠে- আদিবা সুলতানা আলিফা।

যারা ভিক্ষা না করে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চায় তাদের কাছ থেকে কিনুন, প্রয়োজন না হলেও কিনুন। এতে আপনি সাদাকাহ এর সাওয়...
04/12/2023

যারা ভিক্ষা না করে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চায় তাদের কাছ থেকে কিনুন, প্রয়োজন না হলেও কিনুন। এতে আপনি সাদাকাহ এর সাওয়াব পাবেন, আর উক্ত ব্যক্তিটিও মর্যাদার সাথে পরিবার নিয়ে বাঁচতে পারবে।
ফেরিওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী এদের কাছ থেকে কিছুটা হলেও কিনুন প্লিজ। 🙏🥺

04/12/2023

🚌🚌"সুরমা সুপার" এর কাছে জিম্মি জনসাধারন যাত্রীরা 🚌🚌 ২২০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ২৫০ টাকা

✅ঢাকা -সাচার-কচুয়া-হাজীগঞ্জ- রহিমানাগর/হোসেনপুর/কাশিমপুর সড়কে একমাত্র বাহন "সুরমা বাস সার্ভিস" এর নৈরাজ্যের লাগাম টানবে কে?
--------------------------------------------------------------
✅ঢাকা থেকে চাঁদপুর জেলার ও আশপাশের এলাকায় চলাচল করতে একমাত্র বাহন বাস সার্ভিস। আর এই বাস সার্ভিস শুধুই একটি কোম্পানির আওতায় চলছে। ভাগ্যবান বাস সার্ভিসটি হলো সুরমা বাস সার্ভিস। কচুয়ার বিভিন্ন এলাকায় যেতে অনেকটা বাধ্য হয়েই সুরমা বাস সার্ভিসের স্মরণাপন্ন হতে হয়।আর এই সুযোগটিই কচুয়াবাসীকে জিম্মি করে নিচ্ছে তারা। বহুবছর ধরে একচেটিয়া ঢাকা -কচুয়া রোডের পরিবহন খাত দখল করে আছে সুরমা বাস সার্ভিস।

✅বিভিন্নভাবে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, কচুয়ার সীমানার বাইরে বিশেষ করে দাউদকান্দি, গৌরিপুর থেকে সিট বুকিং স্বত্তেও ঠাসাঠাসি করে অতিরিক্ত যাত্রী উঠিয়ে বাসের পরিবেশ বিঘ্ন ঘটানো, যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা, সড়কে গাড়ি চালানোর নিয়ম অনুসরণ না করা,যাত্রীদের সাথে বাস স্টাফদের অকথ্যভাষা প্রয়োগ, শারীরিক নির্যাতন, নারী -শিশু-বৃদ্ধাদের প্রতি অমানবিক আচরণ, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথোপকথন, ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে অশোভন আচরণ করে আদায়, গাড়ি চালানোর সরকারি নিয়মের তোয়াক্কা না করে যাচ্ছেতাই চালানো, অপরিপক্ক ড্রাইভার, অমার্জিত হেল্পার, শুক্র-শনি এবং বন্ধের দিনে অত্যধিক ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী উঠিয়ে দাঁড় করিয়ে পরিস্থিতি ঘোলাটে করা।

নৈরাজ্য-অনৈতিকতার প্রতিবাদ করলে প্রতিবাদকারী যাত্রীকে হেনস্থা,গাড়ি থেকে মাঝপথে নামিয়ে দেয়া সহ বিভিন্ন ধরনের সমস্যা করছে। বিশেষ করে হেল্পারদের ব্যবহার এতটা মুগ্ধতা ছড়ায়, মনে হয় যেন আর জীবনে কোনদিন বাসে চলাচলা না করি! হেল্পাররা অশিক্ষিত, মুখের ভাষা খারাপ এমনকি যাত্রীদের বাবা- মা ধরে গালিগালাজ,ও গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করেনা।

এহেন অবস্থায় যাত্রীসাধারণের নাভিশ্বাস উঠেছে। তারা ব্যক্তি পর্যায় শেষে সম্মিলিত প্রতিবাদ করতে মুখিয়ে আছে। একক সার্ভিসের কারণেই সুরমা কর্তৃপক্ষ নির্বিকার! এমন উদ্বেগজনক পরিস্থিতির আশু সমাধান না হলে যেকোনো সময়ই যাত্রীসাধারণের সম্মিলিত বিস্ফোরণ ঘটতে পারে। হয়তবা এখানে অন্য কোন বাসের রুট পারমিট দেন।৫-৭ বছর আগে অন্য পরিবহন সংস্হা কচুয়াতে চলাচল করলেও সুরমা বাস মালিকদের চাঁপের মুখে ঐ পরিবহন তাদের পরিবহন তুলে নিতে বাধ্য হয়।চাঁদপুর,হাজীগঞ্জ, রামগঞ্জের বাস সার্ভিস গুলো যদি কচুয়া টু ঢাকা রুটে নির্বিঘ্নে চলাচল করতে পারত। তাহলে কচুয়া বাসীর কিছুটা হলেও দুর্ভোগ লাগব হত।

