Nazmul's Daily Life

Nazmul's Daily Life সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ �

টুনির বাচ্চা 🥰🥰
08/10/2023

টুনির বাচ্চা 🥰🥰

পেঁপে গাছের ও ডাল-পালা মেলে দাঁড়ানোর শখ হয়েছে😒
02/09/2023

পেঁপে গাছের ও ডাল-পালা মেলে দাঁড়ানোর শখ হয়েছে😒

ছোটদের নৌকা ভ্রমণ 🖤সব-কয়টা আমার জান🥰
01/09/2023

ছোটদের নৌকা ভ্রমণ 🖤
সব-কয়টা আমার জান🥰

শিক কাবাব। স্বল্প মূল্যে পাওয়া যায়😜😜
22/08/2023

শিক কাবাব। স্বল্প মূল্যে পাওয়া যায়😜😜

ছোটবেলায় এইটাই ছিলো প্রথম গাড়ি, যেটাতে চড়ে মজা করতাম। তখন এটাকে লুজার গাড়ি বলতাম😄
20/08/2023

ছোটবেলায় এইটাই ছিলো প্রথম গাড়ি, যেটাতে চড়ে মজা করতাম। তখন এটাকে লুজার গাড়ি বলতাম😄

চাঁদপুরের ইলিশ মাছ পৃথিবী বিখ্যাত। আমাদের দেশের জাতীয় মাছ।আগে এই মাছের জন্য আমি গর্ববোধ করতাম, আমাদের চাঁদপুরের মাছ!!!কি...
13/08/2023

চাঁদপুরের ইলিশ মাছ পৃথিবী বিখ্যাত।
আমাদের দেশের জাতীয় মাছ।
আগে এই মাছের জন্য আমি গর্ববোধ করতাম, আমাদের চাঁদপুরের মাছ!!!
কিন্তু এখন, আমাদের দেশের সাধারণ মানুষ বছরের পর বছর এর স্বাদ নিতে পারে না। এর দাম আকাশচুম্বী 🙂
এখন এই মাছ দেখে একটা কথাই মনে পড়ে, এটা বড়লোকদের মাছ🥲🥲

09/08/2023

ফেসবুকে ইদানীং দেখতেছি একটা বিষয় নিয়ে আলোচনা হইতেছে।
নারী কিসে আটকায়??
আরে ভাই কেউ কারণ ব্যতীত কাউকে ছাড়ে না।একটা কারণ থেকেই যায়। হয় পুরুষ নারীকে ছাড়ে অথবা নারী পুরুষকে।
কারো ছাড়াছাড়ি আমরা দেখি সমালোচনা করি কিন্তু কে ছাড়ে? কেন ছাড়? এর উত্তর কেউই জানি না জানতেও চাই না!!!
জাস্টিন ট্রুডোর ডিভোর্স হয়েছে। তার জন্য সবাই বলতাছে এতো ভালো লোক, এতো বড়লোক তাও আবার প্রেম করে বিয়ে!! তাহলে তার বউ তাকে কেন ছাড়ে?
তার মানে নারী কিসে আটকায়?

নারী দিনশেষে পুরুষেই আটকায়।
হয় এই লোককে ছেড়ে অন্যকে নিয়ে দিন কাটাবে।
শেষে তো সেই নারী পুরুষের কাছেই সীমাবদ্ধ।
কেউ ছাড় দেয় কেউ দেয় না।
তেমনি আমাদের পুরুষদের বেলায় ও এক নারী ছেড়ে অন্য নারীকে নিয়ে সংসার করে।
যাদের টাকা আছে তাদের ভালোবাসার অভাব।
আর যাদের ভালোবাসা আছে তাদের টাকার।

যেই মানুষ দুনিয়ার চোখে সুন্দর, সে চার দেয়ালের ভিতর সুন্দর নাও হতে পারে ।।।

চাঁদের আলো বিলাসীতার বস্তু যা সবার চোখে সুন্দর দেখায় না🤤
05/08/2023

চাঁদের আলো বিলাসীতার বস্তু যা সবার চোখে সুন্দর দেখায় না🤤

05/08/2023

ছোটদের নদী দেখার সখ জেগেছে 👻

03/08/2023

কি দিনকাল আসলো🤔🤔
আমরা চাকরি পাইনা, কিন্তু ফেসবুকে ডুকলেই দেখি🧐

চাকরি লাগবে ইনবক্সে আসুন🙄

বুঝলাম না!!! আজকাল চাকরিও দান করা হয়🤨

28/07/2023

সবার কাছে একটা প্রশ্ন।

প্রিয়তমা সিনেমাটা যদি বাংলাদেশী কোন " হিরোইন "
করতো। তাহলে কি সবাই এতো মাতামাতি করতো?🤔🤔🤔

