BirD media

BirD media ইসলামিক সকল ধরনের কন্টেন্ট পেতে আমাদের পেজে চোখ রাখুন।

25/01/2025

শত বছরের ঐতিহ্যধন্য, বাংলাদেশের শ্রেষ্ঠতম দ্বীনি মারকাজ ছারছীনা দরবার শরীফ ❤️
আগামী ৩০, ৩১ জানুয়ারী ও ১ ফেব্রুয়ারী ছারছীনা শরীফের ১৩৪ তম বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
🎬 Films by turjo


💚💚💚💚........

সম্পর্কে দশটি অজানা তথ্য

১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।

২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।

৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।

৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।

৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি

৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।

৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।

৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।

৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসবহুল সেগমেন্টস সরবরাহ করে।

১০। সাংস্কৃতিক প্রভাব: বিএমডব্লিউ এর গাড়িগুলি প্রায়ই সাংস্কৃতিক আইকন হয়ে ওঠে, এফআই তে দেখানো হয়েছে

২৪ এ হারানো সবচেয়ে দামি মানুষটি হলো আমার রাহবার পীর ও মুর্শিদ আমীরে হিযবুল্লাহ বাহরে শরীয়ত মুজাদ্দিদে জামান শাহ সূফী মোহ...
31/12/2024

২৪ এ হারানো সবচেয়ে দামি মানুষটি হলো আমার রাহবার পীর ও মুর্শিদ আমীরে হিযবুল্লাহ বাহরে শরীয়ত মুজাদ্দিদে জামান শাহ সূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) আপনি নেই তা এখনো মনে পড়লে নিজের অজান্তেই চোখের কোনে পানি চলে আসে।

আল্লাহ যেন আপনাকে জান্নাতের সুউচ্চ মকাম দান করেন।

আজ থেকে শুরু হতে যাচ্ছে কুমিল্লা মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সে ৩দিন ব্যাপী বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল। প্রধান ...
25/12/2024

আজ থেকে শুরু হতে যাচ্ছে কুমিল্লা মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সে ৩দিন ব্যাপী বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল।

প্রধান অতিথি: আমীরে হিযবুল্লাহ, আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)
পীর ছাহেব, ছারছীনা দরবার শরীফ।

বি:দ্র: শুক্রবার বাদ জুমুয়া আখেরী মোনাজাত।

আলহামদুলিল্লাহ হাদীয়ে দ্বীন ও মিল্লাত মুরশেদে আজম গাজীয়ে বালাকোট হযরত আল্লামা শাহ সূফি নূর মোহাম্মদ নিজামপুরী রহ: এর মাক...
03/11/2024

আলহামদুলিল্লাহ
হাদীয়ে দ্বীন ও মিল্লাত মুরশেদে আজম গাজীয়ে বালাকোট হযরত আল্লামা শাহ সূফি নূর মোহাম্মদ নিজামপুরী রহ: এর মাকবারায় কিছু সময়.....
যারা মাজার জিয়ারত কে পূজার সাথে শামিল করে তাদের জন্য এখান থেকে অনেক কিছু শেখার আছে...
আল্লাহ রব্বুল আলামীন আমাদেরকে হক ছিলছিলার দামান আকড়ে ধরে চলার তাওফিক দান করুন আমিন।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার অধীনে হাইমচরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ "দূর্গাপুর হাইস্কুল এন্ড কলেজে" বাংলাদ...
29/10/2024

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার অধীনে হাইমচরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ "দূর্গাপুর হাইস্কুল এন্ড কলেজে" বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আল্লাহ তায়ালা মানবকল্যানে তাঁদের মেধাকে কবুল করুন।

অধ্যক্ষ মুফতি এইচ এম আনোয়ার মোল্লারা এ জাতির সম্পদ!তাঁদের ইজ্জতের উপর কথা বলার আগে তাঁর জুতা বহনকারী হাজারো ছাত্রকে আপনা...
24/10/2024

অধ্যক্ষ মুফতি এইচ এম আনোয়ার মোল্লারা এ জাতির সম্পদ!

তাঁদের ইজ্জতের উপর কথা বলার আগে তাঁর জুতা বহনকারী হাজারো ছাত্রকে আপনাদের মোকাবেলা করতে হবে সেটা হয়তো আপনারা অতি আবেগে ভুলে গিয়েছেন!

