ইসলাম - ISLAM

  • Home
  • ইসলাম - ISLAM

ইসলাম - ISLAM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলাম - ISLAM, Video Creator, .

05/12/2023

সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ ।
— হযরত আলী (রাঃ)

05/12/2023

Alhamdulillah
আজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রিয় কন্যা জান্নাতি নারী মা ফাতেমা (রাঃ)শুভ জন্মদিন🥰🥰
🥰আমিন🥰

05/12/2023

"ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আস্তাগীছ!"৩ বার

পড়া শেষে আলহামদুলিল্লাহ🥀

04/12/2023

**কিয়ামতের দিন**

রাসূল (স:) থাকবেন সবচেয়ে ব্যস্ত । পুলসিরাত, মিযানের পাল্লা,হাউসে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন 'ইয়া উম্মাতি'! 'ইয়া উম্মাতি'! বলে।

জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনাকে তুলবেন কবর থেকে।

রাসূল (স:) জিজ্ঞেস করবেন,'কী ব্যাপার জিব্রাইল! আমার উম্মাত কী উঠেছে?'

ওইদিকে আবার মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুটি ধরে আছেন আর বলছেন 'ইয়া নাফসি! ইয়া নাফসি!'

সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে 'উম্মাতি! উম্মাতি!' আর, সেদিন তাঁর পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ!

রাসূল সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ উনার মনে পড়ে, আমার উম্মাত ক্লান্ত, পিপাসার্ত নয়তো! ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এইতো পিপাসার্ত উম্মাত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো। আর কখনো তৃষ্ণার্থ হবে না।

হঠাৎ মনে হবে মিযানের সামনে দাড়ানো উম্মাতের কথা। ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মাতের বাম পাল্লা ভারি হয়ে যাচ্ছে।

পেরেশান, তিনি হয়রান!!!

অতঃপর দৌড়ে যাবেন দুরূদের পিটারার সামনে। যেখানে তাঁর জন্য পড়া দুরূদ উম্মাতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরূদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়।

মাক্বামে মাহমুদের পাশে উনার জন্য আসন পাতা থাকবে৷

আল্লাহ বলবেন۔ 'হে নবী বসুন।'

তিনি উত্তরে বলবেন, 'না বসবো না।'

আল্লাহ্ বলবেন - 'জান্নাতে যান!'

নবী (স:) বলবেন- 'না, যাবো না!'

আল্লাহ্ বলবেন- 'জান্নাতের পোশাক পড়ুন!'

নবী (স:) বলবেন- 'না, পড়বো না!'

আল্লাহ্ বলবেন - 'বোরাকে উঠুন!'

নবী (স:) বলবেন- 'না, উঠবো না। আমি চলে গেলে উম্মাতের কী হবে?'

কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতা-মাতা থেকে পালিয়ে বেড়াবে।

কিয়ামতের দিন এক রাসূল (স:) ছাড়া কেউ কাউকে চিনবেনা।

অতএব রাসূল এর সূন্নাত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করা। আল্লাহ সবাই কে হেদায়াত দান করুক আমিন 🤲

04/12/2023

🥀১ মিনিট ধৈর্য ধরে পড়ুন...

🌾জিবরাঈল (আঃ)কে আল্লাহ তায়ালা তৈরী করলেন।
জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কিসে খুশি হন??

🌸আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে। অত:পর জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে সিজদা করলেন ৩০ হাজার বছর ধরে।
জিবরাঈল (আঃ) মনে মনে খেয়াল করলেন আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সিজদা দুনিয়ার আর কেউ করতে পারবে না।

