Mahmudul H Sajib

Mahmudul H Sajib Be yourself, but always your better self !

22/09/2023

বাংলাদেশ হচ্ছে একটা মৃত্যুকূপ আর এই মৃত্যুকূপের প্রাণকেন্দ্র হলো ঢাকা শহর।

গতকালকের ঢাকা মিরপুরে বৃষ্টিতে জমে থাকা পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যে মৃতের ঘটনাটা ঘটলো তার ভিডিও টা অনেক কষ্টে একবার দেখেছি। এরপর সারারাত থেকে এখন অবধি নিউজফিডে এই ভিডিওটা ঘুরতেসে। সেকেন্ড টাইম আর ভিডিওটা প্লে করার সাহস হয় নাই।
তাদের আপনজনেরা কিভাবে যে এইসব সহ্য করবে আল্লাহ মালুম। 😭

আমার-আপনার পরিবারের কারো সাথে এইসব না ঘটা অবধি হয়তো কারো টনক নড়বে না। অবশ্য আমাদের টনক নড়লেও খুব বেশি কিছু আহামরি পরিবর্তন হওয়ার কথাও নয়।
দেশের হর্তাকর্তা যারা, তাদের পরিবারের কোনো সদস্য এমন নিষ্ঠুরতার স্বীকার হওয়ার আগেই যেনো তাদের শুভবুদ্ধির উদয় হয় এই কামনা করি।

বহুত ত উন্নয়ন করছেন দেশের, অনেক লক্ষ্যমাত্রা অর্জন করছেন। এবার একটু আপামর জনগণের নিরাপত্তা নিয়ে ভাবেন প্লিজ!

একজন মুসলমান হিসেবে ধর্মীয় আদেশ-নিষেধ ও নিয়ম-কানুন নিজের জীবনে আপনি কতটুকু চর্চা করলেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত আমল-...
17/09/2023

একজন মুসলমান হিসেবে ধর্মীয় আদেশ-নিষেধ ও নিয়ম-কানুন নিজের জীবনে আপনি কতটুকু চর্চা করলেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত আমল-আখলাকের ব্যাপার। কিন্তু ধর্মীয় আচারের কোনো কিছু অস্বীকার আপনি করতে পারেন না।

কারণ ধর্মে যেটা নিষেধ করেছে আপনি নিজে সেটা না মানলে কারও কিছু যায় আসে না কিন্তু আপনার এই না মানাটাকে দাম্ভীকতার সহিত পাবলিকলি বলে বেড়ালে অবশ্যই সেটা ইসলামের জন্য ক্ষতিকর।

ক্রিকেটার ছোটো ভাই তানজিম সাকিবের আগের কিছু পোস্ট নিয়ে খুব লাফালাফি চলতেসে ফেইসবুকে। আচ্ছা এখানে ❝বিতর্কিত❞ কথাটাই ত হাস্যকর মনে হচ্ছে তাই নাহ?
তার পোস্টের কথাগুলার কোন দিকটা আপনার কাছে ভুল বা অগ্রহণযোগ্য মনে হয় একটু বুজাইয়া বললে ভালো হয় ??

একজন মুসলমান হিসেবে আমরা প্রত্যেকে এইসব ব্যাপার জানি, বুজি হয়তো মানি না সবাই৷ সাকিব হয়তো ব্যক্তিগত ভাবে ইসলাম চর্চা করে তাই বাস্তব সত্যগুলো সে পোস্ট করেছে। এমন তো না যে এইসব কথা আজকেই আপনি জীবনে প্রথম শুনলেন বা অনুধাবন করলেন। 🙄

মানার প্রশ্ন পরে, আগে ত সাদাকে সাদা আর কালো কে কালো বলতে শিখা উচিত আমাদের।

পুলিশ কিংবা কোনো ছাত্রলীগের মৃত্যুর নিউজের  কমেন্টবক্সের দিকে তাকালে খুব খারাপ লাগে। ১০০ টা কমেন্ট থাকলে সেখানে ৯৯ টাই ল...
08/09/2023

