Jago Media

Jago Media It's an Authentic news Channel which is providing real and hones information around the world.

আগামী ১৫ মার্চের মধ্যে ভারতকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে দেশটি।মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপ থে...
15/01/2024

আগামী ১৫ মার্চের মধ্যে ভারতকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে দেশটি।মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন।

মালদ্বীপের মন্ত্রীরা নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের পর তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। এর জেরে ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়। আর ক্ষমতায় আসার পর চীনপন্থী মুইজ্জু সরকার বেইজিংয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে থাকে।

তবে মন্তব্যের জেরে ওই তিন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছিল এবং মালদ্বীপের বিরোধীরা এই মন্তব্যের সমালোচনাও করেছিল। কিন্তু রাষ্ট্রপতি বলেছিলেন ‘আমরা ছোট হতে পারি কিন্তু আমাদের ধমক দেওয়ার লাইসেন্স কারও কাছে নেই।’

পারমাণবিক শক্তির ব্যাটারি!!কোম্পানি বেটাভোল্ট বলেছে, তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিটিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডি...
14/01/2024

পারমাণবিক শক্তির ব্যাটারি!!
কোম্পানি বেটাভোল্ট বলেছে, তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিটিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডিউলে ৬৩টি আইসোটোপ স্থাপিত।
বারবার ফোন চার্জ দিতে কার ভালো লাগে? তবে এই দুশ্চিন্তার অবশান হতে চলেছে। কারণ চীনা টেক কোম্পানি ‘বেটা ভোল্ট’ আনতে চলেছে এক নতুন ধরনের ব্যাটারি। তাদের দাবি, কোনো চার্জ ছাড়াই এই ব্যাটারি ব্যবহার করা যাবে ৫০ বছর।

কোম্পানিটি বলেছে, পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক ব্যবহার পর্যায়ে রয়েছে। দ্রুতই এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। স্মার্টফোন ছাড়াও বিটভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারি ব্যবহার করা যাবে মহাকাশ যন্ত্র, এআই সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন এবং মাইক্রো-রোবটের মতো যন্ত্রে।

নিরাপত্তার দিক দিয়েও প্রচলিত ব্যাটারির তুলনায় এই ব্যাটারি বেশ এগিয়ে। এটিতে ধরবে না আগুন। সাধারণ ব্যাটারিতে উচ্চ তাপমাত্রায় নিরাপত্তা ঝুঁকি থাকে। এতে পারমাণবিক শক্তি ব্যবহার হলেও নেই কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি। যা ব্যবহার করা যাবে পেসমেকারের মতো মেডিকেল ডিভাইসে। ২০২৫ সাল নাগাদ এই ব্যাটারি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে তাদের।

21/11/2023
19/11/2023

*পল্লবী অঞ্চল- ১৯ নভেম্বর/২০২৩ইং।*

অবৈধ স্বৈরাচারী সরকারের ফরমায়েশি তফসিল বাতিল করে অবিলম্বে আজ্ঞাবহ নির্বাচন কমিশন ও গণধিকৃত সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে টানা ৪৮ ঘন্টার(১৯ ও ২০ নভেম্বর) হরতালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১৯ নভেম্বর সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের পল্লবী অঞ্চলের জামায়াত কর্মীরা মিরপুর ১১ নং বাংলা স্কুলের পাশে পিকেটিং সহ বিক্ষোভ করেছে।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরার সদস্য রুপনগর থানার আমীর *জনাব আবু হানিফের নেতৃত্বে অনুষ্ঠিত* পিকেটিং ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব কল্যাণ পরিষদ ঢাকা মহানগরী উত্তরের সাংগঠনিক সম্পাদক মো: হাসানুল বান্না চপল, পল্লবী মধ্য থানা সেক্রেটারি জোবায়ের হোসাইন রাজন, রুপনগর থানা সেক্রেটারি মোশাররফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাস্তায় অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে জনাব আবু হানিফ বলেন, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন অবৈধ সরকারের এজেন্ডা বাস্তবায়নের 'বি টিম' হিসেবে কাজ করছে। জনগণ ইতিমধ্যে ঘোষিত তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসেছে। সরকারের নীল নকশার নির্বাচন দেশের জনগণ জীবন দিয়ে হলেও রুখে দেবে। জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোন স্বৈরাচারি ও ফ্যাসীবাসী শক্তির শেষ রক্ষা হয়নি; আর কারো হবেও না বরং দুর্বার গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারি সরকারের পতন ঘটবে-ইনশাআল্লাহ।
তিনি বলেন, সরকারের জুলুম-নির্যাতন যত বাড়ছে রাজপথ ততই উত্তাল হয়ে উঠছে। বীরজনতা সরকারের সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে স্বতঃস্ফ‚র্তভাবে রাজপথে নেমে এসেছে। দেশবাসী এই সরকারের পতন নিশ্চিত করেই ঘরে ফিরবে ইনশাআল্লাহ।