🏵️আল্লাহ তায়ালা নিশ্চয় আমার প্রতি খুশি হবেন।
জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালার দিকে মুতাহজ্জির হয়ে রইলেন কিন্তু আল্লা তায়ালার পক্ষ থেকে কোন খুশির বাণী জানান হল না, জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম আপনি কি আমার সিজদার প্রতি কোন খুশি হন নাই? আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন - জিবরাঈল তোমার জবাব আমি দেব তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও, জিবরাঈল (আঃ) তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহর কুদরতী নূর দ্বারা লিখা রয়েছে- ''লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ''(সাঃ)
জিবরাইল (আঃ) জিজ্ঞাসা করলেন- হে আল্লাহ্!! আমার সিজদার সংগে এই কালিমার কি মিল?? আল্লাহ তায়ালা বললেন, ও জিবরাইল শোন আমি আল্লাহ এ দুনিয়া তৈরী করব ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হিদায়াতের জন্য লক্ষাধিক নবি-রাসূলগনকে পাঠাব সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ কে পাঠাব

এই নবীর উম্মতের উপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরয করব আর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরটা করে রাকাত আমার জন্য ফরয করব প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবির উম্মত তিনবার করে "সুবহা-না রাব্বিয়াল আলা-" পাঠ করবে। জিবরাইল তুমি জেনে রাখ আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে "সুবহা-না রাব্বিয়াল আলা-" বলে আমাকে ডাক দিবে, জিবরাইল তুমি ৩০ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছ, আমি আল্লাহ্ আমার বান্দার আমল নামায় এর থেকেও ৪০ হাজার গুন বেশি নেকি লিখে দিব, সুবহানাল্লাহ...!!
এই জন্য মুসা (আঃ) কাঁদছেন, আল্লাহ!! আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও, যে নবীর উম্মত এক সিজদায় জিবরাঈল (আঃ) এর সারা জীবনের ৩০ হাজার বছরের সিজদার নেকি নিয়ে গেল।।

আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করছি...?
আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন।

- -আমিন..🤲🤲

04/12/2023

সেলিব্রেটিরা লক্ষ, লক্ষ টাকা খরচ করে বডি-গার্ড রাখে নিজের রক্ষার জন‍্য।

আর আমরা একবার আয়তুল কুরসী পড়লে তো, ৭০০০০ হাজার ফেরেশতা আমাদের রক্ষা করে।✨🌸 আলহামদুলিল্লাহ 🥰

03/12/2023

চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রসাদে থাকার চেয়ে,
গরীব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়েঘরে থাকা অনেক সুখের !!

03/12/2023

কাউকে অতীতের গুনাহ নিয়ে খোটা দিও না ! সে হয়তো তওবা করে আল্লাহর কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে !!

03/12/2023

ইসলাম ধর্ম সহজ - কিন্তু এতটা সহজ নয় যে,
কোন মেসেজ কুড়ি জনকে ফরোয়ার্ড করলে জান্নাত পেয়ে যাবেন !!

03/12/2023

নামাজ শুধু পরকালে মুক্তি দেয় না, নামাজ ইহকালেও ভরপুর করে দেয় ! নামাজে শরীর সুস্থ থাকে রিজিকও বাড়ে ! বিপদ দূরীভূত হয় !!

03/12/2023

⇛ নিশ্চয়ই শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন!❤️

আল্লাহ এই জুম্মার দিনের উছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিন

- আমিন🌸

03/12/2023

⇛ প্রতিরাতে শেষ তৃতীয়াংশে ১ম আসমানে এসে আল্লাহ বলেন-
কে আমাকে ডাকে!
আমি সাড়া দিব যা চাইবে তাই দিব! -বুখারি-১১৪৫ সুবহানআল্লাহ্❤

03/12/2023

⇛ একাকি হয়ে যাওয়া মানে
তুমি খারাপ সঙ্গ ত্যাগ করেছ।

__হযরত উমার (রা)

03/12/2023

⇛ যে আপনার ইবাদতে ব্যাঘাত ঘটায় সে
আপনার বন্ধু নয় সে আপনার
প্রকৃত শত্রু !!

