BirD media

BirD media ইসলামিক সকল ধরনের কন্টেন্ট পেতে আমাদের পেজে চোখ রাখুন।
(5)

২৯ নভেম্বর ছারছীনা শরীফের মাহফিল শুরু চাঁদপুর ঘাট থেকে রিজার্ভ লঞ্চ ২৮ নভেম্বর  রাত ৮টায় ছেড়ে যাবে ছারছীনা দরবার শরীফে...
18/11/2023

২৯ নভেম্বর ছারছীনা শরীফের মাহফিল শুরু
চাঁদপুর ঘাট থেকে রিজার্ভ লঞ্চ
২৮ নভেম্বর রাত ৮টায় ছেড়ে যাবে

ছারছীনা দরবার শরীফের তিনদিন ব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ও জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে চাঁদপুর থেকে এমভি আচল-৬ লঞ্চ রিজার্ভ করা হয়েছে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার সংগঠনের জেলার মাসিক তালিমী জলসায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

রিজার্ভ লঞ্চটি চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ২৮ নভেম্বর মঙ্গলবার রাত ৮টায় ছারছীনা মাহফিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলার নির্দেশে মাহফিলের উদ্দেশ্যে জেলা জমইয়াতে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহ, আইয়াম্মায়ে হিযবুল্লাহ এবং দ্বীনদার মুসলমান ভাইদের যথা সময়ে উপস্থিত হয়ে লঞ্চে উঠার আহ্বান জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান।

২৯ নভেম্বর ছারছীনা শরীফের মাহফিল শুরু চাঁদপুর ঘাট থেকে রিজার্ভ লঞ্চ ২৮ নভেম্বর  রাত ৮টায় ছেড়ে যাবে ছারছীনা দরবার শরীফে...
18/11/2023

২৯ নভেম্বর ছারছীনা শরীফের মাহফিল শুরু
চাঁদপুর ঘাট থেকে রিজার্ভ লঞ্চ
২৮ নভেম্বর রাত ৮টায় ছেড়ে যাবে

ছারছীনা দরবার শরীফের তিনদিন ব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ও জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে চাঁদপুর থেকে এমভি আচল-৬ লঞ্চ রিজার্ভ করা হয়েছে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার সংগঠনের জেলার মাসিক তালিমী জলসায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

রিজার্ভ লঞ্চটি চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ২৮ নভেম্বর মঙ্গলবার রাত ৮টায় ছারছীনা মাহফিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলার নির্দেশে মাহফিলের উদ্দেশ্যে জেলা জমইয়াতে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহ, আইয়াম্মায়ে হিযবুল্লাহ এবং দ্বীনদার মুসলমান ভাইদের যথা সময়ে উপস্থিত হয়ে লঞ্চে উঠার আহ্বান জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান।

10/11/2023
10/11/2023

বাংলাদেশের কোরআন বিরোধী আইনগুলো সংশোধন করবো, ইনশাআল্লাহ
- ড. কাফিলুদ্দীন সরকার সালেহী

31/10/2023

করোনাকালীন সময় যখন ইমাম মোয়াজ্জিনদের সহায়তার দাবি তুলেছেন তখনও দালাল খেতাব পেয়েছেন।
কিন্তু সরকার যখন সহায়তা দিলো তখন কেউ ফিরত দেননি, তৃপ্তির ঢেকুর তুলেছেন।

28/10/2023

ফিলিস্তিনের গাজাতে স্থল,জল ও আকাশ পথে প্রচন্ড হামলা হচ্ছে। অনলাইন,অফলাইন সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। আল্লাহ আপনি মুসলিম উম্মাহকে হেফাজত করুন।🤲🤲

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলার আহবানে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত মানববন্ধন ও প্রতিব...
25/10/2023

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলার আহবানে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সফল ভাবে সম্পন্ন।

