MatlabNews24.com

MatlabNews24.com MatlabNews24.com is a first and only online news portal of greater Matlab. Matlabnews24 represent and serve Matlab North & South related news and events.

কিন্ডার গার্টেন স্কুলের কয়েকটি নাম বাছাই করেছি। সকলের পরামর্শ চাচ্ছি।
20/10/2024

কিন্ডার গার্টেন স্কুলের কয়েকটি নাম বাছাই করেছি। সকলের পরামর্শ চাচ্ছি।

16/10/2024

জমি লিখে না দেয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে। ১৬ অক্টোবর বুধবার বেলা ১২টা ৪০মিনিটে মতল....

14/10/2024

বিএনপির দলীয় নির্দেশ অমান্য করে মতলব দক্ষিণে মোটরসাইকেল শোভাযাত্রা। ইতিমধ্যে মতলব দক্ষিণ ছাত্রদলের আহবায়ককে বহিষ্কার করা হয়েছে।
#মতলব #মতলবদক্ষিণ #মতলববিএনপি #ছাত্রদল #বিএনপি

29/06/2024

মতলব বাজারের ৭তলা বিল্ডিং এর সামনে ভয়াবহ দূর্ঘটনা।নারীরা বোরখা পড়ে অথবা গলায় ওড়না পেচিয়ে গাড়িতে উঠে সতর্ক থাকুন।

15/06/2024
 #শোক_সংবাদঃ উত্তর বাইশপুর নিবাসী মতলব দঃ উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদলের পিতা- আমির হোসেন দেওয়ান (৮০) অদ্য ১২ টা...
10/06/2024

#শোক_সংবাদঃ উত্তর বাইশপুর নিবাসী মতলব দঃ উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদলের পিতা- আমির হোসেন দেওয়ান (৮০) অদ্য ১২ টায় রাজধনীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্হা ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।

‘মতলবের রাজা’ হিসেবে পরিচিত। কোরবানির ঈদকে সামনে রেখে ষাঁড়ের মালিক ক্রেতাদের কাছে এর দাম হাঁকছেন ১০ লাখ টাকা। মতলব উত্তর...
10/06/2024

‘মতলবের রাজা’ হিসেবে পরিচিত। কোরবানির ঈদকে সামনে রেখে ষাঁড়ের মালিক ক্রেতাদের কাছে এর দাম হাঁকছেন ১০ লাখ টাকা। মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের রাঢ়িকান্দি গ্রামে। ইলিয়াস দেওয়ান এই গরুর মালিক।

প্রিয় মতলববাী, গরুটির দাম সম্পর্কে আপনার মতামত জানান...

শোক সংবাদঃমতলবগঞ্জ জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক শ্রদ্ধেয় নুরুল ইসলাম স্যার আজ ভোর ৬ ঘটিকায় ডাঃ সির...
09/06/2024

শোক সংবাদঃ
মতলবগঞ্জ জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক শ্রদ্ধেয় নুরুল ইসলাম স্যার আজ ভোর ৬ ঘটিকায় ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ রাব্বুল আলামীন স্যারকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।আমীন।

মতলবে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্টের কমিটি গঠনরেদওয়ান আহমেদ জাকির ঃ মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবী সংগ...
11/05/2024

