শত বছরের পুরানো অলৌকিক ঈদগাহ মাঠ।
ঘনিয়া, ঐতিহাসিক বাঘের কাদা ঈদগাহ ময়দান-ফরিদগন্জ-চাঁদপুর,
এটি দিগন্ত জোড়া মাঠের একদম মাঝখানে উঁচু টিলার মতো। বর্ষার পানিতেও ডুবে না। এই স্থানটিকে নিয়ে লোকমুখে আছে অনেক গল্পকথা। তবে সে যাই হোক বর্ষার সময় নৌকায় চড়ে ঈদের নামাজ পড়তে যাওয়া আনন্দই আলাদা। আমার অনেক প্রজন্মই এখানে নামাজ আদায় করে আসছে। তবে সরকারের সুদৃষ্টি পড়লে এটি হতে পারে বিশাল পর্যটন কেন্দ্র।
সবাইকে ঈদ মোবারক।
প্রভাত সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
#আলহামদুলিল্লাহ,আজ মাহে রমজানের ৯ নবম দিনে care and shine Foundation ও প্রভাত সমাজকল্যাণ সংস্থার অর্থায়নে ঢাকায় আগারগাঁও এলাকায় ৩৫০+ জনকে ইফতার করানো হয়।
👉আপনিও চাইলে আমাদের সাথে সরাসরি অংশগ্রহন করতে পারেন।
সুবিধাবঞ্চিত ও ভবঘুরে মানুষ গুলোর পাশে
এক বেলার খাবার মুখে তুলে দেওয়ার প্রত্যয়ে আমরা।
#সহযোগিতা করতে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করুন।যোগাযোগ:-
আমির হোসেন :- 01918199370
এরশাদ মাহমুদ :-01814473763
01936003860 (বিকাশ)
----------
ব্যাংক চলতি হিসাব নং-
Provat Social Welfare Organization
Sonali Bank Ltd
Agargaon Branch
A/C No-4440402000578
আয়োজনে:- প্রভাত সমাজকল্যাণ সংস্থা
Atithi Khana bd-অতিথি খানা
#এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাঁসিবে তুমি কাঁদিবে ভুবন।
শীতের পিঠা খেতে অনেক মজা।
হাজীগঞ্জে একই বসতঘরে রহস্যজনকভাবে ২৪ ঘন্টায় ১০ বার আগুন
হাজীগঞ্জে গত ২৪ ঘন্টায় একই বসত ঘরে রহস্যজনক ভাবে ১০ বার আগুন লাগার ঘটনা ঘটে। এতে ভবনের ভিতরে থাকা বাসিন্দারা আতঙ্কে দিন পার করছে।
ফায়ার সার্ভিস আগুন লাগার বিষয়টি তদন্ত করে কোন উত্তর দিতে পারেনি। এমন চাঞ্চল্যকর ঘটনাটির খবর পাওয়া যায় উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা মুন্সী বাড়ীতে।
সরেজমিন গিয়ে জানা যায়, জয়শরা মুন্সী বাড়ীর মৃত এসকেন্দার মুন্সীর ছেলে সাবেক চাঁদপুর খাদ্য অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিক মুন্সীর দোতালা ভবনের ভিতরে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ছিদ্দিক মুন্সীর ও তার স্ত্রী রতন ভানু বলেন, গত ১৬ জানুয়ারী সোমবার ভোর রাত থেকে বুধবার রাত ৮ টা পর্যন্ত দশবার ভবনের বিভিন্ন স্থানে অলৌকিক ভাবে আগুন লাগার ঘটনা ঘটে আসছে। আমাদের পরিবারের ৫ সদস্য দিন রাত আতঙ্কে রয়েছি।
বাড়ীর বাসি