কানায় কানায় পরিপূর্ণ বায়তুল মোকাররমফিলিস্তিনের পক্ষে বিশাল সমাবেশে।আজকে বাইতুল মোকাররম ইতিহাস হবে ইনশাআল্লাহ।রুখে যাবে স...
25/10/2023

কানায় কানায় পরিপূর্ণ বায়তুল মোকাররম
ফিলিস্তিনের পক্ষে বিশাল সমাবেশে।
আজকে বাইতুল মোকাররম ইতিহাস হবে ইনশাআল্লাহ।
রুখে যাবে সব বেইমান।

ছারছীনা শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলার আহবানে ২০১২ সালের ঐতিহাসিক ঢাকার সমাবেশ। আগামী ২৫ অক্টোবর, বুধবার বায়তুল মুকা...
23/10/2023

ছারছীনা শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলার আহবানে ২০১২ সালের ঐতিহাসিক ঢাকার সমাবেশ।
আগামী ২৫ অক্টোবর, বুধবার বায়তুল মুকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে এ রেকর্ড ভেঙে যাবে
ইনশাআল্লাহ।
দলমত নির্বিশেষে ফি/লি/স্তি/নে/র স্বাধীনতা রক্ষার এই আন্দোলনে সকলের উপস্থিতি একান্ত কাম্য।

চলো চলো ঢাকায় চলো
২৫ অক্টোবরের প্রতিবাদ সমাবেশ সফল করো!

ঢাকায় ছারছীনা পীর ছাহেবের আহ্বানে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে মানববন্ধন সফল করতে বুধবার সকাল ৭ট...
23/10/2023

ঢাকায় ছারছীনা পীর ছাহেবের আহ্বানে
ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে মানববন্ধন সফল করতে বুধবার সকাল ৭টায় চাঁদপুর লঞ্চ ঘাট থেকে রিজার্ভ লঞ্চ ছেড়ে যাবে।

চল চল ঢাকা চল
ফিলিস্তিন মুক্তির আওয়াজ তোল।

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলার আহ্বানে ২৫ অক্টোবর বুধবার বাদ জোহর ঢাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ফিলিস্তিনের স্বাধীনতা দাবির পক্ষে মানববন্ধন কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসুন।

এ উপলক্ষে চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে এমভি আছল-৬ লঞ্চ রিজার্ভ করা হয়েছে। ২৫ অক্টোবর সকাল ৭ টায় চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্দেশে এ রিজার্ভ লঞ্চ ছেড়ে যাবে।

ঢাকার উদ্দেশে জেলা জমইয়াতে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহ, আইয়াম্মায়ে হিযবুল্লাহ এবং তৌহিদী মুসলিম জনতাকে যথা সময়ে উপস্থিত হয়ে লঞ্চে উঠার আহ্বান জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান।

চল চল ঢাকা চলে ফিলিস্তিন মুক্তির  আওয়াজ তোল।।আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর সাহেব কেবলার আহবনে আগামী ২৫অক্টোবর...
22/10/2023

চল চল ঢাকা চলে ফিলিস্তিন মুক্তির আওয়াজ তোল।।আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর সাহেব কেবলার আহবনে আগামী ২৫অক্টোবর বাদ জোহর ঢাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের গেইটে ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ফিলিস্তিনের স্বাধীনতা দাবির পক্ষে মানববন্ধন কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসুন।

পতপত করে উড়ছে ছারছীনা শরীফে ফি_লি_স্তি_নি পতাকা..
21/10/2023

পতপত করে উড়ছে ছারছীনা শরীফে ফি_লি_স্তি_নি পতাকা..