আজ২১ অক্টোবর রোজঃ সোমবার ২০২৪ ইং সময়ঃ বাদ মাগরিব। ছারছীনার পীর ছাহেব হুজুরের মালয়েশিয়ায় মাহফিল, মালয়েশিয়ায় অবস্থানরত সকল...
21/10/2024

আজ২১ অক্টোবর রোজঃ সোমবার ২০২৪ ইং সময়ঃ বাদ মাগরিব। ছারছীনার পীর ছাহেব হুজুরের মালয়েশিয়ায় মাহফিল, মালয়েশিয়ায় অবস্থানরত সকল বাঙালি ভাইয়েরা উক্ত মাহফিলে আমন্ত্রিত।

স্থানঃ মাহাত তাহফীজ আল কোরআন আন নাজিহাহ নিলাই, জিজান, নেগরী সেমবিলান, মালয়েশিয়া।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত মাহফিলে তাশরীফ নিয়েছেন ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা (মা. জি. আ.)।
19/10/2024

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত মাহফিলে তাশরীফ নিয়েছেন ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা (মা. জি. আ.)।

আগামী ২০শে নভেম্বর ২০২৪ ইং মালেশিয়ার কুয়ালালামপুরে ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হুজুরের মাহফিল। Date:20/10/2024, Sun...
17/10/2024

আগামী ২০শে নভেম্বর ২০২৪ ইং মালেশিয়ার কুয়ালালামপুরে ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হুজুরের মাহফিল। Date:20/10/2024, Sunday, Time: 11 am
University Malay
Academy of Islamic Studies.
Seminar Room-1, Block -A.
Kualalampur, Malaysia.

ছারছীনা শরীফের বর্তমান পীর সাহেব হুজুরের মালয়েশিয়ায় শুভাগমন।আল্লাহ পাক মুবারক মাহফিলকে কবুল করুক।
16/10/2024

ছারছীনা শরীফের বর্তমান পীর সাহেব হুজুরের মালয়েশিয়ায় শুভাগমন।
আল্লাহ পাক মুবারক মাহফিলকে কবুল করুক।

12/10/2024

• কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সংগঠনের সাথে আমাদের সংঘাত নাই; কিন্তু আমাদের আদর্শ, আমাদের স্বকীয়তা রক্ষায় কারো সাথে কোনো আপোস নাই।

-ছারছীনা দরবার শরীফ ।

প্রিয় উস্তাদকে নতুন কর্মস্থলে স্বাগত ❤️
12/10/2024

প্রিয় উস্তাদকে নতুন কর্মস্থলে স্বাগত ❤️

প্রিয় দুই উস্তাদকে নতুন কর্মস্থলে স্বাগত ❤️
12/10/2024

প্রিয় দুই উস্তাদকে নতুন কর্মস্থলে স্বাগত ❤️

অভিনন্দন প্রিয় উস্তাদ ❤️
12/10/2024

অভিনন্দন প্রিয় উস্তাদ ❤️

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাসিক তালিমী জলছা ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা ...
12/10/2024

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাসিক তালিমী জলছা ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার মাসিক মিটিং সম্পুর্ণ হয়েছে,

ইনশাআল্লাহআগামীকাল ১১ই অক্টোবর'২৪ রোজ শুক্রবার  বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার মাসিক তালীমে জলসা অনুষ...
10/10/2024

ইনশাআল্লাহ
আগামীকাল ১১ই অক্টোবর'২৪ রোজ শুক্রবার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার মাসিক তালীমে জলসা অনুষ্ঠিত হবে।এবং তালিমের পর বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার মিটিং অনুষ্ঠিত হবে সকল দায়িত্বশীলদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।

সম্প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর মাস্টার্স পরীক্ষা-২০২২ এর পরিবর্তিত রুটিন প্রকাশ পেয়েছে।পরীক্ষার তারিখ ২০-১০-২০২৪ ...
07/10/2024

সম্প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর মাস্টার্স পরীক্ষা-২০২২ এর পরিবর্তিত রুটিন প্রকাশ পেয়েছে।
পরীক্ষার তারিখ ২০-১০-২০২৪ নির্ধারণ করা হয়েছে। এবং সময় বেঁধে দেওয়া হয়েছে দুপুর ১.৩০ টা থেকে ৫.৩০ টা পর্যন্ত।
অবাক করার বিষয় হলো, নামাজের সময়সূচীতে সেই তারিখ থেকে আসরের নামাজের ওয়াক্ত শেষ হয় ৫.২৭ টায়। তাহলে মাস্টার্সের পরীক্ষা আসরের ওয়াক্ত শেষ হওয়ার ৩ মিনিট পর শেষ হবে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন!?

বর্তমান ভিসি মহোদয়কে আমরা একজন যোগ্য এবং সচেতন বলে বিশ্বাস করেছি। তিনার চোখ ফাঁকি দিয়ে এমন দায়িত্বহীন একটি নোটিশ কিভাবে আসে?

একদলের একটা ভ্রান্ত আদর্শ হলো, তারা যে কোনো সময় যে কোনো স্থানে الجمع بين الصلاتين এর উপর আমল করে থাকে। বর্তমান আরবি বিশ্ববিদ্যালয় কি সেই আদর্শের দিকেই হাটছে??

এর সমাধান জরুরী

Address

Chandpur
3650

Alerts

Be the first to know and let us send you an email when BirD media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BirD media:

Videos

Share