বয়স( ১৮+) কিন্তু( ১৮+) কথা বলা  বারন🤫🤫
27/07/2023

বয়স( ১৮+) কিন্তু( ১৮+) কথা বলা বারন🤫🤫

কেউ কি বলতে পারবেন, এই খাবারটার নাম কি??
27/07/2023

কেউ কি বলতে পারবেন, এই খাবারটার নাম কি??

বাড়ি পাহাড় দেওয়ার জন্য কুকুর পালতে হবে না।ওয়াইফাই এনে পাসওয়ার্ড টা এলাকার সবাইকে দেন তাহলেই হলো🥴🥴
27/07/2023

বাড়ি পাহাড় দেওয়ার জন্য কুকুর পালতে হবে না।
ওয়াইফাই এনে পাসওয়ার্ড টা এলাকার সবাইকে দেন তাহলেই হলো🥴🥴

26/07/2023

নিজের লাগানো গাছে যখন ফল ধরে, তখন কি!! যে ভালো লাগে 😊

একেই বলে, রথ দেখা কলা বেচা🤣🤣
26/07/2023

একেই বলে, রথ দেখা কলা বেচা🤣🤣

মনে হয়, দীর্ঘ এক যুগ পর আজকে ইউনিভার্সিটি গেলাম🤓
25/07/2023

মনে হয়, দীর্ঘ এক যুগ পর আজকে ইউনিভার্সিটি গেলাম🤓

24/07/2023

মামতো বোন যেই বয়সে ব্লগ করছে, এই বয়সে আমি ললিপপ খেতাম🤓😲😲

23/07/2023

সত্যি অসাধারণ ❤️

আমার ছোটবেলার বর্ষাকাল টাই ভালো ছিলো তখন,১/ সকালে বৃষ্টি হলেই স্কুল না যাওয়ার বাহানা খুঁজে পেতাম।২/ স্কুলের টাকা জমিয়ে ম...
23/07/2023

আমার ছোটবেলার বর্ষাকাল টাই ভালো ছিলো
তখন,

১/ সকালে বৃষ্টি হলেই স্কুল না যাওয়ার বাহানা খুঁজে পেতাম।

২/ স্কুলের টাকা জমিয়ে মাছ ধরার বরশী কিনতাম।

৩/ গাছ থেকে কদম ফুল পাড়তাম, তা দিয়ে আম পাতার গাড়ি বানাতাম।

৪/ যে দিন ছাতা নিতাম ঐ দিন স্কুল থেকে আসার সময় বৃষ্টি আসতো না।

৫/ স্কুল থেকে আসার সময় ছাতা নিয়ে কাড়াকাড়ি করতাম, তাই সবাই বৃষ্টিতে ভিজে আসতাম।

৬/ বৃষ্টি আসার জন্য দোয়া করতাম।

৭ / বৃষ্টিতে ভিজে খেলতাম তারপর খালের পানিতে দাপাদাপি করতাম।

৮/ পুঁটিমাছ ধরার প্রতিযোগিতায় নামতাম সবাই।

৯/ মাছ ধরে চড়ুইভাতি খেতাম।

১০/ নৌকায় করে বিলে যেতাম শাপলা তুলতে।

১১/ দল বেধে যেতাম শালুক তুলতে।

১২/ বৃষ্টি হলে ঘরে বসে লুডু, জদু- মধু, চোর পুলিশ খেলতাম।

১৩/ বৃষ্টির দিনে মা বিভিন্ন ধরনের বিচি ভাজতো।যেমন : শিমের বিচি, মাশকলাই।

১৪/ বর্ষার পানি উঠানে উঠলে আনন্দ দেখতো কে।

১৫/ রাস্তায় সারি সারি ভাবে বসে পাট নেওয়ার মেলা বসতো,পাটের গন্ধ আমার ভালো লাগতো।

