Robiul islam Rafi

Robiul islam Rafi Hlw My Name is Robiul.I'm a Digital Marketer

সুযোগ এসে যখন দরজায় কড়া নাড়ে, আমরা তখন বিরক্তবোধ করি। আর না হয় অজুহাত দেখাই।কিন্তু এই কথাও মনে রাখতে হবে এই সুযোগ আর কখন...
23/11/2023

সুযোগ এসে যখন দরজায় কড়া নাড়ে, আমরা তখন বিরক্তবোধ করি। আর না হয় অজুহাত দেখাই।

কিন্তু এই কথাও মনে রাখতে হবে এই সুযোগ আর কখনোই আসবে না, এর পরে যা আসবে হয়তো সেটা অনেক কষ্টকর ও যন্ত্রনাদায়।🙂🥀

🔹ধানের চারা রোপণ করার ৩ মাস পর তার ফলন পাওয়া যায়। কিন্তু তা এক বারের জন্যই পাবেন।🔹কলা গাছ এর চারা রোপণ করার ৪/৫ পর ফলন দ...
17/11/2023

🔹ধানের চারা রোপণ করার ৩ মাস পর তার ফলন পাওয়া যায়। কিন্তু তা এক বারের জন্যই পাবেন।
🔹কলা গাছ এর চারা রোপণ করার ৪/৫ পর ফলন দেয়।
কলা গাছের ক্ষেত্রে আবার ভিন্ন, একবার কেটে ফেললে পরবর্তীতে আরেকটা জন্ম নেয় (পুল)তাতে এ দুই বার ফল পাওয়া যায়।
🔹নারিকেল গাছের চারা রোপণ করার পর পাঁচ বছর এর মধ্যে ফল দেয়,
কিন্তু তা লম্বা সময় ধরে ফল দেয়, ১০-১২ বছর ১৫ বছরও দিতে থাকে।

❇️মূল কথা হলো ❇
আপনি যদি কোন বিষয়ের ফলাফল খুব তাড়াতাড়ি চান, ভোগ করবেন সীমিত সময়ের জন্য, আর আপনি যদি কোন কিছুর ফলাফল ভালো চান, তার পিছনে সময় ব্যয় করেন তার রেজাল্ট অনেকদিন ধরে আপনি পাবেন। এই রেজাল্ট আপনার আশা অনুপাত হবে এবং ফলপ্রসূ হবে।
🔸যেমন কর্ম তেমন ফল🔸

#স্কিল_ডেভেলপমেন্ট

12/11/2023

হাজারো ফ্রিল্যান্সার বানানোর পিছনে যার অবদান - Future-IT Institute

#বেকারত্ব

20/09/2023

ছোটবেলায় বাবা-মা হারানো পটুয়াখালীর রাসেল ক্যারিয়ারের শুরু করে কম্পিউটার অপারেটর হিসেবে। পরে প্রশিক্ষণ নিয়ে শুরু করে ফ্রিল্যান্সিং, ঘুরে গেলো জীবনের চাকা। বর্তমানে রাসেল এবং তাঁর স্ত্রী দুজনেরই পেশা ফ্রিল্যান্সিং এবং মাসিক আয় প্রায় ৬-৭ হাজার ডলার।

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান* ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন* ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন*...
19/09/2023

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান
* ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন
* ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন
* ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন
* ১৯ বছর বয়সে তিনি বাবা হন
* ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে
* সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন
* ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি
* নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন
* চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি
* অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন
* ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন।
* অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন।
* তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন
* আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
* এরপর একটী গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
* হঠাত তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- রন্ধনশিল্প
* তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।
* এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!
* জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...

* ৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিওনার বনে গিয়েছিলেন।

* স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!
-----হতাশ হবার কিছু নেই, আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিওনার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন।

সংগৃহীত

সে জানে না, সে নিজেও একটি ফুল! ❤🌻
19/04/2023

সে জানে না, সে নিজেও একটি ফুল! ❤🌻

Address

Gulistan Dhaka
Chandpur

Telephone

+8801965409714

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robiul islam Rafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Robiul islam Rafi:

Videos

Share

Nearby media companies