মতলবে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্টের কমিটি গঠন

রেদওয়ান আহমেদ জাকির ঃ মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট এর কমিটি গঠন করা হয়েছে। আজ ১১ মে শনিবার মো. কামাল হোসেন কে সভাপতি ও ডিএম আলাউদ্দনি কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মতলব উপজলো কমিিট গঠন করা হয়েছে। ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন এর অনুমোদনক্রমে এই কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আমিন আহম্মেদ মোল্লা, মোঃ মিজানুর রহমান, কামাল হোসেন, আব্দুল হান্নান অপু, মিরান হোসেন মিয়াজী, সহ সাধারণ সম্পাদক- জিয়াউর রহমান, নুরুজ্জামান, মইনুর উদ্দিন, দেলোয়ার হোসেন, মোঃ ফয়সাল আলম তারেক, সাংগঠনিক সম্পাদক- রেদওয়ান আহমদে জাকির, এ.এস পলাশ, আব্দুল বাতেন, তাজুল ইসলাম, সুমন সাহা, মেহেদী হাসান বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক- মোহাম্মদ শাহ্ আলম কাজী, প্রচার সম্পাদক- সাইফুর রহমান সবুজ, সহ প্রচার সম্পাদক- লিমন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক- তাহমিনা আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক -মাজেদা আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক-বাপন আহমেদ, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক- ইকরামুল তামিম, ক্রীড়া সম্পাদক- হিমেল হোসেন মুন্না, দপ্তর সম্পাদক- শামীম আহম্মেদ, অর্থ বিষয়ক সম্পাদক- নাদিরা আক্তার, সহ অর্থ বিষয়ক সম্পাদক- ইমাম হোসেন শাওন, সম্মানিত সদস্য- আব্দুল লতিফ মিয়াজী, মো. গোলাম মোস্তফা, কবির হোসেন, কাজী সোহেল, জয়ন্তী ভৌমিক, অনিতা রানী, আব্দুর রহমান তাসিম, জোহরা জান্নাত, সীমান্ত পাল, আবু তাহের, ইয়াসিন আরাফাত বাঁধন ও শাহীন খাঁন।

30/03/2024

ঈদ যাত্রা উপলক্ষে কিছু কথা:
সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যালটার নাম হচ্ছে স্কোপোলামিন। ভয়ংকর মাদক স্কোপোলামিন সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন।

এটা থেকে বাঁচতে এগুলো মাথায় রাখবেন।

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।
২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. সন্দেহজনক লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা হলে যাত্রী হয়ে কোন প্রাইভেেট বা মাইক্রোতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের বা নাকের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আপনি যদি অজ্ঞান হয়ে যান তার জন্য পাশে বসা লোকটি দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর হলেও এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না। মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে, তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।

১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন, পারলে কাপড়ের মাস্ক ব্যবহার করবেন

১৩. 'আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন' এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারন স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই সেটা মুখের কাছে নেবেন এটাই স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক।

সতর্ক থাকুন এবং যাত্রা নিরাপদ করুন

16/03/2024

তেল গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে হাজীগঞ্জের অলিপুরে। সরেজমিনে দেখছে বাপেক্স।
ভিডিও ক্রেডিট: প্রিয় চাঁদপুর ফেসবুক পেইজ

মতলব প্রেসক্লাব
07/03/2024

মতলব প্রেসক্লাব

মতলবে লিটল স্কলার্স একাডেমির কম্পিউটার, স্পোকেন ইংলিশ ও দাবা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনরেদওয়ান আহমেদ জাকির ঃ মতলব দক্...
02/03/2024

মতলবে লিটল স্কলার্স একাডেমির কম্পিউটার, স্পোকেন ইংলিশ ও দাবা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

রেদওয়ান আহমেদ জাকির ঃ মতলব দক্ষিণ উপজেলার সর্ব-প্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমির কম্পিউটার প্রশিক্ষণ, স্পোকেন ইংলিশ ও দাবা প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। আজ ২ মার্চ শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
দ্বিতীয় অধিবেশনে ইংরেজি ভাষা কোর্স কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কবি, সাহিত্যিক ও সংবাদিক মুহাম্মদ জাকির হোসেন।
তৃতীয় অধিবেশনে দাবা প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষক, আন্তর্জাতিক রেটেড দাবারু ও রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অরুন চন্দ্র সরকার।
কম্পিউটার প্রশিক্ষণ দেন জাতীয় যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ (নিডসিটিসা) এর চেয়ারম্যান রোটা. সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির।
বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল আমিন ভ‚ইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইংরেজি ভাষা কোর্সের প্রশিক্ষক চাঁদপুর ওঊখঞঝ সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আলাউদ্দিন পাটোয়ারী, মতলব সরকারি ডিগ্রি কলেজের ভ‚গোল বিভাগের প্রদর্শক অশোক কুমার রায়, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালযের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, লুধুয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক সঞ্জয় দেবনাথ। বক্তব্য রাখেন লিটল স্কলার্স একাডেমির সহকারি শিক্ষক সুমন চন্দ্র সাহা, মোঃ মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক, তাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদৌসি, মোঃ ফারুক, মোঃ মাইন উদ্দিন প্রমুখ। উদ্বেধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিটল স্কলার্স একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম প্রধানীয়া। এ সময় বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