02/11/2023

০২ নভে- ২৩

মিরপুর ১১ নং এ পল্লবী অঞ্চলের অবরোধ পালিত

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, ও আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানসহ সকল রাজবন্দী এবং আলেম-উলামার মুক্তি দাবীতে
কেন্দ্র ঘোষিত সড়ক, রেল ও নৌ পথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর ১১ নং এ অবরোধ করেন।

এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামির ঢাকা মহানগরী উত্তর কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ যুব কল্যাণ পরিষদের ঢাকা মহানগরী সেক্রেটারি জনাব নাসির উদ্দীন ।

অবরোধে আরও উপস্থিত ছিলেন পল্লবী দ: থানা আমীর জনাব আশরাফুল আলম , রুপনগর থানা আমীর আবু হানিফ, পল্লবি মধ্য থানা আমীর জনাব আবুল কালাম পাঠান বাংলাদেশ যুব কল্যাণ পরিষদ ঢাকা মহানগরী উত্তরের সাংগঠনিক সম্পাদক মো: হাসানুল বান্না চপল, রুপনগর থানা সেক্রেটারি মো: মোশাররফ হোসেন, পল্লবী মধ্য থানা সেক্রেটারি জোবায়ের হোসাইন রাজন, পল্লবী উঃ থানা সেক্রেটারি মহিউদ্দীন, ইঞ্জি: মো: মিজানুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রুপনগর থানা সভাপতি মো: তাইয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

০২ নভে- ২৩মিরপুর ১১ নং এ পল্লবী অঞ্চলের অবরোধ পালিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, কেয়ারটেকার  সরকার ব্যবস্থা প্রতিষ...
02/11/2023

০২ নভে- ২৩

মিরপুর ১১ নং এ পল্লবী অঞ্চলের অবরোধ পালিত

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, ও আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানসহ সকল রাজবন্দী এবং আলেম-উলামার মুক্তি দাবীতে
কেন্দ্র ঘোষিত সড়ক, রেল ও নৌ পথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর ১১ নং এ অবরোধ করেন।

এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামির ঢাকা মহানগরী উত্তর কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ যুব কল্যাণ পরিষদের ঢাকা মহানগরী সেক্রেটারি জনাব নাসির উদ্দীন ।

অবরোধে আরও উপস্থিত ছিলেন পল্লবী দ: থানা আমীর জনাব আশরাফুল আলম , রুপনগর থানা আমীর আবু হানিফ, পল্লবি মধ্য থানা আমীর জনাব আবুল কালাম পাঠান বাংলাদেশ যুব কল্যাণ পরিষদ ঢাকা মহানগরী উত্তরের সাংগঠনিক সম্পাদক মো: হাসানুল বান্না চপল, রুপনগর থানা সেক্রেটারি মো: মোশাররফ হোসেন, পল্লবী মধ্য থানা সেক্রেটারি জোবায়ের হোসাইন রাজন, পল্লবী উঃ থানা সেক্রেটারি মহিউদ্দীন, ইঞ্জি: মো: মিজানুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রুপনগর থানা সভাপতি মো: তাইয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

22/10/2023

DJDC এর একজন আদশ ডিলার । ভালো মানের ব্যাটারি ।

Dongjin Group Products are famous and good around the world.
21/10/2023

Dongjin Group Products are famous and good around the world.

