Chandpur.Com

Chandpur.Com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chandpur.Com, News & Media Website, Chandpur.

এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন জীবনে তিনটি বিষয়ে কখনো ছাড় দিবে না-      ১। ভালো খাবার খাওয়া।   ২। ভালো বিছানায় ...
17/08/2022

এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন জীবনে তিনটি বিষয়ে কখনো ছাড় দিবে না-

১। ভালো খাবার খাওয়া।
২। ভালো বিছানায় ঘুমানো।
৩। ভালো ঘরে বসবাস করা।

ছেলে: কিন্তু আমি তো দরিদ্র। এই গুলো আমার দ্বারা কিভাবে সম্ভব?

জ্ঞানী বাবাঃ-
"যখন প্রচন্ড খিদে পাবে, তখন খাবে,তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার।

"যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানেই ঘুমাবে, সেটাই হবে ভালো বিছানা।

"যখন মানুষের সাথে মিশবে, সদাচারণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা।'

একজন মুসলিম হিসেবে মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করে যাবেন,,,,• মসজিদের মাইকে আমার মৃত্যুর খবর ...
16/08/2022

একজন মুসলিম হিসেবে মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করে যাবেন,,,,

• মসজিদের মাইকে আমার মৃত্যুর খবর বলবেন না।

• আমার মৃত্যুর সংবাদ শুনলে পড়ুন "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন"।

• আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি।

• আমাকে নিয়ে বিলাপ-মাতম করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী কাজ।

• আমার মৃত্যুতে চল্লিশা, কুল-খানি করবেন না কারণ এটা স্পষ্ট বিদ'আত।

• যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

• আমার লাশকে সুন্দরভাবে গোসল করার ব্যবস্থা করে দিবেন।

• লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন.... সমাজের নয়।

• আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকুন আর পড়ুন আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু।

• আমার কবরের আজাব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান।

• আমার হয়ে দান-সাদাকা করবেন।এতে আমার জন্য কল্যাণ হবে। দান- সাদকা বেশি বেশি করলে আল্লাহ খুশি হন।

• আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিয়েন,, সে গুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।

• আমার পরিবারের খবর নিয়েন।

• আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন... আপনার সময়ও অতি নিকটে।

• আমার পাওনা আমার পরিবার কে ফিরিয়ে দিবেন, না পারলে সাদকাহ জারিয়া করবেন আমার জন্য, তাও না পারলে আজিবন আমার জন্য দুয়া করবেন আমি ক্ষমা করে দিব ইন শা আল্লাহ।

আপনি আমার কাছে পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায়ই চেয়ে নিবেন আমার কাছে, আর যদি মরে যাই পরিবারের কাছে চাবেন। তারা না দিলে ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন।

اللهم إني أسألك حسن الخاتمة مع كلمة التوحيد موتا شهيدا وأدخلني الجنة الفردوس الاعلي بلا حساب ولاعذاب يا رب العالمين.

আল্লাহ তোমার কাছে কালিমা নসিব করে উত্তম শহীদী মরন চাই। কোন প্রকার আযাব হিসাব ছাড়া জান্নাতুল ফেরদৌসের প্রবেশ করতে দিও হে পৃথিবীর মালিক। আমীন।.. Cp

28/07/2022

#জনশুমারি ও গৃহগণনা ২০২২ ও কিছু মিথ্যাচার।
১. দেশের জনসংখ্যা এত কম কেন?
উত্তরঃ আপনার দাদার/বাবার কয়জন সন্তান ছিলেন? কমপক্ষে ৫/৬ জন করে। আপনিতো ১ জন নিয়ে হিমশিম খাচ্ছেন আরেকজন নিবেন কিনা। দেশে বিবাহ কমছে, তরুণরা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, অবৈধ সম্পর্ক বাড়ছে, বেকারদের নিকট কেউ বিয়ে দিচ্ছে না, বেশি বয়সে বিয়ের হার বাড়ছে, ডিভোর্সের হার বাড়ছে, তারপরেও ৮০ ভাগ মানুষ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করছেন, গত ১০ বছরে প্রবাসী কত গেছে খবর রাখেন, তাহলে মানুষ কি ঘুমাইয়া বাড়ব?
২. বিবিএসের ২০১৯ সালের রিপোর্ট থেকে জনসংখ্যা কম কেন?.
এই কথা জানার আগে আপনাকে জেনে নিতে হবে শুমারি ও জরিপের (সার্ভে) মধ্যে পার্থক্য কি? জরিপের মাধ্যমে স্যাম্পল বেসিস তথ্য নিয়ে সমগ্র রিপোর্ট প্রকাশ করা হয় কাজেই এটা শতভাগ শুদ্ধ হবে না যে এটাই স্বাভাবিক। শুমারিতে শতভাগ কাউন্টিং করা হয়, কাজেই এর সঠিকতা রয়েছে। অন্যান্য বিদেশি সংস্থা, UNDP বা World Bank এর কথা বলবেন। তারা নিজেরাই বিবিএসের তথ্য ব্যবহার করেন, ভাল করে খোজ নিয়ে দেখেন।
৩. মুসলমান বেড়েছে হিন্দু কমেছে?
হিন্দু জনগোষ্ঠী কমেছে সেই কথা আপনি কই দেখলেন বরং বৃদ্ধির হার কমেছে। একজন হিন্দু কতটুকু শিক্ষিত এবং সচেতন সেটা আপনি আগে দেখে নিন, তারপর তর্ক করতে আসেন।
৪. নারীর সংখ্যা বেশি কেন?
ভাই ইহা কেয়ামতের লক্ষণ, বিশ্বাস না হলে আপনার এলাকায় গত ১ বছরে কতজন ছেলে-মেয়ে জন্ম নিয়েছে খোজ নিয়ে দেখেন।

