চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রাতের এক অসাধারণ দৃশ্য
📍চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র🏫🏬
📍চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র🏫🏬
চাঁদপুরের মানুষ এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ভাষা ও দক্ষতা নিয়ে বিদেশে গেলে আয় করতে সমস্যা হবে না। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আপনাদের জন্যই করা হয়েছে। কারন আপনারা যাতে দক্ষ হয়ে বিদেশ যান। গত বছর চাঁদপুর থেকে বিদেশে গিয়েছে ৪৫ হাজার পাঁচ’শ জন।
সেই ক্ষেত্রে চাঁদপুরের অবস্থান ৫ম। আর কুমিল্লার অবস্থান প্রথম। দেশের উন্নয়নে যে আপনাদের ভূমিকা রাখছেন তাই বলবো আপনারা আরো এগিয়ে যান। দক্ষ হয়ে বিদেশে গেলে কোন প্রবাসীই বিপদে পড়েন না। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা কিংবা আপনাদের সন্তানদের এই টিটিসি থেকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাবেন। তাহলে তারা আর কোন বিপদে পড়বে না।
পরিবারের জীবনমান উন্নয়নসহ দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে। কোন ঝুঁকির মধ্যেও থাকবে না তারা। আগামী পাঁচ বছর এই এরিয়া
নির্দয় হাতছানি
কলমে- মোঃ মহসিন হোসাইন।
কন্ঠে- আদিবা সুলতানা আলিফা।
২২০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ২৫০ টাকা
🚌🚌"সুরমা সুপার" এর কাছে জিম্মি জনসাধারন যাত্রীরা 🚌🚌 ২২০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ২৫০ টাকা
✅ঢাকা -সাচার-কচুয়া-হাজীগঞ্জ- রহিমানাগর/হোসেনপুর/কাশিমপুর সড়কে একমাত্র বাহন "সুরমা বাস সার্ভিস" এর নৈরাজ্যের লাগাম টানবে কে?
--------------------------------------------------------------
✅ঢাকা থেকে চাঁদপুর জেলার ও আশপাশের এলাকায় চলাচল করতে একমাত্র বাহন বাস সার্ভিস। আর এই বাস সার্ভিস শুধুই একটি কোম্পানির আওতায় চলছে। ভাগ্যবান বাস সার্ভিসটি হলো সুরমা বাস সার্ভিস। কচুয়ার বিভিন্ন এলাকায় যেতে অনেকটা বাধ্য হয়েই সুরমা বাস সার্ভিসের স্মরণাপন্ন হতে হয়।আর এই সুযোগটিই কচুয়াবাসীকে জিম্মি করে নিচ্ছে তারা। বহুবছর ধরে একচেটিয়া ঢাকা -কচুয়া রোডের পরিবহন খাত দখল করে আছে সুরমা বাস সার্ভিস।
✅বিভিন্নভাবে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, কচুয়ার সীমানার বাইরে বিশেষ করে দাউদকান্দি, গৌরিপুর থেকে সিট বুকিং স্বত্তেও
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে জাসদ মনোনীত প্রার্থী।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক। চাঁদপুর জেলা শাখা জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল।
ইলিশের বাড়ি চাঁদপুর তিন নদীর মোহনা মোলহেড
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।
এইসময় তিনি বলেন(ভিডিও)
#সেলিম #দ্বাদশ #চাঁদপুর #কচুয়া
কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনয়ন প্রার্থী ঘোষণা করেন।
১. ড. সেলিম মাহমুদ ২. মায়া চৌধুরী, ৩. ডাঃ দীপু মনি ৪. সাংবাদিক শফিকুর রহমান ৫. মেজর (অব:) রফিকুল ইসলাম শুভ কামনা সকলের প্রতি।
চাঁদপুরের কচুয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ❤️
চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার রানধনী মুড়া প্রাণ কেন্দ্রে অবস্থিত হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল ও কলেজ।
এখানে রয়েছে মনোরোম,মনোমুগ্ধকর পরিবেশের সাথে মিশে যাওয়ার অভিরাম পড়ালেখার সু ব্যবস্থা।
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:
অধ্যক্ষ - ০১৬৭৩১৭২৯৫০ - ০১৯১৭৮৮৫৪৮৩
#চাঁদপুর #হাজীগঞ্জ #টেকনিক্যাল #কলেজ #ইলিশ #স্কুল
#chandpur #hajigong
চাঁদপুরের কচুয়ায় নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র ‘মুক্তির সরোবর’