এটাই হচ্ছে এখন !একদম বাস্তব...
16/10/2023

এটাই হচ্ছে এখন !
একদম বাস্তব...

Welcome To Our Cox’sBazar
15/10/2023

Welcome To Our Cox’sBazar

09/10/2023

Allahuakber ! Allahuakber ! Allahuakber !

আল্লাহুয়াকবার ! আল্লাহুয়াকবার ! আল্লাহুয়াকবার !

আল্লাহ আপনি আমাদের ফিলিস্তিনি মুসলমানদের সাহায্য করুণ 🤲❣️🇵🇸❣️🇧🇩
08/10/2023

আল্লাহ আপনি আমাদের ফিলিস্তিনি মুসলমানদের সাহায্য করুণ 🤲❣️🇵🇸❣️🇧🇩

ফিরে দেখা!!চীন-রাশিয়া-ভারতীয় স্বার্থের কূটিলতা ও বাংলাদেশের মানবিকতা। ১৯৭১ সালে সারা দুনিয়ার বেশিরভাগ দেশ ও জনগণ বাংলাদে...
06/10/2023

ফিরে দেখা!!
চীন-রাশিয়া-ভারতীয় স্বার্থের কূটিলতা ও বাংলাদেশের মানবিকতা।
১৯৭১ সালে সারা দুনিয়ার বেশিরভাগ দেশ ও জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন দিয়েছিল। কিন্তু গণচীন বলে কথিত চীন বাংলাদেশের জনগণের পক্ষে ছিল না, ছিল পাকিস্তানের সামরিক জান্তার পক্ষে। সে বিষয় নিয়ে এদেশে তখনকার চীনাপন্থী কমিউনিস্ট গ্রুপগুলোর মধ্যে অনেক বিভ্রান্তি ও তর্ক-বিতর্ক চলে। এর মূলে ছিল আবদুল হকের ইপিসিপি(এমএল)।
মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা গত প্রায় ৩০-৪০ বছরের। এ সমস্যা বাংলাদেশের ওপর এসে পড়েছে। ৩-৪ দশক আগে ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে। এখন অনেকে অনেক বাকা-তেড়া কথা বলছেন বটে। তবে, প্রশ্ন তোলা যায়, এর মাঝে যারা ক্ষমতায় ছিল, তারা রোহিঙ্গা সমস্যা নিরসনে কী পদক্ষেপ নিয়েছে ?
রোহিঙ্গা প্রসঙ্গে বিরুপ পার্শ্ব-প্রতিক্রিয়া, যথা জঙ্গী-্ইয়াবা’র কথা কমবেশি আমরা জানি। অতি সম্প্রতি আরও ৪.৫ থেকে ৫ লাখ রোহিঙ্গা ঢুকে পড়লো। এখনো আসছে রোহিঙ্গারা ! আগে পরে মিলে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরনার্থী্। রোহিঙ্গারা মানুষ, এটাই তাদের মূল পরিচয়। মানুষের পরিচয়েই বাংলাদেশ এগিয়ে গেছে মানবতার তাগিদে। বাংলাদেশ তাঁর সীমিত সামর্থ্য ও সাধ্য নিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে ও সহায়তার হাত বাড়িয়ে ধরেছে।
পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জোট সরকার মানবিক দিকটি প্রাধান্য দিয়ে দেশে-বিদেশে সব রকম সাধ্য মত কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তার কিছু ইতিবাচক ফলাফলও দেখা শুরু হয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, সমস্যাটি দীর্ঘমেয়াদি থাকবে, পুরোপুরি নিরসন করতে সময় লাগবে।