চাঁদপুরে পুরুষের সংখ্যা ১২ লাখ ২৮ হাজার ৭৭৪, নারী ১৪ লাখ ৫ হাজার ৬৮২ জন। নারীর সংখ্যাই বেশী।🤦‍♂️
28/07/2022

চাঁদপুরে পুরুষের সংখ্যা ১২ লাখ ২৮ হাজার ৭৭৪, নারী ১৪ লাখ ৫ হাজার ৬৮২ জন। নারীর সংখ্যাই বেশী।🤦‍♂️

মসজিদে নামাজ এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার সময় এসি চালানোয় বাধা নেই।  ~ জ্বালানি প্রতিমন্ত্রী
18/07/2022

মসজিদে নামাজ এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার সময় এসি চালানোয় বাধা নেই।

~ জ্বালানি প্রতিমন্ত্রী

03/09/2020

চাঁদপুর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা।
আগামী ১০ অক্টোবর ২০২০ইং
চাঁদপুর পৌরসভার নির্বাচন.

মতলব সরকারী জে বি পাইলট উচ্চ বিদ্যালয় এর মেধাবী ছাত্র (ব্যাচ -২০২০) বাবা হারানো তাঞ্জিল আহমেদ মরন ব্যাধি ব্লাড ক্যান্সার...
02/09/2020

মতলব সরকারী জে বি পাইলট উচ্চ বিদ্যালয় এর মেধাবী ছাত্র (ব্যাচ -২০২০) বাবা হারানো তাঞ্জিল আহমেদ মরন ব্যাধি ব্লাড ক্যান্সার এ আক্রান্ত।
তাকে কেমো থেরাপি দেওয়া শুরু হয়েছে। ডাক্তার বলেছে আগামী প্রায় ৪ বছর এই থেরাপি দিতে হবে। প্রতি ৭ দিন পর পর থেরাপি দিতে হচ্ছে। এখন পযন্ত প্রায় ৭ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তাঞ্জিল কে বাচাতে হলে আরো প্রায় ২০ লক্ষ টাকার মত লাগবে সর্বশেষ ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
দেশে তো অনেক বিত্তবান মানুষ আছেন অনেক উচ্চপর্যায়েরও আছেন আপনাদের একটু সাহায্যে হয়তো একটি তরুণ ছেলের জীবন বেঁচে যেতে পারে। আসুন না সবাউ মিলে তাকে বাঁচানোর চেষ্টা করি।
আসুন বাবা হারা তাঞ্জিল এর পাশে দ্বারাই।

বিস্তারিত জাননে যোগাযোগ 01821385372

তাঞ্জিল কে সাহায্য পাঠেতে পার্সোনাল বিকাশ নাম্বার -01821385372। নগদ পার্সোনাল -01817955734

প্রয়োজনীয় কাগজ পত্র নিজে দেওয়া হল।

01/09/2020
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!!জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! ফুড পান্ডা চাঁদপুর শাখায় রাইডার নিয়োগ চলছে। যারা কাজ করতে আগ্রহী তারা দ...
16/08/2020

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!!
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!!
ফুড পান্ডা চাঁদপুর শাখায় রাইডার নিয়োগ চলছে। যারা কাজ করতে আগ্রহী তারা দেরি না করে আজই যোগাযোগ করুন।
বিস্তারিত জানতে কল করুন - ০১৬৩৬৮২২৪৯০