আগামী ২৫/১০/২৩ইং রোজ বুধবার বাদ জোহর ছারছীনা দরবার শরীফের উদ্যোগে ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ফিলিস্...
20/10/2023

আগামী ২৫/১০/২৩ইং রোজ বুধবার বাদ জোহর ছারছীনা দরবার শরীফের উদ্যোগে ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ফিলিস্তিন মুসলমানদের হত্যা, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে বিশাল মানববন্ধন।
দলমত নির্বিশেষে সকলেই উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বর্বরোচিত ইজরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় কর্মসূচি সফল হোক।
19/10/2023

বর্বরোচিত ইজরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় কর্মসূচি সফল হোক।

আজ রবিবার চাঁদপুর ডিসি অফিস সংলগ্নপ্রোগামে যোগদিন দলে দলে।ফিলিস্তিনে ইজরাইলী বর্বরতা, নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদেমান...
15/10/2023

আজ রবিবার চাঁদপুর ডিসি অফিস সংলগ্ন
প্রোগামে যোগদিন দলে দলে।

ফিলিস্তিনে ইজরাইলী বর্বরতা, নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদে
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
স্হান : চাঁদপুর ডিসি অফিস সংলগ্ন।
তারিখ : ১৫ অক্টোবর, রবিবার, সকাল – ১১ টা
আয়োজনে : বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, চাঁদপুর জেলা শাখা।

সকল দ্বীনদার মুসলমান ভাইদেরকে উপস্হিত থাকার জন্য অনুরোধ রইল।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত নাত সন্ধ্যার স্থিরচিত্র। আমার জীবনে দেখা এক অনন্য আয়োজন ছিল...
14/10/2023

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত নাত সন্ধ্যার স্থিরচিত্র।
আমার জীবনে দেখা এক অনন্য আয়োজন ছিল গতকালের প্রোগ্রামটি।

হে আল্লাহ,  মুসলমানদের বিজয় দান করুন।  🤲🤲🤲🤲🤲
09/10/2023

হে আল্লাহ, মুসলমানদের বিজয় দান করুন। 🤲🤲🤲🤲🤲

ইনশাআল্লাহ আগামী ১৩ অক্টোবর শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার ...
06/10/2023

ইনশাআল্লাহ
আগামী ১৩ অক্টোবর শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা ময়দানে না'ত অনুষ্ঠিত হবে।
উক্ত না'ত সন্ধ্যায় আপনারা সকলেই আমন্ত্রিত।

05/10/2023

নবীজি ﷺ এর রওজা শরীফকে রওজা মোবারক বলতে হবে কবর বলা যাবে না |...
আল্লামা শাহ হুসাইন, বড় শাহ সাহেব, ছারছীনা দরবার শরীফ

02/10/2023

আমরা বিদ-আতি সুন্নি না, আমরা শরিয়তি সুন্নি! মাজার পূ*জা, পীরকে সিজ-দাহ্ আমরা করি না |
বড় শাহ সাহেব, ছারছীনা দরবার শরীফ।

ছারছীনা দরবার কোন বাতিলের সাথে আপোষ করে না। প্রতিটি বিষয়ে ছারছীনা দরবার এর অবস্থান পরিষ্কার।

আরবের দুলহান ইরশাদ করেছেন,জুমুআহর দিন হলো সপ্তাহের দিনসমূহের নেতা এবং তা আল্লাহর নিকট কুরবানীর দিন ও ঈদুল ফিতরের দিনের চ...
29/09/2023

আরবের দুলহান ইরশাদ করেছেন,
জুমুআহর দিন হলো সপ্তাহের দিনসমূহের নেতা এবং তা আল্লাহর নিকট কুরবানীর দিন ও ঈদুল ফিতরের দিনের চেয়ে অধিক সম্মানিত। কারণ এ দিনে আল্লাহ আদম (আঃ) -কে সৃষ্টি করেন, এ দিনই আল্লাহ তাঁকে পৃথিবীতে পাঠান এবং এ দিনই আল্লাহ তাঁর মৃত্যু দান করেন। সহীহ।