এখন প্রসঙ্গক্রমে চীন-রাশিয়া-ভারতের কথা আসছে। কারণ এ ৩টি দেশ রোহিঙ্গা বিষয়ে তাদের নিজ নিজ দেশের ব্যাণিজ্যিক ও আঞ্চলিক ভূ-রাজনীতির স্বার্থ বিবেচনা করছে। প্রতিটা দেশ তার স্বার্থই আগে ভাববে, তারপর অন্যের কথা বিবেচনা করবে। বাংলাদেশও সেভাবেই চেষ্টা করে। এটাই কূটনীতির স্বাভাবিক প্রক্রিয়া।
চীন-রাশিয়ার পরিচিতি আগে সমাজতান্ত্রিক দেশ হিসেবে ছিল, ভূমিকাও ছিল। এখন তাদের সে পরিচয় ও ভূমিকা আর আগের মত নেই। ভারত ও সোভিয়েত রাশিয়া ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করে।
কিন্তু সমাজতান্ত্রিক চীন পাকিস্তানের সামরিক শাসনের কবল থেকে বাংলাদেশের জনগণের মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করে। এই ঘটনাটি বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে কলন্ক বিশেষ। চীন স্বাধীন সার্বভৌম মুক্ত বাংলাদেশকে ১৯৭৫ সালের শেষ পর্যন্ত স্বীকৃতি দেয় না। ৭৫’এর ১৫ই আগস্ট পাকিস্তানীপন্থী সৈনিকরা ষড়যন্ত্র করে খন্দকার মোশতাকের সহযোগিতায় অভ্যুত্থান ঘটায়। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। বাংলাদেশ নীতিগতভাবে পাকিস্তানী পথে পিছনের দিকে যাত্রা শুরু করে তখন।
‘জয় বাংলা’ ছিল মুক্তিযুদ্ধের শ্লোগান, এই ‘জয় বাংলা’ বলে স্বাধীনতার পর সাধারণ মানুষ সালাম বিনিময়, কুশল বিনিময় করতো। খুনি ফারুখ-রশীদ ও মোশতাক চক্র ‘জয় বাংলা’র বদলে পাকিস্তানী জবানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ চালু করে। এরপর পাকিস্তান স্বীকৃতি দেয়, তারপর দেয় চীন। জেনারেল জিয়া ও বিএনপি’র হাত দিয়ে, পরে জেনারেল এরশাদ ও জাতীয় পার্টির শাসনামলে বাংলাদেশে ধীরে ধীরে পাকিস্তানপন্থা, পশ্চাৎপদতা, ধর্মান্ধতা পাকাপোক্ত হতে থাকে। দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রেও জামায়াতী মতাদর্শ শক্ত ভিত পায়।

যাহোক, বাংলাদেশের জনগণের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানী জান্তাকে সমর্থনের দায়ে সমাজতান্ত্রিক চীনের যে ‘পাপ’, তা কি কোনোভাবে মোচন করা যাবে ? চীনের মহান নেতা মাও সে তুং’এর শত শত লাল বইয়ের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে কি সে ‘পাপ’ মোচন হবে ?

সোভিয়েত রাশিয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ। প্রায় ৭০ বছর সেখানে সমাজতন্ত্র অাদর্শ টিকে ছিল। পরে এক সময় রাশিয়ায় রাজনীতিগত আদর্শ পরিবর্তন হলেও তাকে হয়তো কিছু বুঝা যায়। কিন্তু আগে-পরে চীনের রাজনীতি, পররাষ্ট্র নীতি বেশ জটিল ; কূটিল তার মনস্বত্ত্ব। চীনের কূটনীতি বুঝা বেশ দুষ্কর ! এমত পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমিত লোকবল নিয়ে আন্তর্জাতিক পরিসরে সম্প্রতি যে কূটনীতিক তৎপরতা চালিয়েছে, এবং তার যে সাফল্য দেখা যাচ্ছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।

এটা সত্যি যে, চীনকে এখনো মিয়ানমারকে ছেড়ে রোহিঙ্গা ইস্যুতে পুরোপুরি বাংলাদেশের পক্ষে নিয়ে আনা যায়নি---। সব বিষয়ে সবাইকে পাশে পাওয়াও যায় না। তাতে মহাভারত অসুদ্ধ হয়ে যাবে না। আবার, চীনকে সাথে পেতেই হবে, এমনও দিব্যি দেওয়া যাবে না।