12/08/2020

চাঁদপুর ভিত্তিক গঠনমূলক পোস্ট দিতে হবে। চাঁদপুরের বিভিন্ন লোকেশনের এবং নিজের এলাকার ঘটনা এবং তথ্য বলি তুলে ধরতে হবে। অবশ্যই যা পোস্ট করবেন তা বাস্তব নির্ভর এবং সত্য ঘটনা হতে হবে। এছাড়া যদি কোথাও থেকে ডাটা কালেকশন করেন তাহলে পোষ্টের মধ্যে রেফারেন্স রাখতে হবে। আপনাকে অবশ্যই চাঁদপুর জেলার বাসিন্দা হতে হবে। উপজেলা ভিত্তিক মডারেটর নেওয়া হবে। তথ্যের জন্য পেজের ইনবক্সে যোগাযোগ করবেন।

মেঘনার পানি বিপৎসীমার ওপরে : জোয়ারে চাঁদপুর শহর প্লাবিত।
05/08/2020

মেঘনার পানি বিপৎসীমার ওপরে : জোয়ারে চাঁদপুর শহর প্লাবিত।

কচুয়া উপজেলার বড় হায়াতপুর গ্রামের দক্ষিণ পূর্ব পাশের ধানি জমির বিল থেকে জান্নাতুন নাঈম মিশু(১৪) নামের এক স্কুল ছাত্রীর ল...
05/08/2020

কচুয়া উপজেলার বড় হায়াতপুর গ্রামের দক্ষিণ পূর্ব পাশের ধানি জমির বিল থেকে জান্নাতুন নাঈম মিশু(১৪) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা সহ ঘাতক নুর আলম ও সজীব হোসেনকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। মিশু বড় হায়াতপুর গ্রামের আরব প্রবাসী হানিফের কন্যা। সে স্থানীয় চাঁদপুর এম এ খালেক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। গ্রেফতারকৃতরা হচ্ছে- ফরিদগঞ্জ থানাধীন গাব্দেরগাঁও গ্রামের আমির হোসেনের পুত্র সজীব(১৯, বর্তমানে সে বড় হায়াতপুর গ্রামে তার নানার বাড়িতে বসবাস করে) ও বড় হায়াতপুর গ্রামের মনির হোসেনের পুত্র নুর আলম(২৫)।
মিশুর পারিবারিক সুত্রে জানা যায়, গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে মিশু তার পালিত ছাগলের জন্য ঘাস কাটতে বাড়ির পাশে যায়। কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও মিশু বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুজি করা হয়। কিন্তু তার কোন খোঁজ মিলেনি। এ অবস্থায় গত ১ আগস্ট শনিবার মিশুর নিখোঁজ বিষয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরি নং-১২। গত রবিবার দুপুরে বড় হায়াতপুর গ্রামের দক্ষিন পূর্ব পাশে ধানি জমির বিলে মিশুর লাশ ভাসমান দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত ৩ আগস্ট মিশুর মা শেফালী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (নং-২)। এ মামলার আসামী হিসেবে নুর আলম ও সজীবকে গ্রেফতার করা হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বলেন, গ্রেফতাকৃত সজীব ও নুর আলমকে জিজ্ঞাসাবাদে তারা মিশু হত্যার সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশ করেছে। মামলার তদন্তের স্বার্থে ওইসব তথ্য প্রকাশ করা যাচ্ছেনা।
তিনি আরো জানান, মূলত উক্ত আসামীদ্বয় পরিকল্পিত ভাবে ভিকটিম মিশুকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ভিকটিমের ঘাস কাটার স্থান থেকে আনুমানিক ৩০০ গজ দক্ষিণে বিলের মধ্যে খালের পানির হেলেঞ্চা ঘাসের নিচে ডুবিয়ে রাখে।
এদিকে মিশু হত্যাকারীদের দৃষ্টান্তশূলক শাস্তির দাবীতে মঙ্গলবার সকাল ১১ টায় কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও একই দিনে চাঁদপুর এম এ খালেক উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধন করে।

প্রতিবেদন :
মো:মাহমুদুল হাসান
প্রচার সম্পাদক, রাইজিং সান ফাউন্ডেশন
কচুয়া, চাঁদপুর ।

05/08/2020
29/07/2020

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ আগস্ট পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট ২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করে। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে মিটিং করে এ সিদ্ধান্ত জানান।

এম এ খায়ের
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের ছু‌টি আরও বে‌ড়ে‌ছে। তথ্যসূত্রঃ ইন‌ডি‌পে‌ন্ডেট টে‌লি‌ভিশন
29/07/2020

শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের ছু‌টি আরও বে‌ড়ে‌ছে।
তথ্যসূত্রঃ ইন‌ডি‌পে‌ন্ডেট টে‌লি‌ভিশন

20/07/2020

হায়রে পাগলা🔫

20/07/2020

এত উদার একটা মানুষ কিভাবে হয়।

আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলব...
19/07/2020

আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলবে। এবার শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে না। শিক্ষার্থীরা ১০টি কলেজ পছন্দ করতে পারবেন। আবেদনের ক্রমানুসারে কলেজ নিশ্চিত করবে আন্তঃশিক্ষা বোর্ড। চলতি সপ্তাহের মধ্যেই আবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী ও দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার জন্মদিন আজশুভ জন্...
18/07/2020