03/12/2023

যার চরিত্র নিয়ে মহান আল্লাহ তালা প্রসংশা করে ছিলেন।

তিনি হলেন হযরত মুহাম্মদ(সা:)

03/12/2023

সৌদি আরবে
গত ১১ মাসে ৫৬ হাজার লোকের ইসলাম ধর্ম গ্রহণ!
💥আলহামদুলিল্লাহ 💥

03/12/2023

রাসূল (ﷺ) বলেছেন, ❝যে ব্যক্তি কোরআন পড়তে চায় কিন্তু পড়তে পারেনা তবুও চেষ্টা করে ঐ ব্যক্তি দিগুন সওয়াব পাবে।❞
~সহীহ্ মুসলিমঃ১৭৪৭

01/12/2023

আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি...
ফজর- ২ x ৩৬৫ দিন = ৭৩০ রাকাআত
যােহর- ৪ x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
আসর- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মাগরিব- ৩ x ৩৬৫ দিন = ১০৯৫ রাকাআত
এশা- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মােট = ৬২০৫ রাকাআত
সুন্নাত এবং নফল সালাত তাে বাদই দিলাম !!
১ বছরে (৩৬৫ x ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত।
অর্থাৎ বছরে ১৮২৫ বার আপনাকে আযানের মাধ্যমে ডাক দেয়া হয়।
আপনি কয়বার সাড়া দিয়েছিলেন ?
আপনার মনে কি একটুও অনুশােচনা হওয়ার কথা না ?
কি ভেবেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না?
এখানে শুধু ১ বছরের একটু ধারণা তুলে ধরা হল,
আল্লাহ্'র কাছে পুরাে জীবনের হিসাব কিভাবে দিবেন. ?
কি অবস্থা হবে সেদিন ?
আসুন!!
আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি।
আল্লাহর ডাকে সাড়া দেই।আল্লাহ্ কে ডাকি।
আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করার তৌফিক দান করুক...... আমিন।

01/12/2023

নিশ্চয় আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে আছেন।
(সুরা বাক্বারা, আয়াত:১৫৩)

01/12/2023

∙──༅༎﷽༎༅──∙
জান্নাতের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে,
আল্লাহ নিজে সালাম দিবেন জান্নাতিদের।
( সূরা ইয়াসিন :৫৮) সুবহানাল্লাহ ❤️

01/12/2023

" রিমাইন্ডার "

📍 ছ্বলাতুল দুহা /চাশতের নামায

▪️তাহাজ্জুদের পরে দ্বিতীয় ফজিলতপূর্ন
নামায হলো ছ্বলাতুল দুহা/চাশতের নামায

▪️হাজারে একজন পড়ে কিনা খুজে পাওয়া মুশকিল ,আপনি যদি হাজারের মধ্যে একজন হন তাহলে আপনার মর্যাদা আল্লাহর কাছে কেমন হবে, একবার কি ভেবে দেখেছেন

🚩 ফজিলতঃ এই নামাযের মাধ্যমে শরীরের ৩৬০ জোড়া সাদাকা আদায় হয় এবং সমুদ্রের ফেনা পরিমান গুনা সমূহ মাফ হয়। জান্নান্তে একটি বালা খানা তৈরি হবে।

☑️(২+২)=৪ রাকাত, যেকোন সুরা দিয়ে পড়া যাবে!! এই নামাযের ওয়াক্ত শুরু হয় সকাল ৯.৩০-১১- ৩০পর্যন্ত।

সহিহ বুখারী ১/৩৯৫, ১১২৪,২/৬৯৪, ১৮৮০🍁

01/12/2023

"নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী "!
[সূরা: আনফাল –(৩০)]

আলহামদুলিল্লাহ �

30/11/2023

কেয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের
দিকে ডাকা হবে, তারা হলেন ঐসব ব্যাক্তি, যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ!❤️
[মিশকাতুল-২৩০৮]

30/11/2023

পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে সহজ কাজ হল অন্যের সমলোচনা করা।

29/11/2023

"যে রব গাছের ডালে ঘুমন্ত পাখিটিকেও পড়ে যেতে দেন না, আপনি কি করে ভাবলেন সেই রব আপনাকে একা ছেড়ে দিবেন ! সুতরাং ধৈর্য ধরুন, শেষটা সুন্দর হবে"

-ইন শা আল্লাহ্ 🖤🌸

28/11/2023

📝Good News🥀
৮২৩ বছর পর সামনে ডিসেম্বর মাসে ৫ টি শুক্রবার পড়েছে ☺️
সবাই বলি আলহামদুলিল্লাহ 🤲🏻🦋