কারণ,বিশ্ব বিবেক ও বিশ্ব জনমত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে। ৭১ সালেও চীনকে সাথে পাওয়া যায়নি, তো কী হয়েছে ? বাংলাদেশ স্বাধীন হয় নি ? পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকসহ দাতারা পিছিয়ে গেল। তো কী হয়েছে ? পদ্মা সেতু তৈরী হচ্ছে না ? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি আমেরিকায় জাতিসংঘ অধিবেশনে গিয়ে এক সাক্ষাৎকারে বলেন, রোহিঙ্গা প্রসঙ্গে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কিছু আশা করেন না। তাঁর এমন মন্তব্যে অনেকে ভিমড়ি খেয়েছেন হয়তো। বঙ্গবন্ধুরও অনেক ্ঐতিহাসিক বক্তব্য ও সিদ্ধান্তে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন, অবাক (!) হয়েছেন। কিন্তু সেগুলোই বাংলাদেশের ইতিহাসের মৌলিক ও বিশেষ উপাদান। আমাদের দেশে রাষ্ট্র পরিচালনা ও রাজনীতি ক্ষেত্রে এ সবই নতুন অনুষঙ্গ, নিত্য-নতুন অভিজ্ঞতা ও নতুন শিক্ষা।
মোট কথা, বিভিন্ন বিষয়ে বিশেষ করে রাষ্ট্র পরিচালনা ও রাজনীতির প্রসঙ্গে আমাদের সমাজে কিছু কিছু
পুরনো ধারণা প্রচলিত রয়েছে। এগুলো গৎবাধা, সীমাবদ্ধ এবং এক চোখা। এসব কারণে আমাদের মনজগতে সৃজনশীল চিন্তার বিকাশ হয় না, গতিশীলতার স্ফুরণ ঘটে না। বিভিন্ন বিষয়কে একটু খোলা চোখে দেখার চেষ্টা করা দরকার। যাকে সমালোচনা করা হচ্ছে, নিজেকে সেই অবস্থানে দাঁড় করিয়ে, কল্পনায় সেই দায়িত্ব কাধে নিয়ে একবার ভেবে দেখতে হবে আমি বা আমরা ঐ স্থানে থাকলে কী করতাম বা করতে পারতাম।

প্রসঙ্গত, সব বড় বড় উন্নত দেশ বিভিন্ন উন্নয়নশীল দেশকে অর্থনৈতিক উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা দিয়ে থাকে, এর পিছনে তাদেরও স্বার্থ জড়িত। সময়ের নিরিখে অন্য অনেক দেশ বাংলাদেশের সহযোগিতায় এগিয়ে এসেছে। বুঝে সুজে চীনও পরে বাংলাদেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে, এখন পদ্মা সেতুতে সহযোগিতা করছে।

অমেরিকার নতুন প্রশাসন দীর্ঘদিনের পুরনো বন্ধু পাকিস্তানের আইএস ঘেষা তালেবানী নীতিতে বিরক্ত হয়ে ভিন্ন পথ নেওয়ার কথা বলতে শুরু করেছে। কিন্তু চীনের এক চোখা দৃষ্টিভঙ্গী এখনো পাকিস্তান প্রীতিতে অন্ধ। কাজেই, চীনের জটিল ও কুটিল প্রসঙ্গে বাংলাদেশের কূটনীতিক তৎপরতা ও সাফল্যকে অবমূল্যায়ন করা ঠিক হবে বলে মনে হয় না। বলা বাহুল্য, পাকিস্তানসহ ওআইসি, আরব লীগ রোহিঙ্গা ইস্যুতে অপেক্ষাকৃত কম সরব ও কৌশলী। এক্ষত্রে এখনো তাদের কথিত ‘মুসলিম উম্মাহ’ চেতনা পুরোপুরি জাগ্রত হয় নি !
----বাবলু রহমান, সাংবাদিক। অক্টোবর ৩, ২০১৭।
[email protected]

।। অন্ধ স্তুতি, ড. ইউনুস আর                                            শ্রমিকের লভ্যাংশ না দেওয়া।।                      ...
06/10/2023