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী ও দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার জন্মদিন আজ

শুভ জন্মদিন কিংবদন্তী ❤️

(নিউ ইউর্ক): পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহ (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর ব্যক্তিগত সহকারীকে গ্রেপ্তার...
17/07/2020

(নিউ ইউর্ক):
পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহ (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর ব্যক্তিগত সহকারীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্কের পুলিশ। স্থানীয় সময় শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ফাহিম হত্যাকাণ্ডের অভিযোগ আনা হচ্ছে। গোয়েন্দারা ধারণা করছেন, ফাহিম সালেহর বোন যখন ওই অ্যাপার্টমেন্টে ঢুকছিলেন, হত্যাকারী তখন লাশ টুকরা করছিলেন।

মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস দুজন কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম টেরেস ডেভোন হাসপিল। ২১ বছর বয়সী এই তরুণের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগ আনা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশ সংবাদ সম্মেলন করে এই গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানানোর কথা রয়েছে।

ম্যানহাটানে নিজের কেনা অ্যাপার্টমেন্ট থেকে স্থানীয় সময় মঙ্গলবার ফাহিম সালেহর লাশ উদ্ধার করা হয়। ইলেকট্রিক করাত দিয়ে তাঁর লাশ টুকরা টুকরা করে প্লাস্টিকে ব্যাগে ভরানো ছিল।

শেখ জামালের খেলোয়াড় এখন জোগালি/ ফুটবলার থেকে রাজমিস্ত্রি..................................................প্রিমিয়ার লিগে...
17/07/2020

শেখ জামালের খেলোয়াড় এখন জোগালি/ ফুটবলার থেকে রাজমিস্ত্রি..................................................
প্রিমিয়ার লিগের ফুটবলার এখন জোগালি; খাঁটি বাংলায় যাকে বলে রাজমিস্ত্রি! আশ্চর্য হচ্ছেন! ভাবছেন যে লিগে কোটি টাকার দলবদল হয়, সেখানে খেলা ফুটবলার আবার জোগালি হতে যাবে কেন। আরিফ হাওলাদারের Arif Hawlader ক্ষেত্রে এমনটাই হয়েছে। করোনার কারণে আয়-রোজগার বন্ধ। বাবা-মায়ের চিকিৎসার খরচ; সেই সেঙ্গ নিত্যদিনের খাওয়া-পরা।

সব মিলে দিশেহারা আরিফ উপায়ন্ত না দেখে মিস্ত্রির কাজ বেছে নিয়েছেন। গত দেড় মাস ধরে জোগালির কাজ করছেন তিনি। মাথায় করে ইট-বালু-সিমেন্টের বোঝা টানছেন, লোহা পেটাচ্ছেন। কাজ করতে গিয়ে বেশ কয়েকবার আঘাত পেয়েছেন। অসুস্থ শরীর নিয়েও কাজ করে গেছেন। নিয়মিত করে চলেছেন।

ঢাকার ক্লাব ফুটবলে পরিচিত মুখ আরিফ হাওলাদার। নারায়ণগঞ্জের এ ফুটবলার দীর্ঘদিন ধরেই ফুটবল খেলছেন। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগেও খেলেছেন। আরামবাগ ক্রীড়া সংঘ, টিম বিজেএমসি সবশেষ ২০১৭-১৮ মৌসুমে ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। এর পরের বছর পেশাদার লিগের সর্বোচ্চ আসরে দল না পেয়ে চলে আসেন লিগের দ্বিতীয়স্তর চ্যাম্পিয়নশিপ লিগে।

২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগের দল অগ্রণী ব্যাংকের হয়ে খেলা আরিফ সবশেষ বাতিল হওয়া ২০১৯-২০ মৌসুমে কোনো দল পাননি। এতদিন ধরে ফুটবল খেললেও আর্থিক অবস্থা ভালো নয় আরিফের। বাবা-মায়ের চিকিৎসা, ছোট ভাইয়ের দেখভাল; নিজের খরচ তো রয়েছেই। মরার ওপর খরার ঘা করোনার প্রাদুর্ভাব। এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে জোগালির কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এক বন্ধু পরামর্শে শেষ পর্যন্ত আর নিজেকে লুকিয়ে রাখেননি।

আরিফের বাবা স্ট্রোক করে বিছানায়। সপ্তাহ না পেরুতেই ওষুধের পেছনে ১০ হাজার খরচ। এর ওপর মায়ের চোখের সমস্যা দিনকে দিন প্রকট আকার ধারণ করছে। চোখের অপারেশন জরুরি হয়ে পড়েছে। ছোট ভাই ফুটবল খেললেও নিজেকে সেই পর্যায়ে এখনো নিয়ে যেতে পারেননি।