পুলিশ কিংবা কোনো ছাত্রলীগের মৃত্যুর নিউজের কমেন্টবক্সের দিকে তাকালে খুব খারাপ লাগে। ১০০ টা কমেন্ট থাকলে সেখানে ৯৯ টাই লেখা থাকে আলহামদুলিল্লাহ।
তার মানে এই দুই শ্রেণীর মানুষ মারা গেলে আপামর জনগণ এতটাই অবলীলায় খুশি হয় যে মৃত্যুর খবরেও ইন্না-লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে ফেলে।

অথচ একজন মুসলমানের মৃত্যুতে অপর মুসলমান কোনো যুক্তিতেই আলহামদুলিল্লাহ পড়তে পারে না। সেটা কোনোভাবেই কাম্য নয়।

নিচের ছবিটার দিকে তাকালে মানুষের এই ❝আলহামদুলিল্লাহ❞ বলার পেছনে কিছুটা হলেও কারণ খুজে পাওয়া যায়।

একজন বয়স্ক মানুষ অপরাধী হতেই পারে। তাকে গ্রেফতারও করবেন তাতে আপত্তি নেই। কিন্তু লোকটাকে যেভাবে কলার ধরে গাড়িতে উঠানো হচ্ছে এই ছবি দেখলে যেকোনো স্বাভাবিক মানুষেরই খারাপ লাগার কথা। একজন মুরব্বিকে এভাবে কলার ধরে টেনে না নিয়ে স্বাভাবিক ভাবে গাড়িতে উঠালে ওই পুলিশের চাকরি চলে যেতো না হয়তোবা।

কেউ অন্তত এটা বলবেন না যে এটা উপর মহলের নির্দেশ। চাকরি বাচাঁতে আপনাকে উপরের আদেশ মানা লাগতেই পারে কিন্তু এভাবে অমানবিক ও অভদ্রভাবে কাউকে গ্রেফতার করতে কি একবার ও আপনার বিবেক বাধঁলো না??

24/08/2023

নির্বোধ, কৃতঘ্ন আর সুবিধাভোগী বন্ধু থাকার চেয়ে বন্ধুহীন থাকা শতভাগ শ্রেয়। 🙂

আপনার ভালো সময়ে পাশে থেকে আপনার বিজয় উৎযাপন করার জন্য যেমন বন্ধু দরকার৷
তেমনিভাবে আপনার জীবনের কাটাঁ যুক্ত পথগুলো অতিক্রম করতেও এসব বন্ধুর পাশে থাকা জরুরি।

যেসব বন্ধুদের আপনি প্রথম ক্ষেত্রে পেলেও পরের পথ গুলোতে সহযাত্রী হিসেবে পেতে কিছুটা হলেও কষ্ট হয় ওইসব বন্ধুদের থেকে আস্তে আস্তে নিরাপদ দূরত্বে চলে যাওয়াই উত্তম।

এবার সে যত বড় কলিজার বন্ধুই হোক না কেনো!

কারণ আপনার ভালো সময়টি উপভোগ করার জন্য সঙ্গী হিসেবে অনেককেই পাবেন কিন্তু কঠিন সময়ে পাশে থেকে সাহসিকতার পরিচয় দিয়ে এগিয়ে যাবে এমন বন্ধু নেহাৎ নেই বললেই চলে। অথচ এই সময়টাতেই বন্ধুদের সবার আগে ঝাপিয়ে পড়া উচিত। এটাই ত বন্ধুত্বের মৌলিক সঙ্গা তাই নয় কি?