চাঁদপুরের কচুয়া পৌরসভায় প্রায় ৩৫ হাজার লোকের বসবাস। আয়তন ১০ বর্গ কিলোমিটার। ‘ক’ শ্রেণির পৌরসভা হলেও প্রতিষ্ঠার পর থেকে কোনও ধরণের বিনোদন কেন্দ্র ছিল না এখানে। পৌরবাসীর কথা চিন্তা করে ২০১৮ সালের ১৫ জুলাই প্রায় ১ একর ৯৬ শতাংশ পরিত্যক্ত পুকুরে ‘মুক্তি সরোবর’ নামে বিনোদন কেন্দ্র গড়ার উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এবং এটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এখন দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র নির্মাণ কাজ চলমান।
এটি নির্মাণের জন্য প্রাথমিকভাবে ৯ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও নির্মাণ কাজ সম্পন্ন করতে বরাদ্দ আরও বাড়তে হবে বলে জানালেন প্রকৌশল বিভাগ।
চাঁদপুরের কচুয়ায় বিএনপি জামাত জোটের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে
#সরাসরি #কচুয়া #চাঁদপুর
কচুয়ায়_তু'চ্ছ_ঘ'টনাকে_কেন্দ্র_করে_দোকানে_হা'ম"লা_ও_মা"রধ'র
চাঁদপুরের কচুয়ায় তু'চ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হা"ম'লা ও মা'র'ধ'রের অভিযোগ উঠেছে। হা"মলা'য় পৌরসভাধীন করইশ গ্রামের শাখাওয়াত হোসেন তার ভাই মনির ও তার ভাগিনা মাঈনউদ্দিন, মাহিন গু"র'ত্বর আ"হ"ত হয়। এ ঘটনায় আহত মনির হোসেন বাদী হয়ে ৫ জনকে আ"সা"মী করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভিডিওতে দেখুন : সিসিটিভি ফুটেজ।
রাবেয়া আক্তার (রিম) ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ
চাঁদপুরের কচুয়া পালাখাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী রাবেয়া আক্তার (রিম) ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ পরিবেশন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
১ ঘন্টার মধ্যে সেই, বৃদ্ধ বাবার উপরে অত্যাচারী সন্তান, শিল্পী গ্রেফতার
মাত্র ১ ঘন্টার মধ্যে সেই, বৃদ্ধ বাবার উপরে অ'ত্যা'চা'রী সন্তান, শিল্পী বেগমকে গ্রে'ফ'তা'র করেছেন চাঁদপুর সদর থানা পুলিশ।
এমন সন্তান থাকার চাইতে না থাকাই ভালো।
আজকাল পিতামাতার উপর সন্তানদের পৈ'শা'চিক আ'চ'রণ আমাদের বিবেগকে নাড়া দেয়😤
পিতামাতার সাথে খারাপ আচরণ খুবই দুঃখজনক ব্যাপার 😤
আদিবা সুলতানা আলিফার কন্ঠে আবৃত্তি
আদিবা সুলতানা আলিফার কন্ঠে আবৃত্তি করছেন,
কলমে: মোঃ মহসিন হোসাইন
প্রচারে: ইলিশের বাড়ি চাঁদপুর
দীপা রায়ের- যদি আরেক জনম আমি পাই গো,
যদি আরেক জনম আমি পাই গো,
সে জনমে তোমাকে চাইগো।
কণ্ঠশিল্পীঃ দীপা রায়।
সাগরিকা এক্সপ্রেস ট্রেন
সাগরিকা এক্সপ্রেস (ট্রেন নং. ২৯-৩০) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল দ্বারা পরিচালিত একটি মিটারগেজ যাত্রীবাহী ট্রেন।
ট্রেনটি চট্টগ্রাম জেলার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চাঁদপুর জেলার চাঁদপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে এবং যাত্রাপথে ফেনী জেলা ও কুমিল্লা জেলাকে সংযুক্ত করে।
#চাঁদপুরের_হাজীগঞ্জ_ঐতিহাসিক_বড়_মসজিদ_কমপ্লেক্সের_মোয়াজ্জেমের_সুমধুর_কন্ঠে_আজান
হাজীগঞ্জ বড় মসজিদ এর অবস্থান চাঁদপুর জেলার উপজেলার হাজীগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে।
প্রায় ১৯৩১ খ্রিঃ নির্মিত হয়েছে এই হাজীগঞ্জ বড় মসজিদটি। এই মসজিদটিকেই চাঁদপুর জেলার সবচেয়ে পুরোনো মসজিদ হিসেবে ধরা হয়। এই মসজিদটির প্রথম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হাজী আহম্মদ আলী পাটওয়ারী । মসজিদটি তৈরি করার সময় হাজীগঞ্জ বা এর আশাপাশের কোনো এলাকাতে কোনো ইট ভাটা ছিলোনা।
তখন মসজিদটির উদ্যোক্তা সেখানে একটি ইট ভাটা তৈরি করেন। তারপর সেখানে ইট তৈরি করে সেই ইট দিয়ে মসজিদটি নির্মাণ করেন। এছাড়াও তিনি মসজিদ নির্মাণের জন্য জাহাজ ভাড়া করে ভারতের কলকাতায় গিয়ে লোহার বীম ও মর্মর পাথর কিনে আনেন। পরবর্তীতে মসজিদটির কাজ ১৯৩৭ খ্রিঃ দিকে শেষ হয় এবং শুক্রবার দিন মসজিদে আজান দেওয