গত বছর দল না পাওয়াতেই মূলত সমস্যায় পড়ে গেছেন আরিফ। একটা মৌসুম ঘরে বসে কাটাতে হয়েছে। খেলতে পারেননি; তাই আয়ের পথও ছিল বন্ধ। করোনা আরিফের জীবন আরো দুর্বিষহ করে তুলেছে। আধপেটা খেয়ে এতদিন সংসার টেনে নিলেও একার পক্ষে স্বল্প আয়ে আর চলছে না তার।

মুখেই শুধু বড় বড় কথা বলেন বাফুফের কর্তারা। গেল ১২ বছরে মাঠে নিয়মিত লিগ রেখেছেন তারা। এখন খেলোয়াড়রা কোটি কোটি টাকা কামাচ্ছে। কারোর কোনো অভাব নেই। অথচ করোনাকালে দুস্থ-অভাবী খেলোয়াড়দের কোনো খোঁজই নেয়নি ফেডারেশন। দু’টাকা সাহায্য দেননি কাজী সালাহউদ্দীনরা। দিলে আজ আরিফদের এমন দিন দেখতে হতো না।

লজ্জায় নিজেদের অভাব-দারিদ্র্যের কথা বলতে পারেন না আরিফরা। কিন্তু সমাজের উচ্চ পর্যায়ে যারা আছেন; ফুটবলকে যারা ভালোবাসেন, ফুটবলে পৃষ্ঠপোষণা করেন। তাদের প্রতি অনুরোধ দয়া করে আরিফদের পাশে দাঁড়ান। একটু সহযোগিতার হাত প্রসারিত করুন। শুরুটা আমি করলাম। আশাকরি আপনারাও এগিয়ে আসবেন।

জোগালি নয়; আরিফের কাজ ফুটবল পায়ে মাঠে দৌড়ানো, অনুশীলনে ঘাম ঝরানো। যেভাবে আরিফকে দেখে অভ্যস্ত সবাই। আশাকরি শিগগিরই স্বরূপে ফিরবেন আরিফ...

লিখেছেনঃ মামুন হোসেন, সাংবাদিক

চাঁদপুরে পদ্মা-মেঘনার ভাঙ্গনে সাইক্লোন সেন্টার বিলিনরূপসী চাঁদপুর ডেস্ক (১৭ জুলাই ২০২০)চাঁদপুরে পদ্মা-মেঘনার ভয়াবহ ভাঙনে...
17/07/2020

চাঁদপুরে পদ্মা-মেঘনার ভাঙ্গনে সাইক্লোন সেন্টার বিলিন
রূপসী চাঁদপুর ডেস্ক (১৭ জুলাই ২০২০)