।। অন্ধ স্তুতি, ড. ইউনুস আর শ্রমিকের লভ্যাংশ না দেওয়া।। প্রশ্ন গ্রামীণ ব্যাংক'এর ভালো-মন্দ নিয়ে নয়। তথ্যপ্রমাণ, হিসেব নিকেষসহ স্পষ্ট প্রশ্ন উঠেছে--- শ্রমিকদের লভ্যাংশের টাকা না দেওয়া নিয়ে। যার দায় এই ব্যাংকের সাবেক এমডি হিসেবে ড. ইউনুস এড়িয়ে যেতে পারেন না। সেই লভ্যাংশের দাবি নিয়েই মামলাটা হয়েছে। এটা 'ফেস' করতে এতো গড়িমসি আর দুনিয়ার এলিটদের নিয়ে ভেলকিবাজী! দুনিয়ার শত-সহস্র নোবেল লরিয়েটদের বিবৃতি ছাড়াই ড. ইউনুস যা ছিলেন, তাইই আছেন। এসবের কোনো দরকার ছিল না। অন্ধ স্তুতি করা এক বিষয়। আর সত্যনিষ্ঠতা নিয়ে প্রশ্নের মুখোমুখি হওয়া আরেক বিষয়। শুধু নোবেল পুরস্কারের দোহায় দিয়ে আইনি ব্যবস্থার মুখ বন্ধ করার দুরভিসন্ধিতে হাততালি দেওয়া বন্ধ হওয়া দরকার। সে কারণেই, বিধিবদ্ধভাবে বলা হয়---আইন সবার জন্য সমান। অনেক স্তুতি আর মাতামাতি শান্তিতে যৌথভাবে পুরস্কৃত ড. ইউনুসকে নিয়ে আমাদের দেশে করা হয়। অথচ, মৌলিক অর্থনীতি বিষয়ে সেই নোবেল পুরস্কারের জন্য ড. অমর্ত্য সেনকে নিয়ে ভারত-পশ্চিম বাংলায় ততটা করা হয় না। দৃষ্টিভঙ্গীর পার্থক্যটা সেখানেই।
সংগৃহীত : বাবলু রাহমান

নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম...
01/10/2023

নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক, ওয়াক্তমতো শুধু ফরজটুকু হলেও আদায় করে নিতে হবে।

আজ রোববার, ১ অক্টোবর ২০২৩ ইংরেজি, ১৬ আশ্বিন ১৪৩০ বাংলা, ১৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-
নামাজের সময়সূচি

জোহর- ১১:৫১ মিনিট।

আসর- ৪:০৬ মিনিট।

মাগরিব- ৫:৪৯ মিনিট।

ইশা- ৭:০২ মিনিট।

আগামীকাল সোমবার ফজর- ৪:৩৭ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-

বিয়োগ করতে হবে-

চট্টগ্রাম : ০৫ মিনিট। সিলেট : ০৬ মিনিট।

যোগ করতে হবে-

খুলনা : ০৩ মিনিট।

রাজশাহী : ০৭ মিনিট।

রংপুর : ০৮ মিনিট।

বরিশাল : ০১ মিনিট।

জাগো মিডিয়ার পক্ষ থেকে ।চীনের জাতীয় দিবসের শুভেচ্ছা!🎉 আসুন এই অবিশ্বাস্য জাতির সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং...
01/10/2023

জাগো মিডিয়ার পক্ষ থেকে ।
চীনের জাতীয় দিবসের শুভেচ্ছা!
🎉 আসুন এই অবিশ্বাস্য জাতির সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং উল্লেখযোগ্য অর্জন উদযাপন করি। ভবিষ্যতে চীনের মহান জনগণের জন্য আরও সমৃদ্ধি, শান্তি এবং ঐক্য বয়ে আনুক! 🌟 "

01/10/2023

Welcome to Jago Media 🌟
Your source for breaking news, engaging stories, and thought-provoking content. Stay woke with us as we bring you the latest updates from around the globe. Join the conversation using and be a part of the informed community.

Address

Vill-Muktir Kandi Post/Pathan Bazar , P. S/North Matlab Dist/Chandpur. Hannan Organic Farm House
Chandpur
3642

Telephone

+8801877137848

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jago Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jago Media:

Videos

Share