১৬/ বর্ষার পানিতে নৌকা ভাসাতাম।

কোথায় হারিয়ে গেলো ছেলেবেলার বর্ষাকাল😔

কোথায় গেলো সেই পরিবেশ।
😭😭😭

23/07/2023

আমার শহর, আমার কলেজ 🤟

বাংলাদেশে কখনোই মেধার মূল্যায়ন করা হয় না🙃
23/07/2023

বাংলাদেশে কখনোই মেধার মূল্যায়ন করা হয় না🙃

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের হাসান পারভেজ (৪০)। কখনো ইটভাটায় কাজ করে,কখনো গ্রামের অবস্থাশালী পরিবারের গৃহস্থালির কাজ করে এবং কখনো খেতখামারে দিনমজুরি করে সংসার চালান।
কাজের ফাঁকে ফাঁকে হাতে লিখে বের করেন চার পৃষ্ঠার একটি পত্রিকা যার নাম "আন্ধারমানিক"।

নিজ হাতে খবর লেখার দুরূহ কাজটি করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসান পারভেজ।

হাসান পারভেজ পত্রিকার নাম সম্পর্কে বলেন, আমার উপজেলার নদীর নাম ‘আন্ধারমানিক’ তাই নদীর নামেই পত্রিকার নাম দিয়েছি। একটি স্লোগানও যুক্ত করেছি—‘আঁধারে মানিক্যের সন্ধান’।

পত্রিকা বের করার কারণ সম্পর্কে যানতে চাইলে হাসান পারভেজ বলেন,প্রথমত গ্রামীণ জনপদের মানুষের দুঃখ-কষ্ট ও সাফল্য তুলে ধরতেই পত্রিকা বের করেছি। আরও একটি কারণ আছে! আমি কবিতা লিখি। তবে কোথাও ছাপাতে পারিনি। ভাবলাম, পত্রিকা বের করলে কবিতাও ছাপাতে পারব।পরে ২০১৯ সালের ১ মে থেকে আমার পত্রিকা বের হয়েছে।
প্রতিটি প্রতিবেদন আমি পত্রিকায় নিজের হাতে লিখি। শুধু শিরোনামগুলো কম্পিউটারে কম্পোজ করে দেই। পত্রিকা হাতে লেখার পর আমি মূল কপির ২০০ থেকে ২৫০টি ফটোকপি করি।

প্রতিটি কপির জন্য খরচ ৭ টাকা। প্রতিটি পত্রিকার দাম ১০ টাকা। সব কপি বিক্রি করা গেলে ৫০০ টাকার মতো লাভ থাকে।

অর্থসংকটসহ নানান কারণে পত্রিকার বেশি সংখ্যা বের করতে পারিনা। একটি ফটোকপিয়ার, ছবি তোলার জন্য একটি ক্যামেরা অথবা মোবাইল ফোন ও একটি কম্পিউটার থাকলে কাজটি সহজ হতো।

পত্রিকার সংবাদ সংগ্রহের জন্য প্রতিবেদক, রিপোর্টার ও কর্মী সম্পর্কে হাসান পারভেজ বলেন,পত্রিকার সঙ্গে ১৫ জনের মতো লোক কাজ করেন। বলতে পারেন, তাঁরাই আমার সংবাদকর্মী। কেউ ভ্যান চালক, কেউ দরজি, কেউ কৃষক, কেউ রাজমিস্ত্রী, কেউ গৃহিণী। গ্রামে তাঁদের চোখে পড়া ঘটনা আমাকে বলেন। আমি লিখে দেই। তাদের আমি কাউকেই টাকা দিনা বা তাঁরা কেউ টাকা নেন না।

পত্রিকার পাঠক সম্পর্কে হাসান পারভেজ বলেন,শুরুতে শুধু আমার গ্রামের মানুষকে পত্রিকাটি পড়াতে চেষ্টা করেছি। পরে
রুবিনা নামের ৯ বছরের একটি মেয়েকে নিয়ে একটি প্রতিবেদন আলোচিত হয়। এখন পাশের ৫-৬ টা গ্রামের মানুষ আমার হাতে লেখা পত্রিকা পড়েন।