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১০৮৪

C শাহজাদা সাইফুল

ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমরা যেসব তথাকথিত বিদয়াতী আমল করেছি - ★ দেয়ালিকা। ( রাসুলুল...
29/09/2023

ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমরা যেসব তথাকথিত বিদয়াতী আমল করেছি -

★ দেয়ালিকা। ( রাসুলুল্লাহ সাঃ এর জীবনী সংবলিত)
★ কুরআন তেলাওয়াত।
★ হামদে বারি তায়ালা পাঠ।
★ নাতে রাসুল ﷺ পাঠ।
★ দুরুদ সালাম পাঠ
★ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবৃত্তান্ত, জীবনীর আলোচনা এবং এর আলোকে আমাদের করণীয় নিয়ে সেমিনার।
★ নবীপ্রেমের সুধা জনমনে ছড়িয়ে দিতে র‌্যালি।
★ আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায়ে মুনাজাত, দেশ-জাতির কল্যাণ কামনা।
★ আগত মেহমানদের মেহমানদারী বা তবারক বিতরণ

এই হলো তথাকথিত বিদয়াতের চিত্র। কারো ভাষায় যদি এসবের নাম বিদয়াত হয়, তাহলে আমাকে বিদয়াতি বলতে পারেন।

শুধু বেদয়াতি নয়; যদি বলেন গোমরাহীতে লিপ্ত বলে দেন, এই কাজ করে গোমরাহ সার্টিফিকেট পেলেও আমার থামবো না 💙

- ©

যারা নবীপ্রেমের এই সামান্য জুলুস দেইখা বুক চাপড়াইয়া মরে, তারা যদি নবীজির জন্য সাহাবায়ে কেরামের পাগলামি দেখতো, তাইলে জায়গ...
29/09/2023

যারা নবীপ্রেমের এই সামান্য জুলুস দেইখা বুক চাপড়াইয়া মরে, তারা যদি নবীজির জন্য সাহাবায়ে কেরামের পাগলামি দেখতো, তাইলে জায়গায় বেহুশ হইয়া যাইতো।

আজ যারা মিলাদুন্নবীরে বেদাত বেদাত বইলা চিল্লানি দিতাছে, তারা যদি দেখতো যে, সাহাবায়ে কেরাম নবীর ঘাম মোবারকরে আতর বানাইয়া ব্যবহার করতাছে, সাথে সাথে বইলা উঠত— এইটা তো নোংরামো।

যদি দেখতো যে, নবীজির অজুর পানির জন্য সাহাবায়ে কেরাম হুড়োহুড়ি করতাছে, সাথে সাথে কইতো, এইটা নাপাক পানি। সাহাবিরা এই পানি গায়ে হাতে মাখাইয়া অপবিত্র হইয়া গেছে।

যদি দেখতো যে নবীজির কাটা চুল, নক সংগ্রহ কইরা রাখতেছে এইসব থেইকা বরকত হাসিলের উদ্দেশ্যে, তাইলে বলতো— এই তো চরম জিহালত।

যদি দেখতো যে, কেউ নবীজির রক্ত খেয়ে নিয়েছে, সাথে সাথে ফতোয়া মারতো— এইটা হারাম। সাহাবি হারাম ভক্ষণ করছে, হারাম অস্বীকার করেছে, অতএব সাহাবির কুফরি হইছে।

যদি দেখতো যে, প্রতিশোধের বাহানায় কোনো সাহাবি নবীজির পেটে চুমা দিতাছে, মোহরে নবুয়তে উপুড় হইয়া কাঁদতাছে, তাইলে বলতো— এইটা হাস্যকর। নবী তো আমাদেরই মতো, হুদাই সেম সেম একটা মাইনষের প্রতি এমন কার্য প্রদর্শন বোকামি।

