তালবিয়া (আরবি: ٱلتَّلبِيَة) হল একটি ইসলামী প্রার্থনা। হজ্জ বা হজ্বের সময় ইহরাম লাগানোর পর থেকে বারবার তালবিয়া পড়া হয়, যাতে হাজীরা পার্থিব উদ্বেগ থেকে নিজেকে শুদ্ধ ও মুক্ত রাখতে পারে।
আরবি জিলহজ্জ মাসের নবম দিন, হজ্জের সময় আরাফাতের ময়দানে হাজীরা অবস্থান করে ও তালবিয়া বা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করে।
তালবিয়ার পাঠ্য হল:
لَبَّيْكَ ٱللَّٰهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ ٱلْحَمْدَ وَٱلنِّعْمَةَ لَكَ وَٱلْمُلْكَ لَا شَرِيكَ لَكَ
লিপ্যন্তর: লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নিমাতা লাকা ওয়ালমুল্ক লা শারি-কা লাক
“আমি হাজির হে আল্লাহ! আমি উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোন অংশীদার নেই। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদরাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার। আপনার কোন অংশীদার নে
উনি জে বক্তা যে নিজের ঈমানকে বিক্রি করে ফেলেছেন মিজানুর রহমান আজহারী 🤬
ইন্ডিয়া বর্ডার এর পাশে কঠিনতম পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি
ইন্ডিয়া বর্ডার এর পাশে কঠিনতম পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি
হাজিগঞ্জ এর জমিনে জ্বর বৃষ্টি দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন তাহেরি হুজুর
জ্বর বৃষ্টি দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন পির মুফতি গিয়াস উদ্দিন তাহেরি
মসজিদ নিয়ে এ কি বললেন পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি
Mufti Gias Uddin Tahery
শাহেখ আহমাদুল্লাহ কে নিয়ে নতুন গজল সৃষ্টি করলেন হযরত মাওলানা কারী সালাউদ্দিন হোসেন তোফাজ্জল
শায়খ পূজারীরা ট্রল করো আর যাই করো!আল্লামা তাহেরী র জুতার ধুলার সমানও হতে পারবে না,,,✊👈
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শাশিয়ালী গ্রামের মজুমদার বাড়ীর ৫৫ বছর বয়স্ক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার।
এবার মদিনার আযান দিলেন তাহেরী হুজুর। তাহেরী আযান। Mufti Gias Uddin Tahery
আবু তোহা আদনান কে কি বললেন হযরত মাওলানা জাহাঙ্গীর হুজুর
আল্লাহর ধন রাসূলের দিয়া রাসুল নাকি গায়েব হয়ে গেছেন এ কি বললেন পীর Mufti Gias Uddin Tahery
হজরত ইসমাইল এর অলৌকিক গঠনা নিয়ে ওয়াজ করছেন পির মুফতি গিয়াস উদ্দিন তাহেরি
হজরত ইসমাইল এর অলৌকিক গঠনা নিয়ে ওয়াজ করছেন পির মুফতি গিয়াস উদ্দিন তাহেরি
নাইক্ষ্যংছড়ির ছেলে শিপন বড়ুয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
আলহামদুলিল্লাহ তার বর্তমান নাম মোহাম্মদ ইয়াসিন।
ভাইয়ের জন্য দোয়া রইল ❤️🤲
ভাই বোনের কঠিন ভালোবাসা 🥰
#দালালী_নয়_দলীলের_মাধ্যমেই_কথা_হবে_
আল্লাহর হাবীব (দ:) প্রতি নবুওয়্যাত নির্ধারণ এবং ৪০ বছর বয়সে নবুওয়্যাতের প্রকাশ নিয়ে আপত্ত্বি করি নি।
আপত্ত্বি করেছি--আহমদুল্লাহ সাহেব বলেছেন :
আল্লাহর হাবীব (দ:)৪০ বছর নবুওয়্যাত প্রকাশের পূর্বে তিনি তো নবী-ই ছিলেন না!(নাউজুবিল্লাহ)।
Mufti Gias Uddin Tahery
চট্টগ্রাম ১২ আওলিয়াগন এর দেশ তার মধ্যে
মাইজভান্ডার এর ভক্ত কে আছো সারা দাও
ইয়ে গাউছুল আজম মাইজভান্ডারী