চাঁদপুরে পদ্মা-মেঘনার ভয়াবহ ভাঙনে কয়েক ঘন্টার ব্যবধানে নব-নির্মিত তৃতল ভবন বিশিষ্ট স্কুল কাম সাইক্লোন সেন্টার নদীতে বিলীন হয়ে গেছে। মাত্র ১মাস আগে দৃষ্টিনন্দন এই ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও কয়েক দিনের ভাঙনে প্রায় ২শতাধিক বসতবাড়ি অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে আরো প্রায় ৫শ’ বাড়িঘর ভাঙনের মুখে পড়েছে। ক্ষদিগ্রস্তরা ভিটেমাটি রক্ষায় স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিমপাড় রাজরাজেশ্বর ইউনিয়নে আবারো পদ্মা-মেঘনার ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। উত্তরাঞ্চল থেকে নেমে আসা বন্যার পানির প্রবল স্রোতে গত ১০/১২ দিন ধরে তীব্র নদী ভাঙন দেখা দেয়। শুক্রবার(১৭ জুলাই)দিনভর নদী তীরবর্তী এলাকায় ভাঙনের ভয়াবহতা আরো ব্যাপকভাবে দেখা দেয়। ভাঙনে নদীগর্ভে বিলিন হয়ে গেছে তৃতল ভবন বিশিষ্ট নব-নির্মিত রাজরাজেশ্বর ওমর আলী স্কুল কাম সাইক্লোন সেন্টার।
ওমর আলী স্কুল কাম সাইক্লোন সেন্টারের ঠিকাদার প্রতিনিধি ও ইউপি সদস্য পারভেজ গাজী রণি জানান, ওমর আলী উচ্চ বিদ্যালয়টি প্রায় ৭/৮ বার নদী ভাঙ্গনের শিকার হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়া এবং ইউনিয়নবাসীর কথা চিন্তা করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির ঐকান্তিক প্রচেষ্টায় ২ কোটি ২৯ লাখ টাকা ব্যায়ে তৃতলাভবন বিশিষ্ট বিদ্যালয় ভবন কাম সাইক্লোন সেন্টার নিমান করা হয়। ভবনের সাইড সিলেকশনের সময় নদী এখান থেকে ১৫শ’ কিলোমিটার দূরে ছিল। একমাস আগে কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, নবনির্মিত ভবনটিতে বিদ্যালয়ের ক্লাস চলার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পান ও ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত বহু পরিবার আশ্রয় নিয়েছিল।
নদী ভাঙনের শিকার স্থানীয়রা জানান, ‘জোয়ার শেষে ভাটার সময়টাতেই ভাঙন শুরু হয়। তবে গত ৩০ বছরের ইতিহাসে এবারই ভাঙনের ভয়াবহতা চরম পর্যায়ে চলে গেছে। কারণ এবছর পাশ^বতী শরীয়তপুর জেলার নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকায় মেঘনার ভাঙনরোধে যে বাঁধ দেয়া হয়েছে, তার পানি প্রবাহের মুখটি দেয়া হয়েছে রাজরাজেশ্বরের দিকে। এর ফলে ওই জেলার দেয়া বাঁধে ধাক্কা খেয়ে স্রোত এখানকার পাড়ে আঘাত হানছে।’
ক্ষতিগ্রস্ত আরো বলেন, ‘আমরা কোন ত্রাণ চাই না। আমাদের ভিটেমাটি রক্ষায় স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হোক। ভাঙন ঠেকাতে স্থানীয় এমপি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হস্তক্ষেপ কামনা করেছি।
রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী জানান, উজান থেকে প্রবল বেগে পানি চাঁদপুর হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হওয়ায় এখানকার চরাঞ্চলে মেঘনা ও পদ্মা নদীর মিলনস্থলে প্রচন্ড ঢেউ এবং ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়। এ কারণে নদী আবারো বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করে। গত ১০ দিনের ভাঙনে ইউনিয়নের রাজারচর, খাসকান্দি, জাহাজমারাসহ বেশ কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলিন হয়ে গেছে। ২শতাধিক বসতবাড়ি অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে আরো প্রায় ৫শ’ বাড়িঘর ভাঙনের মুখে রয়েছে।
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী হযরত আলী বেপারী আরো জানান, ভাঙন শুরু হবার আগেই আমরা সাইক্লোন সেন্টার, কমিউনিটি ক্লিনিকসহ মানুষের বাড়িঘর রক্ষায় আমি ইউএনও এবং উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিতভাবে জনিয়েছি।

তাং ১৭-০৭-২০২০

সাহেদ গ্রেফতার!
15/07/2020

সাহেদ গ্রেফতার!

01/07/2020

🍀💖 দূর দূর তোর ঐ মনটা লইয়া
যাবো বাগানটায় 😍💖
🌺🌼 লাল-হলুদ ফুল দিয়া
বুই বান্ধিবো খোঁপায় 💖🍀

28/06/2020

১ জানুয়ারি, ২০০৪ পর্যন্ত যাদের জন্ম তারিখ, অর্থাৎ যাদের বয়স ১৬ বছর হয়েছে ঐ তারিখে এবং যাদের ভোটার তথ্য নিয়ে স্লিপ দেয়া হয়েছে। তাঁরা স্লিপে উল্লেখিত ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কালার প্রিন্ট নিতে পারবেন। সেটা লেমিনেটেড করে নিলেই আপনার অরিজিনাল এনআইডি কার্ড হিসেবে তা গণ্য হবে। তবে স্মার্ট কার্ড পেতে দেরি হবে।

আর একটি বিষয় হচ্ছে ১৬ থেকে ১৮ বছর পর্যন্ত সবাই এনআইডি কার্ড পাচ্ছেন, তবে ভোট দিতে পারবেন না। ১৮ বছর হয়ে গেলে অটোমেটিক ভোটার তালিকায় আপনার নাম উঠে যাবে।

কাজেই এনআইডি কার্ড পেতে হলে এখন আর নির্বাচন অফিসে যাবার দরকার নেই। অনলাইনেই এনআইডি (কালার) কার্ড পেয়ে যাচ্ছেন।

একটা সুবিধা হয়েছে এতে। রেলের টিকিটের ক্ষেত্রে ১৬ বছর পর্যন্ত আমরা এনআইডি ভেরিফিকেশন করতে পারব। বাকি থাকবে ১২ থেকে ১৬ বছরের নিচে। যাত্রীর সামান্য অংশ তা।

এদের জন্য রেজিস্ট্রেশনের সময় লাগবে জন্ম সনদ নাম্বার এবং বাবা বা মায়ের এনআইডি নাম্বার।