আহারে প্রেম! প্রেমের কত রকমফের। কত হাজার এর প্রকাশ-বিকাশের পন্থা। হাস্‌সান বিন সাবিত লেইখা গেছে। শরফুদ্দিন বুছিরি লেইখা রুমাল পাইছে, রুমি, জামি, ইকবাল কতজনেই না লিখছে, গাইছে। এই দেশে নজরুল, ফররুখ, গোলাম মোস্তফাও লেইখা গেছে।

আজকের দিনে বিশ্বের প্রান্তে প্রান্তে হরহামেশা প্রেমিকরা লিখতেই আছে। গাইতেই আছে। হাজার রকমের ভাষায়। হাজার সুরে, হাজার আবেদনে। কেউ কি বলছে কোনোদিন, নবীর শান আরবিতে লিখবি কেবল, উর্দু, ফার্সি, ইংরেজি, স্পেনিশে লেখা বেদাত! কেউ কি বলছে যে, হাস্‌সান বাংলা লেখে নাই, পড়ে নাই, অতএব বাংলায় লেখন, পড়ন যাইতো না?

কয় নাই। কারণ, প্রেম এক, কিন্তু প্রকাশ-বিকাশের ধারা হাজার। আপনার প্রেমের প্রকাশের লগে আমার প্রেমের প্রকাশ মিলবে না। মিললে ভালো, না মিললে কি যুদ্ধ লাগাইতে আসবেন? আবার একশ বছর আগে প্রেমের প্রকাশ যেইভাবে করা হইতো, আজকে কি ঐভাবে হয়? বলেন তো দেখি, আজকের দিনে কয়জনে চিঠি লেখে? কইতরের পায়ে চিঠি কয়জনে বান্ধে, বুঝাইয়া দেন।

যুগের একটা চাহিদা থাকে। যুগের চাহিদা অনুসারে, সবকিছুর প্রকাশে, বিকাশে পার্থক্য আসে। সংস্কৃতির পুনর্জাগরণ হয়। রীতিনীতির পরিবর্তন আসে। এইটারে যারা গ্রহণ করতে জানে না, তাদের বলা হয় সেকেলে।

ইসলাম সেকেলে ধর্ম নয়। ইসলামের কালচারও সেকেলে কালচার নয়। ইসলামি কালচারের ব্যাপারে শরিয়ত যা বলেছে, তার সারমর্ম এমন যে, যদি সংস্কৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, অর্থাৎ, ইসলামের যে সব মৌলিক বিষয় আছে, সেইগুলার সাথে কোনোভাবে সংঘর্ষ না বাঁধে, তাইলে ঐ সংস্কৃতিরে ইসলাম অস্বীকার করে না। এইটারে বেদাত কয় না।

✍️©

29/09/2023

তিনি হায়াতুন্নবী
যিন্দা নবী
নূর নবী
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

28/09/2023

আজকে তোমার আগমনে
খুশির জোয়ার প্রানে প্রানে
জান্নাত খুশবু নিয়ে যে এলে
আমিনার দুলাল

24/09/2023

নবীর শানে মিলাদ পড় ওহে আশেকান
ঈদে মিলাদুন্নবীর এই আহবান।

24/09/2023

ইয়েমেনের রাজধানী "সানা" শহরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আয়োজিত মনোমুগ্ধকর অনুষ্ঠান।

23/09/2023

মুমিন হ্নদয়ের প্রশান্তি।

নাতে রাসূল ( সা:)
পরিবেশনায়: জুলফিকার হামদ নাত ও গজল পরিবেশক দলের সদস্যবৃন্দ ছারছীনা দরবার শরীফ।

আলহামদুলিল্লাহ! গতকাল বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি মুফতিয়ে আজম আলহাজ্ব হযরত মাওঃ  মোখলেছু...
23/09/2023

আলহামদুলিল্লাহ!
গতকাল বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি মুফতিয়ে আজম আলহাজ্ব হযরত মাওঃ মোখলেছুর রহমান ( ছাতিপট্টি) হুজুর রহ. এর ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
উক্ত মাহফিলে প্রধান অতিথি ও মুনাজাত পরিচালনা করেন
আলহাজ্ব হযরত মাওঃ সাইফুদ্দিন খন্দকার
সভাপতি, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, চাঁদপুর জেলা শাখা।