দুনিয়াতে টাকা ইনকামের যত শর্টকাট পন্থা আছে তার বেশিরভাগই ঝামেলাপূর্ণ।  হালাল ভাবে টাকা উপার্জন করা অত সহজ ব্যাপার না। আপ...
19/08/2023

দুনিয়াতে টাকা ইনকামের যত শর্টকাট পন্থা আছে তার বেশিরভাগই ঝামেলাপূর্ণ।
হালাল ভাবে টাকা উপার্জন করা অত সহজ ব্যাপার না। আপনি যদি সত্যিই শতভাগ হালাল পন্থায় রোজগার করতে চান তাহলে ১ টাকা উপার্জন করতেও দেখবেন যে আপনার অনেক শ্রম দিতে হচ্ছে সেটা হোক কায়িক কিংবা মেধা দিয়ে।

আর যদি হালাল-হারাম অতসব হিসাব মাথায় না আনতে চান তাহলে তো আর কোনো কিছু ভাবার দরকারই পড়বে না।

আমরা এমন এক বোকা জাতি যে অতীত অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেই না। অপেক্ষায় থাকি ভবিষ্যতে আবার কবে মারা খাবো এরপর ওইটা থেকে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে এরপর মানুষ হয়ে যাবো। 😅

লোভ খুব খারাপ জিনিস। এটা থেকে নিজেকে হেফাজত রাখতে হলে খুব শক্তিশালী মন-মানসিকতার দরকার।

মানুষ দিনের পর দিন পরিশ্রম করে টাকা ইনকাম করতে খবর হয়ে যায় আবার বহু খাটুনি আর ধৈর্যের পরেও ঠিকঠাক ভাবে একটা ব্যবসা দাড়ঁ করাতে পারে না অনেকে।
আর আপনি এদিক সেদিক ইনভেস্ট করে রাতারাতি বড়লোক হয়ে যাবেন এই চিন্তা মাথায় আনেন কিভাবে??

যাইহোক- ডেসটিনি, টিয়েন্স, ভিশন-২১, এমটিএফই র মতন আরও ধাপ্পাবাজ কোম্পানি অতীতেও ছিল সামনেও আরও আসবে। আর আমাদের মারা খাওয়ার প্রক্রিয়াও হয়তো এভাবে চলমান থাকবে......😑

আমার বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যারা ভুক্তভোগী আছেন আপনাদের জন্য সমবেদনা জানাচ্ছি। আর একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে অনুরোধ থাকবে এই বাজে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে চোখ-কান খোলা রেখে ইনভেস্ট কইরেন।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুজ দান করুক। আমিন।


কাটাঁ মুকুট 🤍🤍
03/07/2023

কাটাঁ মুকুট 🤍🤍

02/07/2023

লোকে কী বলবে !
লোকে কী ভাববে !
সমাজ কিভাবে দেখবে!
মানুষ কি মনে করবে!
হেন তেন.....হাবি জাবি....🖕🖕

এই চিন্তাধারা গুলোই আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে দিনের পর দিন। আমাদের মনের ইচ্ছা, স্বকীয় চিন্তাভাবনা আর বিবেকবোধ কে নিজেদের মতো করে পরিচালিত করার ক্ষেত্রে এই তথাকথিত সমাজই হচ্ছে বড় অন্তরায়।
সমাজ কিংবা সমাজের মানুষ ছাড়া যেমন আমাদের বেঁচে থাকা কষ্টকর তেমনিভাবে এই সমাজ আর সমাজের মানুষের কারণেই প্রতিদিন মৃত্যু হচ্ছে আমাদের হাজার হাজার ইচ্ছা আর স্বপ্ন।

সমাজের কে কি মন্তব্য করলো , কে কিভাবে মূল্যায়ন করলো সেদিকে ভ্রুক্ষেপ করার কোনো মানে হয় না।
আমাদেরকে আমাদের নিজেদের বুদ্ধি আর বিবেকবোধকে নিজেদের মতো করে পরিচালিত করতে হবে। কারণ আপনি কি করছেন, কি করবেন তা নিয়ে লোকে কি ভাববে তা যদি আপনিই ভাবতে থাকেন, তাহলে লোকে ভাববে কী??