নিচের লিঙ্কে তথ্য দেয়ার আগে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ দেয়ার পর আপনার কাছে ওটিপি নাম্বার চাইবে। অবশেষে অরিজিনাল এনআইডি কার্ড, শুধু লেমিনেট করার অপেক্ষা।

[https://services.nidw.gov.bd/voter_center?fbclid=IwAR3hBRpGCnPBc6fW-B0zW8bB5eXXbg2U8k0hzzgIA46sdTMN2h-ckzdsqwY](https://services.nidw.gov.bd/voter_center?fbclid=IwAR3hBRpGCnPBc6fW-B0zW8bB5eXXbg2U8k0hzzgIA46sdTMN2h-ckzdsqwY)

[ নিচে এন.আই.ডি অথবা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে ভোটার তথ্য ও ভোট কেন্দ্রের তথ্য দেখ.....

আজকের করোনা আপডেট - চাঁদপুর 10 June'20-Tuesday-3:10 PM🔜 আজ রিপোর্ট এসেছে ৫৩ #নতুন_সনাক্তঃ💠 হাজীগঞ্জ ১💠 শাহরাস্তি ৪💠 কচুয...
10/06/2020

আজকের করোনা আপডেট - চাঁদপুর
10 June'20-Tuesday-3:10 PM

🔜 আজ রিপোর্ট এসেছে ৫৩

#নতুন_সনাক্তঃ
💠 হাজীগঞ্জ ১
💠 শাহরাস্তি ৪
💠 কচুয়া ২

#নতুন_সনাক্ত_যারাঃ
1️⃣ করোনায় মৃত ইউপি চেয়ারম্যান আব্দুল হাই মুন্সীর স্ত্রী
2️⃣ শাহরাস্তি থানার পুলিশ সদস্য ২

#তথ্যসুত্রঃ
চাঁদপুর - জেলা সিভিল সার্জন
চাঁদপুর - জেলা প্রশাসক
সারাদেশ - স্বাস্থ্য অধিদপ্তর
সারাবিশ্ব - ওয়ার্ল্ডোমিটার

09/06/2020

#জরুরী_প্রয়োজনঃ
একজন সিজারের রোগীর জন্য ১ ব্যাগ "ও পজেটিভ (O+)" রক্তের প্রয়োজন।
স্থানঃ মাতৃছায়া হসপিটাল, রায়পুর।
যোগাযোগ ঃ রোগীর অাত্নীয়।
মোবাইল ঃ 0172049174

 #করোনা_আক্রান্ত_ব্যক্তির কাছাকাছি এলেই সতর্ক করবে স্মার্টফোনকরোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসা নেওয়া ব্যক্তির সংস্পর্শে ...
05/06/2020

#করোনা_আক্রান্ত_ব্যক্তির কাছাকাছি এলেই সতর্ক করবে স্মার্টফোন

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসা নেওয়া ব্যক্তির সংস্পর্শে এলেই সতর্ক করবে স্মার্টফোন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অ্যাপ চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক জানান, নাগরিকদের সুরক্ষায় কন্টাক্ট ট্রেসিং অ্যাপ নিয়ে আমরা বেশ কিছু দিন থেকে কাজ করছিলাম। অবশেষে আমরা এটি চালু করতে পেরেছি।

কন্টাক্ট ট্রেসিং অ্যাপ ডাউনলোড করার পর স্মার্টফোনের লোকেশন এবং ব্লুটুথ অন রেখে বাড়ির বাইরে বের হলে এটি এক-দুই মিটারের মধ্যে যারা থাকবে তাদের হিস্ট্রিগুলো আমাদের ডাটাবেইসে পাঠাবে।তবে অবশ্যই ডাটা থাকতে হবে স্মার্টফোনে।কেউ যদি আক্রান্তের কাছাকাছি চলে যায় তাহলে সে স্মার্টফোনে অ্যালার্ট পাবে। তার সংস্পর্শে আসা ব্যক্তিরা যদি কয়েক দিন পরও করোনা পজিটিভ হয় তাহলেও স্মার্টফোন থেকে সতর্কবার্তা পাওয়া যাবে। সে ক্ষেত্রে ফোন করে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হবে।

অ্যাপটি এই লিংকে প্রবেশ করে ডাউনলোড করতে পারবেনঃ http://bit.ly/coronatracerbd

সুএ:বাংলাদেশ প্রতিদিন

আজকের করোনা আপডেট - চাঁদপুর 4 June 2020-Thursday-2:50PMLast Update: 9:35 PM #নতুন_সংযুক্তঃ🔜আজ নতুন সুস্থ ২০👉 জেলায় মোট ...
04/06/2020