পবিত্র রবিউল আউয়াল— প্রেমের মাস, প্রেমিকের বসন্ত। প্রেমের সৌরভ ছড়িয়ে পড়ুক দরুদে-সালামে, জলুসে-জাহানে।
21/09/2023

পবিত্র রবিউল আউয়াল—
প্রেমের মাস, প্রেমিকের বসন্ত। প্রেমের সৌরভ ছড়িয়ে পড়ুক দরুদে-সালামে, জলুসে-জাহানে।

অসংখ্য মোবারকবাদ জানাই,আল্লামা ড, মুফতী কাফিল উদ্দীন সরকার সালেহী সাহেব, আ খ ম আবু বকর সিদ্দীক সাহেব, ড, মুফতী এ কে এম ম...
21/09/2023

অসংখ্য মোবারকবাদ জানাই,
আল্লামা ড, মুফতী কাফিল উদ্দীন সরকার সালেহী সাহেব, আ খ ম আবু বকর সিদ্দীক সাহেব, ড, মুফতী এ কে এম মাহাবুবুর রহমান সাহেব ও মুফতী আবুল কাশেম ফজলুল হক সাহেবদ্বয় সহ সংশ্লিষ্ট সকলকে!

19/09/2023

যে তিনটি শিক্ষা আপনার সন্তানকে আল্লাহ ওয়ালা বানাবে 🥰🥰
মাওলানা নুরুল হাসান তাওহীদ

17/09/2023

আহলান সাহলান
মাহে রবিউল আউয়াল

আলহামদুলিল্লাহ
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এমন আরেকটি আয়োজনের প্রস্তুতি চলছে।

16/09/2023

মাহে মাওলিদ মুবারাকের শুভেচ্ছা।❤️

এলোরে রবিউল আউয়াল....
এলোরে রবিউল আউয়াল......

কেউ ‘ঈদে মিলাদুন্নাবী' শব্দটা নিতে না পারলে তাকে বলে দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি।

যে যেভাবে বুঝে তাকে সেভাবে বুঝান।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে
15/09/2023

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ 💐🌹অভিনন্দন🌹💐বাংলাদেশ ছাত্র হিয...
14/09/2023

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ 💐🌹অভিনন্দন🌹💐
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, কাদলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও কাদলা প্রাথমিক শাখার নব নির্বাচিত কার্যকরী পরিষদ-২০২৩ খ্রি.