✅তাই সংশ্লিষ্টদের এ ব্যাপারে এখনই পদক্ষেপ নেয়া জরুরি। আপনার /আপনাদের যাত্রা শুভ হোক।❤❤❤

শীতের দিনে ধান সিদ্ধ করার দৃশ্য 🍀
04/12/2023

শীতের দিনে ধান সিদ্ধ করার দৃশ্য 🍀

ইলিশের বাড়ি চাঁদপুর এই ইলিশ ভাস্কর্যটি কোথায়কতসালে এই ভাস্কর্যটি করা হয়।
04/12/2023

ইলিশের বাড়ি চাঁদপুর এই ইলিশ ভাস্কর্যটি কোথায়

কতসালে এই ভাস্কর্যটি করা হয়।

03/12/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে জাসদ মনোনীত প্রার্থী।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক। চাঁদপুর জেলা শাখা জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল।

সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জানাযায় লাখো মুসল্লির ঢল।মোহনপুর, মতলব উত্তর,চাঁদপুর।
03/12/2023

সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জানাযায় লাখো মুসল্লির ঢল।

মোহনপুর, মতলব উত্তর,চাঁদপুর।

এই গাড়ির যাত্রী হওয়ার সৌভাগ্য হয়েছে কার কার!!!বর্তমান প্রজন্ম চিনবেই না!😪 শেয়ার করে আপনার প্রিয়জনকে জানিয়ে দিন।
03/12/2023

এই গাড়ির যাত্রী হওয়ার সৌভাগ্য হয়েছে কার কার!!!
বর্তমান প্রজন্ম চিনবেই না!😪

শেয়ার করে আপনার প্রিয়জনকে জানিয়ে দিন।

ছেলেটার বাবা রিক্সাচালক ওর বুকের ছিদ্রের অপারেশনের করা হবে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।। জনস্বার্থে পুষ্টি শেয়ার ক...
02/12/2023

ছেলেটার বাবা রিক্সাচালক ওর বুকের ছিদ্রের অপারেশনের করা হবে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।।

জনস্বার্থে পুষ্টি শেয়ার করুন

 #মোফাজ্জল_হোসেন_চৌধুরী_মায়ার_ছেলে_দীপু_চৌধুরী_মারা_গেছেন  বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফ...
02/12/2023

#মোফাজ্জল_হোসেন_চৌধুরী_মায়ার_ছেলে_দীপু_চৌধুরী_মারা_গেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

02/12/2023

ভূমিকম্পে কেঁপে উঠল চাঁদপুর

চাঁদপুর-১.২.৩.৪.৫ মনোনয়নপত্র দাখিলকারীদের নাম  ও রাজনৈতিক দলের নাম।
30/11/2023

চাঁদপুর-১.২.৩.৪.৫ মনোনয়নপত্র দাখিলকারীদের নাম ও রাজনৈতিক দলের নাম।

30/11/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

এইসময় তিনি বলেন(ভিডিও)

#সেলিম #দ্বাদশ #চাঁদপুর #কচুয়া

শিক্ষা সহায়তা ট্রাস্ট পিছিয়ে রইবেনা কেউ ১১১ ছিটমহলের শতভাগ শিক্ষার্থী এখন উপবৃত্তির আওতায়।
30/11/2023

শিক্ষা সহায়তা ট্রাস্ট পিছিয়ে রইবেনা কেউ ১১১ ছিটমহলের শতভাগ শিক্ষার্থী এখন উপবৃত্তির আওতায়।

ইলিশের বাড়িতে নৌকার মনোনয়ন পেলেন যারাচাঁদপুর-১ আসনে সেলিম মাহমুদচাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াচাঁদপুর-৩ আসনে ...
30/11/2023

ইলিশের বাড়িতে নৌকার মনোনয়ন পেলেন যারা

চাঁদপুর-১ আসনে সেলিম মাহমুদ
চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
চাঁদপুর-৩ আসনে ডাঃ দীপু মনি
চাঁদপুর-৪ আসনে মুহম্মদ শফিকুর রহমান
চাঁদপুর-৫ আসনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম।

শুভেচ্ছা ও অভিনন্দন

ভালোবাসার আরেক নাম মোহনপুর লঞ্চ ঘাট 🥰🥰🥰 মতলব উত্তর চাঁদপুর 🥰🥰🖤🖤
30/11/2023

ভালোবাসার আরেক নাম মোহনপুর লঞ্চ ঘাট 🥰🥰🥰

মতলব উত্তর চাঁদপুর 🥰🥰🖤🖤

Address

Kachua Upazila
Chandpur
3630-3633

Telephone

+8801823292897

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইলিশের বাড়ি চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share