আজকের করোনা আপডেট - চাঁদপুর
4 June 2020-Thursday-2:50PM
Last Update: 9:35 PM

#নতুন_সংযুক্তঃ
🔜আজ নতুন সুস্থ ২০
👉 জেলায় মোট সুস্থ বেড়ে ৬৩

#সুসংবাদঃ
✳️ অবশেষে চাঁদপুরে কোভিড-১৯ টেস্ট ল্যাব স্থাপন করা হচ্ছে। আজ সম্ভাব্য জায়গা পরিদর্শন করা হয়েছে। ফরিদগঞ্জের কৃতী সন্তান ভূমি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারীর চেষ্টা ও নির্দেশনায় সামনে অগ্রসর হচ্ছে।

#নতুন_মৃত্যুঃ
❎ হাজীগঞ্জের নতুন সনাক্তের ১জন করোনারি উপসর্গে মারা যাওয়া আবুল কাশেম (৫০)

#সদরে_নতুন_সনাক্তঃ
💠 চাঁদপুর সদর ৫
💠 মতলব উত্তর ৩
💠 মতলব দক্ষিণ ১
💠 হাজীগঞ্জ ৪
💠 শাহরাস্তি ৪
💠 কচুয়া ২

#সদরে_নতুন_সনাক্তঃ
1️⃣আদালতপাড়া ২ জন
(বয়স ১৪ ও ১৮, দুইভাই। এদের বাবা ও মা আগেই আক্রান্ত)
2️⃣ব্যাংক কলোনী ১ (৪০)
3️⃣শাহমাহমুদপুর ১জন মহিলা (৩৮)
4️⃣খলিশাডুলি ১ জন (২৬)

্তরে_নতুন_সনাক্তঃ
1️⃣চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মতলব উত্তর জোনাল অফিসের এজিএম আব্দুল্লা আল মামুন (৩২)
2️⃣রুহিতারপাড় কমিউনিটি হেলথ কেয়ারের প্রোপাইটর মাহফুজা আক্তার (৩৮)
3️⃣মাহফুজা আক্তারের স্বামী জসিম উদ্দিন গাজী (৪০)

#সারাদেশে_টেস্টঃ
↔️ সারাদেশে আজ নমুনা পরীক্ষা ১২৬৯৪
↔️ সারাদেশে এপর্যন্ত নমুনা পরীক্ষা ৩৫৮২৭৭
↔️ দেশে বর্তমানে ল্যাবরেটরির সংখ্যা ৫০

#তথ্যসুত্রঃ
চাঁদপুর - জেলা সিভিল সার্জন
চাঁদপুর - জেলা প্রশাসক - চাঁদপুর
সারাদেশ - স্বাস্থ্য অধিদপ্তর
সারা বিশ্ব - উইকিপিডিয়া

আজকের করোনা আপডেট - চাঁদপুর 3 June 2020-Wednesday-9:50PM #নতুন_মৃত্যুঃ❎শহরের ট্রাক রোড বটতলার নিহত আবুল খায়ের (৬০) #সদর...
03/06/2020

আজকের করোনা আপডেট - চাঁদপুর
3 June 2020-Wednesday-9:50PM

#নতুন_মৃত্যুঃ
❎শহরের ট্রাক রোড বটতলার নিহত আবুল খায়ের (৬০)

#সদরে_নতুন_সনাক্তঃ
💠 চাঁদপুর সদর ৮
💠 ফরিদগঞ্জ ৩
💠 হাজীগঞ্জ ১
💠 শাহরাস্তি ৩
💠 কচুয়া ২

#সদরে_নতুন_সনাক্তঃ
1️⃣গুনরাজদী ২
2️⃣লেকের পাড় ১
3️⃣মিশন রোড ১
4️⃣চেয়ারম্যানঘাট ১
5️⃣ট্রাক রোড (মৃত) ১
6️⃣বাবুরহাট ১
7️⃣আদালতপাড়া ১

🔜 আজ নমুনা সংগ্রহ ৫৮
🔜 আজ রিপোর্ট এসেছে ১২০
➡️ রিপোর্ট এসেছে এপর্যন্ত মোট ১৭৬৬
➡️ রিপোর্ট আসার অপেক্ষায় মোট ৩২৭
↔️ এপর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ২০৯৩

🏥এখনো চিকিৎসাধীন ১৭৪
🏨 হাসপাতালে চিকিৎসাধীন ৬
🚑ঢাকায় রেফার করা হয়েছে ৪
🏡হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৬৪

↔️ সারাদেশে আজ নমুনা পরীক্ষা ১২৫১০
↔️ সারাদেশে এপর্যন্ত নমুনা পরীক্ষা ৩৪৫৫৮৩
↔️ দেশে বর্তমানে ল্যাবরেটরির সংখ্যা ৫০

#তথ্যসুত্রঃ
চাঁদপুর - জেলা সিভিল সার্জন
চাঁদপুর - জেলা প্রশাসক - চাঁদপুর
সারাদেশ - স্বাস্থ্য অধিদপ্তর
সারা বিশ্ব - উইকিপিডিয়া

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share