লোকে যদি ভালো কথা বলতে না পারে, ভালো কিছু করতে না পারে, এমনকি কারো ভালো সহ্য করতে না পারে, তবে সেটা তাদের সীমাবদ্ধতা।
কিন্তু আমরা যদি তাদের কথা শুনে নিজেদের বিবেকের আওয়াজকে স্তব্ধ করে দেই, তাহলে সেটা আমাদের পরাজয়।

মনে রাখবেন, মানুষের জন্য সমাজ, সমাজের জন্য মানুষ নয়। তাই আপনার আশে পাশে কে কি বললো তাতে কান দিয়ে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট না করে নিজের গন্তব্যে মনোযোগ দিন।

Remember one thing, মন্তব্য করে কোনোদিন কারো গন্তব্য ঠেকানো যায় না। 🙂

© Mahmudul H Sajib


𝐄𝐈𝐃 𝐌𝐔𝐁𝐀𝐑𝐀𝐊 🎊𝐌𝐚𝐲 𝐀𝐥𝐥𝐚𝐡 𝐚𝐜𝐜𝐞𝐩𝐭 𝐨𝐮𝐫 𝐬𝐚𝐜𝐫𝐢𝐟𝐢𝐜𝐞 & 𝐫𝐞𝐰𝐚𝐫𝐝 𝐮𝐬 𝐤𝐢𝐧𝐝𝐥𝐲. 🤲
28/06/2023

𝐄𝐈𝐃 𝐌𝐔𝐁𝐀𝐑𝐀𝐊 🎊
𝐌𝐚𝐲 𝐀𝐥𝐥𝐚𝐡 𝐚𝐜𝐜𝐞𝐩𝐭 𝐨𝐮𝐫 𝐬𝐚𝐜𝐫𝐢𝐟𝐢𝐜𝐞 & 𝐫𝐞𝐰𝐚𝐫𝐝 𝐮𝐬 𝐤𝐢𝐧𝐝𝐥𝐲. 🤲

Book Photography 📚Book from গার্ডিয়ান পাবলিকেশন্স 💙
14/06/2023

Book Photography 📚

Book from গার্ডিয়ান পাবলিকেশন্স 💙

12/06/2023

Conscious Mind Vs Sub-conscious Mind:

♦ নিজেকে বদলে ফেলতে চাইলে আমাদের সাব-কনশাস আর কনশাস মাইন্ডের পার্থক্যটা জানা খুব জরুরী।কারণ আমাদের Human mind হচ্ছে conscious আর sub-conscious এর খেলা |

♦ বিশেষ করে আমাদের চরিত্রের অভ্যাসগুলো সাব-কনশাস মাইন্ড (অবচেতন মন) দ্বারা পরিচালিত।
আর এই সাব-কনশাস এর সবচেয়ে বড় চাবিকাঠি হলো পুনরাবৃত্তি। অবচেতন মনের কাছে সত্য মিথ্যা বলে কিছু নেই।

♦ অবচেতন অনুযায়ী, মন যা চাইবে তাই করতে হবে আমাদের। অবচেতন মনের কাছে আমরা এক প্রকার জিম্মি। আর এই Sub-conscious (অবচেতন মনকে) আমরা যতটা Conscious (সচেতন মন) দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবো ততই আমাদের জন্য মঙ্গলজনক হবে।
কেননা, সাব-কনশাস মাইন্ড আর কনশাস মাইন্ড এর সমন্বয়ে যদি আমরা যেকোনো সিদ্ধান্ত গ্রহন বা কাজ করতে পারি তাহলে আমাদের মন আর ব্রেইন কে আমরা সমানতালে সঠিক উপায়ে প্রয়োগ করতে পারবো।

বিঃদ্র :: আমাদের দেহের ৯০% কার্যকলাপ সাব-কনশাস মাইন্ড দ্বারা পরিচালিত। আর বাকি ১০% হচ্ছে কনশাস মাইন্ডের কাজ।

❇️ CONSCIOUS MIND ❇️

1. Short term memory
2. Logical thinking
3. Critical thinking
4. Analysis

❇️ SUB-CONSCIOUS MIND ❇️

1. Long term memory
2. Beliefs
3. Emotions & Feelings
4. Habits
5. Values
6. Imagination
7. Relationship
8. Addiction
9. Creativity
10. Spiritual connection.