রুবিনার প্রতিবেদনটি ছিলো:রুবিনার মা ডলি বেগমকে পায়ে শিকল পরিয়ে রাখা হতো। কারণ, তাঁর মানসিক অসুস্থতা ছিল। পরিবারটি অত্যন্ত দরিদ্র। তাঁদের দুঃখ-কষ্টের জীবন পত্রিকায় তুলে ধরি।

পরে এই পত্রিকার মাধ্যমেই স্থানীয় উপজেলা প্রশাসন পরিবারটিকে একটি ঘর ও ২ শতাংশ জমি দিয়েছে।

হাসান পারভেজ এর পরিবার ও পড়াশোনা সম্পর্কে বলেন,পরিবারে স্ত্রী ও দুই মেয়ে। বড় মেয়েটি দ্বিতীয় শ্রেণিতে পড়ে। আর পড়াশোনা, ১৯৯৬ সালে আমার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।টাকার অভাবে দিতে পারিনি। পরে ২০১৫ সালে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছি। ২০১৭ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে এইচএসসি (ভোকেশনাল) পাস করেছি। এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকও করছি।

পত্রিকার নিয়ে তার আগামী ভাবনা সম্পর্কে জানতে চাইলে বলেন, পত্রিকা বের করি মনের আনন্দে। আমি হাতে লিখেই পত্রিকা বের করব। তবে পৃষ্ঠা বাড়ানোর ইচ্ছা আছে। এখন আমি নিজ ঘরের বারান্দাকে কার্যালয় হিসেবে ব্যবহার করছি। আলাদা একটি অফিস নিতে চাই।

#ভয়েসঅফপটুয়াখালী #পত্রিকা

ইনশাআল্লাহ। নতুন ভিডিও আসছে 🤟
22/07/2023

ইনশাআল্লাহ। নতুন ভিডিও আসছে 🤟

হাঁস- মুরগী কিংবা কবুতর ও এতো জোড়ায় চলে না, যতটা  ছেলে মেয়েরা রাস্তায় চলাফেরা করে😵‍💫
21/07/2023

হাঁস- মুরগী কিংবা কবুতর ও এতো জোড়ায় চলে না, যতটা ছেলে মেয়েরা রাস্তায় চলাফেরা করে😵‍💫

20/07/2023

সবাইকে আরবি নববর্ষ ১৪৪৫ এর শুভেচ্ছা ❤️

20/07/2023

মেলা মানেই মিলনমেলা🤟

অপরের জন্য নিজের আত্মত্যাগ, এই গাছটি তার উদাহরণ 🙂
20/07/2023

অপরের জন্য নিজের আত্মত্যাগ, এই গাছটি তার উদাহরণ 🙂

19/07/2023

হস্ত ও কুটির শিল্প মেলায় আমার একদিন🤟

শহরের এই লাল - নীল আলোর ঝলকানি, কিছু মানুষের মনুষ্যত্ব হারানোর কারন🙃😵‍💫
19/07/2023

শহরের এই লাল - নীল আলোর ঝলকানি, কিছু মানুষের মনুষ্যত্ব হারানোর কারন🙃😵‍💫

দ্রব্য মূল্যের দামের সাথে দৌড়  প্রতিযোগিতায় আমি হেরে গেছি।🙃তাই দ্বিতীয়বার হারার ভয়ে বাজারেই যাই না।😎
19/07/2023

দ্রব্য মূল্যের দামের সাথে দৌড় প্রতিযোগিতায় আমি হেরে গেছি।🙃
তাই দ্বিতীয়বার হারার ভয়ে বাজারেই যাই না।😎

কার কাছে কেমন,🫠 আমার কাছে কাঁঠাল থেকে কাঁঠালের বীজ বেশি ভালো লাগে 😉
19/07/2023

কার কাছে কেমন,🫠 আমার কাছে কাঁঠাল থেকে কাঁঠালের বীজ বেশি ভালো লাগে 😉

19/07/2023

বাগান করা আমার নেশা🙂

নারকেল গাছটির ভাতা পাওয়া দরকার।কি বলেন সবাই🙄
18/07/2023

নারকেল গাছটির ভাতা পাওয়া দরকার।
কি বলেন সবাই🙄

Address

Chandpur

Telephone

+8801631488257

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul's Daily Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul's Daily Life:

Videos

Share