28/11/2023

- I believe in the line 'আল্লাহ চাইলে সব সম্ভব'!❤️

28/11/2023

১. “সুবহানাল্লাহ।🤍
২.“আলহামদুলিল্লাহ”।
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”।
৪.“আল্লাহু আকবার”।
৫.“আস্তাগফিরুল্লাহ”।
৬.“আল্লাহুম্মাগফিরলি”।
৭.“ইয়া রব্বিগফিরলি”।
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”l
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”।
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”l
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”।
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)”।

পড়া শেষে আলহামদুলিল্লাহ।❤️

28/11/2023

-"জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হচ্ছে নামাজ!"
(সহীহ্ মুসলিম --২৬৩)
🤲আলহামদুলিল্লাহ🤲

28/11/2023

"আল্লাহ যদি কারও কল্যাণ চান, তাকে পরীক্ষায় ফেলেন"।🌸🍁
[বুখারী-৫৬৪৫]
আলহামদুলিল্লাহ🌸

28/11/2023

সাত আসমান সাত জমিন সম্পর্কে কিছু ধারণা

২২৮ টি দেশ নিয়ে এই পৃথিবী।

পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।

ব্যাটেল জুইস নামে একটি তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।

প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।

আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।

পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান Apollo 11. সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে। মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে, ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে। যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।

গ্যালাক্সি, সুপার নোভা, ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়।

* ১ম আকাশের মহাশুন্য,

তারপর ১ম আকাশ।

*তারপর ২য় আকাশের মহাশুন্য,

তারপর ২য় আকাশ।

*তারপর ৩য় আকাশের মহাশুন্য,

তারপর ৩য় আকাশ।

*তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,

তারপর ৪র্থ আকাশ।

*তারপর ৫ম আকাশের মহাশুন্য,

তারপর ৫ম আকাশ।

*৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।

গাছটির নাম সিদরাতুলমুনতাহা।

বিশ্ব নবী হযরত মুহাম্মদ ( সাঃ) বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।

*৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ। আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন। একটি বার চিন্তা করে দেখুন আল্লাহর সিংহাসন কত বড়?

আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে। আল্লাহু আকবর।

মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব দান করুন।

আমিন ইয়া রাব্বুল

27/11/2023

😔😔 ফেইসবুকে কিছু কিছু পোস্ট দেখলে আসলেই খারাপ লাগে..
আস্তাগফিরুল্লাহ !!!

পোস্টের ধরনঃ

১:- Just- সালাম দিন, রিপ্লাই আসলে
আপনি ভাগ্যবান- ইনশাআল্লাহ্!

২:- আমি পর্দা করি আলহামদুলিল্লাহ ইউ..

৩:- আজকে কে কে ফজরের নামাজ পড়েছো তাদের চাঁদ মুখ খানা দেখতে চাই।

৪:- ১ ঘন্টায় 1k আল্লাহর পাগল দেখতে চাই।

৫:- কথা দিলাম আল্লাহ নামটি লিখবো।

৬:- মহানবী (সাঃ) কে ভালোবাসলে একবার তার নামটা লিখে যান।

৭:- যে এই পোস্টটা পড়ছেন একবার হইলেও আল্লাহ নামটা লিখে যান।

৮:- কে কে নামাজ পড়ছো কোরআন পরছো হাত তুলো।

৯:- ফাস্ট তারাবী ডান,, ফাস্ট ইফতার ডান, ফাস্ট সেহরি ডান।

১০:- কেউ আমীন না লিখে যাবেন না!

১১:- যেকোনো পোস্টে আবার এটাও লিখে , কালিমার দাওয়াত দিয়ে গেলাম !

১২:-যারা ইসলাম ধর্ম পেয়ে খুশি,, শুধুমাত্র তারাই বলি আল-হামদুলিল্লাহ

আস্তাগফিরুল্লাহ!! আস্তাগফিরুল্লাহ!! আস্তাগফিরুল্লাহ!!