১০-১৫ বছর ধরে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গুম,খুন, গণহারে আটক ও দৌঁড়ের উপ্রে রাখার পরেও  একটা সাধারণ সমাবেশে এত জামায়াত...
10/06/2023

১০-১৫ বছর ধরে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গুম,খুন, গণহারে আটক ও দৌঁড়ের উপ্রে রাখার পরেও একটা সাধারণ সমাবেশে এত জামায়াত নেতাকর্মী আসে কোথা থেকে আমার মাথায় ধরে না 🤔 🤐

তাও আবার ঢাকা শহরের সামান্য একটা সিটি কর্পোরেশনের সমাবেশ 😊


08/06/2023

আমাদেরকে সালামের সর্বোচ্ছ প্রসার ঘটাতে হবে। ছোট-বড়, দোকানদার, রিক্সা ড্রাইভার, দারোয়ান, শ্রমিক ও যেকোনো পেশার মানুষকে সব সময় সালাম দেওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।
কে কার আগে সালাম দিতে পারে এই নিয়ে প্রতিযোগিতামূলক মনোভাব রাখা উচিত সবার মধ্যে। এতে করে আত্ব-অহংকার থেকে মুক্ত থাকা যায়। ♥


#আত্বউপলোব্ধি

05/06/2023

৬/৭ ঘন্টা জার্নি করে এতো টাকা-পয়সা খরচ করে কক্সবাজার যাওয়ার ইচ্ছা নাই।
আরও অনেক বাজার আছে সেখানে যাবো। 🥴

আপাতত এখন চকবাজার যাচ্ছি......🤦‍♂️


05/06/2023

জামায়াতে ইসলামীর আজকের কর্মসূচি নাকি স্থগিত ঘোষণা করা হয়েছে!!

মানে এটা কিছু হইলো? 🙄
জামায়াত ইসলামের সহিংসতা ও ষড়যন্ত্র এড়াতে সরকার কত কি প্লান করলো। এতগুলা পুলিশ বাহিনী সেই সকাল থেকে টহল দিচ্ছে।

এরপর আবার দেখলাম ঢাকার কিছু কিছু ওয়ার্ডের ছাত্রলীগের দেশপ্রেমিকরা নাকি সারারাত ধরে আরামের ঘুম হারাম করে এই দাবদাহ গরমে রাতভর পাহারা দিচ্ছে কোনদিকে আবার জামায়াত এর রাজাকাররা তাদের বঙ্গমাতার উপ্রে হামলা দেয় 😊

এতো এতো প্রিপারেশন নিয়া যদি এখন কর্মসূচি স্থগিত শুনা লাগে এটা কি মানা যায় ভাই??

খুব কষ্ট লাগতেসে এসব দেশপ্রেমিকদের জন্য 🥲

ধুরবাল 😐

বিঃদ্র- কর্মসূচির নতুন তারিখ ১০ জুন (শনিবার) দুপুর ২ টা।


বাজেটে বাড়ছে যেসব জিনিসের দাম ⚠️
02/06/2023

বাজেটে বাড়ছে যেসব জিনিসের দাম ⚠️

01/06/2023

আমাদের প্রত্যেকের অবস্থান আমাদের জন্য এক একটা পরীক্ষা। আমার অবস্থানে আমি হয়তো অপর কোনো ব্যাক্তির সাথে অযাচিত আচরণ করতেই পারি, যা খুশি বলতে পারি। তবে তার মূল্য দেওয়ার জন্য আমাকেও প্রস্তুত থাকতে হবে।

সব সময় অন্যকে কিছু বলার আগে তার অবস্থানে গিয়ে সেটা ভাবা উচিত যে আমার কথা কিংবা কাজে তার কেমন লাগতে পারে। 😊




Available On WhatsApp 💁‍♂️📥
31/05/2023

Available On WhatsApp 💁‍♂️📥

31/05/2023

You can’t go back and change the beginning.
But you can start where you are and change the ending. ♻️

Address

Chandpur
3620

Alerts

Be the first to know and let us send you an email when Mahmudul H Sajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmudul H Sajib:

Share



You may also like