আলহামদুলিল্লাহ। চাঁদপুর জেলা কচুয়া উপজেলাধীন কাদলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও কাদলা প্রাথমিক শাখার নতুন কমিটি সম্পূর্ণ হয়েছে।
★কাদলা ফাজিল (ডিগ্রি)মাদ্রাসার কার্যকরী পরিষদ★
১/মোঃ সাঈদুর রহমান তপাদার -সভাপতি
২/মুহা.শাহাদাত হুছাইন-সহ সভাপতি
৩/মুহা.নুরুজ্জামান -সাধারণ সম্পাদক
৪/মুহা.সিয়াম সরকার -সহ সাধারণ সম্পাদক
৫/মোঃ আব্দুর রহিম-সহ সাধারণ সম্পাদক
৬/মোঃ আনিসুল ইসলাম-সাংগঠনিক সম্পাদক
৭/মোঃ মেহেদী হাছান-সহ সাংগঠনিক সম্পাদক
৮/মোঃ শিহাব উদ্দিন মজুমদার -সহ সাংগঠনিক সম্পাদক
৯/মোঃ সজিব হোসেন-প্রচার সম্পাদক
১০/মোঃ সাহেদুজ্জামান -সহ প্রচার সম্পাদক
১১/মোঃ সাব্বির হোসেন-সাহিত্য সম্পাদক
১২/মোঃ আব্দুল আহাদ সর্দার -সহ সাহিত্য সম্পাদক
১৩/মোঃ আবু বকর মিয়াজী-অর্থ সম্পাদক
১৪/মোঃ রিহান সরকার-সহ অর্থ সম্পাদক
১৫/মোঃ দ্বীন ইসলাম তামিম-সাংস্কৃতিক সম্পাদক
১৬/হাঃ মোঃ জিহাদ-সহ সাংস্কৃতিক সম্পাদক
১৭/মোঃ ফুয়াদ মুতাছির সানী-কুঁড়িমুকুল ব্যবস্থাপনা সম্পাদক
১৮/মোঃ আরাফাত তাহেরি-সহ কুঁড়িমুকুল ব্যস্থাপনা সম্পাদক
১৯/মোঃ রাশেদ প্রধানীয়া-গবেষণা ও প্রকাশনা সম্পাদক
২০/মোঃ মাহফুজ আহমেদ -সহ গবেষণা ও প্রকাশনা সম্পাদক
২১/মোঃ মাহফুজ আলম-শরীর চর্চা সম্পাদক
২২/মোঃ আফনান সরকার-সহ শরীর চর্চা সম্পাদক
২৩/হাঃ মোঃ সাকিব হোসেন-তথ্য ও প্রযুক্তি সম্পাদক
২৪/মোঃ ইমতিয়াজ-সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক
২৫/মোঃ মিহাদুল ইসলাম-বার্তা সম্পাদক
২৬/মোঃ মুরসালিন-সহ বার্তা সম্পাদক
২৭/মোঃ ফুহাদ হাছান-সহ বার্তা সম্পাদক
২৮/মোঃ সাজ্জাদ মজুমদার-অফিস সম্পাদক
২৯/মোঃ তানজিমুল ইসলাম নাঈম-সহ অফিস সম্পাদক
৩০/মোঃ আব্দুল্লাহ -সহ অফিস সম্পাদক।
★কাদলা প্রথমিক শাখা★
১/মাওঃ জামাল হোসেন-সভাপতি
২/হাঃ মুজাম্মেল হোসেন-সহ সভাপতি
৩/মাওঃ আব্দুস সোবহান -সাধারণ সম্পাদক
৪/মোঃ আল আমিন -সহ সাধারণ সম্পাদক
৫/মোঃ ফুয়াদ ইবনে আদিল খাঁন-সাংগঠনিক সম্পাদক
৬/মোঃ সাকিল মিয়াজী-সহ সাংগঠনিক সম্পাদক
৭/মোঃ রবিউল আউয়াল -প্রচার সম্পাদক
৮/মোঃ শাখাওয়াত হোসেন প্রধানীয়া-সাহিত্য সম্পাদক
৯/মোঃ তানভির হোসেন-অর্থ সম্পাদক
১০/মোঃ মাহদি হাছান মিয়াজী-সাংস্কৃতিক সম্পাদক
১১/মোঃ আজমান সরকার-কুঁড়িমুকুল ব্যবস্থাপনা সম্পাদক
১২/মোঃ রাকিব মিয়াজী-গবেষনা ও প্রকাশনা সম্পাদক
১৩/মোঃ মেহেদি হোসেন -শরীর চর্চা সম্পাদক
১৪/মোঃ তাহমিদ হাছান সাজিদ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক।
১৫/মোঃ রাছেল হোসেন-বার্তা সম্পাদক
১৬/মোঃ বোরহান উদ্দিন মীর-অফিস সম্পাদক।

আল্লাহ পাক আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করে দ্বীনের খেদমত করার সুযোগ দান করুক। আমিন।

Address

Chandpur
3650

Alerts

Be the first to know and let us send you an email when BirD media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BirD media:

Videos

Share


Other Media/News Companies in Chandpur

Show All