ভাই/বোন এটা আমাদের চরম মূর্খতার পরিচয়!
কেন আপনারা কি পাবলিককে দেখানোর জন্য আল্লাহর ইবাদত করেন?? আর যারা কমেন্ট না করে তারা কি জীবনে নামাজ পরে না নাকি !
তারা আল্লাহ ও রাসূলকে ভালোবাসে না?
আল্লাহর ইবাদত যত গোপনে করবেন আল্লাহ তত খুশি হবে। ইসলাম আমাদের বলে তুমি এমনভাবে দান করো যাতে ডান হাতে দান করলে বাম হাতও টের না পায়...
আর বর্তমানে মানুষ এমনভাবে দান করে মনে হয় বিশ্বজয় করে মাইকিং করছে!
বিরত থাকুন এসব পোস্ট করা থেকে। ধন্যবাদ

27/11/2023

আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন, নামাজ ছেড়ে দিও না।
খুব খুব শীঘ্রই তুমি পাবে যা তুমি চাইতেছো।
আমিন

27/11/2023

গভীর রাতে______
তাহাজ্জুদের নামাজে কান্নায় ভেঙ্গে পড়া এমন অনেক মানুষ আছে!

ভোর না হতেই যাদের দোয়া কবুল হওয়ার আনন্দে আরেক'বার চোখে অশ্রু ঝরে

আলহামদুলিল্লাহ্🤲

27/11/2023

সারাদিন তো কাজি করি একটু.!🙂

আলহামদুলিল্লাহ্ বলার সময় হবে.!🌸💙🥰

27/11/2023

-ধৈর্য্য ধরো তুমি আবারও কাঁদবে,তবে কষ্টে নয়,দোয়া কবুল হওয়ার আনন্দে..!🌸

-অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এতো দিবেন যে,তুমি খুশি হয়ে যাবে..!💞

( সুরা দ্বোহা:০৫)💞🌸

27/11/2023

চিন্তা করো না,,
আল্লাহ জানেন তুমি অপেক্ষা করছো...
ইনশাআল্লাহ ভালো কিছু পাবে।
আল্লাহর উপর ভরসা করো ❤️🌼

27/11/2023

যদি কোনো কিছু খুব আগ্রহ করে আল্লাহর কাছে চান। তাহলে সেটার জন্য পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি তাহাজ্জুদ পড়ুন।

বেশি বেশি দু'য়া করতে থাকুন। হাল ছেড়ে দিবেন নাহ। মনে রাখবেন আপনি এমন একজন রবের কাছে চাচ্ছেন যিনি অসম্ভবকে ও সম্ভব করতে পারেন।

দোয়া করতেই থাকুন, আল্লাহর কাছে চান, না পেলে আবার ও চান, তবুও না পেলে কান্না করে চান, চাইতেই থাকুন।

দোয়ার শক্তি এত বেশি যে তা বান্দার তাকদির পর্যন্ত বদলে দিতে পারে'। [তিরমিজী-২১৩৯] ❤️

27/11/2023

সবচেয়ে ভয়ংকর হাদিসগুলোর একটি নিচে দেয়া হলো। মনযোগ দিয়ে পড়ুন।
রাসূলুল্লাহ (সা.) বলেন, 'আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামাতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু
আল্লাহ্ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন।
এই কথা শুনে সাওবান (রা.) বললেন, "হে রাসূলাল্লাহ! তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই।"
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদাত করো, তারাও করে।
কিন্তু যখন একাকী হয় তখন আল্লহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয়।'💔
[ইবনে মাজাহ ৪২৪৫; হাদিসটি সহিহ]
আমরা যারা সুযোগ পেলেই দৃষ্টির খেয়ানত করি, লজ্জাস্থানের খেয়ানত করি, মানুষের অধিকার নষ্ট করি ও নির্জনে বিভিন্ন হারামে লিপ্ত হই - এই হাদিস আমাদের জন্য মহাসতর্কবার্তা। আল্লহ্ আমাদেরকে গোপন গোনাহ থেকে রক্ষা করুন।
❤️আমিন আমিন আমিন❤️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলাম - ISLAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share