11/02/2024

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহানন্দ এলাকায় ঢাকা-আমিরাবাদ-কচুয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অপর দুজন।

চাঁদপুর -৪ এর সাবেক এমপি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২  টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতাকারী, ঢাকাস্থ চ...
02/02/2024

চাঁদপুর -৪ এর সাবেক এমপি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতাকারী, ঢাকাস্থ চাঁদপুর সমিতির সাবেক সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ সামছুল হক ভূইয়া আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন।

রোটারিয়ান পিপি রেদওয়ান আহমেদ জাকির রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ এর এসিস্ট্যান্ট গভর্নর মনোনীতমতলব ব্যুরো ঃ আন্তজার্তিক সেবামূ...
24/01/2024

রোটারিয়ান পিপি রেদওয়ান আহমেদ জাকির রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ এর এসিস্ট্যান্ট গভর্নর মনোনীত

মতলব ব্যুরো ঃ আন্তজার্তিক সেবামূলক সংগঠন রোটারি ডিস্ট্রিক-৩২৮২ বাংলাদেশের এসিস্ট্যান্ট গভর্ণর মনোনীত হয়েছেন মতলব রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও মতলব বাজারের ব্যবসায়ী জাকির কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের স্বত্ত¡াধিকারী রোটারিয়ান রেদওয়ান আহমেদ জাকির।
আগামী ১ জুলাই থেকে তিনি এক বছরের জন্য এসিস্ট্যান্ট গভর্নর নিযুক্তের দায়িত্ব পালন করবেন।
তাঁকে এসিস্ট্যান্ট গভর্নর মনোনীত করায় রোটারি ডিস্ট্রিক-৩২৮২ বাংলাদেশের গভর্নর (২০২৪-২৫) এ.এইচ.এম ফয়সাল আহম্মদ, রোটারিয়ান পি ডি জি ড. মনজুরুলল হক চৌধুরী, রোটারীয়ান পিডিজি ড. বেলাল উদ্দিন আহম্মদ, ফাস্ট ডিস্ট্রিক সেক্রেটারী রোটারীয়ান পি.পি জালাল উদ্দিন বাবলু, পদ্মা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান মফিজ উদ্দিন সরকার, সিওজি মেম্বার্স, ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ ও সকল রোটারিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি মহান আল্লাহ তায়লার নিকট শোকরিয়া আদায় করেন এবং তাঁর উপর অর্পিত দায়িত্ব সঠিক, সুন্দর ও সুচারুরূপে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, রোটারিয়ান পিপি রেদওয়ান আহমেদ জাকির বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ ও সহ-সম্পাদক (অন-লাইন), মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর সিটির ক্লাব এডভাইজর, ইন্টার‌্যাক্ট ক্লাব অব মতলব এর ক্লাব এডভাইজর, চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন মতলব দক্ষিণ উপজেলার সাধারণ সম্পাদক, লিটল স্কলার্স একাডেমির পরিচালক, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, আল আমিন ক্রীড়া চক্রের সদস্য, মতলব হাইস্কুল ও নবকলস দারুল ইসলাম জামে মসজিদের সদস্য, রিপোটার্স ইউনিটি, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন, মতলব সাংবাদিক ও জনকল্যান সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক, ফ্রেন্ডস’৯৯ সামাজিক সংগঠনের যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক দিবাকণ্ঠ এবং মতলবের জনপদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Address

Matlab Bazar
Chandpur
3640

Alerts

Be the first to know and let us send you an email when MatlabNews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies